Bulletin
পবিত্র হজ ২০২২ প্রতিদিনের বুলেটিন
আইটি হেল্পডেস্ক।
প্রকাশ সংখ্যা: ৩২
প্রকাশের সময় (সৌদি): ০৪ জুলাই, ২০২২ (০৫ জিলহজ, ১৪৪৩ হি:) রাত ১১:০০; (বাংলাদেশ): ০৫ জুলাই, ২০২২ রাত ০২:০০
আজ থেকে শুরু হয়েছে হজ-২০২২ সালের মিনা এবং আরাফাতের মানচিত্র বিতরণের কাজ। বাংলাদেশ হজ অফিসের আইটি হেল্পডেস্ক (মক্কা) থেকে সম্মানিত হজযাত্রী, হজ এজেন্সী কর্তৃপক্ষ এবং সরকারি ও বেসরকারি হজ গাইডগণ মিনা এবং আরাফাতের মানচিত্র সংগ্রহ করতে পারবেন।
সর্বশেষ অবস্থা ০৪ জুলাই, ২০২২ খ্রি. পর্যন্ত (প্রাথমিক তথ্যমতে):
- আগত সর্বমোট হজযাত্রী ৫৮,১১৮ জন;
- আগত সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪,০৮৯ জন;
- আগত বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৫৪,০২৯ জন;
- আগত ফ্লাইট সংখ্যা ১৬০ টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮৭ টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৬১ টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ১২ টি ফ্লাইট;
- সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হইতে প্রদত্ত সার্ভিস সংখ্যা ১৭,৪৫৯ টি;
- সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ১৭,১৪৩ টি;
- সর্বমোট ইস্যুকৃত ভিসা– ৯৯.৭৯%; সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা – ৯৯.৫৪%; বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা – ৯৯.৮১%;
- সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ১২ জন হজযাত্রী/হাজী; পুরুষ-০৮,মহিলা-০৪; মক্কা-১০, মদিনা-০২, জেদ্দা-০;
একনজরে হজ ২০২২ এর কার্যক্রম:
- ২০২২ সনের পবিত্র হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই, ২০২২ খ্রি.
- সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা – ৪,১১৫ জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ)
- বেসরকারি ব্যবস্থাপনায় কোটা – ৫৫,৮৮৫ জন।
- ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৩৫৯ টি
- হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ০৫ জুন, ২০২২ খ্রি.
- হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ০৫ জুলাই, ২০২২ খ্রি.
- হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৪ জুলাই, ২০২২ খ্রি.
- হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ০৪ আগস্ট, ২০২২ খ্রি.
সর্বশেষ মৃত্যু:
গত ০৩/০৭/২০২২ ইং তারিখ রংপুর জেলার মোঃ খয়বর হোসেন (৫৫) পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর পাসপোর্ট নম্বরঃ EF0156162।
তথ্যসূত্র: এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব।