Bulletin
পবিত্র হজ ২০২৩ প্রতিদিনের বুলেটিন
আইটি হেল্পডেস্ক।
প্রকাশ সংখ্যা: ১৫
(সৌদি): ৪ জুন, ২০২৩ (১৪৪৪ হিজরী); রাত ২৩.৫৯:০০ (বাংলাদেশ): ৫ জুন, ২০২৩ রাত ০২:৫২
আজ রাত ১০:০০ ঘটিকায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা জনাব মো: মতিউল ইসলাম এর সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় হজ যাত্রীদের সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধির উপরে গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া এই বছর কোরবানির মূল্য ৭২০ সৌদি রিয়াল ধার্য করা হয়েছে মর্মে সৌদি সরকারের সিদ্ধান্ত অবহিত করা হয়। সভায় অন্যান্যের মধ্যে কাউন্সিলর (হজ) জনাব মোঃ জহিরুল ইসলাম, কনসাল (হজ) মোহাম্মদ আসলাম উদ্দিন, প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক এবং আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ অবস্থা ৪ জুন, ২০২৩ (সৌদি সময়)খ্রি. পর্যন্ত (প্রাথমিক তথ্যমতে):
- আগত সর্বমোট হজযাত্রী ৫৩,৫৯৯ জন
- আগত সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৯,৩৫০ জন
- আগত বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪৪,২৪৯ জন
- সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ৫,২৬৮ টি
- সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হইতে প্রদত্ত সার্ভিস সংখ্যা ১১,৩৪৬ টি
- এই সময় পর্যন্ত ইস্যুকৃত ভিসা– ৮১,৩২৬ টি; সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা – ১২% ; বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা – ৮৮% ;
- সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ৪ জন হজযাত্রী/হাজী; পুরুষ: ৩; মহিলা: ১; মক্কা: ৪; মদিনা: ০; জেদ্দা: ০
একনজরে হজ ২০২৩ এর কার্যক্রম:
- চাঁদ দেখা সাপেক্ষে ২০২৩ সনের হজ অনুষ্ঠিত হবে ২৭ জুন, ২০২৩ খ্রি.
- হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩ টি
- হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ২১ মে, ২০২৩ খ্রি.
- সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ২২ জুন, ২০২৩ খ্রি.
- হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ০২ জুলাই, ২০২৩ খ্রি.
- শেষ ফিরতি ফ্লাইট ০২ আগস্ট, ২০২৩ খ্রি.
সর্বশেষ মৃত্যু:
We regret to inform that MD. ALI HOSSAIN (67), Passport No. is A07153737 , expired (Inna Lillahi wa inna ilaihi rajiun) on 2023-06-03.
তথ্যসূত্র: এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব।