Bulletin
পবিত্র হজ ২০২২ প্রতিদিনের বুলেটিন
আইটি হেল্পডেস্ক।
প্রকাশ সংখ্যা: ৬৫
প্রকাশের সময় (সৌদি): ০৬ আগস্ট, ২০২২ (০৮ মহররম, ১৪৪৪ হি:) রাত ১১:০০; (বাংলাদেশ): ০৭ আগস্ট, ২০২২ রাত ০২:০০
সৌদি আরবের পরিসংখ্যান অধিদপ্তরের তথ্য মতে, ২০২২ খ্রি. (১৪৪৩ হি:) সনে সর্বমোট হাজির সংখ্যা ৮,৯৯,৩৫৩ জন। যার মধ্য পুরুষ ৫৪%, মহিলা ৪৬%, বহি:বিশ্ব হতে আগত ৮৭% এবং সৌদি আরবের অভ্যন্তরীণ হাজি ছিলো ১৩%। তথ্যসূত্র: সৌদি গেজেট।
সর্বশেষ অবস্থা ০৬ আগস্ট, ২০২২ খ্রি. পর্যন্ত (প্রাথমিক তথ্যমতে):
- সর্বমোট দেশে প্রত্যাবর্তনকারী হাজি ৫৬,৪১৫ জন;
- সর্বমোট ফিরতি ফ্লাইট সংখ্যা ১৫৯ টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮৬ টি; সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৬৩ টি; ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ১০ টি;
- সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হইতে প্রদত্ত সার্ভিস সংখ্যা ৩০,৭৯৪ টি;
- সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ৩৪,২৮২ টি;
- সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হইতে আদিল্লা অফিসের জন্য প্রদানকৃত সেবা সংখ্যাঃ ৫০,৮৬৫ টি;
- সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্তচিকিৎসা সেবা সংখ্যা ৩৪,২৮২ টি;
- সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ২৬ জন হজযাত্রী/হাজী; পুরুষ-১৯,মহিলা-০৭; মক্কা-১৯, মদিনা-০৫, জেদ্দা-০২;
একনজরে হজ ২০২২ এর কার্যক্রম:
- আগত সর্বমোট হজযাত্রী ৬০,১৪৬ জন (ব্যবস্থাপনা সদস্যসহ);
- আগত সর্বমোট ফ্লাইট সংখ্যা ১৬৫ টি।
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৮৭ টি ফ্লাইটে ৩০,৩৬৩ জন হজযাত্রী;
- সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ৬৪ টি ফ্লাইটে ২৩,৯১৯ জন হজযাত্রী;
- ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ১৪ টি ফ্লাইটে ৫,৮৬৪ জন হজযাত্রী;
- সর্বমোট হজযাত্রীর কোটা – ৬০,০০০ জন
- ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৩৫৯ টি
- ই-হেলথ প্রোফাইল সংগৃহীত ৬০,৪২৯ টি (ব্যবস্থাপনা সদস্যসহ);
- হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ০৫ জুন, ২০২২ খ্রি.
- হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ০৫ জুলাই, ২০২২ খ্রি.
- হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৪ জুলাই, ২০২২ খ্রি.
- হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ০৮ আগস্ট, ২০২২ খ্রি.
সর্বশেষ মৃত্যু:
গত ০৫/০৮/২০২২ ইং তারিখ গাজীপুর জেলার এডভোকেট এম, এ, আউয়াল (৫৮) পবিত্র মদিনা আল-মুনাওয়ারায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর পাসপোর্ট নম্বরঃ EE0423147।
তথ্যসূত্র: এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব।