hms_logo

  • English
  • বাংলা

Hajj Agency News

২০১৭ সালে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সৌদি আরবে প্রদেয় বিভিন্ন সার্ভিস চার্জ ও পরিবহন ফি (মোয়াল্লেম ফি) বাবদ হজযাত্রী প্রতি ২০,৩৫১/- (বিশ হাজার তিনশত একান্ন) টাকা তালিকায় বর্ণিত হজ এজেন্সীসমূহের স্ব-স্ব একাউন্টে স্থানান্তর সংক্রান্ত ।

June 21, 2017

২০১৭ সালে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সৌদি আরবে প্রদেয় বিভিন্ন সার্ভিস চার্জ ও পরিবহন ফি (মোয়াল্লেম ফি) বাবদ হজযাত্রী প্রতি ২০,৩৫১/- (বিশ হাজার তিনশত একান্ন) টাকা তালিকায় বর্ণিত হজ এজেন্সীসমূহের স্ব-স্ব একাউন্টে স্থানান্তর সংক্রান্ত মন্ত্রণালয়ের পত্র এবং এজেন্সি তালিকা নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন।

মন্ত্রণালয়ের পত্রঃ বিভিন্ন সার্ভিস চার্জ ও পরিবহন ফি বাবদ এজেন্সীসমূহের স্ব-স্ব একাউন্টে স্থানান্তর সংক্রান্ত

এজেন্সীসমূহের তালিকা এখান থেকে ডাউনলোড  করুণ

২০১৭ (১৪৩৮ হিজরি) হজ মৌসুমের জন্য দক্ষিণ এশিয়া মোয়াল্লেম সংস্থা (মোয়াচ্ছাছা)কর্তৃক নিয়োজিত মোয়াল্লেমদের তালিকা প্রেরণ

June 21, 2017

২০১৭ (১৪৩৮ হিজরি) হজ মৌসুমের জন্য দক্ষিণ এশিয়া মোয়াল্লেম সংস্থা (মোয়াচ্ছাছা)কর্তৃক নিয়োজিত মোয়াল্লেমদের তালিকাটি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

ঈদের ছুটিতে হজের সার্ভার বন্ধ থাকা প্রসঙ্গে

June 22, 2017

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৫শে জুন থেকে ২৮শে জুন ২০১৭ পর্যন্ত হজের সার্ভার বন্ধ থাকবে । আগামি ২৪শে জুন রোজ শনিবার এবং ২৯ শে জুন রোজ বৃহস্পতিবার সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত সার্ভার খোলা থাকবে। শুক্রবার যথারীতি সার্ভার বন্ধ থাকবে।

Replacement আবেদন এবং মোয়াল্লেম নাম্বার প্রদান সংক্রান্ত সতর্ককরণ বিজ্ঞপ্তি

June 20, 2017

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১.হজযাত্রী  Replacement জন্য HMIS থেকে অবশ্যই Death or Serious illness সিলেক্ট করতে হবে। কোন ক্রমেই Othersঅপশন সিলেক্ট করা যাবে না । Othersঅপশন সিলেক্ট করা হলে  Replacement এর জন্য আবেদন করা যাবে না।
২. House এন্ট্রি করার সময় সঠিক মোয়াল্লেম দিতে হবে। কারণ হজযাত্রীদের আইডি কার্ডে মোয়াল্লেম নম্বর প্রিন্ট হবে । যদি কেউ ভুল মোয়াল্লম দিয়ে  হাউস এন্ট্রি করে তবে তার দায়িত্ব সংশ্লিষ্ট এজেন্সিকে বহন করতে হবে।

হজযাত্রী প্রতিস্থাপন (Replacement)সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি

June 15, 2017

হজযাত্রী প্রতিস্থাপন (Replacement)সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিটি নিম্ন থেকে ডাউনলোড করে বিস্তারিত দেখুন ।

Replacement এর ইউজার ম্যানুয়ালটি এখানে ক্লিক করে ডাউনলোড করুন

ভিডিও টিউটোরিয়াল

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

নিবন্ধিত হজযাত্রীদের স্থানান্তর প্রসঙ্গ

June 17, 2017

সকলের অবগতির জানানো যাচ্ছে, নিবন্ধিত হজযাত্রীদের সংখ্যার ভিত্তিতে সৌদি আরবে কোটা পাঠানো হয়েছে এবং এই সংখ্যার ওপর ভিত্তি করে গাইডের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। নিবন্ধিত হজযাত্রী স্থানান্তর হলে ঐ হজ এজেন্সীর সৌদি আরবে প্রাপ্ত হজযাত্রীর কোটা খালি হয়ে যাবে বিধায় নিবন্ধিত হজযাত্রীদের স্থানান্তর করা যাবে না।

HMIS সিস্টেমে হজযাত্রীদের PID, গাইড ও মোনাজ্জেমের তথ্য এন্ট্রি প্রসঙ্গে।

June 14, 2017

সংশ্লিষ্ট সকল হজ এজেন্টদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অদ্য ১৪ জুন, ২০১৭খ্রি. তারিখ হতে Hajj Management Information System (HMIS)-এ হজ এজেন্সিরা তাঁদের সকল নিবন্ধিত হজযাত্রীদের PID, গাইড ও মোনাজ্জেমের তথ্য এন্ট্রি করতে পারবেন।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী প্রতিস্থাপন (Replacement) এর আবেদনে মন্ত্রণালয়ের স্মারক নম্বর-সংক্রান্ত বিজ্ঞপ্তি

June 19, 2017

সংশ্লিষ্ট সকল হজ এজেন্টদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, Hajj Management Information System (HMIS) এ হজযাত্রী প্রতিস্থাপনের আবেদন করার সময় MoRA Approval reference এর ফিল্ডে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নং 16.00.0000.003.33.056.15-939 ব্যবহার করার অনুরোধ করা হচ্ছে।

এছাড়াও হজ এজেন্সিদের কাজের সুবিধার্থে আগামী ২১ জুন, ২০১৭খ্রি. তারিখ পর্যন্ত HMIS প্রতিদিন সকাল ১০টা হতে ৫টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সীসমুহের মোনাজ্জেমদের জরুরিভিত্তিতে সৌদি আরবে প্রেরণ সংক্রান্ত

June 12, 2017

হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সীসমুহের মোনাজ্জেমদের জরুরিভিত্তিতে সৌদি আরবে প্রেরণ সংক্রান্ত পত্রখানি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

হজ এজেন্সিদের জন্য Haj Management Information System (HMIS) উন্মুক্তকরণ বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি

June 7, 2017

সংশ্লিষ্ট হজ এজেন্সির মালিক/প্রতিনিধিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৮ জুন,২০১৭ খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার হতে Haj Management Information System (HMIS)-2017 তাসরিয়ার জন্য বাংলাদেশ হজ অফিস, জেদ্দার ছাড়পত্রের জন্য আবেদন করা যাবে। জাতীয় হজ ও ওমরাহ নীতির ৬.১.৯ অনুচ্ছেদের আলোকে হজ এজেন্সির বাড়ি ভাড়া ছাড়পত্রের জন্য অনুমোদন অনলাইনে করতে হবে। ইতোমধ্যে বিষয়টি HMIS প্রশিক্ষণ কর্মসূচিতে সকল হজ এজেন্সীকে অবহিত করা হয়েছে।তারপরও সকলের সুবিধার্থে এর ইউজার ম্যানুয়াল নিচের লিংকে প্রদান করা হল। বাড়ির ছাড়পত্র অনলাইনে অনুমোদিত হলেই হজযাত্রীদের আইডি কার্ড ও অন্যান্য প্রিন্টিংয়ের জন্য হজ অফিস ঢাকায় আবেদন করা যাবে। তাই প্রত্যেক এজেন্সি অবশ্যই তাদের হজযাত্রীর বাড়ির তথ্য Haj Management Information System (HMIS) এর মাধ্যমে বাংলাদেশ হজ অফিস, জেদ্দার অনুমোদন নিতে হবে।

এছাড়ও নিবন্ধিত হজযাত্রীদের PID তৈরি, গাইডের ডাটা এন্ট্রি, পাসপোর্টের তথ্য হালনাগাদ এবং হজযাত্রী স্থানান্তর (Replacement) এর কার্যক্রম পরিচালক, হজ অফিস ঢাকার নির্দেশনার পর চালু করা হবে।

তাছরিয়া  Submission এর User Manual টি এখানে থেকে ডাউনলোড করুন

২০১৭ খ্রিঃ/১৪৩৮ হিজরী সালে হজযাত্রীদের বাড়ী ভাড়া, খাওয়ার খরচ মোয়াল্লেম ফি বাবদ সর্বমোট ৬৮৩০ সৌঃ রিঃ অর্থ ই-পেমেন্ট সিষ্টেমে স্ব-স্ব এজেন্সির ব্যাংক একাউন্ট (IBAN) এ প্রেরণ

June 8, 2017

২০১৭ খ্রিঃ/১৪৩৮ হিজরী সালে হজযাত্রীদের বাড়ী ভাড়া, খাওয়ার খরচ মোয়াল্লেম ফি বাবদ সর্বমোট ৬৮৩০ সৌঃ রিঃ অর্থ ই-পেমেন্ট সিষ্টেমে স্ব-স্ব এজেন্সির ব্যাংক একাউন্ট (IBAN)  এ প্রেরণ সংক্রান্ত পত্রখানি নিম্ন থেকে ডাউনলোড করে বিস্তারিত দেখুন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

সৌদি হজ মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ এস.বি. আগা এন্ড কোং (লাইসেন্স নং-১২৪) নামক হজ এজেন্সীর লাইসেন্স বাতিল সংক্রান্ত

June 8, 2017

সৌদি হজ মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ এস.বি. আগা এন্ড কোং (লাইসেন্স নং-১২৪) নামক হজ এজেন্সীর লাইসেন্স বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তিটি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন