Hajj Agency News
হজ এজেন্সি প্রতি প্রাক্-নিবন্ধনের সর্বোচ্চ সংখ্যা সংক্রান্ত বিজ্ঞপ্তি
এতদ্বারা সংশ্লিষ্ট সকল হজ এজেন্সির অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় হজ ও ওমরাহ নীতি ১৪৩৮ হিজরি (২০১৭ খ্রি.)এর ৩.১.১ উপ-অনুচ্ছেদ অনুযায়ী হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধন সারা বছর চলমান থাকবে । যেহেতু ২০১৭ সনের প্রাক্-নিবন্ধনকৃত হজে গমনেচ্ছুদের সংখ্যা ইতিমধ্যে পুরণ হয়ে পরবর্তী বছরের জন্য চলমান আছে । অতএব হজ এজেন্সি প্রতি প্রাক-নিবন্ধনের সর্বোচ্চ সংখ্যা ২৯৩ থেকে ৫৮৬ তে উন্নীত করা হলো । উল্লেখ্য, জাতীয় হজ ও ওমরাহ নীতি ৭.১ উপ-অনুচ্ছেদ অনুযায়ী হজ ২০১৭ সনের জন্য হজ এজেন্সি প্রতি নিবন্ধনের সর্বোচ্চ সংখ্যা অবশ্যই ২৯৩ (গাইড ও মোনাজ্জেম ব্যতিত) এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে ।
হজ-২০১৭(১৪৩৮ হিজরি) উপলক্ষ্যে রাজকীয় সৌদি সরকারের হজ ও ওমরাহ্ মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত হাজীদের আবাসন ভাড়া সংক্রান্ত প্রজ্ঞাপন
হজ-২০১৭(১৪৩৮ হিজরি) উপলক্ষ্যে রাজকীয় সৌদি সরকারের হজ ও ওমরাহ্ মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত হাজীদের আবাসন ভাড়া সংক্রান্ত প্রজ্ঞাপনটির বিস্তারিত নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনপ্রাক্-নিবন্ধন সার্ভার সকাল ১০:০০টা হতে বিকাল ৫:০০টা পর্যন্ত উন্মুক্তকরণ বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি
সংশ্লিষ্ট সকল হজ এজেন্সি ও ব্যাংক ইউজারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য সকাল ১০:০০টা হতে বিকাল ৫:০০টা পর্যন্ত প্রাক্-নিবন্ধন সার্ভার উন্মুক্ত থাকবে ।
২০১৬ সালে ১৬টি হজ এজেন্সীতে প্রাক-নিবন্ধিত হজযাত্রীগণের এজেন্সী স্থানান্তরের বিষয়ে শুনানী সংক্রান্ত বিজ্ঞপ্তি
এতদ্বারা সংযুক্ত তালিকার ১৬(ষোল)টি হজ এজেন্সীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে,২০১৬-সালে আপনার এজেন্সীতে প্রাক-নিবন্ধিত হজযাত্রীগণের এজেন্সী স্থানান্তরের বিষয়ে আগামী ০২/০৪/২০১৭-খ্রি: তারিখ সকাল ১০.০০ ঘটিকার সময় হজ অফিস,আশকোনা,ঢাকায় এক শুনানী অনুষ্ঠিত হবে । উক্ত শুনানীতে ১৬টি এজেন্সীর স্বত্বাধিকারী/অংশীদারগণ ও গ্রহণকারী এজেন্সীর স্বত্বাধিকারী/অংশীদারগণ এবং সংশ্লিষ্ট হজযাত্রীগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনবেসরকারী ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধনের সময় বর্ধিতকরণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য হজ ২০১৭/১৪৩৮ হিজরি সনের বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধনের সময় ১০-০৪-২০১৭ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে । নিবন্ধনের সময় বর্ধিতকরণ সংক্রান্ত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনলিড এজেন্সী নির্ধারণ এবং সর্বনিম্ন কোটাপূরণ বিষয়ক সমঝোতাপত্র(Word file)
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, লিড এজেন্সী নির্ধারণ এবং সর্বনিম্ন কোটাপূরণ বিষয়ক সমঝোতাপত্রটি আপনাদের কাজের সুবিধার্থে Word file সংযুক্ত আকারে প্রদান করা হলো । নিম্ন থেকে লিড এজেন্সী নির্ধারণ এবং সর্বনিম্ন কোটাপূরণ বিষয়ক সমঝোতাপত্রটির Word file ডাউনলোড করুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনলিড এজেন্সী নির্ধারণ এবং সর্বনিম্ন কোটাপূরণ বিষয়ক সমঝোতাপত্র
১৪৩৮ হিজরি (২০১৭ খ্রি.) সনের পবিত্র হজ সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে গত ০২/০২/২০১৭ খ্রি. তারিখে রাজকীয় সৌদি সরকারের সাথে বাংলাদেশ সরকারের দ্বি-পাক্ষিক হজচুক্তি সম্পাদিত হয় । বাংলাদেশ ও রাজকীয় সৌদি সরকারের মধ্যে সম্পাদিত দ্বি-পাক্ষিক হজচুক্তি, জাতীয় হজ ও ওমরাহ নীতি এবং হজ প্যাকেজ অনুসরণ বাধ্যতামূলক । একইসঙ্গে হজ প্যাকেজের অনুচ্ছেদ-৩.২২ মোতাবেক এজেন্সী প্রতি হজযাত্রী ন্যূনতম ১৫০ হতে হবে । যে সকল হজ এজেন্সী নূন্যতম ১৫০ (একশত পঞ্চাশ) জন হজযাত্রীর প্রাক-নিবন্ধন করতে পারেনি, সে সকল এজেন্সী অন্য এজেন্সীর সাথে সমঝোতার ভিত্তিতে লিড এজেন্সী নির্ধারণপূর্বক হজযাত্রী প্রেরণ করতে পারবে ।এ সংক্রান্ত বিস্তারিত নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনসরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন সম্পর্কে হালনাগাদ তথ্য
অদ্য ২৮-০৩-২০১৭ ইং তারিখ থেকে ২০১৭ সনের হজে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন শুরু হয়েছে । আজ সকাল ১০:০০ টা থেকে রাত ০৮:০০টা পর্যন্ত বেসরকারী ব্যবস্থাপনায় ১১২টি এজেন্সির ২৯৩০ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ১৫৯৫ জন নিবন্ধনের জন্য ডাটা এন্ট্রি করেছেন ।
বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন সংক্রান্ত সংশোধিত জরুরী বিজ্ঞপ্তি
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য হজ ২০১৭/১৪৩৮ হিজরি সনের বেসরকারি ব্যবস্থাপনার নিবন্ধন বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংশোধিত বিজ্ঞপ্তিটি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
হজযাত্রী ট্রান্সফার ইউজার ম্যানুয়ালডি ডাউনলোড করুন
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনপ্রাক-নিবন্ধন সম্পর্কে হালনাগাদ তথ্য (বেসরকারি ব্যবস্থাপনা), তারিখ: ২৩ মার্চ, ২০১৭খ্রি., বিকেল ০৫:০০টা পর্যন্ত
১. প্রাক্-নিবন্ধনে অংশগ্রহণকারি এজেন্সীর সংখ্যা : 1,097
২. প্রাক্-নিবন্ধনে অংশগ্রহণকারি এজেন্সীর ইউজারের সংখ্যা : 1,097
৩. ২০১৭ সালে প্রাক-নিবন্ধন শুরুর ক্রমিক নং : 140,995
৪. ২৩.০৩.২০১৭ তারিখ বিকেল ০৫:০০টা পর্যন্ত শেষ ক্রমিক নং : 292,858
৫. ১৯ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ, ২০১৭খ্রি. তারিখ বিকেল ০৫:০০টা পর্যন্ত মোট প্রাক্-নিবন্ধন: 151,444
৬. বিভিন্ন ব্যাংকে পেমেন্ট অপেক্ষায় : 2
৭. ২৫ টি ব্যাংক ৩২০৯ টি শাখার অধীনে ৫৬৬২টি ইউজার তৈরি করেছে।
৮. ১৯ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ, ২০১৭খ্রি. তারিখ পর্যন্ত ২৫টি ব্যাংক ৪৮৭টি শাখায় ১২২৯ টি ইউজারের মাধ্যমে প্রাক্-নিবন্ধন সম্পন্ন করেছে।
৯. ২০১৬ সালে ২০১৭ সালের জন্য প্রাক-নিবন্ধিত : 37,439
১০. ২৩.০৩.২০১৭ তারিখ পর্যন্ত রিফান্ডের সংখ্যা : 2,961
১১. মোট প্রাক্-নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা: 188,883
৩০৭ টি হজ এজেন্সীর ৩০৭ জন মালিক/প্রতিনিধি হজে গমনেচ্ছুদের নিবন্ধন পদ্ধতি ও কৌশল বিষয়ে ব্রিফিং সেশন অনুষ্ঠিত
আজ ২৩/০৩/২০১৭ তারিখ বৃহস্পতিবার সকাল ০৯:০০-১০:৩০-টা, দুপুর ১১:০০-১২:৩০-টা, ও ০২:০০-০৩:৩০ টা, বিকেল ০৪:০০-০৫:৩০ এবং সন্ধা ০৬:০০-০৭:৩০ পর্যন্ত ৫ টি শিফটে ৩০৭ টি হজ এজেন্সীর ৩০৭ জন মালিক/প্রতিনিধি কে হজে গমনেচ্ছুদের নিবন্ধনের পদ্ধতি ও কৌশল বিষয়ে ব্রিফিং সেশনে দিক নির্দেশনা প্রদান করা হয় । নিবন্ধনের পদ্ধতি ও কৌশল বিষয়ে ব্রিফিং সেশন ২৪ মার্চ, ২০১৭ খ্রি. তারিখ পর্যন্ত চলবে । নিবন্ধন বিষয়ক ব্রিফিং সেশন চলাকালীন এজেন্সী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন পরিচালক, হজ অফিস,ঢাকা, মোঃ সাইফুল ইসলাম ।
বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সীর মোনাজ্জেম নির্বাচন ও কর্মপরিধি সংক্রান্ত নির্দেশিকা
বেসরকারি ব্যবস্থাপনায় অংশগ্রহণকারী হজ এজেন্সীদের রাজকীয় সৌদি সরকারের দপ্তরসমূহে বিভিন্ন কাজের জন্য মোনাজ্জেম নির্ধারণ বাধ্যতামূলক। তৎপ্রেক্ষিতে জাতীয় হজ ও ওমরাহ নীতি ১৪৩৮ হিজরি (২০১৭ খ্রি:) এর অনুচ্ছেদ ৩.১.১৪ অনুযায়ী বেসরকারি ব্যবস্থাপনার মোনাজ্জেমদের হজের পূর্বে মোয়াল্লেম ও সৌদি কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি, বাড়ি/হোটেল ভাড়া এবং অন্যান্য কাজের জন্য সৌদি আরব যেতে হয়। হজের সময়েও মোনাজ্জেমদেরকে হজযাত্রীদের সেবা ও ব্যবস্থাপনার জন্য সৌদি আরব গমনের প্রয়োজন হয়। সৌদি ই-হজ ব্যবস্থাপনার নিমিত্ত ‘‘বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সীর মোনাজ্জেম সংক্রান্ত নির্দেশিকা” হজ এজেন্সীসহ সংশ্লিষ্ট সকলের অবগতি ও অনুসরণের জন্য জারী করা হলো: বিস্তারিত নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন