Hajj Agency News
জরুরী বিজ্ঞপ্তি
সকলের সদয় অবগতির জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত পত্রখানি নিম্ন থেকে ডাইনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনকিছু সংখ্যক এজেন্সীর ইউজার এবং পাসওয়ার্ড সংগ্রহ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কিছু এজেন্সি বিভিন্ন কারণে এখনও হজযাত্রীদের প্রাক-নিবন্ধন করতে ইউজার এবং পাসওয়ার্ড এর জন্য সাইন-আপ করে এ্যাক্টিভেশন সম্পন্ন করেননি । অনুগ্রহ করে অনতি বিলম্বে আপনারা আপনাদের সাইন-আপ কার্যাবলী সম্পাদন করে ইউজার এবং পাসওয়ার্ড হজ অফিস, ঢাকা হতে জরুরী ভিত্তিতে যোগাযোগ করে সংগ্রহ করার জন্য অনুরোধ করা হল ।
জরুরী বিজ্ঞপ্তি
প্রাক-নিবন্ধনের জন্য যারা সাইন-আপ করে ইউজারের জন্য রিকোয়েষ্ট করেছেন, তারা ভেরিফিকেশন এর জন্য অনুগ্রহ পূর্বক অপেক্ষা করুন । আপনাদের ই-মেইল এ্যাকাউন্ট ভেরিফিকেশনের কাজ চলছে । ভেরিফিকেশনের কাজ সম্পন্ন হলে আপনাদের মেইলে প্রয়োজনীয় নির্দেশনা পাবেন এবং নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় কাজ সম্পন্ন করলে লগ ইন করতে পারবেন । এখন থেকে সার্ভার মেইন্টেনেন্সের জন্য আগামীকাল সকাল ১০ টা পর্যন্ত মাঝে মাঝে বন্ধ থাকতে পারে। এখানে উল্লেখ্য যে, সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সার্ভার চালু থাকবে।
ছবি রি-সাইজ পদ্ধতি
ছবি রি-সাইজ পদ্ধতি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনহজ্জযাত্রীর প্রাক-নিবন্ধনে সৃষ্ট ইউজারের ই-মেইল ঠিকানা পরিবর্তন
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জনানো যাচ্ছে যে, গত ১৬/০৩/২০১৬ খ্রি: তারিখ প্রাক-নিবন্ধন কার্যক্রমের জন্য এজেন্সীর নাম,লাইসেন্স নম্বর,মনোনীত কর্মকর্তা/কর্মচারীর নাম এবং মনোনীত ইউজারের ভ্যালিড ই-মেইল ঠিকানা হজ্জ অফিস,ঢাকায় প্রেরণের জন্য অনুরোধ করা হয় । লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু এজেন্সী পূর্বে প্রেরিত ইউজারের ই-মেইল ঠিকানা পরিবর্তনের জন্য অনুরোধ জানিয়ে পুনরায় আবেদন করেছে । আইটি হতে সূত্রে বর্ণিত পত্রের মাধ্যমে জানানো হয়েছে যে, ‘‘হজ্জ এজেন্সীর সৃষ্ট ইউজারের ই-মেইল ঠিকানা পরিবর্তনযোগ্য নয় ”। শুধুমাত্র মনোনীত কর্মকর্তা/কর্মচারীর নাম ও মোবাইল নম্বর পরিবর্তনযোগ্য । অতএব,জরুরী ভিত্তিতে বিষয়টি সকল বৈধ এজেন্সীসমূহকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো । উল্লেখ্য, যে সকল হজ্জ এজেন্সী ইউজারের ভ্যালিড ই-মেইল নম্বর এবং চুক্তি সম্পাদন করেনি তাদেরকে অনতিবিলম্বে সম্পন্ন করার জন্যও অনুরোধ করা হলো ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনপ্রাক্-নিবন্ধন সার্ভারের ইউজার ও পাসওয়ার্ড বিষয়ক জরুরী বিজ্ঞপ্তি
প্রাক্-নিবন্ধন সার্ভারের (মূল সার্ভার) সাথে প্রশিক্ষন সার্ভারের কোন সম্পর্ক নেই বিধায়, সকলকে আবশ্যিকভাবে প্রাক্-নিবন্ধন সার্ভারের ইউজার ও পাসওয়ার্ড নিতে হবে। এক্ষেত্রে আপনার করণীয়ঃ
১. আপনি ইউডিসি ইউজার হলেঃ আপনি আপনার এটুআই এর ই-সেবা কার্যক্রমের ইউজার ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করবেন এবং এজন্য আলাদা করে পাসওয়ার্ড বা ইউজার লাগবে না ।
২. আপনি ডিসি কার্যালয় বা ইসলামিক ফাউন্ডেশনের ইউজার হলেঃ প্রাক্-নিবন্ধন সার্ভারের হোম পেজে এসে নতুন ইউজার হিসাবে সাইন-আপ করবেন। এখানে আপনি আপনার প্রোফাইল ঠিকভাবে পূরণ করে সাইন-আপ করবেন। পরবর্তীতে ই-মেইল ভেরিফিকেশনের পরে পরবর্তী ই-মেইলে পাসওয়ার্ড পাবেন (যা সিস্টেম হতে সয়ংক্রিয়ভাবে তৈরী হয়) এবং সিস্টেম এডমিনের অনুমোদনের মাধ্যমে আপনি আপনার কার্যক্রম পরিচালনা করতে পারবেন ।
৩. ব্যাংক অ্যাডমিন ইউজার হলেঃ আপনি সোনালী ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর শেষে আপনাদের অ্যাডমিন ইউজার তৈরী করিয়ে নেবেন এবং ই-মেইলে পাসওয়ার্ড পাবেন (যা সিস্টেম হতে সয়ংক্রিয়ভাবে তৈরী হয়); যাতে আপনাদের ব্রাঞ্চ ও ব্রাঞ্চ ইউজার তৈরী করতে পারবেন ।
৪. ব্যাংকের ব্রাঞ্চ ইউজার হলেঃ আপনাকে আপনার ব্যাংক অ্যাডমিন ইউজারের সাথে যোগাযোগ করতে হবে ।
৫. আপনি এজেন্সি ইউজার হলেঃ প্রতি এজেন্সি ১ (এক) জন ইউজার পাবেন। হজ অফিসের নির্ধারিত ফর্ম ঢাকা হজ অফিসে অনুমোদনের জন্য জমা দিবেন। এরপর প্রাক্-নিবন্ধন সার্ভারের হোম পেজে এসে নতুন ইউজার হিসাবে সাইন-আপ করবেন। এখানে আপনি আপনার প্রোফাইল ঠিকমত পূরণ করবেন এবং হজ অফিসে জমাকৃত ফর্মটি স্ক্যান করে সাইন-আপ পেজে সংযুক্ত করে সাবমিট করবেন। পরবর্তীতে ই-মেইল ভেরিফিকেশনের পরে ই-মেইলে পাসওয়ার্ড পাবেন (যা সিস্টেম হতে সয়ংক্রিয়ভাবে তৈরী হয়)। আপনার সাইন-আপ আবেদন এবং হজ অফিসের অনুমোদিত ভ্যালিড ই-মেইল পত্র মিলিয়ে আপনার লাইসেন্সের ইউজারকে এ্যাকটিভ করা হবে ।
বিশেষ ভাবে উল্লেখ্য যে, ২১-০৩-২০১৬ ইং তারিখ দুপুর ১২.৩০ টা থেকে মূল সার্ভারে ইউজার তৈরির জন্য সাইন-আপ করতে পারবেন । সাইন-আপের জন্য ব্যবহৃত ই-মেইল এ্যাড্রেসটি অবশ্যই পরিচালক, হজ অফিস বরাবর আপনাদের প্রদত্ত চিঠির সাথে মিল থাকতে হবে।
হজ এজেন্সির প্রশিক্ষণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি
সকল এজেন্সির মালিক ও প্রতিনিধিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, যে সকল এজেন্সি (২য় তালিকা সহ) এখনও প্রাক-নিবন্ধন বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করেননি । তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে হজ অফিস, ঢাকাতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে । যাহারা এখনও প্রশিক্ষণ গ্রহন করেননি, তাদেরকে আগামীকাল (২১-০৩-২০১৬ ইং তারিখ) প্রাক-নিবন্ধন বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করার জন্য অনুরোধ করা যাচ্ছে ।
হজ ২০১৬ সালের জন্য অনূমোদিত ২য় এজেন্সীর তালিকা প্রকাশ প্রসঙ্গে
হজ ২০১৬ সালের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ শাখা থেকে প্রাপ্ত ২য় এজেন্সীর তালিকাটি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনহজযাত্রীদের প্রাক্-নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন
আজ ২০/০৩/২০১৬খ্রি: তারিখ, রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০১৬ (১৪৩৭) সনে হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করা হয় । ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, অধ্যক্ষ মতিউর রহমান প্রাক্-নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন । উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জনাব মো: আব্দুল জলিল । অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণায়ের কর্মকর্তাবৃন্দ এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি ও মহাসচিব উপস্থিত ছিলেন। প্রাক্-নিবন্ধন উদ্বোধনের প্রাক্কালে হজযাত্রীর প্রাক্-নিবন্ধন পদ্ধতি সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন, বিজনেস অটোমেশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, জনাব জাহিদুল হাসান মিতুল।
অধিকন্তু, প্রাক্-নিবন্ধন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব, জনাব জাকির আহমেদের নেতৃত্বে গঠিত কমিটি নিবন্ধন প্রক্রিয়া যাচাই ও এর খুঁটিনাটি পরীক্ষা করেন । উদ্বোধনী পর্বে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের, যুগ্মসচিব, জনাব মো: শহিদুল হকের প্রাক-নিবন্ধন সার্ভারে ডাটা এন্ট্রি করা হয়।
মাননীয় মন্ত্রী ও সচিব মহোদয় সৌদি ই-হজের সঙ্গে সমন্বয় রেখে প্রাক্-নিবন্ধনসহ হজের যাবতীয় কাজ সততা ও নিষ্ঠার সঙ্গে সম্পাদন করার জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন। বেসরকারি হজ এজেন্সির ইউজার তালিকা পাওয়ার পরে হজ এজেন্সির ইউজার তৈরি সম্পন্ন করে ২৩/০৩/২০১৬ তারিখ হতে প্রাক্-নিবন্ধন কার্যক্রম পুরোদমে শুরু হবে। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
হজ এজেন্সিদের প্রশিক্ষণ সার্ভারে বাস্তব প্রশিক্ষণ
সকল হজ এজেন্সির দৃষ্টি আকর্ষণ করে উল্লেখ করা যাচ্ছে যে, প্রশিক্ষণ সার্ভারে আপনাদের বাস্তব প্রশিক্ষণের লক্ষ্যে সাময়িকভাবে ইউজার গ্রহণ করা হবে । এতে আপনারা নিজ নিজ এজেন্সির পক্ষে গৃহীত প্রশিক্ষণের বাস্তব (Practical) ব্যবহার করতে পারবেন । তবে প্রশিক্ষণ সার্ভারের ইউজারসহ কোন তথ্যই প্রাক্-নিবন্ধনের মূল সার্ভারে যাবেনা। কারণ, প্রশিক্ষণ সার্ভারের সাথে মূল সার্ভারের সংযোগ নেই ।
মূল সার্ভারের চালু হলে প্রয়োজনীয় নির্দেশনা ও লিংক হজের ওয়েবসাইটে দেয়া হবে । মূল সার্ভারের ইউজার ও পাসওয়ার্ড পাওয়ার জন্য নির্দেশনা দেখতে নীচের লিংকে ক্লিক করুন । লিংক…
হজ এজেন্সির মালিক/প্রতিনিধিদের হজযাত্রী প্রাক-নিবন্ধন বিষয়ে প্রশিক্ষণ প্রদান প্রসঙ্গে
আজ ১৬/০৩/২০১৬ খ্রিঃ তারিখ হাব অফিস, সিলেট এ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ২৬ টি হজ এজেন্সির ৪০ জন মালিক/প্রতিনিধি যাঁরা এজেন্সির পক্ষে হজযাত্রীর প্রাক নিবন্ধন করবেন, তাঁদের প্রাক-নিবন্ধনের কলা-কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয় । সকাল ১১.৩০ টা হতে অপরাহ্ন ৫টা পর্যন্ত প্রশিক্ষণ পরিচালনা করা হয় । বিজনেস অটোমেশন লি: এর আইটি বিশেষজ্ঞবৃন্দ প্রশিক্ষণ পরিচালনা করেন । এজেন্সির মালিক /প্রতিনিধিকে প্রাক-নিবন্ধনের করণীয় ও গৃহীতব্য কলা-কৌশল সম্পর্কে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয় ।
হজযাত্রী প্রাক-নিবন্ধন সার্ভারে ইউজারের দায়িত্ব পালনের জন্য হজ এজেন্সীর মনোনীত কর্মকর্তা/কর্মচারীর তালিকা প্রেরণ
উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, ২০১৬ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন আগামী ২০/০৩/২০১৬ খ্রিঃ তারিখ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন । প্রাক-নিবন্ধন কার্যক্রম উদ্বোধনের পূর্বে মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বৈধ হজ এজেন্সীর ইউজার চুড়ান্ত করা প্রয়োজন । অতএব, জরুরি ভিত্তিতে নিম্নোক্ত ছক মোতাবেক তালিকা হজ অফিস, ঢাকায় প্রদানের বিষয়টি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন