hms_logo

  • English
  • বাংলা

Hajj Agency News

জরুরী বিজ্ঞপ্তি

March 23, 2016

সকলের সদয় অবগতির জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত পত্রখানি নিম্ন থেকে ডাইনলোড করে দেখুন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

কিছু সংখ্যক এজেন্সীর ইউজার এবং পাসওয়ার্ড সংগ্রহ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি

March 22, 2016

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কিছু এজেন্সি বিভিন্ন কারণে এখনও হজযাত্রীদের প্রাক-নিবন্ধন করতে  ইউজার এবং পাসওয়ার্ড এর জন্য সাইন-আপ করে এ্যাক্টিভেশন সম্পন্ন করেননি । অনুগ্রহ করে অনতি বিলম্বে আপনারা আপনাদের সাইন-আপ কার্যাবলী সম্পাদন করে ইউজার এবং পাসওয়ার্ড  হজ অফিস, ঢাকা হতে জরুরী ভিত্তিতে যোগাযোগ করে সংগ্রহ করার জন্য অনুরোধ করা হল ।

জরুরী বিজ্ঞপ্তি

March 21, 2016

প্রাক-নিবন্ধনের জন্য যারা সাইন-আপ  করে ইউজারের জন্য রিকোয়েষ্ট করেছেন, তারা ভেরিফিকেশন এর জন্য অনুগ্রহ পূর্বক অপেক্ষা করুন ।  আপনাদের ই-মেইল  এ্যাকাউন্ট ভেরিফিকেশনের কাজ চলছে । ভেরিফিকেশনের কাজ  সম্পন্ন হলে আপনাদের মেইলে প্রয়োজনীয় নির্দেশনা পাবেন এবং নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয়  কাজ সম্পন্ন করলে লগ ইন করতে পারবেন । এখন থেকে সার্ভার মেইন্টেনেন্সের জন্য আগামীকাল সকাল ১০ টা পর্যন্ত মাঝে মাঝে বন্ধ থাকতে পারে। এখানে উল্লেখ্য যে, সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সার্ভার  চালু থাকবে।

ছবি রি-সাইজ পদ্ধতি

March 21, 2016

ছবি রি-সাইজ পদ্ধতি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

হজ্জযাত্রীর প্রাক-নিবন্ধনে সৃষ্ট ইউজারের ই-মেইল ঠিকানা পরিবর্তন

March 21, 2016

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জনানো যাচ্ছে যে, গত ১৬/০৩/২০১৬ খ্রি: তারিখ প্রাক-নিবন্ধন কার্যক্রমের জন্য এজেন্সীর নাম,লাইসেন্স নম্বর,মনোনীত কর্মকর্তা/কর্মচারীর নাম এবং মনোনীত ইউজারের ভ্যালিড ই-মেইল ঠিকানা হজ্জ অফিস,ঢাকায় প্রেরণের জন্য অনুরোধ করা হয় ।  লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু  এজেন্সী পূর্বে প্রেরিত ইউজারের ই-মেইল ঠিকানা পরিবর্তনের জন্য অনুরোধ জানিয়ে পুনরায় আবেদন করেছে ।    আইটি হতে  সূত্রে বর্ণিত পত্রের মাধ্যমে জানানো হয়েছে যে, ‘‘হজ্জ এজেন্সীর সৃষ্ট ইউজারের ই-মেইল ঠিকানা পরিবর্তনযোগ্য নয় ”।  শুধুমাত্র মনোনীত কর্মকর্তা/কর্মচারীর নাম ও মোবাইল নম্বর পরিবর্তনযোগ্য । অতএব,জরুরী ভিত্তিতে বিষয়টি সকল বৈধ এজেন্সীসমূহকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো । উল্লেখ্য, যে সকল হজ্জ এজেন্সী ইউজারের ভ্যালিড ই-মেইল নম্বর এবং চুক্তি সম্পাদন করেনি তাদেরকে অনতিবিলম্বে সম্পন্ন করার জন্যও অনুরোধ করা হলো ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

প্রাক্-নিবন্ধন সার্ভারের ইউজার ও পাসওয়ার্ড বিষয়ক জরুরী বিজ্ঞপ্তি

March 20, 2016

প্রাক্-নিবন্ধন সার্ভারের (মূল সার্ভার) সাথে প্রশিক্ষন সার্ভারের কোন সম্পর্ক নেই বিধায়, সকলকে আবশ্যিকভাবে প্রাক্-নিবন্ধন সার্ভারের ইউজার ও পাসওয়ার্ড নিতে হবে। এক্ষেত্রে আপনার করণীয়ঃ

১. আপনি ইউডিসি ইউজার হলেঃ আপনি আপনার এটুআই এর ই-সেবা কার্যক্রমের ইউজার ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করবেন এবং এজন্য আলাদা করে পাসওয়ার্ড বা ইউজার লাগবে না ।

২. আপনি ডিসি কার্যালয় বা ইসলামিক ফাউন্ডেশনের ইউজার হলেঃ প্রাক্-নিবন্ধন সার্ভারের হোম পেজে এসে নতুন ইউজার হিসাবে সাইন-আপ করবেন। এখানে আপনি আপনার প্রোফাইল ঠিকভাবে পূরণ করে সাইন-আপ করবেন। পরবর্তীতে ই-মেইল ভেরিফিকেশনের পরে পরবর্তী ই-মেইলে পাসওয়ার্ড পাবেন (যা সিস্টেম হতে সয়ংক্রিয়ভাবে তৈরী হয়) এবং সিস্টেম এডমিনের অনুমোদনের মাধ্যমে আপনি আপনার কার্যক্রম পরিচালনা করতে পারবেন ।

৩. ব্যাংক অ্যাডমিন ইউজার হলেঃ আপনি সোনালী ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর শেষে আপনাদের অ্যাডমিন ইউজার তৈরী করিয়ে নেবেন এবং ই-মেইলে পাসওয়ার্ড পাবেন (যা সিস্টেম হতে সয়ংক্রিয়ভাবে তৈরী হয়); যাতে আপনাদের ব্রাঞ্চ ও ব্রাঞ্চ ইউজার তৈরী করতে পারবেন ।

৪. ব্যাংকের ব্রাঞ্চ ইউজার হলেঃ আপনাকে আপনার ব্যাংক অ্যাডমিন ইউজারের সাথে যোগাযোগ করতে হবে ।

৫. আপনি এজেন্সি ইউজার হলেঃ প্রতি এজেন্সি ১ (এক) জন ইউজার পাবেন। হজ অফিসের নির্ধারিত ফর্ম ঢাকা হজ অফিসে অনুমোদনের জন্য জমা দিবেন। এরপর প্রাক্-নিবন্ধন সার্ভারের হোম পেজে এসে নতুন ইউজার হিসাবে সাইন-আপ করবেন। এখানে আপনি আপনার প্রোফাইল ঠিকমত পূরণ করবেন এবং হজ অফিসে জমাকৃত ফর্মটি স্ক্যান করে সাইন-আপ পেজে সংযুক্ত করে সাবমিট করবেন। পরবর্তীতে ই-মেইল ভেরিফিকেশনের পরে ই-মেইলে পাসওয়ার্ড পাবেন (যা সিস্টেম হতে সয়ংক্রিয়ভাবে তৈরী হয়)। আপনার সাইন-আপ আবেদন এবং হজ অফিসের অনুমোদিত ভ্যালিড ই-মেইল পত্র মিলিয়ে আপনার লাইসেন্সের ইউজারকে এ্যাকটিভ করা হবে ।

বিশেষ ভাবে উল্লেখ্য যে, ২১-০৩-২০১৬ ইং তারিখ  দুপুর ১২.৩০ টা  থেকে মূল সার্ভারে ইউজার তৈরির জন্য সাইন-আপ করতে পারবেন । সাইন-আপের জন্য ব্যবহৃত   ই-মেইল এ্যাড্রেসটি   অবশ্যই  পরিচালক, হজ অফিস বরাবর আপনাদের প্রদত্ত চিঠির সাথে মিল থাকতে হবে। 

হজ এজেন্সির প্রশিক্ষণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি

March 20, 2016

সকল এজেন্সির মালিক ও প্রতিনিধিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, যে সকল এজেন্সি (২য় তালিকা সহ) এখনও প্রাক-নিবন্ধন বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করেননি । তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে হজ অফিস, ঢাকাতে  প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে । যাহারা এখনও প্রশিক্ষণ গ্রহন করেননি,  তাদেরকে আগামীকাল (২১-০৩-২০১৬ ইং তারিখ) প্রাক-নিবন্ধন বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করার জন্য অনুরোধ করা যাচ্ছে ।

হজ ২০১৬ সালের জন্য অনূমোদিত ২য় এজেন্সীর তালিকা প্রকাশ প্রসঙ্গে

March 20, 2016

হজ ২০১৬ সালের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ শাখা থেকে প্রাপ্ত ২য় এজেন্সীর তালিকাটি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

হজযাত্রীদের প্রাক্-নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

March 20, 2016

আজ ২০/০৩/২০১৬খ্রি: তারিখ, রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০১৬ (১৪৩৭) সনে হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করা হয় । ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, অধ্যক্ষ মতিউর রহমান প্রাক্-নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন । উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জনাব মো: আব্দুল জলিল । অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণায়ের কর্মকর্তাবৃন্দ এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি ও মহাসচিব উপস্থিত ছিলেন। প্রাক্-নিবন্ধন উদ্বোধনের প্রাক্কালে হজযাত্রীর প্রাক্-নিবন্ধন পদ্ধতি সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন, বিজনেস অটোমেশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, জনাব জাহিদুল হাসান মিতুল।
অধিকন্তু, প্রাক্-নিবন্ধন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব, জনাব জাকির আহমেদের নেতৃত্বে গঠিত কমিটি নিবন্ধন প্রক্রিয়া যাচাই ও এর খুঁটিনাটি পরীক্ষা করেন । উদ্বোধনী পর্বে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের, যুগ্মসচিব, জনাব মো: শহিদুল হকের প্রাক-নিবন্ধন সার্ভারে ডাটা এন্ট্রি করা হয়।
মাননীয় মন্ত্রী ও সচিব মহোদয় সৌদি ই-হজের সঙ্গে সমন্বয় রেখে প্রাক্-নিবন্ধনসহ হজের যাবতীয় কাজ সততা ও নিষ্ঠার সঙ্গে সম্পাদন করার জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন। বেসরকারি হজ এজেন্সির ইউজার তালিকা পাওয়ার পরে হজ এজেন্সির ইউজার তৈরি সম্পন্ন করে ২৩/০৩/২০১৬ তারিখ হতে প্রাক্-নিবন্ধন কার্যক্রম পুরোদমে শুরু হবে। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

হজ এজেন্সিদের প্রশিক্ষণ সার্ভারে বাস্তব প্রশিক্ষণ

March 17, 2016

সকল হজ এজেন্সির দৃষ্টি আকর্ষণ করে উল্লেখ করা যাচ্ছে যে, প্রশিক্ষণ সার্ভারে আপনাদের বাস্তব প্রশিক্ষণের লক্ষ্যে সাময়িকভাবে ইউজার গ্রহণ করা হবে । এতে আপনারা নিজ নিজ এজেন্সির পক্ষে গৃহীত প্রশিক্ষণের বাস্তব (Practical) ব্যবহার করতে পারবেন । তবে প্রশিক্ষণ সার্ভারের ইউজারসহ কোন তথ্যই প্রাক্‌-নিবন্ধনের মূল সার্ভারে যাবেনা। কারণ, প্রশিক্ষণ সার্ভারের সাথে মূল সার্ভারের সংযোগ নেই ।

মূল সার্ভারের চালু হলে প্রয়োজনীয় নির্দেশনা ও লিংক হজের ওয়েবসাইটে দেয়া হবে । মূল সার্ভারের ইউজার ও পাসওয়ার্ড পাওয়ার জন্য নির্দেশনা দেখতে নীচের লিংকে ক্লিক করুন । লিংক…

হজ এজেন্সির মালিক/প্রতিনিধিদের হজযাত্রী প্রাক-নিবন্ধন বিষয়ে প্রশিক্ষণ প্রদান প্রসঙ্গে

March 16, 2016

আজ ১৬/০৩/২০১৬ খ্রিঃ তারিখ হাব অফিস, সিলেট এ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ২৬ টি হজ এজেন্সির ৪০ জন মালিক/প্রতিনিধি যাঁরা এজেন্সির পক্ষে হজযাত্রীর প্রাক নিবন্ধন করবেন, তাঁদের প্রাক-নিবন্ধনের কলা-কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয় । সকাল ১১.৩০ টা হতে অপরাহ্ন ৫টা পর্যন্ত প্রশিক্ষণ পরিচালনা করা হয় । বিজনেস অটোমেশন লি: এর আইটি বিশেষজ্ঞবৃন্দ প্রশিক্ষণ পরিচালনা করেন । এজেন্সির মালিক /প্রতিনিধিকে প্রাক-নিবন্ধনের করণীয় ও গৃহীতব্য কলা-কৌশল সম্পর্কে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয় ।

1 news1

হজযাত্রী প্রাক-নিবন্ধন সার্ভারে ইউজারের দায়িত্ব পালনের জন্য হজ এজেন্সীর মনোনীত কর্মকর্তা/কর্মচারীর তালিকা প্রেরণ

March 16, 2016

উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, ২০১৬ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন আগামী ২০/০৩/২০১৬ খ্রিঃ তারিখ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন । প্রাক-নিবন্ধন কার্যক্রম উদ্বোধনের পূর্বে মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বৈধ হজ এজেন্সীর ইউজার চুড়ান্ত করা প্রয়োজন । অতএব, জরুরি ভিত্তিতে নিম্নোক্ত ছক মোতাবেক তালিকা হজ অফিস, ঢাকায় প্রদানের বিষয়টি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন