hms_logo

  • English
  • বাংলা

Hajj Agency News

ওমরাহ্‌ এজেন্সী/এজেন্সীসমূহকে রিভিউ অন্তে শাস্তি প্রদান প্রসংগে

March 16, 2016

২০১৫ সনে ওমরাহ্‌ কার্যক্রমে অনিয়মের দায়ে নিম্নোক্ত ওমরাহ্‌ এজেন্সী/এজেন্সীসমূহকে তদন্ত অন্তে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক যথাযথ পদ্ধতি অনুসরন করতঃ গত ২৫/১১/২০১৫ তারিখে শাস্তি প্রদান করা হয় । উক্ত প্রদত্ত শাস্তির বিষয়ে তার/তাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বরাবরে দাখিলকৃত রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে রিভিউ কমিটি মতামত প্রদান করেন । রিভিউ কমিটিতে মতামত পর্যালোচনা অন্তে নিম্নোক্ত ওমরাহ্‌ এজেন্সী/এজেন্সীসমূহকে জাতীয় হজ অ ওমরাহ্‌ নীতি ১৪৩৭ হিজরি/২০১৬ খ্রিঃ এর ২৩.৫ নং অনুচ্ছেদ অনুযায়ী তার/তাদের নামের পার্শ্বে বর্নিত শাস্তি প্রদান করা হল ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

হজ ২০১৬ সনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হজ এজেন্সির মধ্যে চুক্তিপত্র

March 16, 2016

হজ ২০১৬ সনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হজ এজেন্সির মধ্যে চুক্তিপত্র সংযুক্ত আকারে দেয়া হলো। অনুগ্রহ পূর্বক নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

হজ এজেন্সির মালিক/প্রতিনিধিদের হজযাত্রী প্রাক-নিবন্ধন বিষয়ে প্রশিক্ষণ প্রদান প্রসঙ্গে

March 14, 2016

আজ ১৪/০৩/২০১৬ খ্রিঃ তারিখ হজ ক্যাম্প, ঢাকায় দুই শিফটে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ৫২৪ টি হজ এজেন্সির ৬০০ জন মালিক/প্রতিনিধি যাঁরা এজেন্সির পক্ষে হজযাত্রীর প্রাক নিবন্ধন করবেন, তাঁদের প্রাক-নিবন্ধনের কলা-কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রথম পর্বে সকাল ১০:৩০টা হতে অপরাহ্ন ২টা এবং ২য় পর্বে অপরাহ্ন ২:৩০টা হতে ৫:৩০ পর্যন্ত প্রশিক্ষণ পরিচালনা করা হয় । বিজনেস অটোমেশন লি: এর আইটি বিশেষজ্ঞবৃন্দ প্রশিক্ষণ পরিচালনা করেন । এজেন্সির মালিক প্রতিনিধিকে প্রাক-নিবন্ধনের করণীয় ও গৃহীতব্য কলা-কৌশল সম্পর্কে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ সময়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এবং সচিব জনাবমোঃ আব্দুল জলিল প্রশিক্ষণ পদ্ধতি ও প্রক্রিয়া পর্যবেক্ষন করেন। তাঁরা প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন এবং ই-জের বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন । উল্লেখ্য, ১৬/০৩/২০১৬ ও ১৪/০৩/২০১৬ তারিখ হতে ৪টি ব্যাচে ঢাকার হজএজেন্সির মালিক/প্রতিনিধিকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে এবং ১৫/০৩/২০১৬ তারিখে চট্রগ্রাম ও ১৬/০৩/২০১৬ তারিখে সিলেটে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সমন্বয়ে প্রশিক্ষণ দেওয়া হবে ।

2 1

২০১৬ সালের জন্য সরকার কর্তৃক অনূমোদিত ৩য় ওমরাহ্ এজেন্সীর তালিকা প্রকাশ

March 15, 2016

২০১৬ সালের জন্য সরকার কর্তৃক অনুমোদিত ৩য় ওমরাহ্‌ এজেন্সীর তালিকাটি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

হজ এজেন্সির মালিক/প্রতিনিধিদের অধিকতর প্রশিক্ষণ

March 14, 2016

হজ এজেন্সির সুবিধার্থে এবং প্রাক-নিবন্ধনের গুরুত্ব বিবেচনা করে হজ অফিস, ঢাকায় চলমান প্রশিক্ষণের ধারাবাহিকতায় ১৬/০৩/২০১৬ হতে ১৮/০৩/২০১৬ তারিখ পর্যন্ত পুনঃ প্রশিক্ষণ কার্মসূচি চালু থাকবে । প্রতি ব্যাচে সর্বোচ্চ ১০০ জন কে পুনঃ প্রশিক্ষণ প্রদান করা হবে । প্রতিদিন সকাল ১০টা হতে ১ম ব্যাচ,২টা হতে ২য় ব্যাচ ও ৪টা হতে ৩য় ব্যাচ করে পুনঃ প্রশিক্ষণ কর্মসূচি চলবে । অনুগ্রহ করে কল সেন্টারে ০৯৬০২৬৬৬৭০৭ নম্বরে ফোন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত হজ এজেন্সির বৈধ তালিকায় আপনার ক্রম অনুযায়ী সময়সূচি  জেনে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে ।  উল্লেখ্য, ১৬/০৩/২০১৬ ও ১৪/০৩/২০১৬ তারিখ হতে ৪টি ব্যাচে ঢাকার হজ এজেন্সির মালিক/প্রতিনিধিকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে এবং ১৫/০৪/২০১৬ তারিখে চট্রগ্রাম ও ১৬/০৪/২০১৬ তারিখে সিলেটে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সমন্বয়ে প্রশিক্ষণ দেওয়া হবে ।

এজেন্সীর বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে শাস্তি প্রদান প্রসংগে

March 13, 2016

২০১৫ খ্রিঃ/১৪৩৬ হিঃ সনে হজ্জে তাঁর মালিকানাধীন/পরিচালনাধীন হজ্জ এজেন্সির বিরুদ্ধে সৌদি আরবে এবং বাংলাদেশে হজ্জযাত্রী/প্রশাসনিক দল/বিভিন্ন সংস্থা কর্তৃক অভিযোগ উত্থাপিত হয় এবং সচিব মহোদয়ের দপ্তরেও বিভিন্ন এজেন্সীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়। উক্ত অভিযোগসমূহ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সরকার ০৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি অভিযোগকারী ও সংশ্লিষ্ট সকলের বক্তব্য, তাঁর/তাঁদের ব্যক্তিগত শুনানী ও লিখিত বক্তব্য গ্রহণ এবং রাজকীয় সৌদি সরকারের নির্দেশনা মোতাবেক তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। তদন্ত কমিটির প্রতিবেদনে তাঁর/তাঁদের এজেন্সীর বিরুদ্ধে আনীত হজ্জ ও ওমরাহ নীতি/২০১৬ এর অনুচ্ছেদ ২৩.১ অনুচ্ছেদের  অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে মর্মে উল্লেখ করা হয়েছে ।  তৎপরিপ্রেক্ষিতে তদন্ত কমিটির সুপারিশ মোতাবেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক  বর্ণিত হজ্জ এজেন্সীকে তার/তাদের নামের পাশে বর্ণিত শাস্তি প্রদান করা হ’ল ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

হজ এজেন্সির মালিক/প্রতিনিধিদের হজযাত্রী প্রাক-নিবন্ধন বিষয়ে প্রশিক্ষণ প্রদান প্রসঙ্গে

March 15, 2016

আজ ১৫/০৩/২০১৬ খ্রিঃ তারিখ হাব অফিস, চট্টগ্রাম এ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ৯৬ টি হজ এজেন্সির ১৩১ জন মালিক/প্রতিনিধি যাঁরা এজেন্সির পক্ষে হজযাত্রীর প্রাক নিবন্ধন করবেন, তাঁদের প্রাক-নিবন্ধনের কলা-কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। সকাল ১১ টা হতে অপরাহ্ন ৪টা পর্যন্ত প্রশিক্ষণ পরিচালনা করা হয় । বিজনেস অটোমেশন লি: এর আইটি বিশেষজ্ঞবৃন্দ প্রশিক্ষণ পরিচালনা করেন । এজেন্সির মালিক প্রতিনিধিকে প্রাক-নিবন্ধনের করণীয় ও গৃহীতব্য কলা-কৌশল সম্পর্কে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়। ১৬/০৩/২০১৬ তারিখে সিলেটে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সমন্বয়ে প্রশিক্ষণ দেওয়া হবে ।

2 new1

হজ ২০১৫ খ্রিঃ (১৪৩৭ হিজরী) মৌসুমে বাংলাদেশী ৩৪টি হজ এজেন্সীর বিরুদ্ধে সৌদি হজ মন্ত্রণালয় কর্তৃক আনীত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে

March 13, 2016

হজ ২০১৫ খ্রিঃ (১৪৩৭ হিজরী) মৌসুমে বাংলাদেশী ৩৪টি বেসরকারী হজ এজেন্সীর কার্যক্রমের উপর সৌদি হজ মন্ত্রণালয়য়ের পর্যবেক্ষণ কমিটি কর্তৃক  পরিলক্ষিত ত্রুটী/নেতিবাচক মন্তব্য এর সারসংক্ষেপ মক্কাস্থ দক্ষিন এশীয় মোয়াচ্ছাছার চেয়ারম্যান কর্তৃক  স্বাক্ষরিত পত্রের বরাতে বাংলাদেশ হজ অফিস, জেদ্দা, সৌদি আরব হতে পাওয়া গেছে । এমতাবস্থায় অভিযুক্ত ৩৪(চৌত্রিশ) টি হজ এজেন্সিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ২০১৬ সনের হজ কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত  গৃহীত হয়েছে ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

হজ এজেন্সীদের প্রাক-নিবন্ধন বিষয়ক প্রশিক্ষণ সংক্রান্ত নোটিশ

March 11, 2016

এতদ্বারা হজ এজেন্টদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক তালিকা প্রকাশ সাপেক্ষে হজের প্রাক-নিবন্ধনের পদ্ধতি ও কৌশল সম্পর্কে নিন্মোক্ত সূচি অনুযায়ী হজ এজেন্সি কর্তৃক মনোনীত কারিগরি জ্ঞানসম্পন্ন অনধিক একজন প্রতিনিধিকে প্রশিক্ষণ প্রদান করা হবে ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

হজ এজেন্সির মালিক/প্রতিনিধিদের হজযাত্রী প্রাক-নিবন্ধন বিষয়ে প্রশিক্ষণ প্রদান প্রসঙ্গে

March 13, 2016

আজ ১৩/০৩/২০১৬ খ্রিঃ তারিখ হজ ক্যাম্প, ঢাকায় দুই শিফটে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ৩৫০ টি হজ এজেন্সির ৩৮০ জন মালিক/প্রতিনিধি যাঁরা এজেন্সির পক্ষে হজযাত্রীর প্রাক নিবন্ধন করবেন, তাঁদের প্রাক-নিবন্ধনের কলা-কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রথম পর্বে সকাল ১০:৩০টা হতে অপরাহ্ন ২টা এবং ২য় পর্বে অপরাহ্ন ২:৩০টা হতে ৫:৩০ পর্যন্ত প্রশিক্ষণ পরিচালনা করা হয় । বিজনেস অটোমেশন লি: এর আইটি বিশেষজ্ঞবৃন্দ প্রশিক্ষণ পরিচালনা করেন। এজেন্সির মালিক প্রতিনিধিকে প্রাক-নিবন্ধনের করণীয় ও গৃহীতব্য কলা-কৌশল সম্পর্কে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়। অবশিষ্ট এজেন্সির মালিক/প্রতিনিধিকে  ১৪/০৩/২০১৬ তারিখে প্রশিক্ষণ দেওয়া হবে। অনিবার্য কারণে যারা নির্ধারিত শ্যোডিউল প্রশিক্ষণে উপস্থিত হতে পারেননি, তাঁদের ১৫/০৩/২০১৬ তারিখে প্রশিক্ষণ দেয়া হবে ।

3 5

২০১৬ সালের হজ্জ কার্যক্রমে অংশগ্রহনের জন্য অনুমোদিত এজেন্সী সমূহের তালিকা

March 12, 2016

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হজ শাখা  থেকে প্রাপ্ত ২০১৬ সালের হজ কার্যক্রমে  অংশগ্রহনের জন্য অনুমোদিত হজ এজেন্সির তালিকাটি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

২০১৬ সনের হজ কার্যক্রমে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন এবং হজ এজেন্টদের নিকট হতে প্রদত্ত হজযাত্রীদের মোয়াল্লেম ফির অর্থ সংগ্রহের লক্ষ্যে ব্যাংকসমূহকে মনোনয়ন প্রদান প্রসঙ্গে

March 9, 2016

উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, ২০১৬ সনের হজ কার্যক্রমে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন এবং হজ এজেন্টদের নিকট হতে প্রদত্ত হজযাত্রীদের মোয়াল্লেম ফির অর্থ সংগ্রহের লক্ষ্যে নিম্নোক্ত ২৪ টি বাংককে কার্যক্রম পরিচালনা করার নিমিত্ত অনুমোদন প্রদান করা হয়েছে।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন