hms_logo

  • English
  • বাংলা

Hajj Agency News

২০১৬ খ্রি. সনের হজ মৌসুমে সৌদি আরবে এবং বাংলাদেশে বিভিন্ন এজেন্সীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে শাস্তি/জরিমানা/অব্যাহতি প্রদান প্রসঙ্গে

January 26, 2017

২০১৬ খ্রি. সনের হজ মৌসুমে সৌদি আরবে এবং বাংলাদেশে বিভিন্ন এজেন্সীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে শাস্তি/জরিমানা/অব্যাহতি প্রদান সংক্রান্ত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিস্তারিত পত্রখানি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

হজ এজেন্সিদের জন্য প্রাক্-নিবন্ধনের প্রশিক্ষণ সার্ভার উন্মুক্তকরণ প্রসঙ্গে

January 24, 2017

২০১৭ খ্রি. সালে হজ কার্যক্রমে অংশগ্রহণকারি সকল হজ এজেন্সির মালিক/প্রতিনিধিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যেসব হজ এজেন্সি ২০১৭ সালে হজ কার্যক্রমে অংশগ্রহণের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে অনুমোদন পেয়েছে এবং অনুমোদিত এজেন্সির পক্ষ হতে যাঁরা প্রশিক্ষণে অংশগ্রহণ করে এজেন্সির প্যাডে লিখিত অনুমতিপত্র জমা দিয়েছেন শুধুমাত্র তাঁরাই প্রশিক্ষণ সার্ভারে লগইন করতে পা্রবেন। যাঁরা প্রশিক্ষণে অংশগ্রহণ করে অনুমতিপত্র জমা করেননি তাঁরা শিঘ্রই অনুমতিপত্র জমা দিয়ে প্রশিক্ষণ সার্ভারের ইউজার সংগ্রহ করবেন । উল্লেখ্য, প্রশিক্ষণ সার্ভারে ব্যবহৃত যে কোন ধরনের তথ্য লাইভ সার্ভারে যাবে না। কারণ প্রশিক্ষণ সার্ভারের ডাটাবেইজ ও লাইভ সার্ভারের ডাটাবেইজ সম্পূর্ন ভিন্ন।

এজেন্সীর বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে শাস্তি/জরিমানা/অব্যাহতি প্রদান প্রসঙ্গে

January 26, 2017

এজেন্সীর বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে শাস্তি/জরিমানা/অব্যাহতি প্রদান সংক্রান্ত পত্রখানি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

২০১৬ সনে বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন বাতিল ও এজেন্সী পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি

January 25, 2017

২০১৬ সনে বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন বাতিল ও এজেন্সী পরিবর্তন সংক্রান্ত  ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার জন্য নিম্নের লিঙ্কে ক্লিক করুন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

৯০টি হজ এজেন্সীর ৯০ জন মালিক/প্রতিনিধির হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধনের পদ্ধতি ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ

January 21, 2017

আজ ২১/০১/২০১৭ তারিখ শনিবার সকাল ০৯:৩০-১২:০০-টা, দুপুর ০২:০০-৪:৩০-টা ও বিকেল ০৫:০০-০৭:৩০-টা পর্যন্ত ৩ শিফটে ৯০টি হজ এজেন্সীর ৯০ জন মালিক/প্রতিনিধি কে হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধনের পদ্ধতি ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ প্রশিক্ষণ ২২ জানুয়ারি, ২০১৭ খ্রি. তারিখ পর্যন্ত চলবে। যদি কোন এজেন্সীর মালিক/প্রতিনিধি অনিবার্য কারণে নির্ধারিত তারিখের প্রশিক্ষণে অংশ গ্রহণ করতে না পারেন, তবে তিনি পরবর্তী যেকোন স্লটে খালী আসনের বিপরীতে আবেদন করতে পারবেন।প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, বিজনেস অটোমেশন লি: এর জনাব মোঃ সিরাজুল ইসলাম ও কবীর আল্-মামুন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

WhatsApp Image 2017-01-21 at 13.47.49  DSC05051  WhatsApp Image 2017-01-21 at 18.39.10

ঢাকা হজ অফিস, চট্টগ্রাম ও সিলেট হাব অফিসে মোট ১০৮১টি হজ এজেন্সীর ১০৮১ জন মালিক/প্রতিনিধিকে হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধনের পদ্ধতি ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান

January 22, 2017

আজ ২২/০১/২০১৭ তারিখ রবিবার সকাল ০৯:৩০-১২:০০-টা ও দুপুর ০২:০০-৪:৩০-টা পর্যন্ত ২ শিফটে ৫০টি হজ এজেন্সীর ৫০ জন মালিক/প্রতিনিধি সহ অদ্য ১৩/০১/২০১৭ হইতে ২২/০১/২০১৭ পর্যন্ত ঢাকা হজ অফিস, চট্টগ্রাম ও সিলেট হাব অফিসে মোট ১০৮১টি হজ এজেন্সীর ১০৮১ জন মালিক/প্রতিনিধিকে হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধনের পদ্ধতি ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, বিজনেস অটোমেশন লি: এর জনাব মোঃ সিরাজুল ইসলাম, কবীর আল্-মামুন, এনামুল হক ও মজনু মিয়া লিপু। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

DSC05069 DSC05070 WhatsApp Image 2017-01-22 at 13.19.36

আজ ১০৪টি হজ এজেন্সীর ১০৪জন মালিক/প্রতিনিধির হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধনের পদ্ধতি ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ

January 17, 2017

আজ ১৭/০১/২০১৭ তারিখ মঙ্গলবার সকাল ০৯:৩০-১২:০০-টা, দুপুর ০২:০০-৪:৩০-টা ও বিকেল ০৫:০০-০৭:৩০-টা পর্যন্ত ৩ শিফটে ১০৪টি হজ এজেন্সীর ১০৪ জন মালিক/প্রতিনিধি কে হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধনের পদ্ধতি ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ ফলপ্রসু ও কার্যকর করার জন্য প্রতি শিফটে ৪০ জন করে প্রশিক্ষণার্থীর অংশ গ্রহণ নিশ্চিত করা হয়। এ প্রশিক্ষণ ২১ জানুয়ারি, ২০১৭ খ্রি. তারিখ পর্যন্ত চলবে। যদি কোন এজেন্সীর মালিক/প্রতিনিধি অনিবার্য কারণে নির্ধারিত তারিখের প্রশিক্ষণে অংশ গ্রহণ করতে না পারেন, তবে তিনি পরবর্তী যেকোন স্লটে খালী আসনের বিপরীতে আবেদন করতে পারবেন।প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, বিজনেস অটোমেশন লি: এর জনাব মোঃ সিরাজুল ইসলাম ও কবীর আল্-মামুন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

WhatsApp Image 2017-01-17 at 12.28.57  DSC04831  DSC04842

০১ (এক) বছরে ৫০০ (পাঁচশত) জনের অধিক ওমরাহযাত্রী প্রেরণ না করা প্রসঙ্গে

January 19, 2017

জাতীয় হজ ও ওমরাহ নীতির ২৩.২.৩ অনুচ্ছেদ অনুযায়ী কোনো ওমরাহ এজেন্সি কোনোক্রমেই ০১ (এক) বছরে ৫০০ (পাঁচশত) জনের অধিক ওমরাহযাত্রী প্রেরণ না করে; সে বিষয়ে সকল ওমরাহ এজেন্সিকে গুরুত্ব সহকারে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

৯৪টি হজ এজেন্সীর ৯৪ জন মালিক/প্রতিনিধির হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধনের পদ্ধতি ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ

January 20, 2017

আজ ২০/০১/২০১৭ তারিখ শুক্রবার সকাল ০৯:৩০-১২:০০-টা, দুপুর ০২:০০-৪:৩০-টা ও বিকেল ০৫:০০-০৭:৩০-টা পর্যন্ত ৩ শিফটে ৯৪টি হজ এজেন্সীর ৯৪ জন মালিক/প্রতিনিধি কে হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধনের পদ্ধতি ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ প্রশিক্ষণ ২২ জানুয়ারি, ২০১৭ খ্রি. তারিখ পর্যন্ত চলবে। যদি কোন এজেন্সীর মালিক/প্রতিনিধি অনিবার্য কারণে নির্ধারিত তারিখের প্রশিক্ষণে অংশ গ্রহণ করতে না পারেন, তবে তিনি পরবর্তী যেকোন স্লটে খালী আসনের বিপরীতে আবেদন করতে পারবেন।প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, বিজনেস অটোমেশন লি: এর জনাব মোঃ সিরাজুল ইসলাম ও কবীর আল্-মামুন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

DSC04968   WhatsApp Image 2017-01-20 at 16.42.58   WhatsApp Image 2017-01-20 at 19.28.43

১২০টি হজ এজেন্সীর ১২০জন মালিক/প্রতিনিধির হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধনের পদ্ধতি ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ

January 14, 2017

আজ ১৪/০১/২০১৭ তারিখ শনিবার সকাল ০৯:৩০-১২:০০-টা, দুপুর ০২:০০-৪:৩০-টা ও বিকেল ০৫:০০-০৭:৩০-টা পর্যন্ত ৩ শিফটে ১২০টি হজ এজেন্সীর ১২০ জন মালিক/প্রতিনিধি কে হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধনের পদ্ধতি ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ ফলপ্রসু ও কার্যকর করার জন্য প্রতি শিফটে ৪০ জন করে প্রশিক্ষণার্থীর অংশ গ্রহণ নিশ্চিত করা হয়। এ প্রশিক্ষণ ২১ জানুয়ারি, ২০১৭ খ্রি. তারিখ পর্যন্ত চলবে। যদি কোন এজেন্সীর মালিক/প্রতিনিধি অনিবার্য কারণে নির্ধারিত তারিখের প্রশিক্ষণে অংশ গ্রহণ করতে না পারেন, তবে তিনি পরবর্তী যেকোন স্লটে খালী আসনের বিপরীতে আবেদন করতে পারবেন।প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, বিজনেস অটোমেশন লি: এর জনাব মোঃ সিরাজুল ইসলাম ও কবীর আল্-মামুন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

14_first_Session_tr 14_Second_Session_tr DSC04702

১০২টি হজ এজেন্সীর ১০২জন মালিক/প্রতিনিধির হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধনের পদ্ধতি ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ

January 19, 2017

আজ ১৯/০১/২০১৭ তারিখ বৃহস্পতিবার সকাল ০৯:৩০-১২:০০-টা, দুপুর ০২:০০-৪:৩০-টা ও বিকেল ০৫:০০-০৭:৩০-টা পর্যন্ত ৩ শিফটে ১০২টি হজ এজেন্সীর ১০২ জন মালিক/প্রতিনিধি কে হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধনের পদ্ধতি ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ ফলপ্রসু ও কার্যকর করার জন্য প্রতি শিফটে ৪০ জন করে প্রশিক্ষণার্থীর অংশ গ্রহণ নিশ্চিত করা হয়। এ প্রশিক্ষণ ২১ জানুয়ারি, ২০১৭ খ্রি. তারিখ পর্যন্ত চলবে। যদি কোন এজেন্সীর মালিক/প্রতিনিধি অনিবার্য কারণে নির্ধারিত তারিখের প্রশিক্ষণে অংশ গ্রহণ করতে না পারেন, তবে তিনি পরবর্তী যেকোন স্লটে খালী আসনের বিপরীতে আবেদন করতে পারবেন।প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, বিজনেস অটোমেশন লি: এর জনাব মোঃ সিরাজুল ইসলাম ও কবীর আল্-মামুন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

WhatsApp Image 2017-01-19 at 12.43.27  WhatsApp Image 2017-01-19 at 16.32.02  WhatsApp Image 2017-01-19 at 19.43.27

১০৮ টি হজ এজেন্সীর ১০৮ জন মালিক/প্রতিনিধির হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধনের পদ্ধতি ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ

January 13, 2017

আজ ১৩/০১/২০১৭ তারিখ শুক্রবার সকাল ০৯:৩০-১২:০০-টা, দুপুর ০২:০০-৪:৩০-টা ও বিকেল ০৫:০০-০৭:৩০-টা পর্যন্ত ৩ শিফটে ১০৮টি হজ এজেন্সীর ১০৮ জন মালিক/প্রতিনিধি কে হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধনের পদ্ধতি ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ ফলপ্রসু ও কার্যকর করার জন্য প্রতি শিফটে ৪০ জন করে প্রশিক্ষণার্থীর অংশ গ্রহণ নিশ্চিত করা হয়। এ প্রশিক্ষণ ২১ জানুয়ারি, ২০১৭ খ্রি. তারিখ পর্যন্ত চলবে। যদি কোন এজেন্সীর মালিক/প্রতিনিধি অনিবার্য কারণে নির্ধারিত তারিখের প্রশিক্ষণে অংশ গ্রহণ করতে না পারেন, তবে তিনি পরবর্তী যেকোন স্লটে খালী আসনের বিপরীতে আবেদন করতে পারবেন। প্রশিক্ষণ উদ্বোধন করেন হজ অফিসের পরিচালক, ড. আবুল কালাম আজাদ। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, বিজনেস অটোমেশন লি: এর জনাব মোঃ সিরাজুল ইসলাম ও কবীর আল্-মামুন । প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয় । উল্লেখ্য যে, প্রশিক্ষণে অংশ গ্রহন করার জন্য স্ব-স্ব এজেন্সীর প্যাডে অনুমতিপত্র সাথে  নিয়ে আসার জন্য অনুরোধ করে যাচ্ছে ।

agency-01 agency-02