hms_logo

  • English
  • বাংলা

Hajj Agency News

১০৬টি হজ এজেন্সীর ১০৬জন মালিক/প্রতিনিধির হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধনের পদ্ধতি ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ

January 18, 2017

আজ ১৮/০১/২০১৭ তারিখ বুধবার সকাল ০৯:৩০-১২:০০-টা, দুপুর ০২:০০-৪:৩০-টা ও বিকেল ০৫:০০-০৭:৩০-টা পর্যন্ত ৩ শিফটে ১০৬টি হজ এজেন্সীর ১০৬ জন মালিক/প্রতিনিধি কে হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধনের পদ্ধতি ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ ফলপ্রসু ও কার্যকর করার জন্য প্রতি শিফটে ৪০ জন করে প্রশিক্ষণার্থীর অংশ গ্রহণ নিশ্চিত করা হয়। এ প্রশিক্ষণ ২১ জানুয়ারি, ২০১৭ খ্রি. তারিখ পর্যন্ত চলবে। যদি কোন এজেন্সীর মালিক/প্রতিনিধি অনিবার্য কারণে নির্ধারিত তারিখের প্রশিক্ষণে অংশ গ্রহণ করতে না পারেন, তবে তিনি পরবর্তী যেকোন স্লটে খালী আসনের বিপরীতে আবেদন করতে পারবেন।প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, বিজনেস অটোমেশন লি: এর জনাব মোঃ সিরাজুল ইসলাম, এনামুল হক ও কবীর আল্-মামুন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

WhatsApp Image 2017-01-18 at 17.30.54  WhatsApp Image 2017-01-18 at 10.17.44  WhatsApp Image 2017-01-18 at 19.39.02

ওমরাহ এজেন্সি/ এজেন্সিসমূহের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে

January 19, 2017

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ২০১৭ সনে ওমরাহ কার্যক্রমে অংশগ্রহণ ওমরাহযাত্রীর নামে মানব পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে পতেঙ্গা মডেল থানার এজাহারে নিম্নবর্ণিত এজেন্সিসমূহের নাম উল্লেখ থাকায় সরকার জাতীয় হজ ও ওমরাহ নীতির ২৩.২ অনুচ্ছেদ অনুযায়ী তাদের নামের পার্শে বর্ণিত শাস্তি প্রদান করলো

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন সংক্রান্ত

January 15, 2017

১৫ই জানুয়ারি, ২০১৭ সন হতে সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন শুরু হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুগণ ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি), জেলা প্রশাসকের কার্যালয়, ইসলামিক ফাউন্ডেশন অফিস ও ঢাকা হজ অফিস হতে প্রাক-নিবন্ধনের ডাটা এন্ট্রি সম্পন্ন করে ভাউচার গ্রহণ করবেন এবং ব্যাংকে টাকা পরিশোধের পর ব্যাংক থে‌কে সিরিয়াল নম্বরসহ প্রাক-নিবন্ধন সনদ পাবেন।

ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) ইউজারগণ এটুআই এর ই-সেবা (DCMS) সিস্টেমের মাধ্যমে লগইন করে কাজ করতে পারবেন। ২০১৬ সা‌লের  জেলা প্রশাসকের কার্যালয় ও ইসলামিক ফাউন্ডেশন অফিসের স‌ক্রিয় ইউজারগণ পূ‌র্বের ইউজার দি‌য়েই প্রাক-নিবন্ধন কাজ করতে পারবেন। জেলা প্রশাসকের কার্যালয় ও ইসলামিক ফাউন্ডেশন অফিসের নতুন ইউজারগণ প্রাক-নিবন্ধন সার্ভারে তাদের ইউজার রে‌জি‌স্ট্রেশন সম্পন্ন করার পরই প্রাক-নিবন্ধন কাজ করতে পারবেন। প্রয়োজনে হজের জন্য কল সেন্টার নম্বরে (০৯৬০২৬৬৬৭০৭) ফোন করে এব্যাপারে সহযোগিতা গ্রহণ করতে পারবেন।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন সার্ভার সরকারি কার্যদিবসে সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ব্যাংকের সার্ভার  সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকবে।

যে সকল ইউজাররা প্রাক-নিবন্ধনের ডাটা এন্ট্রি করবেন, নির্ভুলভাবে ডাটা এন্ট্রির জন্য তারা সংযুক্ত ফরমটি ব্যবহার করতে পারেন।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

১১০টি হজ এজেন্সীর ১১০জন মালিক/প্রতিনিধির হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধনের পদ্ধতি ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ

January 16, 2017

আজ ১৬/০১/২০১৭ তারিখ সোমবার সকাল ০৯:৩০-১২:০০-টা, দুপুর ০২:০০-৪:৩০-টা ও বিকেল ০৫:০০-০৭:৩০-টা পর্যন্ত ৩ শিফটে ১১০টি হজ এজেন্সীর ১১০ জন মালিক/প্রতিনিধি কে হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধনের পদ্ধতি ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ ফলপ্রসু ও কার্যকর করার জন্য প্রতি শিফটে ৪০ জন করে প্রশিক্ষণার্থীর অংশ গ্রহণ নিশ্চিত করা হয়। এ প্রশিক্ষণ ২১ জানুয়ারি, ২০১৭ খ্রি. তারিখ পর্যন্ত চলবে। যদি কোন এজেন্সীর মালিক/প্রতিনিধি অনিবার্য কারণে নির্ধারিত তারিখের প্রশিক্ষণে অংশ গ্রহণ করতে না পারেন, তবে তিনি পরবর্তী যেকোন স্লটে খালী আসনের বিপরীতে আবেদন করতে পারবেন।প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, বিজনেস অটোমেশন লি: এর জনাব মোঃ সিরাজুল ইসলাম ও কবীর আল্-মামুন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

WhatsApp Image 2017-01-16 at 10.35.45 WhatsApp Image 2017-01-16 at 16.47.11 DSC04812

২০১৭ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধন উদ্বোধন

January 15, 2017

Pre_reg_opening15012017আজ ১৫ জানুয়ারি রবিবার বিকেল ৩ টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২০১৭ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধন উদ্বোধন  করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রিন্সিপাল মতিউর রহমান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন মন্ত্রণালয়ের মাননীয় সচিব, জনাব মো: আব্দুল জলিল। মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাবৃন্দ, হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)’র মাননীয় সভাপতি  ও মহাসচিব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক  উপস্থিত ছিলেন। ধর্ম বিষয়ক মন্ত্রণায় নিয়োজিত  আইটি প্রতিষ্ঠান বিজনেস অটোমেশন লি: প্রাক্-নিবন্ধনের দায়িত্ব  পালন করছে। বেসরকারি  ব্যবস্থাপনায় এজেন্সির মালিক /প্রতিনিধিদের প্রশিক্ষণ শেষ হওয়ার পরেই প্রাক্-নিবন্ধন শুরু হবে।

হজ এজেন্সিদের প্রাক্-নিবন্ধন পদ্ধতির প্রশিক্ষণের রেজিস্ট্রেশন বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি (সংশোধিত)

January 11, 2017

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,  হজ এজেন্সিদের প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনের কৌশল এবং পদ্ধতি বিষয়ক  প্রশিক্ষণ  সময়সূচী এবং সেশন অনুসারে  নিবন্ধিত প্রশিক্ষনার্থী সংখ্যা উল্লেখ করা হলো (ডাউনলোড করে দেখুন) ।  আসন ফাঁকা আছে এমন  যে কোন সেশনে প্রশিক্ষণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। এক এজেন্সী হতে একজনের বেশি প্রশিক্ষণের জন্য রেজিস্ট্রেশন করবেন না । উল্লেখ্য, যারা ইতিমধ্যে প্রশিক্ষণের জন্য রেজিস্ট্রেশন করেছেন তাঁদের নতুন করে   রেজিস্ট্রেশন করতে হবে না ।  কেউ যদি প্রশিক্ষণ করতে না পারেন তবে কল সেন্টারে ফোন করে অগ্রীম রেজিস্ট্রেশন বাতিল করতে পারবেন । হজ এজেন্সির চুড়ান্ত তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত প্রশিক্ষণ  চলবে ।  বিস্তারিত নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

১০৮ টি হজ এজেন্সীর ১০৮ জন মালিক/প্রতিনিধির হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধনের পদ্ধতি ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ

January 13, 2017

আজ ১৩/০১/২০১৭ তারিখ শুক্রবার সকাল ০৯:৩০-১২:০০-টা, দুপুর ০২:০০-৪:৩০-টা ও বিকেল ০৫:০০-০৭:৩০-টা পর্যন্ত ৩ শিফটে ১০৮টি হজ এজেন্সীর ১২০ জন মালিক/প্রতিনিধি কে হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধনের পদ্ধতি ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ ফলপ্রসু ও কার্যকর করার জন্য প্রতি শিফটে ৪০ জন করে প্রশিক্ষণার্থীর অংশ গ্রহণ নিশ্চিত করা হয়। এ প্রশিক্ষণ ২১ জানুয়ারি, ২০১৭ খ্রি. তারিখ পর্যন্ত চলবে। যদি কোন এজেন্সীর মালিক/প্রতিনিধি অনিবার্য কারণে নির্ধারিত তারিখের প্রশিক্ষণে অংশ গ্রহণ করতে না পারেন, তবে তিনি পরবর্তী যেকোন স্লটে খালী আসনের বিপরীতে আবেদন করতে পারবেন। প্রশিক্ষণ উদ্বোধন করেন হজ অফিসের পরিচালক, ড. আবুল কালাম আজাদ। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, বিজনেস অটোমেশন লি: এর জনাব মোঃ সিরাজুল ইসলাম ও কবীর আল্-মামুন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। উল্লেখ্য যে, প্রশিক্ষণে অংশ গ্রহন করার জন্য স্ব-স্ব এজেন্সীর প্যাডে অনুমতিপত্র সাথে  নিয়ে আসার জন্য অনুরোধ করে যাচ্ছে ।

agency-01 agency-02

জরুরী বিজ্ঞপ্তিঃ এতদ্দ্বারা সংশ্লিষ্ট সকলের মনোযোগ আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে –

January 7, 2017

এতদ্দ্বারা সংশ্লিষ্ট সকলের মনোযোগ আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, বিজনেস অটোমেশন লি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)’র ব্যুরো অফ রিসার্চ অ্যান্ড টেস্টিং কনসালটেন্সি (BRTC)’র সঙ্গে প্রাক-নিবন্ধন সিস্টেমের সক্ষমতা, স্বচ্ছতা যাচাই এবং পুরো সিস্টেম মনিটরিং ও পরিবীক্ষণের জন্য চুক্তিবদ্ধ। এছাড়া, অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে বিজনেস অটোমেশন প্রাক-নিবন্ধন বা নিবন্ধন সিস্টেম বিষয়ে কোন ধরণের চুক্তি, সমঝোতা কিংবা কোন আকারে-প্রকারে সম্পর্কিত নয়। বিধায় সকল হজ এজেন্সি-কে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হলো। বিজনেস অটোমেশনের নাম ব্যবহার করে কেও যদি প্রাক-নিবন্ধনের সুবিধা প্রদানের প্রস্তাব করে, তবে বিষয়টি তা্ৎক্ষণিকভাবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বিজনেস অটোমেশন-কে অবহিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

প্রাক্-নিবন্ধন সার্ভারে ইউজার আইডি পরিবর্তন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি

January 11, 2017

সংশ্লিষ্ট সকল হজ এজেন্সির মালিক/প্রতিনিধিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রাক্-নিবন্ধন সার্ভারে যাদের ইউজার রয়েছে তাঁরা সংগত কারণে ইউজার আইডি পরিবর্তন করতে চাইলে এজেন্সির নিজস্ব প্যাডে নতুন ইউজারের নিন্মোক্ত তথ্যাবলিসহ পুরাতন ইউজারটি কেন পরিবর্তন করতে চান তা ব্যাখ্যা করে পরিচালক, হজ অফিস, ঢাকা এর নিকট আবেদন করতে হবে । আবেদনটি অনুমোদন হওয়ার পরে পুরাতন ইউজার Inactive করে নতুন ইউজার নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট এজেন্সিদেরকে সতর্কতার সঙ্গে ইউজারের নাম প্রস্তাব করার অনুরোধ করা হচ্ছে কারণ, পরবর্তীতে ইউজারের তথ্যাবলি কোনভাবে পরিবর্তন করা যাবে না । সেক্ষেত্রে ই-মেইল আইডি ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

শুনানীতে অংশগ্রহণ প্রসঙ্গে

January 1, 2017

২০১৬ খ্রিঃ(১৪৩৭ হিজরি) সনে ৭৫ টি ও ৩৯ টি হজ এজেন্সিসমূহের বিরুদ্ধে ভিসা লজমেন্ট সংক্রান্ত জটিলতা বিষয়ে উত্থাপিত অভিযোগ যাচাই-বাছাইপূর্বক সুপারিশ প্রদানের নিমিত্ত আগামী ০৪/০১/২০১৭ খ্রিঃ ও ০৫/০১/২০১৭ খ্রিঃ এবং ০৭/০১/২০১৭ খ্রিঃ তারিখ, রোজ, বুধবার, বৃহস্পতিবার ও শনিবার সকাল ৯.০০ টা হতে সন্ধ্যা ৫.০০ টা পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষ বায়তুল মোকাররম, ঢাকায় এতদসংক্রান্ত গঠিত কমিটি কর্তৃক শুনানী গ্রহণ করা হবে । উক্ত শুনানী গ্রহনে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

হজ এজেন্সিদের প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনের কৌশল এবং পদ্ধতির প্রশিক্ষণ বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি

January 10, 2017

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৩/০১/২০১৭ খ্রিঃ তারিখ থেকে  হজ এজেন্সিদের নিম্নোক্ত শ্যেডিউল অনুসারে প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনের কৌশল এবং পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে । উল্লেখ্য, যারা ইতিমধ্যে প্রশিক্ষণের জন্য রেজিস্ট্রেশন করেছেন তাঁদের নতুন করে   রেজিস্ট্রেশন করতে হবে না ।  কেউ যদি প্রশিক্ষণ করতে না পারেন তবে কল সেন্টারে ফোন করে অগ্রীম রেজিস্ট্রেশন বাতিল করতে পারবেন । হজ এজেন্সির চুড়ান্ত তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত প্রশিক্ষণ  চলবে । প্রশিক্ষণের বিস্তারিত নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

২০১৭ সনের (১৪৩৮ হিজরি) হজ কার্যক্রমে সরকারি ও বেসরকারি হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন ফির অর্থ সংগ্রহের লক্ষ্যে ব্যাংক মনোনয়ন

January 10, 2017

উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, ২০১৭ খ্রিঃ (১৪৩৮ হিজরি) সনের হজ কার্যক্রমে সরকারি ও বেসরকারি হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন ফির অর্থ সংগ্রহের ২৫ টি ব্যাংককে অনুমোদন প্রদান করা হয়েছে । অনুমোদিত ব্যাংকের তালিকাটি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন