hms_logo

  • English
  • বাংলা

Hajj Agency News

২০১৬ সনে হজে গমনেচ্ছুদের নিবন্ধন বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি

April 28, 2016

২০১৬ সনে হজেগমনেচ্ছুদের নিবন্ধন সংক্রান্ত   জরুরি বিজ্ঞপ্তিটি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

সৌদি আরবে ই-হজ সিস্টেমের উপর ২ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

May 1, 2016

আজ ০১/০৫/২০১৬ খ্রিঃ তারিখ সৌদি আরবের হজ মন্ত্রণালয় কর্তৃক নিয়োজিত আইটি প্রতিষ্ঠান সেজেলটেক লিমিটেড এর অফিসে ২০১৬ সালের হজে অনলাইনের বিভিন্ন কার্যক্রম বিষয়ে বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে ২ দিন প্রশিক্ষণ শুরু হয় । উক্ত প্রশিক্ষণে বাংলাদেশ থেকে আগত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ১ জন ও বিজনেস অটোমেশন লিমিটেডের ৩ জন সহ মোট ৪ জন অংশগ্রহন করেন । ২ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার আজ ০১-০৫-২০১৬ খ্রিঃ তারিখ প্রথম দিনে সেজেলটেক লিমিটেড এর প্রশিক্ষকবৃন্দ ২০১৬ সালে ই-হজ সিস্টেমে করণীয় ও গৃহীতব্য কলা-কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন এবং আগামীকাল ০২-০৫-২০১৬ খ্রিঃ তারিখ প্রশিক্ষণ প্রদান করবেন । প্রশিক্ষণ চলাকালিন সময়ে পর্যবেক্ষক হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জেদ্দাস্থ হজ অফিসের কাউন্সেলর(হজ), কনসাল(হজ) এবং বিজনেস অটোমেশন লি: এর ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত হন এবং প্রশিক্ষণ পদ্ধতি ও প্রক্রিয়া পর্যবেক্ষন করেন । সৌদি আরবের ই-হজ সিস্টেমে কোন আপডেট হলে তাহা দ্রুততম সময়ে জেদ্দাস্থ হজ অফিস অবহিত করার জন্য সেজেলটেক লিমিটেড এর কর্মকর্তাদের অনুরোধ করা হয়।

01052016

সচিবালয়ে জরুরী সভায় অংশগ্রহনের অনুমতিপত্র

April 25, 2016
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

মোনাজ্জেম তথ্য প্রেরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি

April 24, 2016

২০১৬-সালের হজ্জ কার্যক্রমে অংশগ্রহণকারী তালিকায় বর্ণিত এজেন্টগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনার এজেন্সীর মোনাজ্জেম তথ্য হার্ড এবং সফট কপি হজ্জ অফিস,ঢাকায় না পাওয়ায় সৌদি আরবে তথ্য  প্রেরণ করা সম্ভব হচ্ছে না । মোনাজ্জেম তথ্য প্রেরণের জন্য  ফোনে বার বার অনুরোধ করা হলেও এখনও  প্রেরণ করা হয়নি । অদ্য ২৪/০৪/২০১৬ খ্রি: তারিখ বেলা ৩.০০ ঘটিকার মধ্যে মোনাজ্জেম তথ্য  ই-মেইল নম্বর monazzem@hajj.gov.bd  এবং হার্ড কপি হজ্জ অফিস,ঢাকায় প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা    হলো ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

১৫০ জনের নীচে এজেন্সিদের সমঝোতা চুক্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি

April 24, 2016

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

হজ অফিস কিম্বা হজ এজেন্সি, কোম্পানী, গ্রুপ ইত্যাদিদের ব্যাংক হিসাব খোলার নিয়মাবলী

April 23, 2016

হজ অফিস কিম্বা হজ এজেন্সি, কোম্পানী, গ্রুপ ইত্যাদিদের ব্যাংক হিসাব খোলার নিয়মাবলী যারা বহিঃ বিশ্ব থেকে হজ/ওমরাহ পালনকারীদের নিয়ে আসবেন তাদের স্থানীয় ব্যাংকে বহিঃ বিশ্ব থেকে কিম্বা স্থানীয়ভাবে অর্থের লেন-দেন করা বিষয়ক বিস্তারিত নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

হজ সংশ্লিষ্ট নীতিমালার আলোকে ১৪৩৭ হিজরি(২০১৬ খ্রিঃ) হজ মৌসুমে হজ অফিস ও হজ এজেন্সির কার্যক্রম, হজযাত্রীদের আগমন, প্রত্যাগমন, হাজী শরে যাতায়াতসহ অন্যান্য কার্যাবলীর সুনির্দিষ্ট সময়সীমা নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।

April 20, 2016
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

লীড এজেন্সি সমঝোতাপত্র স্বাক্ষরের তারিখ ও সময় বর্ধিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

April 17, 2016

লীড এজেন্সি সমঝোতাপত্র স্বাক্ষরের তারিখ ও সময় বর্ধিতকরণ সম্পর্কিত বিস্তারিত নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

২০১৫ সনের হজে বিভিন্ন এজেন্সীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের রিভিউ শুনানি (২০.০৪.২০১৬ খ্রিঃ)

April 18, 2016

২০১৫ সনের হজ্জে বেসরকারী ব্যবস্থাপনায় সম্পৃক্ত বিভিন্ন হজ এজেন্সীর বিরুদ্ধে সৌদি আরবের মক্কা, মদীনা ও জেদ্দায় এবং বাংলাদেশে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে সরকার কর্তৃক নিম্নবর্ণিত হজ এজেন্সীগুলোকে পৃথক পৃথক শাস্তি প্রদান করা হয়েছে। শাস্তিপ্রাপ্ত হজ এজেন্সীগুলো কর্তৃক দাখিলকৃত রিভিউ আবেদনের প্রেক্ষিতে জাতীয় হজ ও ওমরাহ নীতি-১৪৩৭হিজরী/২০১৬খ্রিঃ মোতাবেক গঠিত রিভিউ কমিটি কর্তৃক আগামী ২০.০৪.২০১৬ খ্রিঃ, সকাল ১১.০০ টায় সচিব মহোদয়ের অফিস কক্ষে (ভবন নং-৮, কক্ষ নং- ১০১, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) শুনানী গ্রহণ করা হবে। বর্ণিত অবস্থায়, সংশ্লিষ্ট হজ এজেন্সীর স্বত্ত্বাধিকারী/যথাযথ প্রতিনিধিকে তাদের রিভিউ আবেদনের স্বপক্ষীয় প্রয়োজনীয় কাগজপত্রাদি/তথ্য/প্রমানাদিসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

লীড এজেন্সি নির্ধারণ এবং সর্বনিম্ন কোটাপূরণ বিষয়ক সমঝোতাপত্র

April 16, 2016

১৪৩৭ হিজরী/২০১৬ খ্রি. সনের পবিত্র হজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে গত ১৪.০২.২০১৬ খ্রি. তারিখে রাজকীয় সৌদি সরকারের সাথে বাংলাদেশ সরকারের দ্বি-পাক্ষিক হজচুক্তি সম্পাদিত হয় । হজচুক্তির ৩য় অনুচ্ছেদের ১৩ নং শর্তানুযায়ী কোন এজেন্সিকে সর্বনিম্ন ১৫০ (একশত পঞ্চাশ) জন হজযাত্রী প্রেরণ হবে । যে সকল হজ এজেন্সী নূন্যতম ১৫০ (একশত পঞ্চাশ) জন হজযাত্রীর প্রাক-নিবন্ধন করতে পারেনি, সে সকল এজেন্সী অন্য এজেন্সির সাথে সমঝোতার ভিত্তিতে লীড এজেন্সি নির্ধারণপূর্বক হজ যাত্রী প্রেরণ করতে পারবে । সমঝোতাপত্রটি নিম্ন থেকে ক্লিক করে দেখে নিন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

২০১৫ সনের হজে বিভিন্ন এজেন্সীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের রিভিউ শুনানি (১৯.০৪.২০১৬ খ্রিঃ)

April 18, 2016

২০১৫ সনের হজ্জে বেসরকারী ব্যবস্থাপনায় সম্পৃক্ত বিভিন্ন হজ এজেন্সীর বিরুদ্ধে সৌদি আরবের মক্কা, মদীনা ও জেদ্দায় এবং বাংলাদেশে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে সরকার কর্তৃক নিম্নবর্ণিত হজ এজেন্সীগুলোকে পৃথক পৃথক শাস্তি প্রদান করা হয়েছে। শাস্তিপ্রাপ্ত হজ এজেন্সীগুলো কর্তৃক দাখিলকৃত রিভিউ আবেদনের প্রেক্ষিতে জাতীয় হজ ও ওমরাহ নীতি-১৪৩৭হিজরী/২০১৬খ্রিঃ মোতাবেক গঠিত রিভিউ কমিটি কর্তৃক আগামী ১৯.০৪.২০১৬ খ্রিঃ, দুপুর ১২.০০ টায় সচিব মহোদয়ের অফিস কক্ষে (ভবন নং-৮, কক্ষ নং- ১০১, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) শুনানী গ্রহণ করা হবে। বর্ণিত অবস্থায়, সংশ্লিষ্ট হজ এজেন্সীর স্বত্ত্বাধিকারী/যথাযথ প্রতিনিধিকে তাদের রিভিউ আবেদনের স্বপক্ষীয় প্রয়োজনীয় কাগজপত্রাদি/তথ্য/প্রমানাদিসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

প্রাক-নিবন্ধিত হজে গমনেচ্ছুদের তালিকা হস্তান্তর প্রসঙ্গে

April 13, 2016

বিজনেস অটোমেশন লিমিটেড গত ১২ এপ্রিল, ২০১৬ খ্রিঃ তারিখ প্রাক-নিবন্ধিত হজে গমনেচ্ছুদের বিস্তারিত মুদ্রিত কপি  ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় ভারপ্রাপ্ত সচিবের নিকট হস্তান্তর করেছেন । এখানে উল্লেখ্য যে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইউজারবৃন্দ, পরিচালক, হজ অফিস ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কারিগরি সদস্যবৃন্দ প্রথম দিন থেকেই হজযাত্রিদের অনলাইনের তালিকা দেখতে পারছিলেন এবং ইতিপূর্বে এই তালিকার সফটকপি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় ভারপ্রাপ্ত সচিবের নিকট হস্তান্তর করা হয়েছে । উক্ত অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, এসবি , নির্বাচন কমিশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও কারিগরি কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

IMAG1494 IMAG1499