(বিজ্ঞপ্তি-৪৪০) ১৪৪৩হিজরী/২০২২খ্রি: সনে সরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনের উদ্দেশ্যে জমাকৃত প্যাকেজ মূল্যের অব্যয়িত অর্থ ফেরত প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি।
সরকারি ব্যবস্থাপনার হিজরী ১৪৪৩/২০২২ খ্রি: সনে অনুষ্ঠিত পবিত্র হজ সম্পন্নকারী সম্মানিত হাজীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র হজ পালনের উদ্দেশ্যে জমাকৃত প্যাকেজ মূল্যের অব্যয়িত অর্থ নিম্ন বর্ণিত স্থান ও তারিখে চেকের মাধ্যমে ফেরত প্রদান করা হবে। চেক গ্রহণের সময় মূল পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি সঙ্গে আনতে হবে। বিশেষ কারণে হাজী সাহেব নিজে আসতে না পারলে উপরোক্ত কাগজসহ প্রেরিত প্রতিনিধিকে ক্ষমতাপত্র প্রদান এবং ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের মুল কপি ও ফটোকপি সঙ্গে আনতে হবে। মৃত হাজী সাহেবের চেক গ্রহণের ক্ষেত্রে মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, ওয়ারিশগণ কর্তৃক ক্ষমতাপত্র এবং ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মূল কপি ও ফটোকপি সঙ্গে আনতে হবে।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন