hms_logo

  • English
  • বাংলা

(বিজ্ঞপ্তি-৪৪১) ১৪৪১হিজরী/২০২০খ্রি: সনে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনকৃত যে সকল হজযাত্রী ২০২২ খ্রি: সনের হজে গমন করেননি তাঁদের নিবন্ধনকৃত অর্থ ফেরত প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি।

সরকারি ব্যবস্থাপনায় ১৪৪১ হিজরী/ ২০২০ সনে পবিত্র হজ পালনের জন্য যেসকল হজযাত্রীগণ নিবন্ধন সম্পন্ন করেছিলেন কিন্তু বয়সজনিত কারণ বা অন্যবিধ কারনে প্যাকেজ মাইগ্রেশনপূর্বক ২০২২ সনে হজে গমন করতে পারেননি তাঁদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিম্ন বর্ণিত কেন্দ্রসমূহে হজ নিবন্ধন বাবদ জমাকৃত তাঁদের অর্থের চেক প্রদান করা হবে। চেক গ্রহণের সময় নিবন্ধনের মূল সনদ, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটোকপি সঙ্গে আনতে হবে। বিশেষ কারণে নিবন্ধিত ব্যক্তি নিজে আসতে না পারলে উপরোক্ত কাগজসহ প্রেরিত প্রতিনিধিকে ক্ষমতাপত্র প্রদান এবং ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের মুল কপি ও ফটোকপি সঙ্গে আনবেন। নিবন্ধিত ব্যক্তির মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে হজ নিবন্ধনের মুল সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, ওয়ারিশগণ কর্তৃক ক্ষমতাপত্র এবং ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মূল কপি ও ফটোকপি সঙ্গে আনতে হবে।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন