বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের পিলগ্রিম আইডি প্রদানের জন্য সার্ভার উন্মুক্তকরণ প্রসঙ্গ।
বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের পিলগ্রিম আইডি প্রদানের জন্য HMIS সার্ভার ২৪ মে ২০২২ খ্রিস্টাব্দ বিকাল ৫ টায় উন্মুক্ত করা হবে। সার্ভার উন্মুক্ত করা হলে সংশ্লিষ্ট সকল হজ এজেন্সির ইউজারগণ পিলগ্রিম আইডি প্রদান, রিপ্লেসমেন্ট আবেদনসহ অন্যান্য কাজ করতে পারবেন।