hms_logo

  • English
  • বাংলা

বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী পিলগ্রিম আইডি প্রদান এবং রিপ্লেসমেন্ট (পিলগ্রিম আইডি প্রদানের পূর্বে এবং পরে) প্রসঙ্গ

সংশ্লিষ্ট সকল হজ এজেন্সির জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় স্মারক নং ১৬.০০.০০০০.০০৩.১৮.০০৬.১৯.৪৬৪ তারিখ ১৮ মে, ২০২২ খ্রিস্টাব্দের মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী রিপ্লেসমেন্ট সংক্রান্ত নির্দেশনা প্রদান করেছে। নির্দেশনা মোতাবেক পিলগ্রিম আইডি প্রদানের পূর্বেই রিপ্লেসমেন্ট সংক্রান্ত মডিউলটি সংযোজন করা হয়েছে। পিলগ্রিম আইডি প্রদানের পূর্বে ৩ টি কারণে রিপ্লেসমেন্ট করা যাবে, তবে প্রতিটি রিপ্লেসমেন্ট প্রদানের কারণ উল্লেখ করতে হবে। পিলগ্রিম আইডি প্রদানের পূর্বে রিপ্লেসমেন্ট করার কোনো কোটা থাকবে না এবং , তবে পিলগ্রিম আইডি প্রদান করা হলে, পূর্ববর্তী বছরের ন্যায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে রিপ্লেসমেন্ট করতে হবে।

সংশ্লিষ্ট হজ এজেন্সির ইউজারদের ১৮ মে, ২০২২ খ্রিস্টাব্দে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় স্মারক নং ১৬.০০.০০০০.০০৩.১৮.০০৬.১৯.৪৬৪ এবং রিপ্লেসমেন্ট সংক্রান্ত ইউজার ম্যানুয়াল পড়ে পিলগ্রিম আইডি প্রদান এবং রিপ্লেসমেন্ট (পিলগ্রিম আইডি প্রদানের পূর্বে এবং পরে) সংক্রান্ত কার্যক্রম করার অনুরোধ করা হলো।

সংযুক্তি:

ক) ১৮ মে, ২০২২ খ্রিস্টাব্দে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় স্মারক নং ১৬.০০.০০০০.০০৩.১৮.০০৬.১৯.৪৯৪
খ) রিপ্লেসমেন্ট সংক্রান্ত ইউজার ম্যানুয়াল