hms_logo

  • English
  • বাংলা

হজ ২০২২ (হিজরি ১৪৪৩) সংক্রান্ত প্রস্তুতির জন্য সার্ভার বন্ধ প্রসঙ্গ

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হজ ২০২২ (হিজরি ১৪৪৩) সংক্রান্ত প্রস্তুতির জন্য সার্ভার ১২ মে ২০২২ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬ টা থেকে ১৩ মে সকাল ১০ টা পর্যন্ত বন্ধ থাকবে।

হজ ২০২২ (হিজরি ১৪৪৩) সনে নিবন্ধনের জন্য সরকারি ব্যবস্থাপনার ইউজারগণ ১৩ মে সকাল ১০ টায় সার্ভার চালু হবার পরে প্যাকেজ স্থানান্তর / নিবন্ধন ভাউচার তৈরি করতে পারবেন এবং ১৬ মে থেকে ১৮ মে পর্যন্ত টাকা জমা করে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের আন্তঃএজেন্সি ট্রান্সফার / সমন্বয়ের কাজ ১৩ মে সকাল ১০ টায় সার্ভার চালু হবার পর পুনরায় শুরু করা যাবে।