হজ ২০২২ (হিজরি ১৪৪৩) সংক্রান্ত প্রস্তুতির জন্য সার্ভার বন্ধ প্রসঙ্গ
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হজ ২০২২ (হিজরি ১৪৪৩) সংক্রান্ত প্রস্তুতির জন্য সার্ভার ১২ মে ২০২২ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬ টা থেকে ১৩ মে সকাল ১০ টা পর্যন্ত বন্ধ থাকবে।
হজ ২০২২ (হিজরি ১৪৪৩) সনে নিবন্ধনের জন্য সরকারি ব্যবস্থাপনার ইউজারগণ ১৩ মে সকাল ১০ টায় সার্ভার চালু হবার পরে প্যাকেজ স্থানান্তর / নিবন্ধন ভাউচার তৈরি করতে পারবেন এবং ১৬ মে থেকে ১৮ মে পর্যন্ত টাকা জমা করে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের আন্তঃএজেন্সি ট্রান্সফার / সমন্বয়ের কাজ ১৩ মে সকাল ১০ টায় সার্ভার চালু হবার পর পুনরায় শুরু করা যাবে।