hms_logo

  • English
  • বাংলা

১৪৩৯ হিজরি/২০১৮খ্রি. সনে ওমরাহ এজেন্সির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের শুনানী গ্রহণ প্রসঙ্গে

১৪৩৯ হিজরি/২০১৮খ্রি. সনে হজ নীতির অনুচ্ছেদ ২১.২.৩ ও ২১.২.৪ উপেক্ষা করে কয়েকটি ওমরাহ এজেন্সিরর বিরুদ্ধে অতিরিক্ত ওমরাহ যাত্রী প্রেরণ এবং ৩ জনের অধিক ওমরাহ যাত্রীদের সৌদি আরবে রেখে আসা সংক্রান্ত অভিযোগ উত্থাপিত হয়। সে প্রেক্ষিতে নিম্নেবর্ণিত ওমরাহ এজেন্সিসমূহের বিষয়ে আগামী ২৯.০১.২০১৯ খ্রি. তারিখ, মঙ্গলবার, সকাল; ১১.০০ টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সভাপতিত্বে তাঁর অফিস কক্ষে(কক্ষ নং-১০১, ভবন নং-০৮, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) শুনানী গ্রহণ করা হবে।

এমতাবস্থায়, বর্ণিত এজেন্সির সত্ত্বাধিকারী/ব্যবস্থাপক পরিচালক/ব্যবস্থাপনা অংশীদার কে নির্ধারিত তারিখ ও সময়ে প্রয়োজনীয় প্রমাণাদি/কাগজপত্রসহ বর্ণিত শুনানীতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন