hms_logo

  • English
  • বাংলা

২০২০ সালে নিবন্ধিত হজে গমনেচ্ছুদের “নিবন্ধন রিফান্ড” বিষয়ক প্রশিক্ষণ চলছে

২০২০ সনে হজে গমনেচ্ছুদের নিবন্ধন রিফান্ড বিষয়ক প্রশিক্ষণ গতকাল ১৩ জুলাই ২০২০ খ্রি. বেলা ১২টায় অনলাইনে শুরু হয়েছে। প্রশিক্ষণ  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব,  জনাব মোঃ নূরুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব (হজ), জনাব এবিএম আমিন উল্লাহ নূরী। এছাড়াও অংশগ্রহণ করেন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, হাবের সভাপতি এবং বিজনেস অটোমেশনের ব্যবস্থাপনা পরিচালক। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিচালক, হজ অফিস জনাব সাইফুল ইসলাম। উদ্বোধনী দিনে মন্ত্রণালয় ও হজ অফিসের ইউজারগণ এবং ব্যাংক থেকে ৫৪ জন ইউজার অনলাইনে প্রশিক্ষণ গ্রহণ করেন।  আজ ১৪ জুলাই  সকাল ১০টায়  ডিসি অফিস, ইসলামিক ফাউন্ডেশন, ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে  ৬১জন ইউজার এবং বিকাল ৩টায় হজ এজেন্সির ৮৯ জন ইউজার অনলাইনে প্রশিক্ষণ গ্রহণ করেন। নিবন্ধন রিফান্ড বিষয়ক প্রশিক্ষণ ১৬জুলাই ২০২০ খ্রি. তারিখ পর্যন্ত চলবে।

MoRA_Opening_ProgramBank tr  agency tr Dc-IFA-UDC tr