hms_logo

  • English
  • বাংলা

২০২০ সালে নিবন্ধিত হজে গমনেচ্ছুদের “নিবন্ধন রিফান্ড” বিষয়ক প্রশিক্ষণে আজ ৪র্থ ও শেষ দিনে হজ এজেন্সির ১১৮ জন ইউজারের অংশ গ্রহণ

২০২০ সনে হজে গমনেচ্ছুদের নিবন্ধন রিফান্ড বিষয়ক প্রশিক্ষণে আজ ১৬ জুলাই ২০২০ খ্রি. বেলা ১০টায় ও ১২টায় মোট  দুইটি সেশন অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (হজ), জনাব মো. শরাফত জামান। এছাড়াও অংশগ্রহণ করেন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, হাবের সভাপতি এবং বিজনেস অটোমেশনের কারিগরি দল। উক্ত নিবন্ধন রিফান্ড বিষয়ক প্রশিক্ষণে হজ এজেন্সির ১১৮ জন ইউজার অনলাইনে প্রশিক্ষণ গ্রহণ করেন। আজ নিবন্ধন রিফান্ড বিষয়ক প্রশিক্ষণের চতুর্থ ও শেষ দিন ছিল।

trening 10am trening 12pm-2