hms_bangla_logo

  • English
  • বাংলা

বুলেটিন

পবিত্র হজ ২০২৩ প্রতিদিনের বুলেটিন
আইটি হেল্পডেস্ক।

প্রকাশ সংখ্যা: ১১

(সৌদি): ৩১মে, ২০২৩ (১৪৪৪ হিজরী); রাত ২৩.৫৯:০০ (বাংলাদেশ): ১ জুন, ২০২৩ রাত ০২:৫৯

 

আজ রাত ১০:০০ ঘটিকায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা জনাব মো: মতিউল ইসলাম এর সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের মদিনায় গমন এবং মদিনার আবাসন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয় । সভায় অন্যান্যের মধ্যে, কাউন্সিলর (হজ) জনাব মোঃ জহিরুল ইসলাম,কনসাল (হজ) জনাব মো: আসলাম উদ্দিন, প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক এবং আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ অবস্থা ৩১মে, ২০২৩ (সৌদি সময়)খ্রি. পর্যন্ত (প্রাথমিক তথ্যমতে):

  • আগত সর্বমোট হজযাত্রী ৪০,৬৬৩ জন
  • আগত সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৭,০৩৫ জন
  • আগত বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩৩,৬২৮ জন
  • সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ২,২৬০ টি
  • সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হইতে প্রদত্ত সার্ভিস সংখ্যা ৭,৯৮৪ টি
  • এই সময় পর্যন্ত ইস্যুকৃত ভিসা– ৬৮,০০৮ টি; সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা – ১৪% ; বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা – ৮৬% ;

 

একনজরে হজ ২০২৩ এর কার্যক্রম:

  • চাঁদ দেখা সাপেক্ষে ২০২৩ সনের হজ অনুষ্ঠিত হবে ২৭ জুন, ২০২৩ খ্রি.
  • হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩ টি
  • হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ২১ মে, ২০২৩ খ্রি.
  • সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ২২ জুন, ২০২৩ খ্রি.
  • হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ০২ জুলাই, ২০২৩ খ্রি.
  • শেষ ফিরতি ফ্লাইট ০২ আগস্ট, ২০২৩ খ্রি.

 

 

তথ্যসূত্র: এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব।