বুলেটিন
পবিত্র হজ ২০২২ প্রতিদিনের বুলেটিন
আইটি হেল্পডেস্ক।
প্রকাশ সংখ্যা: ৫১
প্রকাশের সময় (সৌদি): ২৪ জুলাই, ২০২২ (২৫ জিলহজ, ১৪৪৩ হি:) রাত ১১:০০; (বাংলাদেশ): ২৫ জুলাই, ২০২২ রাত ০২:০০
সরকারি ব্যবস্থাপনায় আগত ১০ম ফ্লাইটের সম্মানিত হাজি সাহেবগণ এখন মদিনায় অবস্থান করছেন। হাজি সাহেবগণ আজ সকাল ৮:০০ ঘটিকায় মক্কা হতে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে নির্বিঘ্নে মদিনায় পৌঁছেছেন। যাত্রাকালে প্রশাসনিক দলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ সংশ্লিষ্ট বাড়িতে উপস্থিত থেকে হাজি সাহেবদের বিদায় জানান।
সর্বশেষ অবস্থা ২৪ জুলাই, ২০২২ খ্রি. পর্যন্ত (প্রাথমিক তথ্যমতে):
- সর্বমোট দেশে প্রত্যাবর্তনকারী হাজি ২৬,৫০৪ জন;
- সর্বমোট ফিরতি ফ্লাইট সংখ্যা ৭২ টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৩৪ টি; সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩৩ টি; ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ০৫ টি;
- সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হইতে প্রদত্ত সার্ভিস সংখ্যা ২৬,১৮৪ টি;
- সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ৩১,২১০ টি;
- সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হইতে আদিল্লা অফিসের জন্য প্রদানকৃত সেবা সংখ্যাঃ ৩৩,৭৯৫ টি;
- সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্তচিকিৎসা সেবা সংখ্যা ৩১,২১০ টি;
- সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ২৩ জন হজযাত্রী/হাজী; পুরুষ-১৬,মহিলা-০৭; মক্কা-১৯, মদিনা-০৩, জেদ্দা-০১;
একনজরে হজ ২০২২ এর কার্যক্রম:
- আগত সর্বমোট হজযাত্রী ৬০,১৪৬ জন (ব্যবস্থাপনা সদস্যসহ);
- আগত সর্বমোট ফ্লাইট সংখ্যা ১৬৫ টি।
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৮৭ টি ফ্লাইটে ৩০,৩৬৩ জন হজযাত্রী;
- সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ৬৪ টি ফ্লাইটে ২৩,৯১৯ জন হজযাত্রী;
- ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ১৪ টি ফ্লাইটে ৫,৮৬৪ জন হজযাত্রী;
- সর্বমোট হজযাত্রীর কোটা – ৬০,০০০ জন
- ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৩৫৯ টি
- ই-হেলথ প্রোফাইল সংগৃহীত ৬০,৪২৯ টি (ব্যবস্থাপনা সদস্যসহ);
- হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ০৫ জুন, ২০২২ খ্রি.
- হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ০৫ জুলাই, ২০২২ খ্রি.
- হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৪ জুলাই, ২০২২ খ্রি.
সর্বশেষ মৃত্যু:
গত ১৭/০৭/২০২২ ইং তারিখ ময়মনসিংহ জেলার মোছাঃ মমতাজ বেগম (৪৯) পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর পাসপোর্ট নম্বরঃ EE0210200।
তথ্যসূত্র: এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব।