বুলেটিন
হজ ২০১৯ প্রতিদিনের বুলেটিন
আইটি হেল্পডেস্ক, মক্কা।
প্রকাশ সংখ্যা: ৭০
প্রকাশের সময় (সৌদি): ১২ সেপ্টেম্বর, ২০১৯ (১৩ মহররম ১৪৪১ হিঃ) রাত ১১:৫৯; (বাংলাদেশ): ১৩ সেপ্টেম্বর, ২০১৯ রাত ০২:৫৯
আজ ১২ সেপ্টেম্বর, ২০১৯ (১৩ মহররম ১৪৪১ হিঃ) বাংলাদেশ হজ আইটি দলের কর্মকর্তাবৃন্দ এবং সৌদি আরবের আইটি প্রতিষ্ঠান সিজেল টেকনোলজিস এর সাথে বিশেষ সভায় মিলিত হন। সভায় সৌদি আরবের ই-ভিসা সহজিকরণ এবং হজ ব্যবস্থাপনা সিস্টেম (ই-হজ) এর বিভিন্ন কারিগরি দিক নিয়ে আলোচনা করেন।
সর্বশেষ অবস্থা ১৩ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত (প্রাথমিক তথ্যমতে):
- সর্বমোট দেশে প্রত্যাবর্তনকারী হাজী সংখ্যা ১০৭,৪২৯ জন;
- সর্বমোট ফিরতি ফ্লাইট সংখ্যা ৩২০ টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৫৬ টি; সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৬৪ টি;
- সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হইতে প্রদত্ত সেবা সংখ্যা ৬৫,৪৯৭ টি;
- আইটি হেল্পডেস্ক, মিনা হইতে প্রদত্ত সেবা সংখ্যা: ৪,৮৮৯ টি;
- সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ১,২১,৬৯৩ টি;
- সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত চিকিৎসা সেবা সংখ্য ১,২১,৭৬৩ জন;
- সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ১১৭ জন হজযাত্রী/হাজী; পুরুষ-১০০, মহিলা-১৭; মক্কা-১০২, মদিনা-১৩, জেদ্দা-২;
এক নজরে হজ ২০১৯ এর কার্যক্রম:
- বাংলাদেশ বিমান ও সৌদিয়া যোগে আগত সর্বমোট হজযাত্রী ১২৭,১৫২ জন (ব্যবস্থাপনা সদস্য সহ);
- আগত বিমান ও সৌদিয়ার সর্বমোট ফ্লাইট সংখ্যা ৩৬৫ টি।
- এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ১০ আগস্ট, ২০১৯ রোজ শনিবার
- সর্বমোট ইস্যুকৃত হজযাত্রীর ভিসার সংখ্যাঃ ১,২৬,৭১১ টি;
- অনলাইনে হেলথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে ১,২৭,২৯২ জন হজযাত্রীর;
- ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮ টি
- সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১,২৬,৯২৩ জন
- হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ০৪ জুলাই, ২০১৯
- হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ০৫ আগস্ট, ২০১৯
- হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট, ২০১৯
- হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ১৫ সেপ্টেম্বর, ২০১৯
সর্বশেষ মৃত্যু:
০৭/০৯/২০১৯ ইং তারিখ নোয়াখালী জেলার আবদুল মান্নান (৬৬) পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তাঁর পাসপোর্ট নম্বরঃ BY0985942।
তথ্যসূত্র: এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব।