বুলেটিন
পবিত্র হজ ২০২২ ফ্লাইট সংক্রান্ত বিশেষ বুলেটিন
আইটি হেল্পডেস্ক।
প্রকাশ সংখ্যা: ৬২
প্রকাশের সময় (সৌদি): ০৪ আগস্ট, ২০২২ (০৬ মহররম, ১৪৪৪ হি:) দুপুর ১:০০; (বাংলাদেশ): ০৪ আগস্ট, ২০২২ বিকাল ০৪:০০
- ০৪ অগাস্ট, ২০২২ তারিখ সরকারি ব্যবস্থাপনার হাজিদের ফ্লাইট শেষ হচ্ছে;
- বেসরকারি ব্যবস্থাপনার হাজিদের ফ্লাইট আগামী ০৮ আগস্ট, ২০২২ তারিখে শেষ হবে;
- অদ্য ০৪ আগস্ট, ২০২২ তারিখ (বাংলাদেশ সময় সকাল ৯:০০) পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যাপস্থাপনার ৫১,৭৮১ জন হাজি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন;
- অবশিষ্ট হাজিগণ আগামী ০৮ আগস্ট, ২০২২ তারিখের মধ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ০৮ টি; সৌদি এয়ারলাইন্স পরিচালিত ০৯ টি; ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ০৬ টি, সর্বমোট ২৩ ফ্লাইটে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন;
তথ্যসূত্র: এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব।