বুলেটিন
হজ্জ ২০১৪ প্রতিদিনের বুলেটিন
আইটি হেল্প ডেস্ক, মক্কা।
তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০১৪ (১৯ জিলক্বদ ১৪৩৫ হি:) রাত ১১:৫৯ (সৌদি সময়) প্রকাশ সংখ্যা: ২০
আজ সকাল ১০ ঘটিকায় মক্কাস্থ হজ্জ অফিসের কনফারেন্স রুমে প্রশাসনিক দলনেতা জনাব হাসান জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সরকারি ব্যবস্থাপনার হজ্জ গাইডগণের সাথে প্রশাসনিক দলের কর্মকর্তাদের এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভাপতি হজ্জ গাইডগণকে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আরও সচেতন হওয়ার ব্যাপারে তাগিদ দেন।
আজ পর্যন্ত মক্কা হজ্জ অফিসে প্রাপ্ত লাগেজ সংখ্য ৭৮ টি; হস্তান্তর করা হয়েছে ৬০ টি ও হস্তান্তরের অপেক্ষায় আছে ১৮ টি লাগেজ।
সর্বশেষ অবস্থা ১৪ সেপ্টেম্বর, ২০১৪ পর্যন্ত (প্রাথমিক তথ্যমতে):
- আগত সর্বমোট হজ্জযাত্রী ৫২,৭০৬ জন
- আগত সরকারি ব্যবস্থাপনার হজ্জযাত্রী ১,৪১৮ জন
- আগত বেসরকারি ব্যবস্থাপনার হজ্জযাত্রী ৫১,২৮৮ জন
- আগত ফ্লাইট সংখ্যা ১৩৮ টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮০ টি; সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৫৮ টি
- সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হইতে প্রদত্ত সার্ভিস সংখ্যা ১৪,৭৫৪ টি
- সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান সংখ্যা ৭,৩২৫ টি
- হারানো লাগেজ সম্পর্কে অভিযোগকারীর সংখ্যা ২৫০ জন, প্রাপ্ত লাগেজ সংখ্যা ৭৮ টি; স্ব-স্ব মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে ৬০ টি
- মৃত হাজীর সংখ্যা ১০ জন। পুরুষ ৮ জন এবং মহিলা ২ জন। মক্কায় ৬ জন; মদিনায় ৪ জন
এক নজরে হজ্জ ২০১৪ এর কার্যক্রম:
- চাঁদ দেখা সাপেক্ষে ২০১৪ সনের হজ্জ অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর
- বেসরকারি ব্যবস্থাপনায় মোয়াল্লেম ফি জমাদানকারী এজেন্সীর সংখ্যা ৮৩৫ টি
- গাইডসহ সরকারি ব্যবস্থাপনায় হজ্জ আবেদনকারীর সংখ্যা ১,৫০৮ জন
- সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজ্জ আবেদনকারীর সংখ্যা ৯৮,৬৮৩ জন
- হজ্জযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩০ সেপ্টেম্বর ২০১৪
- হাজীদের সম্ভাব্য প্রথম ফিরতি ফ্লাইট ৮ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ৭ নভেম্বর ২০১৪
সর্বশেষ মৃত্যু:
গত ১৩/০৯/২০১৪ ইং তারিখ কুমিল্লা জেলার মোহাম্মদ সাদিক সায়্যেদ (৭৪) পবিত্র মক্কা আল মুকাররমায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এ বছর উত্তরা ট্রাভেলস ইন্টারন্যাশনাল (০১৫২) এর মাধ্যমে সৌদি আরব এসেছিলেন। তাঁর পাসপোর্ট নম্বর বিবি০১০২৮৩৬।
তথ্যসূত্র: এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ্জ অফিস ঢাকা এবং সৌদি আরব।