hms_bangla_logo

  • English
  • বাংলা

বুলেটিন

হজ্জ ২০১৪ প্রতিদিনের বুলেটিন

আইটি হেল্প ডেস্ক, মক্কা।

তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০১৪ (১৮ জিলক্বদ ১৪৩৫ হি:) রাত ১১:৫৯ (সৌদি সময়) প্রকাশ সংখ্যা: ১৯

আজকে পর্যন্ত বাংলাদেশ থেকে হজ্জব্রত পালনের উদ্দেশ্যে ৪৯,৬৬১ জন হজ্জযাত্রী সৌদি আরবে আগমন করেছেন। তন্মধ্যে চিকিৎসা সেবার নিমিত্তে বাংলাদেশ হজ্জ অফিস মেডিকেল ক্লিনিক থেকে স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে ৬,২৫৬ জনকে।

পূর্বের ন্যায় এ বছরও এসএমএস ও আইভিআর (ইন্টারঅ্যাকটিভ ভয়েস রেসপন্স) সার্ভিসের মাধমে তথ্য সেবা প্রদান করা হচ্ছে। হজ্জযাত্রীদের জন্য পিলগ্রিম গাইড (এ্যান্ড্রয়েড মোবাইলে ব্যবহৃত অ্যাপস) আরও উন্নততর ও তথ্যবহুল করা হয়েছে।

সর্বশেষ অবস্থা ১৩ সেপ্টেম্বর, ২০১৪ পর্যন্ত (প্রাথমিক তথ্যমতে):

  • আগত সর্বমোট হজ্জযাত্রী ৪৯,৬৬১ জন
  • আগত সরকারি ব্যবস্থাপনার হজ্জযাত্রী ১,৪১৮ জন
  • আগত বেসরকারি ব্যবস্থাপনার হজ্জযাত্রী ৪৮,২৪৩ জন
  • আগত ফ্লাইট সংখ্যা ১২৯ টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭৭ টি; সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৫২ টি
  • সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হইতে প্রদত্ত সার্ভিস সংখ্যা ১৩,৮১৪ টি
  • সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান সংখ্যা ৬,২৫৬ টি
  • হারানো লাগেজ সম্পর্কে অভিযোগকারীর সংখ্যা ২৪৩ জন, প্রাপ্ত লাগেজ সংখ্যা ৭২ টি; স্ব-স্ব মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে ৫৮ টি
  • মৃত হাজীর সংখ্যা ৯ জন। পুরুষ ৭ জন এবং মহিলা ২ জন। মক্কায় ৫ জন; মদিনায় ৪ জন

এক নজরে হজ্জ ২০১৪ এর কার্যক্রম:

  • চাঁদ দেখা সাপেক্ষে ২০১৪ সনের হজ্জ অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর
  • বেসরকারি ব্যবস্থাপনায় মোয়াল্লেম ফি জমাদানকারী এজেন্সীর সংখ্যা ৮৩৫ টি
  • গাইডসহ সরকারি ব্যবস্থাপনায় হজ্জ আবেদনকারীর সংখ্যা ১,৫০৮ জন
  • সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজ্জ আবেদনকারীর সংখ্যা ৯৮,৬৮৩ জন
  • হজ্জযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩০ সেপ্টেম্বর ২০১৪
  • হাজীদের সম্ভাব্য প্রথম ফিরতি ফ্লাইট ৮ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ৭ নভেম্বর ২০১৪

সর্বশেষ মৃত্যু:

আজ ১৩/০৯/২০১৪ ইং তারিখ চট্টগ্রাম জেলার আমান উল্লাহ হাফিজ (৭৯) পবিত্র মদিনা আল মুনাওরায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এ বছর শাহ মজিদিয়া রাশিদিয়া হজ্জ কাফেলা এ্যান্ড ট্রাভেলস (১১৭৫) এর মাধ্যমে সৌদি আরব এসেছিলেন। তাঁর পাসপোর্ট নম্বর এএফ৪০৪৭৬৮৬।

 

তথ্যসূত্র: এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ্জ অফিস ঢাকা এবং সৌদি আরব।