বুলেটিন
হজ্জ ২০১৪ প্রতিদিনের বুলেটিন
আইটি হেল্প ডেস্ক, মক্কা।
তারিখ: ১২ সেপ্টেম্বর ২০১৪ (১৭ জিলক্বদ ১৪৩৫ হি:) রাত ১১:৫৯ (সৌদি সময়) প্রকাশ সংখ্যা: ১৮
আজ ১২ সেপ্টেম্বর, ২০১৪ পর্যন্ত বাংলাদেশ থেকে ১২৩ টি ফ্লাইটে (বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭৫ টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৪৮ টি) সর্বমোট ৪৬,২২৫ জন হজ্জযাত্রী হজ্জব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবে এসে পৌঁছেছেন। তন্মধ্যে মধ্যে সরকারী ব্যবস্থাপনায় ১,৪১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪,৮১২ জন।
আগামীকাল সকাল ১০ ঘটিকায় মক্কা হজ্জ অফিসের কনফারেন্স রুমে সরকারী ব্যবস্থাপনার হজ্জ গাইডদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হবে এবং আগামী ১৪/০৯/২০১৪ খ্রিঃ সরকারী ব্যবস্থাপনায় আগত হজ্জযাত্রীদের বাড়ী ভাড়ার উদ্ধৃত অর্থ ফেরত দেওয়া হবে।
সর্বশেষ অবস্থা ১২ সেপ্টেম্বর, ২০১৪ পর্যন্ত (প্রাথমিক তথ্যমতে):
- আগত সর্বমোট হজ্জযাত্রী ৪৬,২২৫ জন
- আগত সরকারি ব্যবস্থাপনার হজ্জযাত্রী ১,৪১৩ জন
- আগত বেসরকারি ব্যবস্থাপনার হজ্জযাত্রী ৪৪,৮১২ জন
- আগত ফ্লাইট সংখ্যা ১২৩ টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭৫ টি; সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৪৮ টি
- সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হইতে প্রদত্ত সার্ভিস সংখ্যা ১৩,২২৯ টি
- সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান সংখ্যা ৫,১৯৬ টি
- হারানো লাগেজ সম্পর্কে অভিযোগকারীর সংখ্যা ২২৭ জন, প্রাপ্ত লাগেজ সংখ্যা ৫৯ টি; স্ব-স্ব মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে ৫০ টি
- মৃত হাজীর সংখ্যা ৮ জন। পুরুষ ৬ জন এবং মহিলা ২ জন। মক্কায় ৫ জন; মদিনায় ৩ জন
এক নজরে হজ্জ ২০১৪ এর কার্যক্রম:
- চাঁদ দেখা সাপেক্ষে ২০১৪ সনের হজ্জ অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর
- বেসরকারি ব্যবস্থাপনায় মোয়াল্লেম ফি জমাদানকারী এজেন্সীর সংখ্যা ৮৩৫ টি
- গাইডসহ সরকারি ব্যবস্থাপনায় হজ্জ আবেদনকারীর সংখ্যা ১,৫০৫ জন
- সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজ্জ আবেদনকারীর সংখ্যা ৯৮,৬৮৩ জন
- হজ্জযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩০ সেপ্টেম্বর ২০১৪
- হাজীদের সম্ভাব্য প্রথম ফিরতি ফ্লাইট ৮ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ৭ নভেম্বর ২০১৪
সর্বশেষ মৃত্যু:
আজ ১২/০৯/২০১৪ ইং তারিখ সিরাজগঞ্জ জেলার মোহাম্মদ ফয়েজ উদ্দিন (৭৪) পবিত্র মদিনা আল মুনাওরায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এ বছর আল মারিয়া ট্রাভেলস (০৬২০) এর মাধ্যমে সৌদি আরব এসেছিলেন। তাঁর পাসপোর্ট নম্বর বিএ০৭৮৭৮০৭।
তথ্যসূত্র: এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ্জ অফিস ঢাকা এবং সৌদি আরব।