বুলেটিন
হজ্জ ২০১৪ প্রতিদিনের বুলেটিন
আইটি হেল্প ডেস্ক, মক্কা।
তারিখ: ৩১ আগষ্ট ২০১৪ (০৫ জিলকদ ১৪৩৫ হি:) রাত ১১:৫৯ (সৌদি সময়) প্রকাশ সংখ্যা: ০৬
আজ রাত ১০ ঘটিকায় প্রশাসনিক দলনেতা জনাব হাসান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মক্কা হজ্জ অফিসের সভাকক্ষে প্রাত্যহিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে কাউন্সেলর হজ্জ জনাব আসাদুজ্জামান, সিজি জেদ্দা জনাব একেএম শহীদুল করিম, কনসাল হজ্জ জনাব জহিরুল ইসলাম, প্রশাসনিক দলের সদস্যরা, মেডিকেল ও আইটি দলনেতা উপস্থিত ছিলেন।
সরকারি ব্যবস্থাপনার প্রথম ফ্লাইট বিজি ১০১১ এর ৪০৭ জন এবং দ্বিতীয় ফ্লাইট বিজি ৩০১১ এর ৪১১ জন হজ্জযাত্রী মক্কা হতে আজ সকালে রওনা হয়ে নিরাপদে মদিনায় পৌঁছেছেন। আগামী ০১ সেপ্টেম্বর তৃতীয় এবং ০২ সেপ্টেম্বর চতুর্থ ফ্লাইটের হজ্জযাত্রীগণ বাদ ফজর মদিনার উদ্দেশ্যে যাত্রা করবেন।
সর্বশেষ অবস্থা ৩১ আগষ্ট, ২০১৪ পর্যন্ত (প্রাথমিক তথ্যমতে)
- আগত সর্বমোট হজ্জযাত্রী ৮,০৮৮ জন
- আগত সরকারি ব্যবস্থাপনার হজ্জযাত্রী ১,৪১৩ জন
- আগত বেসরকারি ব্যবস্থাপনার হজ্জযাত্রী ৬,৬৭৫ জন
- সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হইতে প্রদত্ত সার্ভিস সংখ্যা ৩,৪৭৮ টি
- মক্কা চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ১০১ টি
- আগত সরকারি ফ্লাইট ৪ টি এবং বেসরকারি ফ্লাইট ১৭ টি
এক নজরে হজ্জ ২০১৪ এর কার্যক্রম
- চাঁদ দেখা সাপেক্ষে ২০১৪ সনের হজ্জ অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর
- বেসরকারি ব্যবস্থাপনায় মোয়াল্লেম ফি জমাদানকারী এজেন্সীর সংখ্যা ৮৩৫ টি
- গাইডসহ সরকারি ব্যবস্থাপনায় হজ্জযাত্রীর সংখ্যা ১,৫০৫ জন
- সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজ্জযাত্রীর সংখ্যা ৯৮,৬৮৩ জন
- হজ্জযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ২৭ আগস্ট শুরু হয়ে চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
- হাজীদের প্রথম ফিরতি ফ্লাইট ৮ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ৭ নভেম্বর
তথ্যসূত্র: এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ্জ অফিস ঢাকা এবং সৌদি আরব।