বুলেটিন
আজ ২৬ আগষ্ট হজ্জ প্রশাসনিক দলের প্রথম পর্যায়ের সদস্যগণ, মেডিকেল এবং আইটি টিমের সদস্যগণ বিজি-০৩৫ বিমানযোগে ভোর রাত ৩:৪৫ মিনিটে জেদ্দাস্থ কিং আব্দুল আজিজ বিমান বন্দরে অবতরণ করেন এবং মক্কাস্থ হজ্জ অফিসে রিপোর্ট করেন। রাত ৯:৩০ মিনিটে সৌদি আরবে বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূতের সভাপতিত্বে বাংলাদেশ হজ্জ অফিস মক্কার সভাকক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভাপতি মহোদয় আগত সকল টিমের সদস্যগণকে স্বাগত জানিয়ে আসন্ন হজ্জ ব্যবস্থাপনা সুষ্টভাবে সম্পন্ন করার লক্ষে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।