বুলেটিন
হজ্জ ২০১৪ প্রতিদিনের বুলেটিন
আইটি হেল্প ডেস্ক, মক্কা।
তারিখ: ২৮ আগষ্ট ২০১৪ (০২ জিলকদ ১৪৩৫ হি:) রাত ১১:৫৯ (সৌদি সময়) প্রকাশ সংখ্যা: ০৩
হজ্জ প্রশাসনিক দলনেতা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জনাব মোঃ হাসান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মক্কাস্থ হজ্জ মিশন সভাকক্ষে সন্ধ্যা ৭ ঘটিকার সময় একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যর মধ্যে মক্কাস্থ কাউন্সিলর হজ্জ, প্রশাসনিক ও আইটি দলের সদস্যগণ উপস্থিত ছিলেন। সরকারি ব্যবস্থাপনার হজ্জযাত্রীদের জন্য ভাড়াকৃত বাড়িতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ বাড়ি সংক্রান্ত বিভিন্ন তথ্য সভাপতি মহোদয়কে অবহিত করেন, তিনি তৎক্ষনাৎ এ বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও চিকিৎসা সেবা কেন্দ্র এবং বাংলাদেশ থেকে আগত হজ্জযাত্রীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানের বিষয়ে চিকিৎসক দলের দলনেতাকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
সর্বশেষ অবস্থা ২৮ আগষ্ট, ২০১৪ পর্যন্ত (প্রাথমিক তথ্যমতে)
- আগত সর্বমোট হজ্জযাত্রী ২,৬৭৪ জন
- আগত সরকারি ব্যবস্থাপনার হজ্জযাত্রী ১,২৪০ জন
- আগত বেসরকারি ব্যবস্থাপনার হজ্জযাত্রী ১,৪৩৪ জন
- সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হইতে প্রদত্ত সার্ভিস সংখ্যা ১,৭৯৭ টি
- মক্কা চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ৫ টি
- আগত সরকারি ফ্লাইট ৩ টি এবং বেসরকারি ফ্লাইট ৪ টি
এক নজরে হজ্জ ২০১৪ এর কার্যক্রম
- চাঁদ দেখা সাপেক্ষে ২০১৪ সনের হজ্জ অনুষ্ঠিত হবে ৪ই অক্টোবর, ২০১৪
- ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ্জ এজেন্সির সংখ্যা ১,১১০ টি
- বেসরকারি ব্যবস্থাপনার মোয়াল্লেম ফি জমাদানকারী এজেন্সীর সংখ্যা ৮৩৫ টি
- সরকারি ব্যবস্থাপনায় হজ্জযাত্রীর সংখ্যা ১,৪৫৭ জন
- সরকারি ব্যবস্থাপনায় হজ্জযাত্রীদের জন্য গাইড সংখ্যা ৪৮ জন
- গাইডসহ সরকারি ব্যবস্থাপনায় হজ্জযাত্রীর সংখ্যা ১,৫০৮ জন
- বেসরকারি ব্যবস্থাপনার মোয়াল্লেম ফি জমাদানকারী এজেন্সীর সংখ্যা ৯৭,১৭৫ জন
- সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজ্জযাত্রীর সংখ্যা ৯৮,৬৮৩ জন
- হজ্জযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ২৭শে আগস্ট, ২০১৪
- হজ্জযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩০শে সেপ্টেম্বর, ২০১৪
- হজ্জযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ৮ই অক্টোবর, ২০১৪
- হজ্জযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ৭ই নভেম্বর, ২০১৪
তথ্যসূত্র: এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ্জ অফিস ঢাকা এবং সৌদি আরব।