বুলেটিন
হজ্জ ২০১৪ প্রতিদিনের বুলেটিন
আইটি হেল্প ডেস্ক, মক্কা।
তারিখ: ০৯ সেপ্টেম্বর ২০১৪ (১৪ জিলক্বদ ১৪৩৫ হি:) রাত ১১:৫৯ (সৌদি সময়) প্রকাশ সংখ্যা: ১৫
আজ রাত ১০:০০ ঘটিকায় মক্কা হজ্জ অফিসে অনুষ্ঠিত প্রাত্যহিক সমন্বয় সভায় প্রশাসনিক দলনেতা জনাব হাসান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সিটি চেকিং এবং বাস ভাড়া কমিটি চূড়ান্ত করা হয়।
আজ সরকারি ব্যবস্থাপনার প্রথম ও দ্বিতীয় ফ্লাইটের হজ্জযাত্রীগণ মদিনা হতে নিরাপদে মক্কায় প্রত্যাবর্তন করেছেন। এ সময় প্রশাসনিক দলের সদস্যগণ স্ব-স্ব বাড়ীতে উপস্থিত থেকে আগত হজ্জযাত্রীগণকে স্বাগত জানান। আগামীকাল সরকারী ব্যবস্থাপনার তৃতীয় ফ্লাইটের হজ্জযাত্রীগণ বাদ ফজর মদিনা হতে মক্কার উদ্দেশ্যে যাত্রা করবেন।
আগামীকাল রাত ৩:০০ ঘটিকায় (বাংলাদেশ সময়) হজ্জ প্রশাসনিক ও হজ্জ চিকিৎসক দলের দ্বিতীয় ব্যাচের সদস্যগণ বাংলাদেশ বিমানের বিজি-১০৪৭ ফ্লাইটযোগে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন।
সর্বশেষ অবস্থা ০৯ সেপ্টেম্বর, ২০১৪ পর্যন্ত (প্রাথমিক তথ্যমতে):
- আগত সর্বমোট হজ্জযাত্রী ৩৬,৫২৯ জন
- আগত সরকারি ব্যবস্থাপনার হজ্জযাত্রী ১,৪১৩ জন
- আগত বেসরকারি ব্যবস্থাপনার হজ্জযাত্রী ৩৫,১১৬ জন
- আগত ফ্লাইট সংখ্যা ৯৬টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৬১টি; সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩৫টি
- সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হইতে প্রদত্ত সার্ভিস সংখ্যা ১০,৮৪৫ টি
- সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান সংখ্যা ৩,১৩৮ টি
- হারানো লাগেজ সম্পর্কে অভিযোগকারীর সংখ্যা ১৭৮ জন, প্রাপ্ত লাগেজ সংখ্যা ৪৮ টি; স্ব-স্ব মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে ৪১টি।
- মৃত হাজীর সংখ্যা ৪ জন। পুরুষ ৩ জন এবং মহিলা ১ জন।
এক নজরে হজ্জ ২০১৪ এর কার্যক্রম:
- চাঁদ দেখা সাপেক্ষে ২০১৪ সনের হজ্জ অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর
- বেসরকারি ব্যবস্থাপনায় মোয়াল্লেম ফি জমাদানকারী এজেন্সীর সংখ্যা ৮৩৫ টি
- গাইডসহ সরকারি ব্যবস্থাপনায় হজ্জ আবেদনকারীর সংখ্যা ১,৫০৫ জন
- সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজ্জ আবেদনকারীর সংখ্যা ৯৮,৬৮৩ জন
- হজ্জযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩০ সেপ্টেম্বর ২০১৪
- হাজীদের সম্ভাব্য প্রথম ফিরতি ফ্লাইট ৮ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ৭ নভেম্বর ২০১৪
সর্বশেষ মৃত্যু:
গত ০৮/০৯/২০১৪ ইং তারিখ ঢাকা জেলার মোঃ শাহবুদ্দিন মিয়া (৬৯) পবিত্র মক্কা আল মোকাররমায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এ বছর আল-মুজদালিফা এভিয়েশন (০৬৬৭) এর মাধ্যমে সৌদি আরব এসেছিলেন। তাঁর পাসপোর্ট নম্বর এবি৯৫০২৩৩৭।
তথ্যসূত্র: এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ্জ অফিস ঢাকা এবং সৌদি আরব।