বুলেটিন
হজ্জ ২০১৪ প্রতিদিনের বুলেটিন
আইটি হেল্প ডেস্ক, মক্কা।
তারিখ: ০৪ সেপ্টেম্বর ২০১৪ (০৯ জিলক্বদ ১৪৩৫ হি:) রাত ১১:৫৯ (সৌদি সময়) প্রকাশ সংখ্যা: ১০
হজ্জযাত্রীদের দ্রুত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে সৌদি কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদনের পর আজ ০৪ সেপ্টেম্বর ২০১৪ খ্রি: ৫টি নতুন এ্যাম্বুলেন্স সৌদি আরবের বাংলাদেশ হজ্জ মেডিকেল অফিসের চিকিৎসা সেবার সাথে যুক্ত হলো। তন্মধ্যে মধ্যে ৩ (তিন) টি এ্যাম্বুলেন্স ব্যবহৃত হবে মক্কা হজ্জ মেডিকেল অফিসে এবং বাকী ২ (দুই) টি এ্যাম্বুলেন্স মদিনা হজ্জ মেডিকেল অফিসে ব্যবহৃত হবে।
কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জেদ্দা থেকে বাংলাদেশের হজ্জযাত্রীদের হারানো লাগেজের প্রথম চালানটি আজ রাতে মক্কাস্থ বাংলাদেশ হজ্জ অফিসে পৌঁছেছে।
সর্বশেষ অবস্থা ০৪ সেপ্টেম্বর, ২০১৪ পর্যন্ত (প্রাথমিক তথ্যমতে):
- আগত সর্বমোট হজ্জযাত্রী ১৯,৬১০ জন
- আগত সরকারি ব্যবস্থাপনার হজ্জযাত্রী ১,৪১৩ জন
- আগত বেসরকারি ব্যবস্থাপনার হজ্জযাত্রী ১৮,১৯৭ জন
- সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হইতে প্রদত্ত সার্ভিস সংখ্যা ৭,৯৩৭ টি
- সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান সংখ্যা ৮৩৩ টি
- আগত সরকারি ব্যবস্থাপনার হজ্জযাত্রীদের ফ্লাইট ৪ টি এবং বেসরকারি ফ্লাইট ৪৬ টি
এক নজরে হজ্জ ২০১৪ এর কার্যক্রম:
- চাঁদ দেখা সাপেক্ষে ২০১৪ সনের হজ্জ অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর
- বেসরকারি ব্যবস্থাপনায় মোয়াল্লেম ফি জমাদানকারী এজেন্সীর সংখ্যা ৮৩৫ টি
- গাইডসহ সরকারি ব্যবস্থাপনায় হজ্জযাত্রীর সংখ্যা ১,৫০৫ জন
- সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজ্জযাত্রীর সংখ্যা ৯৮,৬৮৩ জন
- হজ্জযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ২৭ আগস্ট শুরু হয়ে চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
- হাজীদের প্রথম ফিরতি ফ্লাইট ৮ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ৭ নভেম্বর
সর্বশেষ মৃত্যু:
গত ০১/০৯/২০১৪ ইং তারিখ চাঁপাইনবাবগঞ্জ জেলার মোসাম্মদ মাছুদা খাতুন (৮২) পবিত্র মক্কা আল মোকাররমায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এ বছর এহসান এয়ার ট্রাভেলস (০৭৫২) এর মাধ্যমে সৌদি আরব এসেছিলেন। তাঁর পাসপোর্ট নম্বর বিএ০৭৫৪৯৮১।
তথ্যসূত্র: এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ্জ অফিস ঢাকা এবং সৌদি আরব।