বুলেটিন
পবিত্র হজ ২০২২ প্রতিদিনের বুলেটিন
আইটি হেল্পডেস্ক।
প্রকাশ সংখ্যা: ২৬
প্রকাশের সময় (সৌদি): ২৮ জুন, ২০২২ (২৯ জিলক্বদ, ১৪৪৩ হি:) রাত ১১:০০; (বাংলাদেশ): ২৯ জুন, ২০২২ রাত ০২:০০
হজ প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ মুনিম হাসান আজ সন্ধায় সরজমিনে মিনা ও আরাফায় বাংলাদেশী হজযাত্রীদের তাবুসমূহ পরিদর্শন করেন। এসময় কাউন্সিলর (হজ) জনাব মোঃ জহিরুল ইসলাম, কনসাল (হজ), মক্কা ও মদিনার মৌসুমী হজ অফিসার, প্রশাসনিক এবং আইটি দলের দলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ অবস্থা ২৮ জুন, ২০২২ খ্রি. পর্যন্ত (প্রাথমিক তথ্যমতে):
- আগত সর্বমোট হজযাত্রী ৪৪,২৩৩ জন;
- আগত সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩,৩৮৫ জন;
- আগত বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪০,৮৪৮ জন;
- আগত ফ্লাইট সংখ্যা ১২৩ টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭০ টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৪৭ টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৬ টি ফ্লাইট;
- সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হইতে প্রদত্ত সার্ভিস সংখ্যা ১৩,২৬৬ টি;
- সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ৮,৯০৫ টি;
- সর্বমোট ইস্যুকৃত ভিসা– ৯৪.৫৯%; সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা – ৯৮.৪২%; বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা – ৯৪.৩১%;
- সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ০৭ জন হজযাত্রী/হাজী; পুরুষ-০৫,মহিলা-০২; মক্কা-০৫, মদিনা-০২, জেদ্দা-০;
একনজরে হজ ২০২২ এর কার্যক্রম:
- চাঁদ দেখা সাপেক্ষে ২০২২ সনের পবিত্র হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই, ২০২২ খ্রি.
- সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা – ৪,১১৫ জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ)
- বেসরকারি ব্যবস্থাপনায় কোটা – ৫৫,৮৮৫ জন।
- ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৩৫৯ টি
- হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ০৫ জুন, ২০২২ খ্রি.
- হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ০৩ জুলাই, ২০২২ খ্রি.
- হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৪ জুলাই, ২০২২ খ্রি.
- হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ০৪ আগস্ট, ২০২২ খ্রি.
সর্বশেষ মৃত্যু:
আজ ২৮/০৬/২০২২ ইং তারিখ টাঙ্গাইল জেলার মোঃ আব্দুল গফুর মিয়া (৬১) পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর পাসপোর্ট নম্বরঃ BY0062202।
তথ্যসূত্র: এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব।