হজ এজেন্সী সংবাদ
অনুমোদিত মাহারাম, প্রবাসী ও পরিবার সংক্রান্ত হজযাত্রীদের নিবন্ধন বিষয়ক বিজ্ঞপ্তি (হালনাগাদ)
সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত মাহারাম, প্রবাসী ও পরিবার-সংক্রান্ত হজযাত্রী নিবন্ধন করেননি, তাঁদের নিবন্ধন কার্যক্রম সমাপ্ত করার জন্য নিবন্ধন সার্ভার ১৯-০৭-২০১৬ খ্রিঃ তারিখ সকাল ১০ টা থেকে চালু করা হয়েছে । পূর্বের ন্যায় হজ প্যাকেজ নির্বাচন করে নিবন্ধন ভাউচার তৈরি করে স্ব-স্ব এজেন্সির ব্যাংক এ্যাকাউন্টে সরকারি বিধি মোতাবেক টাকা জমা দিতে পারবেন । ব্যাংককর্তৃপক্ষ পূর্বের ন্যায় নিবন্ধন ভাউচার গ্রহন করে অনলাইনে নিবন্ধন নিশ্চিত করবেন ।
অনুগ্রহ করে ইতিপূর্বে প্রকাশিত মাহারাম ও পরিবার সংক্রান্ত তালিকা অনুযায়ী নিবন্ধন করবেন। এই জন্য প্রয়োজনে রিপোর্ট ম্যেনুতে গিয়ে ১০২২ নং রিপোর্টে আপনার এজেন্সির বিপরীতে অনিবন্ধিত নিবন্ধনযোগ্য হাজীর তালিকা দেখতে পারবেন। উল্লেখ্য যে সকল এজেন্সি সময় মত তাঁদের প্রাক-নিবন্ধিত হজযাত্রীর টাকা জমা দিতে পারেননি পরবর্তীতে তাঁদের টাকা জমা দেয়ার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে অনুমোদন দেয়া হয়েছে তাঁরাও উল্লিখিত প্রক্রিয়ায় বিষয়টি জানতে পারবেন । যদি দেখা যায় তাঁদের হজযাত্রীর তালিকা সিস্টেমে অন্তর্ভুক্ত হয়নি তাঁদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ শাখায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
উক্ত তালিকার হজযাত্রীদের মধ্যে কারো ভাউচার জেনারেট না করতে পারলে, অনুগ্রহ করে কল সেন্টারে ফোন করে ঐ হজযাত্রীর ট্রাকিং নাম্বারটি প্রদান করবেন।
বেসরকারী হজযাত্রীদের পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি
হজ এজেন্টদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এজেন্সির হজযাত্রীদের পুলিশ ভেরিফিকেশনের জন্য তথ্যাদি একাধিকবার স্পেশাল ব্রাঞ্চে প্রেরণ করা হয়েছে । স্পেশাল ব্রাঞ্চ অত্যন্ত তৎপরতা এবং আন্তরিকতার সঙ্গে ইতোমধ্যে অধিকাংশ হজযাত্রীর ভেরিফিকেশন সম্পন্ন করেছেন এবং কিছু তদন্তাধীন আছে।এমতবস্থায় যদি কোন এজেন্সির কোন হজযাত্রীর পুলিশ ভেরিফিকেশন বাদ থাকে তবে, সেই এজেন্সি কে সংশ্লিষ্ট জেলার স্পেশাল ব্রাঞ্চে যোগাযোগ করে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করানোর জন্য অনুরোধ করা হচ্ছে ।
২০১৬(১৪৩৭ হিঃ) খ্রিঃ সনের সৌদি আরবে মোনাজ্জেম প্রেরণ এবং IBAN এ বাড়ী ভাড়ার ৩০% টাকা জমা করণ সম্পর্কে বিজ্ঞপ্তি
২০১৬(১৪৩৭ হিঃ) খ্রিঃ সনের হজ উপলক্ষ্যে যে সকল হজ এজেন্সি এখনও সৌদি আরবে মোনাজ্জেম পাঠাননি এবং IBAN এ বাড়ী ভাড়ার ৩০% টাকা জমা করেননি তাদেরকে স্ব-স্ব একাউন্ট হতে IBAN এ দ্রুত উক্ত পরিমান অর্থ জমা করার জন্য অনুরোধ করা হলো । এ বিষয়ে প্রয়োজনে স্ব -স্ব মোনাজ্জেম কাউন্সিলর(হজ) এর নিকট থেকে পরামর্শ নিতে পারেন । ২/১ দিনের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন না করলে হজ কার্যক্রম ব্যাহত হতে পারে ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৬ খ্রিঃ (১৪৩৭ হিজরি) সালে হজযাত্রীদের বাড়ী ভাড়ার (১ম কিস্তি) ৩০% অর্থ ই-পেমেন্ট সিস্টেমে স্ব-স্ব এজেন্সির ব্যংক একাউন্ট (IBAN) এ প্রেরণ
উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, ২০১৬ খ্রিঃ (১৪৩৭ হিজরি) সালে বেসরকারী ব্যবস্থাপনায় গমনেচ্ছু হজযাত্রীদের সৌদি আরবে বারীভাড়ার অর্থ স্ব-স্ব এজেন্সির ব্যাংক একাউন্টে (IBAN) এ স্থানান্তর করার জন্য সৌদি রিয়াল সৌদি আরবে স্থানান্তরের বাধ্যবাধকতা রয়েছে । এ বিষয়ে বিস্তারিত জানতে মন্ত্রণালয় থেকে প্রাপ্ত পত্রখানি সংযুক্ত আকারে প্রদান করা হলো ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৬ সনে সৌদি ই-হজে ব্যবহৃত IBAN এর উপর “অরিয়েন্টেশন প্রোগ্রাম” সংক্রান্ত বিজ্ঞপ্তি
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামিকাল ১৯-০৭-২০১৬ খ্রিঃ তারিখ বেলা ১১.০০ ঘটিকা হতে হজ অফিস, আশকোনা, বিমানবন্দর, ঢাকায় IBAN এর উপর “অরিয়েন্টেশন প্রোগ্রাম” অনুষ্ঠিত হবে । এ সংক্রান্ত কোন কিছু জানার থাকলে হজ অফিস, ঢাকা তে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনহজ এজেন্টদের HMIS ও ভিসা লজমেন্ট পদ্ধতি ও কৌশল সম্পর্কে প্রশিক্ষণ
১৬/০৬/২০১৬ খ্রিঃ তারিখ হজক্যাম্প, ঢাকায় ২ দিনব্যাপী ২০১৬ সালের হজ কার্যক্রমে অংশ গ্রহণকারী হজ এজেন্সী মালিক/প্রতিনিধিদের “Hajj Management Information System (HMIS) ও “ভিসা লজমেন্ট পদ্ধতি ও কৌশল” সম্পর্কে প্রশিক্ষণ শুরু হয়েছে । ২০১৬ সালের হজের কার্যক্রমে অংশগ্রহণকারী ৪৮৩টি হজ এজেন্সির মধ্যে প্রথম দিন ১২৪ জন মালিক/প্রতিনিধিকে দুই সিফটে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রথম পর্বে সকাল ১০:০০টা এবং ২য় পর্বে বিকাল ৩ টা হতে ২ ঘন্টাব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করা হয়। বিজনেস অটোমেশন লি: এর আইটি বিশেষজ্ঞবৃন্দ প্রশিক্ষণপরিচালনা করেন । এজেন্সির মালিক/প্রতিনিধিকে “Hajj Management Information System (HMIS) ও ভিসা লজমেন্ট পদ্ধতি ও কলা-কৌশল সম্পর্কে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব, জনাব মোঃ আব্দুল জলিল, সভাপতিত্ব করেন পরিচালক, হজ অফিস, ঢাকা, ড. আবু সালেহ্ মোস্তফা কামাল, স্বাগত বক্তব্য রাখেন বিজনেস অটোমেশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব জাহিদুল হাসান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন “হাব” এর সংস্কৃতিক সচিব জনাব হাফেজ নুর মোহাম্মদ । মাননীয় সচিব মহোদয় প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন এবং HMIS বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ।
HMIS ইউজার ম্যানুয়াল এখান থেকে ডাউনলোড করে দেখুন
হজ এজেন্টদের HMIS ও ভিসা লজমেন্ট পদ্ধতি ও কৌশল সম্পর্কে প্রশিক্ষণ
এতদ্বারা হজ এজেন্টদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০১৬ সালের হজের কার্যক্রমে অংশগ্রহণকারী ৪৮৩ টি হজ এজেন্সির HMIS ও ভিসা লজমেন্ট কার্যক্রমের পদ্ধতি ও কৌশল সম্পর্কে নিন্মোক্ত সূচি অনুযায়ী হজ এজেন্সি কর্তৃক মনোনীত কারিগরি জ্ঞানসম্পন্ন অনধিক একজন প্রতিনিধিকে হজ অফিস, ঢাকা তে প্রশিক্ষণ প্রদান করা হবে । প্রশিক্ষণ কার্যক্রম সুন্দর ও সুষ্ঠু করার জন্য অনুগ্রহ করে বর্ণিত সূচি অনুযায়ী প্রশিক্ষণে অংশ গ্রহনের জন্য অনুরোধ করা হল ।
মাহারাম ও পরিবারের সদস্য সম্পর্কিত চূড়ান্ত তালিকা প্রকাশ (পুনঃবিবেচনাসহ)
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০১৬ সালের হজে যে সকল মাহারাম ও পরিবারের সদস্যবৃন্দ যথাযথভাবে প্রাক-নিবন্ধন করতে পারেনি তাদের আবেদন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটি যাচাই বাছাই পূর্বক চূড়ান্ত করেছে । মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তালিকাসমূহ এইসঙ্গে প্রকাশ করা হলো। তালিকায় সুপারিশকৃত যোগ্য ব্যাক্তিগণ নিবন্ধন সিস্টেম সার্ভার খোলার পরে পেমেন্ট ভাউচার এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকে নিবন্ধন (Registration) সম্পন্ন করতে পারবেন।
মাহরাম সম্পর্কিত ৩য় তালিকা ডাউনলোড করে দেখুন
মাহরাম ও পরিবারের নির্ভরশীল সদস্যগণের প্রথম তালিকা
মাহরাম ও পরিবারের নির্ভরশীল সদস্যগণের ২য় তালিকা
পুনঃবিবেচিত তালিকা ডাউনলোড করে দেখুন (১৪-০৭-২০১৬ তারিখে প্রকাশিত)
২০১৬ সনে প্রাক-নিবন্ধিত অনিবাসী বাংলাদেশী নাগরিক (NRB) দের পাসপোর্ট জমা/নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তি
সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০১৬ সনে হজে গমনের জন্য প্রাক-নিবন্ধিত অনিবাসী বাংলাদেশী নাগরিক (NRB) যাঁরা এখনও বাংলাদেশী পাসপোর্ট জমা দেননি বা নিবন্ধন সম্পন্ন করেননি, এই সম্পর্কিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত নোটিশ সংযুক্ত আকারে প্রদান করা হল (নিম্ন হতে ডাউনলোড করে দেখুন) । উল্লেখ্য, যে সকল প্রাক-নিবন্ধিত অনিবাসী বাংলাদেশী নাগরিক (NRB) যাঁরা এখনও বাংলাদেশী পাসপোর্ট জমা দেননি বা নিবন্ধন সম্পন্ন করেননি তাদের তালিকা পরিচালক, হজ অফিস, আশকোনা, ঢাকা বরাবরে অতিসত্বর জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো। হজ অফিস হতে অনুমোদিত তালিকা পাওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন (Registration) কার্যক্রম সম্পন্ন করা যাবে ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৬ (১৪৩৭ হিজরী) খ্রিঃ সনে বেসরকারি ব্যবস্থাপনায় গাইড সংক্রান্ত বিজ্ঞপ্তি (হালনাগাদ)
এতদ্বারা বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৬ (১৪৩৭ হিজরী) খ্রিঃ সনে হজযাত্রী প্রেরণকারী হজ এজেন্সির অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের মনোনীত গাইডদেরকে (যারা প্রাক-নিবন্ধিত হননি) তাদেরকে মোয়াল্লেম ফি ২৮,৭৫২/- টাকা সোনালী ব্যাংক লিঃ, লোকাল অফিস, ঢাকা এর হিসাব নং-0000233094586 জমা হবে । অবশিষ্ট ১,২৬,৬৮৯.৬৮ টাকা হজ এজেন্সির স্ব-স্ব এ্যাকাউন্ট জমা হবে । যে সকল এজেন্সির মনোনীত গাইডগণ ইতোমধ্যে প্রাক-নিবন্ধন সম্পন্ন করেছেন তাদেরকে অবশিষ্ট ১,২৬,৬৮৯.৬৮(এক লক্ষ ছাব্বিশ হাজার ছয়শত ঊননব্বই টাকা আটষট্টি পয়সা) টাকা ১৩/০৭/২০১৬ খ্রিঃ তারিখের মধ্যে এজেন্সির স্ব-স্ব এ্যাকাউন্ট জমা দিয়ে ব্যাংক স্টেটমেন্ট (হাব কর্তৃক প্রতিস্বাক্ষরিত) পরিচালক, হজ অফিস, ঢাকা বরাবর দাখিলপূর্বক সরাসরি HMIS এ এন্ট্রি করার জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনসৌদি সরকার কর্তৃক চলতি বছরে(২০১৬) আগতব্য হাজী সাহেবদের বাড়ীভাড়ার নূন্যতম ১ম কিস্তি(৩০%) ই-পেমেন্ট সিষ্টেমে স্ব-স্ব এজেন্সীর ব্যাংক এ্যাকাউন্ট (IBAN) হতে পরিশোধ বাধ্যতামূলককরণ প্রসঙ্গে
সৌদি সরকার কর্তৃক চলতি বছরে(২০১৬) আগতব্য হাজী সাহেবদের বাড়ীভাড়ার নূন্যতম ১ম কিস্তি(৩০%) ই-পেমেন্ট সিষ্টেমে স্ব-স্ব এজেন্সীর ব্যাংক এ্যাকাউন্ট (IBAN) হতে পরিশোধ বাধ্যতামূলককরণ বিষয়ক জেদ্দা, হজ অফিস থেকে প্রাপ্ত পত্রখানি সংযুক্ত আকারে প্রদান করা হলো ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনপবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে “হজ কল সেন্টার” বন্ধ থাকা বিষয়ক বিজ্ঞপ্তি
সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামি ১.০৭.২০১৬ ইং তারিখ হতে ৯.০৭.২০১৬ইং তারিখ পর্যন্ত পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে “হজ কল সেন্টার” বন্ধ থাকবে । সকলের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ।