হজ এজেন্সী সংবাদ
HMIS সিস্টেমে হজযাত্রীদের PID, গাইড ও মোনাজ্জেমের তথ্য এন্ট্রি প্রসঙ্গে।
সংশ্লিষ্ট সকল হজ এজেন্টদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অদ্য ১৪ জুন, ২০১৭খ্রি. তারিখ হতে Hajj Management Information System (HMIS)-এ হজ এজেন্সিরা তাঁদের সকল নিবন্ধিত হজযাত্রীদের PID, গাইড ও মোনাজ্জেমের তথ্য এন্ট্রি করতে পারবেন।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনবেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী প্রতিস্থাপন (Replacement) এর আবেদনে মন্ত্রণালয়ের স্মারক নম্বর-সংক্রান্ত বিজ্ঞপ্তি
সংশ্লিষ্ট সকল হজ এজেন্টদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, Hajj Management Information System (HMIS) এ হজযাত্রী প্রতিস্থাপনের আবেদন করার সময় MoRA Approval reference এর ফিল্ডে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নং 16.00.0000.003.33.056.15-939 ব্যবহার করার অনুরোধ করা হচ্ছে।
এছাড়াও হজ এজেন্সিদের কাজের সুবিধার্থে আগামী ২১ জুন, ২০১৭খ্রি. তারিখ পর্যন্ত HMIS প্রতিদিন সকাল ১০টা হতে ৫টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সীসমুহের মোনাজ্জেমদের জরুরিভিত্তিতে সৌদি আরবে প্রেরণ সংক্রান্ত
হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সীসমুহের মোনাজ্জেমদের জরুরিভিত্তিতে সৌদি আরবে প্রেরণ সংক্রান্ত পত্রখানি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনহজ এজেন্সিদের জন্য Haj Management Information System (HMIS) উন্মুক্তকরণ বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি
সংশ্লিষ্ট হজ এজেন্সির মালিক/প্রতিনিধিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৮ জুন,২০১৭ খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার হতে Haj Management Information System (HMIS)-2017 তাসরিয়ার জন্য বাংলাদেশ হজ অফিস, জেদ্দার ছাড়পত্রের জন্য আবেদন করা যাবে। জাতীয় হজ ও ওমরাহ নীতির ৬.১.৯ অনুচ্ছেদের আলোকে হজ এজেন্সির বাড়ি ভাড়া ছাড়পত্রের জন্য অনুমোদন অনলাইনে করতে হবে। ইতোমধ্যে বিষয়টি HMIS প্রশিক্ষণ কর্মসূচিতে সকল হজ এজেন্সীকে অবহিত করা হয়েছে।তারপরও সকলের সুবিধার্থে এর ইউজার ম্যানুয়াল নিচের লিংকে প্রদান করা হল। বাড়ির ছাড়পত্র অনলাইনে অনুমোদিত হলেই হজযাত্রীদের আইডি কার্ড ও অন্যান্য প্রিন্টিংয়ের জন্য হজ অফিস ঢাকায় আবেদন করা যাবে। তাই প্রত্যেক এজেন্সি অবশ্যই তাদের হজযাত্রীর বাড়ির তথ্য Haj Management Information System (HMIS) এর মাধ্যমে বাংলাদেশ হজ অফিস, জেদ্দার অনুমোদন নিতে হবে।
এছাড়ও নিবন্ধিত হজযাত্রীদের PID তৈরি, গাইডের ডাটা এন্ট্রি, পাসপোর্টের তথ্য হালনাগাদ এবং হজযাত্রী স্থানান্তর (Replacement) এর কার্যক্রম পরিচালক, হজ অফিস ঢাকার নির্দেশনার পর চালু করা হবে।
তাছরিয়া Submission এর User Manual টি এখানে থেকে ডাউনলোড করুন
২০১৭ খ্রিঃ/১৪৩৮ হিজরী সালে হজযাত্রীদের বাড়ী ভাড়া, খাওয়ার খরচ মোয়াল্লেম ফি বাবদ সর্বমোট ৬৮৩০ সৌঃ রিঃ অর্থ ই-পেমেন্ট সিষ্টেমে স্ব-স্ব এজেন্সির ব্যাংক একাউন্ট (IBAN) এ প্রেরণ
২০১৭ খ্রিঃ/১৪৩৮ হিজরী সালে হজযাত্রীদের বাড়ী ভাড়া, খাওয়ার খরচ মোয়াল্লেম ফি বাবদ সর্বমোট ৬৮৩০ সৌঃ রিঃ অর্থ ই-পেমেন্ট সিষ্টেমে স্ব-স্ব এজেন্সির ব্যাংক একাউন্ট (IBAN) এ প্রেরণ সংক্রান্ত পত্রখানি নিম্ন থেকে ডাউনলোড করে বিস্তারিত দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৭ খ্রিঃ/১৪৩৮ হিজরী সালে হজ্জযাত্রীদের বাড়ী ভাড়া, খাওয়ার খরচ ও মোয়াল্লেম ফি বাবদ সর্বমোট ৬৮৩০ সৌ:রি: অর্থ ই-পেমেন্ট সিষ্টেমে স্ব-স্ব এজেন্সির ব্যাংক একাউন্ট হতে (IBAN) এর মাধ্যমে সৌদি আরবে প্রেরণ।
উপর্যুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, ২০১৭ খ্রিঃ/১৪৩৮ হিজরী সালে বেসরকারী ব্যবস্থাপনায় গমনেচ্ছু হজ্জযাত্রীদের সৌদি আরবে বাড়ীভাড়া বাবদ ৪১৪১ সৌ:রি:, খাওয়ার খরচ বাবদ ১৬০০ সৌ:রি: এবং মোয়াল্লেম ফি বাবদ ১০৮৯ সৌ:রি: সর্বমোট (৪১৪১+১৬০০+১০৮৯)=৬৮৩০ সৌ:রি: স্ব-স্ব এজেন্সির ব্যাংক একাউন্ট হতে (IBAN) এর মাধ্যমে সৌদি আরবে স্থানান্তরের বাধ্যবাধকতা রয়েছে।
এমতাবস্থায়, হজ্জযাত্রীদের নামের তালিকা দাখিল সাপেক্ষে সংশ্লিষ্ট হজ্জ এজেন্সীর মালিক/বৈধ প্রতিনিধিকে আর্থিক বিধি-বিধান অনুসরণ করতঃ সৌদি আরবে হাজী প্রতি বাড়ী ভাড়া, খাওয়ার খরচ এবং মোয়াল্লেম ফি বাবদ সর্বোচ্চ ৬৮৩০ (ছয় হাজার আটশত ত্রিশ) সৌদি রিয়াল স্থানান্তরের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হ’ল।
সৌদি হজ মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ এস.বি. আগা এন্ড কোং (লাইসেন্স নং-১২৪) নামক হজ এজেন্সীর লাইসেন্স বাতিল সংক্রান্ত
সৌদি হজ মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ এস.বি. আগা এন্ড কোং (লাইসেন্স নং-১২৪) নামক হজ এজেন্সীর লাইসেন্স বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তিটি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৭ খ্রি, সনে IBAN এর মাধ্যমে সৌদি আরবে অর্থ প্রেরণের জন্য হজ কার্যক্রম পরিচালনাকারী ৬৩৫টি হজ এজেন্সির নিবন্ধিত হজযাত্রীর সংখ্যাসহ এজেন্সির স্ব-স্ব ব্যাংক একাউন্টের তথ্য সরবরাহকরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি
২০১৭ খ্রি, সনে IBAN এর মাধ্যমে সৌদি আরবে অর্থ প্রেরণের জন্য হজ কার্যক্রম পরিচালনাকারী ৬৩৫টি হজ এজেন্সির নিবন্ধিত হজযাত্রীর সংখ্যাসহ এজেন্সির স্ব-স্ব ব্যাংক একাউন্টের তথ্য সরবরাহকরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিটি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনবাসাভাড়া কমটির সৌদি আরব যাত্রার পূর্বেই আবশ্যিকভাবে সরকারি ব্যবস্থাপনায় আগতব্য হজযাত্রীদের (ক) প্যাকেজভিত্তিক হজযাত্রী সংখ্যা এবং (খ) হজ পূর্ব এবং হজ পরবর্তীতে মদিনা জিয়ারাকারী হজযাত্রীদের সংখ্যা প্রেরণ সংক্রান্ত
বাসাভাড়া কমটির সৌদি আরব যাত্রার পূর্বেই আবশ্যিকভাবে সরকারি ব্যবস্থাপনায় আগতব্য হজযাত্রীদের (ক) প্যাকেজভিত্তিক হজযাত্রী সংখ্যা এবং (খ) হজ পূর্ব এবং হজ পরবর্তীতে মদিনা জিয়ারাকারী হজযাত্রীদের সংখ্যা প্রেরণ সংক্রান্ত বাংলাদেশ হজ অফিস, জেদ্দ্ হতে প্রাপ্ত পত্রখানি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনউপর্যুক্ত বিষয়ে বাংলাদেশ হজ অফিস, জেদ্দা, সৌদি আরব হতে প্রাপ্ত পত্রখানি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন।
উপর্যুক্ত বিষয়ে বাংলাদেশ হজ অফিস, জেদ্দা, সৌদি আরব হতে প্রাপ্ত পত্রখানি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন৭ টি ওমরাহ্ এজেন্সির অতিরিক্ত ওমরাহ্ যাত্রী প্রেরণ প্রসংগে
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ৭ টি ওমরাহ্ এজেন্সির অতিরিক্ত ওমরাহ্ যাত্রী প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনসৌদি হজ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সীসমূহের মোনাজ্জেমদের কার্যকর প্রশিক্ষণ প্রদান এবং তাদেরকে জরুরীভিত্তিতে সৌদি আরব প্রেরণ প্রসঙ্গে
উপর্যুক্ত বিষয় ও সূত্রদ্বয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ধম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ হজ্জ অফিস, জেদ্দা হতে প্রাপ্ত পত্র এতদসঙ্গে প্রেরণ করা হলো। উক্ত পত্রে মর্মানুযায়ী মোনাজ্জেমগণকে আইটি জ্ঞান সম্পন্ন হতে হবে এবং মোনাজ্জেমগণকে ল্যাবটপ/আইপ্যাডসহ সৌদি আরব গমন করতে হবে। বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে সম্পাদিত হজ চুক্তি অনুযায়ী ১০/৬/২০১৭ খ্রি. তারিখের মধ্যে বাড়ীভাড়াসহ সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন