হজ এজেন্সী সংবাদ
হজযাত্রী নিবন্ধন সম্পর্কিত জরুরী বিজ্ঞপ্তিঃ
এতদ্বারা সকল সম্মনিত হজ এজেন্টকে জানানো যাচ্ছে যে, ০৬/০৬/২০১৬ খ্রিঃ তারিখ বিকাল ৫:০০ ঘটিকায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য গৃহীত হয়েছেঃ
১। সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার হজযাত্রীদের নিবন্ধনের সর্বশেষ সময়সীমা ৭ই জুন, ২০১৬ এর পরিবর্তে ৮ই জুন, ২০১৬ রাত ৮:০০ টা পর্যন্ত বর্ধিত করা হবে।
২। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধনের জন্য ৩,০৪,৯০৩.১৮ টাকার পরিবর্তে ১,২৬,৬৮৯.৬৮ টাকা প্রচলিত ভাউচারের মাধ্যমে স্ব স্ব হজ এজেন্সীর ব্যাংক একাউন্টে জমা করে নিবন্ধনের কার্য সম্পাদন করা যাবে।
৩। ইতিপূর্বে যে সকল হজ এজেন্সী ৩,০৪,৯০৩.১৮ টাকা জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাঁরা ইচ্ছা করলে হজযাত্রী প্রতি ১,২৬,৬৮৯.৬৮ টাকা ব্যাংকে জমা রেখে অবশিষ্ট টাকা উত্তোলন করতে পারবেন। তবে কোন অবস্থাতেই মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতিরেকে ১,২৬,৬৮৯.৬৮ টাকা উত্তোলন করতে পারবেন না।
এ বিষয়ে ধর্ম বিষরক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত পত্রখানি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনবেসরকারি ব্যবস্থাপনাধীন হজ্জ গাইডদের তালিকা প্রেরণ
উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, ২০১৬-সালের হজ্জ কার্যক্রমে অংশগ্রহণকারী ৪৮৩টি এজেন্সী ভিত্তিক গাইডের সংখ্যা অনুমোদিত প্রাপ্যতানুযায়ী সংযুক্ত ছক এক্সেল সীটে পূরণপূর্বক আগামী ০৮/০৬/২০১৬ খ্রি: তারিখ বিকাল ৩.০০ ঘটিকার মধ্যে হজ্জ অফিস,ঢাকার ই-মেইল hajjoffice3@gmail.com তে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনমৃত, অসুস্থ ও অক্ষম হজযাত্রিদের সমন্বয়করণ
উপর্যুক্ত বিষয় মৃত, অসুস্থ ও অক্ষম হজযাত্রিদের সমন্বয়করণ প্রসঙ্গে হজ অফিস, ঢাকা হতে প্রাপ্ত পত্রখানি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৬ খ্রিঃ(১৪৩৭ হিজরি) সনের প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের নিবন্ধনের সর্বশেষ তারিখ আগামী ০৭-০৬-২০১৬ খ্রিঃ
২০১৬ খ্রিঃ(১৪৩৭ হিজরি) সনের প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এ বছরে হজের নিবন্ধনের সর্বশেষ তারিখ আগামী ০৭-০৬-২০১৬ খ্রিঃ। এ সময়ের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীগণকে নিবন্ধন সনদ সংগ্রহের জন্য অনুরোধ করা যাচ্ছে । কোনক্রমেই আগামী ০৭-০৬-২০১৬ খ্রিঃ তারিখের পর নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি করা হবে না । তাই বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের শীঘ্রি স্ব-স্ব এজেন্সির সাথে যোগাযোগ করে নিবন্ধন সনদ সংগ্রহের জন্য পুনরায় নির্দেশক্রমে অনুরোধ করা হল।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনজরুরি ভিত্তিতে মোনাজ্জেমদের সৌদি আরবে প্রেরণ প্রসঙ্গে
উপর্যুক্ত বিষয়ে বাংলাদেশ হজ অফিস, জেদ্দা, সৌদি আরব থেকে প্রাপ্ত স্বারক নং ১৬.০৪.০০০০.০০০.২৩.০০১.২০১৪-১৯০, তারিখ ৩৬/০৫/২০১৬ খ্রিঃ কাগজপত্রাদি এতদসংগে সংযোজন করা হলো । সংযোজিত পত্রের আলোকে সকল এজেন্সীদের পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৬-সনের হজ্জকার্যক্রমে অংশগ্রহণকারী মালিক/প্রতিনিধির পরিচয়পত্র প্রদান ।
২০১৬-সালের হজ্জ কার্যক্রমে অংশগ্রহণকারী ৪৮৩টি এজেন্সীর মালিক/প্রতিনিধির অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পাসপোর্ট গ্রহণ/বিতরণ তথা সুষ্ঠুভাবে হজ্জের কার্যক্রম পরিচালনা করার জন্য প্রত্যেক এজেন্সীর বিপরীতে ০২(দুই) টি করে আইডি কার্ড হজ্জ অফিস, ঢাকা হতে ইস্যু করা হবে । উল্লেখ্য, যে সকল এজেন্সী অন্য এজেন্সীতে হজ্জযাত্রী সমন্বয় করেছে তাদেরকেও ১টি করে আইডি কার্ড প্রদান করা হবে । আগামী ১০/০৬/২০১৬-খ্রি: তারিখের মধ্যে সংযুক্ত ছক পূরণ করে ০২(দুই) কপি পাসপোর্ট সাইজের ছবিসহ পরিচালক, হজ্জ অফিস, ঢাকা বরাবরে আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুননিবন্ধন সিস্টেম সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত খোলা থাকার বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অদ্য হতে হজযাত্রীদের নিবন্ধন সিস্টেম সকাল ১০.০০ টা হতে সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত খোলা থাকবে ।
বেসরকারি ব্যবস্থাপনাধীন হজ্জ গাইডদের তালিকা প্রেরণ।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ২০১৬-সালের হজ্জ কার্যক্রমে অংশগ্রহণকারী ৪৮৩টি এজেন্সী ভিত্তিক গাইডের সংখ্যা সম্বলিত তালিকা সংযুক্ত ছকে পূরণপূর্বক আগামী ০৫/০৬/২০১৬ খ্রি: তারিখের মধ্যে হজ্জ অফিস, ঢাকায় প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুননিবন্ধন সিস্টেম রাত ৮.০০ টা পর্যন্ত খোলা থাকার বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি
হজ এজেন্সি ও ব্যাংকের কাজের সুবিধার্তে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অদ্য ৩০.০৫.২০১৬ খ্রিঃ তারিখ হজযাত্রীদের নিবন্ধন সিস্টেম রাত ৮.০০ টা পর্যন্ত খোলা থাকবে । হজ এজেন্সিদের অনুরোধ করা যাচ্ছে যেন তারা নিবন্ধন ভাউচার ব্যাংকের লেনদেনের সময়সীমার পূর্বে প্রিন্ট করে ব্যাংকে নিবন্ধনের জন্য জমা দেন ।
আগামী ৭ই জুন পর্যন্ত প্রাক-নিবন্ধন ও নিবন্ধন কার্যক্রম চলমান থাকা সম্পর্কে জরুরি বিজ্ঞপ্তি
সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৭ই জুন ২০১৬ ইং পর্যন্ত পূর্বের নিয়ম অনুযায়ী সরকারি ও বেসরকারি উভয় ব্যাবস্থাপনায় হজেগমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন এবং নিবন্ধন কার্যক্রম চলমান থাকবে । এই বিষয়ে বিস্তারিত জানতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্তপত্রখানী নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনআগামী শুক্রবার ও শনিবার নিবন্ধন সার্ভার খোলা রাখা প্রসঙ্গে
সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিবন্ধন কার্যক্রম চলমান রাখতে আগামী ২৭ ও ২৮ মে রোজ শুক্রবার ও শনিবার নিবন্ধন সার্ভার সকাল ১০ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকবে ।
নিবন্ধন সার্ভার মেইন্টেনেন্স সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি
নিবন্ধন সার্ভার মেইন্টেনেন্স কাজের জন্য দূপুর ১২.১০ টা থেকে দূপুর ০১.৩০ টা পর্যন্ত বন্ধ থাকবে । মেইন্টেনেন্স শেষে সার্ভার যথারীতি চালু হবে । সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ।