হজ এজেন্সী সংবাদ
২০১৬ (১৪৩৭ হিজরি) খ্রিঃ সালে হজ কার্যক্রম পরিচালনার জন্য সৌদি আরবে নিবন্ধিত ৪৮৩টি যোগ্য হজ এজেন্সির তালিকা
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০১৬ (১৪৩৭ হিজরি) খ্রিঃ সালে অনুষ্ঠেয় হজে কার্যক্রম পরিচালনার জন্য সৌদি আরবে নিবন্ধিত ৪৮৩টি যোগ্য হজ এজেন্সির তালিকা প্রকাশ করা হলো ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনএজেন্সীর অধীনে প্রাক-নিবন্ধিত হজযাত্রীগণের মধ্যে রুগ্নতা, অসুস্থতা, অতিবৃদ্ধ বা মৃত্যুজনিত কারনে হজে যেতে অপারগদের সম্পর্কে বিজ্ঞপ্তি
এতদ্বারা যে সকল হজ এজেন্সি এককভাবে অথবা সমঝোতা করে প্রাক-নিবন্ধিত হজযাত্রী প্রেরনের জন্য নির্ধারিত হয়েছেন তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে তার এজেন্সীর অধীনে প্রাক-নিবন্ধিত হজযাত্রীগণের মধ্যে কেহ রুগ্নতা, অসুস্থতা, অতিবৃদ্ধ বা মৃত্যুজনিত কারনে ইতোমধ্যে হজে যেতে অপারগতা প্রকাশ করে থাকেন বা হজে যাবেন না মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তাদের নামসহ তালিকা পরিচালক, হজ অফিস, ঢাকার নিকট আগামী ২০/০৫/২০১৬খ্রি: তারিখের মধ্যে জমা দেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তালিকার একটি অনুলিপি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে দাখিল করার জন্যও অনুরোধ করা হ’ল।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৬ সালের হজযাত্রীদের নিবন্ধনের পদ্ধতি ও কৌশল সম্পর্কে প্রশিক্ষণ শুরু
১২/০৫/২০১৬ খ্রিঃ তারিখ হজক্যাম্প, ঢাকায় ৩ দিনব্যাপী ২০১৬ সালের হজযাত্রীদের নিবন্ধনের পদ্ধতি ও কৌশল সম্পর্কে প্রশিক্ষণ শুরু হয়। ২০১৬ সালের হজের কার্যক্রমে অংশগ্রহণকারী ৪৮৩টি হজ এজেন্সির মধ্যে২০০টি হজ এজেন্সির১৮৫ জন মালিক/প্রতিনিধি, যাঁরাএজেন্সির পক্ষে হজযাত্রীর নিবন্ধন করবেন, তাঁদেরনিবন্ধনেরপদ্ধতি ও কৌশল সম্পর্কেদুই সিফটে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রথম পর্বে সকাল ১০:০০টা এবং ২য় পর্বে বিকাল ৩টা হতে ১ ঘন্টাব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করা হয়। বিজনেস অটোমেশন লি: এর আইটি বিশেষজ্ঞবৃন্দ প্রশিক্ষণপরিচালনা করেন ।এজেন্সির মালিক/প্রতিনিধিকে নিবন্ধনের করণীয় ওগৃহীতব্য কলা-কৌশল সম্পর্কে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়। পরিচালক, হজ অফিস, ঢাকা, ড. আবু সালেহ্ মোস্তফা কামাল প্রশিক্ষণ পদ্ধতি ও প্রক্রিয়া পর্যবেক্ষন করেন। তিনিপ্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন এবং নিবন্ধন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
১২/০৫/২০১৬খ্রি. তারিখ বিকাল ৫:০০টা পর্যন্ত প্রাক্-নিবন্ধন সংক্রান্ত প্রতিবেদন
প্রাক্-নিবন্ধনের সময় সকাল ১০:০০ টা হতে বিকাল ৫:০০ টা পর্যন্ত
সরকারি ব্যবস্থাপনা:
সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের ডাটা এট্রির সংখ্যা ৫,১৮৬ জন
সরকারি ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধিত হজে গমনেচ্ছুর সংখ্যা ৪,৩৭৮ জন
সরকারি ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধন স্বেচ্ছায় বাতিল করেছেন ২৬ জন
বেসরকারি ব্যবস্থাপনা:
বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুর ডাটা এন্ট্রির সংখ্যা ১৪০,৮৩২ জন
বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধিত হজে গমনেচ্ছুর সংখ্যা ১৩৪,০৯১ জন
বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধন স্বেচ্ছায় বাতিল করেছেন ৮২৫ জন
অন্যান্য তথ্য:
ডাটা এন্ট্রিকৃত হজে গমনেচ্ছুদের মধ্যে পুরুষ ৯৭,৩৪০ জন
ডাটা এন্ট্রিকৃত হজে গমনেচ্ছুদের মধ্যে মহিলা ৪৮,৬৭৮ জন
ডাটা এন্ট্রিকৃত হজে গমনেচ্ছুর মধ্যে ১৮ বছরের নীচে ১,৩৮৩ জন
ডাটা এন্ট্রিকৃত হজে গমনেচ্ছুর মধ্যে প্রবাসী ১,১২৬ জন
ডাটা এন্ট্রিকৃত হজে গমনেচ্ছুর মধ্যে ১৮ বছরের ঊর্ধেব ১৪৩,৫০৯ জন
সর্বমোট প্রাক্-নিবন্ধিত হজযাত্রী (সরকারি –৪,৩৭৮+ বেসরকারি –১৩৪,০৯১) ১৩৮,৪৬৯ জন
সর্বমোট প্রাক্-নিবন্ধন স্বেচ্ছায় বাতিল করেছেন (সরকারি ২৬ + বেসরকারি ৮২৫) ৮৫১ জন
হজ এজেন্সীদের নিবন্ধন বিষয়ক প্রশিক্ষণ সংক্রান্ত নোটিশ
এতদ্বারা হজ এজেন্টদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০১৬ সালের হজের কার্যক্রমে অংশগ্রহণকারী ৪৮৩ টি হজ এজেন্সির নিবন্ধন কার্যক্রমের পদ্ধতি ও কৌশল সম্পর্কে নিন্মোক্ত সূচি অনুযায়ী হজ এজেন্সি কর্তৃক মনোনীত কারিগরি জ্ঞানসম্পন্ন অনধিক একজন প্রতিনিধিকে হজ অফিস, ঢাকা তে প্রশিক্ষণ প্রদান করা হবে । প্রশিক্ষণ কার্যক্রম সুন্দর ও সুষ্ঠু করার জন্য অনুগ্রহ করে বর্ণিত সূচি অনুযায়ী যার যার প্রশিক্ষণ গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করা হলো । উল্লেখ্য যে, পরবর্তিতে এই প্রশিক্ষণ কার্যক্রম কিছু দিন ধারাবাহিক ভাবে চলবে যার সময়সূচি সকলকে পরে জানানো হবে ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন
২০১৬ সনে ১৭২ জনের হজেগমন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি
২০১৬ সনে ১৭২ জনের হজেগমন সম্পর্কিত বিস্তারিত বিজ্ঞপ্তিটি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৬ সনে হজে গমনেচ্ছুদের নিবন্ধন বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি
২০১৬ সনে হজেগমনেচ্ছুদের নিবন্ধন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিটি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনসৌদি আরবে ই-হজ সিস্টেমের উপর ২ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা
আজ ০১/০৫/২০১৬ খ্রিঃ তারিখ সৌদি আরবের হজ মন্ত্রণালয় কর্তৃক নিয়োজিত আইটি প্রতিষ্ঠান সেজেলটেক লিমিটেড এর অফিসে ২০১৬ সালের হজে অনলাইনের বিভিন্ন কার্যক্রম বিষয়ে বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে ২ দিন প্রশিক্ষণ শুরু হয় । উক্ত প্রশিক্ষণে বাংলাদেশ থেকে আগত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ১ জন ও বিজনেস অটোমেশন লিমিটেডের ৩ জন সহ মোট ৪ জন অংশগ্রহন করেন । ২ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার আজ ০১-০৫-২০১৬ খ্রিঃ তারিখ প্রথম দিনে সেজেলটেক লিমিটেড এর প্রশিক্ষকবৃন্দ ২০১৬ সালে ই-হজ সিস্টেমে করণীয় ও গৃহীতব্য কলা-কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন এবং আগামীকাল ০২-০৫-২০১৬ খ্রিঃ তারিখ প্রশিক্ষণ প্রদান করবেন । প্রশিক্ষণ চলাকালিন সময়ে পর্যবেক্ষক হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জেদ্দাস্থ হজ অফিসের কাউন্সেলর(হজ), কনসাল(হজ) এবং বিজনেস অটোমেশন লি: এর ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত হন এবং প্রশিক্ষণ পদ্ধতি ও প্রক্রিয়া পর্যবেক্ষন করেন । সৌদি আরবের ই-হজ সিস্টেমে কোন আপডেট হলে তাহা দ্রুততম সময়ে জেদ্দাস্থ হজ অফিস অবহিত করার জন্য সেজেলটেক লিমিটেড এর কর্মকর্তাদের অনুরোধ করা হয়।
সচিবালয়ে জরুরী সভায় অংশগ্রহনের অনুমতিপত্র
মোনাজ্জেম তথ্য প্রেরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি
২০১৬-সালের হজ্জ কার্যক্রমে অংশগ্রহণকারী তালিকায় বর্ণিত এজেন্টগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনার এজেন্সীর মোনাজ্জেম তথ্য হার্ড এবং সফট কপি হজ্জ অফিস,ঢাকায় না পাওয়ায় সৌদি আরবে তথ্য প্রেরণ করা সম্ভব হচ্ছে না । মোনাজ্জেম তথ্য প্রেরণের জন্য ফোনে বার বার অনুরোধ করা হলেও এখনও প্রেরণ করা হয়নি । অদ্য ২৪/০৪/২০১৬ খ্রি: তারিখ বেলা ৩.০০ ঘটিকার মধ্যে মোনাজ্জেম তথ্য ই-মেইল নম্বর monazzem@hajj.gov.bd এবং হার্ড কপি হজ্জ অফিস,ঢাকায় প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন১৫০ জনের নীচে এজেন্সিদের সমঝোতা চুক্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি
১৫০ জনের নীচে এজেন্সিদের সমঝোতা চুক্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিটি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনহজ অফিস কিম্বা হজ এজেন্সি, কোম্পানী, গ্রুপ ইত্যাদিদের ব্যাংক হিসাব খোলার নিয়মাবলী
হজ অফিস কিম্বা হজ এজেন্সি, কোম্পানী, গ্রুপ ইত্যাদিদের ব্যাংক হিসাব খোলার নিয়মাবলী যারা বহিঃ বিশ্ব থেকে হজ/ওমরাহ পালনকারীদের নিয়ে আসবেন তাদের স্থানীয় ব্যাংকে বহিঃ বিশ্ব থেকে কিম্বা স্থানীয়ভাবে অর্থের লেন-দেন করা বিষয়ক বিস্তারিত নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন