হজ এজেন্সী সংবাদ
নিবন্ধন সার্ভার খোলা থাকা সংক্রান্ত বিজ্ঞপ্তি
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ২৪/০৪/২০১৭ খ্রি তারিখ যেহেতু নিবন্ধনের তেমন চাপ নেই, এ কারনে আজ বিকাল ৫টা পর্যন্ত নিবন্ধন সার্ভার খোলা থাকবে । আগামীকাল ২৫/০৪/২০১৭ খ্রি তারিখ ঘোষনা অনুযায়ী যথারীতি রাত ৮টা পর্যন্ত নিবন্ধন সার্ভার খোলা থাকবে ।
বেসরকারী ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধনের সময় বর্ধিতকরণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য হজ ২০১৭ /১৪৩৮ হিজরি সনের বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধনের সময় বর্ধিত করণ সম্পর্কিত বিজ্ঞপ্তিটি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন
২০১৭(১৪৩৮ হিজরী) হজ মৌসুমে সৌদি ই-হজ সিষ্টেমে বাংলাদেশী হজ এজেন্সীর রেজিষ্ট্রেশন ও মোনাজ্জেম তথ্য প্রদান প্রসঙ্গে (সংশোধিত)
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ২০১৭(১৪৩৮ হিজরি) হজ মৌসুমে হজযাত্রী প্রেরণকারী প্রতিটি এজেন্সীর প্রয়োজনীয় তথ্যাবলী রাজকীয় সৌদি সরকারের হজ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ই-হজ সিষ্টেমে আগামী ২৭/০৪/২০১৭-খ্রি: তারিখের মধ্যে আপলোড করতে হবে । ই-হজ সিষ্টেমে প্রতিটি এজেন্সীর চাহিত তথ্যাদি যথাযথভাবে এন্ট্রি করার পরে উক্ত এজেন্সী ই-হজ সিষ্টেমে কার্যকর (active) হলেই কেবলমাত্র আগামী হজ মৌসুমে হজ কার্যক্রম পরিচালনা করতে পারবে । তাই জরুরী ভিত্তিতে ২০১৭ হজ মৌসুমে হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সীসমূহের তথ্যাদি নির্ভুলভাবে পূরণ করা প্রয়োজন ।
২। এমতাবস্থায়, মোনাজ্জেম সংক্রান্ত নির্বাচন ও কর্মপরিধি সংক্রান্ত নির্দেশিকা অনুসরণপূর্বক নিবন্ধন সার্ভারে তথ্য পূরণ করে হজ অফিস, ঢাকা, কর্তৃক অনুমোদনের পর সার্ভার হতে এর প্রিন্ট আউট কপি ও হজ এজেন্সীর মোনাজ্জেম হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকারনামা (ফরম-১৪) নির্ভুলভাবে পূরণ করে স্ব-স্ব হজ এজেন্সীকে সফটকপি ই-মেইল নং- infomonazzem@gmail.com-এ এবং হার্ডকপি হজ অফিস, ঢাকায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনব্যাংক এবং হজ এজেন্সির জন্য নিবন্ধন সার্ভার খোলা থাকার সময়সূচী
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হজে গমনেচ্ছুদের নিবন্ধন সার্ভার ব্যাংক এবং হজ এজেন্সীসমূহের জন্য নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী খোলা থাকবে ।
হজ এজেন্সীর নূন্যতম কোটা (১৫০ জন) পূরণ পূর্বক সমঝোতাকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি (সংশোধিত)
এতদ্বারা ২০১৭-সালের হজ কার্যক্রমে অংশগ্রহনকারী হজ এজেন্সীর মালিক/অংশীদারগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সকল হজ এজেন্সীর নুন্যতম কোটা ( ১৫০ জন ) পূরণ হয়নি তাদেরকে সর্বনিম্ন কোটাপূরণ বিষয়ক সমঝোতাপত্র স্বাক্ষর করে নির্ধারিত তারিখের (২৩/০৪/২০১৭-খ্রিঃ) মধ্যে নিবন্ধন কর্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হল ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনবেসরকারী ব্যবস্থাপনার হজযাত্রীদের মোনাজ্জেম সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি
বেসরকারী ব্যবস্থাপনার হজযাত্রীদের মোনাজ্জেম সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিটি নিম্ন থেকে ডাউনলোড করে বিস্তারিত দেখুন
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনবাংলাদেশস্থ সৌদি দূতাবাসের ওমরাহ্ বিষয়ক নির্দেশনা
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য যে, বাংলাদেশস্থ সৌদি দূতাবাসের ওমরাহ্ বিষয়ক নির্দেশনা সংবলিত পত্রটির কপি (সংযুক্ত) পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য এবং সকল ওমরাহ্ এজেন্সীসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হলো ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনবেসরকারী ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধনের সময় বর্ধিতকরণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য হজ ২০১৭ /১৪৩৮ হিজরি সনের বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধনের সময় বর্ধিত করণ সম্পর্কিত বিজ্ঞপ্তিটি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৭ সনের হজের প্রাক-নিবন্ধন বিষয়ে গণবিজ্ঞপ্তি
বর্তমান সরকারের ডিজিটাল হজ ব্যবস্থাপনা বাস্তবায়ন, সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিতকরণ ও সৌদি আরবের ই-হজ সিস্টেমের সঙ্গে সমন্বয় সাধনের লক্ষ্যে সরকার ২০১৬ খ্রি. থেকে ইলেক্ট্রনিক সিস্টেমে হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু করে। একই ধারাবাহিকতায় ই-হজ সিস্টেমে ২০১৭ খ্রি. সনের হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়। অনুমোদিত হজ এজেন্সিসমূহ, সারাদেশের ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রসমূহ, জেলা প্রশাসকের কার্যালয়, ইসলামিক ফাউন্ডেশনের জেলা ও কেন্দ্রিয় অফিসসমূহ, অনুমোদিত ব্যাংকসমূহ, পুলিশের স্পেশাল ব্রাঞ্চসহ ৭,০০০ এর অধিক ইউজার সরাসরি এই সিস্টেমে সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে। হজ ব্যবস্থাপনা ডিজিটালাইজড হওয়ার ফলে হজ সম্পর্কিত যাবতীয় তথ্য সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ে পৌঁছানো সম্ভব হচ্ছে। ওয়েবসাইটে তাৎক্ষণিকভাবে তথ্য হালনাগাদ বা কল সেন্টার সেবার মাধ্যমে তথ্য প্রদানের ফলে বিশেষ কোন মহলের পক্ষে হজযাত্রীদের প্রতারণা করে অবৈধ ফায়দা গ্রহণের সুযোগ কমে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গঠনের অংশ হিসেবে ই-হজ ব্যবস্থাপনার কারণে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমেছে এবং প্রতারণা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, একটি স্বার্থান্বেষী চক্র বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে ই-হজ ব্যবস্থাপনাকে প্রশ্নবিদ্ধ করে তাঁদের অসৎ উদ্দেশ্য হাসিল করার অপচেষ্টা চালাচ্ছে।
হজের প্রাক-নিবন্ধন সিস্টেমে ব্যাংক সার্ভারে প্রাক্-নিবন্ধনের ফি ও জামানতের টাকা প্রাপ্তি নিশ্চিত করলেই উক্ত সময়ের খালি ক্রমিক নম্বরটি তাৎক্ষণিকভাবে প্রাক্-নিবন্ধনকারীকে প্রদান করা হয়, যা ২০১৬ সনের মার্চ থেকে বিদ্যমান। চলতি বছর হজের প্রাক-নিবন্ধন শুরু হওয়ার পূর্বে হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সহ একটি কারিগরি দল প্রাক-নিবন্ধন সিস্টেমটি কারিগরিভাবে ত্রুটিমুক্ত হিসেবে প্রত্যয়ন করে। গত ২২ ফেব্রূয়ারি ২০১৭ খ্রি. তারিখে প্রাক-নিবন্ধন শেষে বুয়েটের কম্পিউটার বিজ্ঞান বিভাগ প্রত্যয়নপত্র প্রদান করে যে, প্রাক-নিবন্ধনের কারিগরি প্রক্রিয়ায় সকলের জন্য সমান সুযোগ ছিল এবং এ সিস্টেমে কাউকে কোন বিশেষ সুযোগ দেয়ার অবকাশ ছিল না। কিন্তু প্রাক-নিবন্ধনের এক পর্যায়ে এসে হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর পক্ষ থেকে প্রাক-নিবন্ধন সিস্টেমে কারিগরি অনিয়মের অভিযোগ উত্থাপন করে। এর পরিপ্রেক্ষিতে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি আন্তঃমন্ত্রনালয় তদন্ত কমিটি গঠন করে। কমিটিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর একজন সিনিয়র অধ্যাপকসহ কারিগরি বিশেষজ্ঞগণ অন্তর্ভুক্ত ছিলেন। তদন্ত কমিটি পূর্ণাঙ্গ তদন্ত করে সিস্টেমে কোন কারিগরি অনিয়মের সত্যতা পায়নি। এছাড়াও ৩২ টি হজ এজেন্সি কর্তৃক হজের প্রাক-নিবন্ধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন (৩০০৭/২০১৭) দায়ের করে। মহামান্য হাইকোর্টের শুনানি চলাকালে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পিটিশনের প্রতিটি বিষয় ও হজ এজেন্সিসমূহ এবং মাননীয় আদালতের উত্থাপিত প্রশ্নের জবাবে যাবতীয় দালিলিক প্রমাণক মহামান্য হাইকোর্টে উপস্থাপন করে। শুনানিতে হজ এজেন্সির প্রতিনিধিগণ উপস্থাপিত দালিলিক প্রমাণকসমূহের সত্যতা খণ্ডন করতে সক্ষম হয়নি। শুনানি শেষে, মহামান্য হাইকোর্ট সন্তুষ্ট হয়ে রিট পিটিশনটি খারিজ করে দেন।
তদন্ত কমিটির প্রতিবেদন ও মহামান্য আদালতের শুনানির প্রেক্ষিতে এ কথা প্রমাণিত হয় যে, ২০১৭ সালের হজে প্রাক-নিবন্ধন প্রক্রিয়ায় কোন ধরণের অনিয়ম হয়নি। ফলে এ বিষয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হ’ল।
জনস্বার্থে এ বিজ্ঞপ্তি জারি করা হ’ল।
প্রচারে,
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
বেসরকারী ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধনের সময় বর্ধিতকরণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য হজ ২০১৭ /১৪৩৮ হিজরি সনের বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধনের সময় বর্ধিত করণ সম্পর্কিত বিজ্ঞপ্তিটি নিম্ন থেকে ডাউনলোড করেদেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনহজ-২০১৭(১৪৩৮ হিজরি) উপলক্ষ্যে রাজকীয় সৌদি সরকারের হজ ও ওমরাহ্ মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত “হজ কার্যক্রম পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা”
হজ-২০১৭(১৪৩৮ হিজরি) উপলক্ষ্যে রাজকীয় সৌদি সরকারের হজ ও ওমরাহ্ মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত “হজ কার্যক্রম পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা” এর বিস্তারিত নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনহজ এজেন্সি প্রতি প্রাক্-নিবন্ধনের সর্বোচ্চ সংখ্যা সংক্রান্ত বিজ্ঞপ্তি
এতদ্বারা সংশ্লিষ্ট সকল হজ এজেন্সির অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় হজ ও ওমরাহ নীতি ১৪৩৮ হিজরি (২০১৭ খ্রি.)এর ৩.১.১ উপ-অনুচ্ছেদ অনুযায়ী হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধন সারা বছর চলমান থাকবে । যেহেতু ২০১৭ সনের প্রাক্-নিবন্ধনকৃত হজে গমনেচ্ছুদের সংখ্যা ইতিমধ্যে পুরণ হয়ে পরবর্তী বছরের জন্য চলমান আছে । অতএব হজ এজেন্সি প্রতি প্রাক-নিবন্ধনের সর্বোচ্চ সংখ্যা ২৯৩ থেকে ৫৮৬ তে উন্নীত করা হলো । উল্লেখ্য, জাতীয় হজ ও ওমরাহ নীতি ৭.১ উপ-অনুচ্ছেদ অনুযায়ী হজ ২০১৭ সনের জন্য হজ এজেন্সি প্রতি নিবন্ধনের সর্বোচ্চ সংখ্যা অবশ্যই ২৯৩ (গাইড ও মোনাজ্জেম ব্যতিত) এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে ।