হজ এজেন্সী সংবাদ
হজ অফিস কিম্বা হজ এজেন্সি, কোম্পানী, গ্রুপ ইত্যাদিদের ব্যাংক হিসাব খোলার নিয়মাবলী
হজ অফিস কিম্বা হজ এজেন্সি, কোম্পানী, গ্রুপ ইত্যাদিদের ব্যাংক হিসাব খোলার নিয়মাবলী যারা বহিঃ বিশ্ব থেকে হজ/ওমরাহ পালনকারীদের নিয়ে আসবেন তাদের স্থানীয় ব্যাংকে বহিঃ বিশ্ব থেকে কিম্বা স্থানীয়ভাবে অর্থের লেন-দেন করা বিষয়ক বিস্তারিত নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনহজ সংশ্লিষ্ট নীতিমালার আলোকে ১৪৩৭ হিজরি(২০১৬ খ্রিঃ) হজ মৌসুমে হজ অফিস ও হজ এজেন্সির কার্যক্রম, হজযাত্রীদের আগমন, প্রত্যাগমন, হাজী শরে যাতায়াতসহ অন্যান্য কার্যাবলীর সুনির্দিষ্ট সময়সীমা নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
লীড এজেন্সি সমঝোতাপত্র স্বাক্ষরের তারিখ ও সময় বর্ধিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি
লীড এজেন্সি সমঝোতাপত্র স্বাক্ষরের তারিখ ও সময় বর্ধিতকরণ সম্পর্কিত বিস্তারিত নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৫ সনের হজে বিভিন্ন এজেন্সীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের রিভিউ শুনানি (২০.০৪.২০১৬ খ্রিঃ)
২০১৫ সনের হজ্জে বেসরকারী ব্যবস্থাপনায় সম্পৃক্ত বিভিন্ন হজ এজেন্সীর বিরুদ্ধে সৌদি আরবের মক্কা, মদীনা ও জেদ্দায় এবং বাংলাদেশে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে সরকার কর্তৃক নিম্নবর্ণিত হজ এজেন্সীগুলোকে পৃথক পৃথক শাস্তি প্রদান করা হয়েছে। শাস্তিপ্রাপ্ত হজ এজেন্সীগুলো কর্তৃক দাখিলকৃত রিভিউ আবেদনের প্রেক্ষিতে জাতীয় হজ ও ওমরাহ নীতি-১৪৩৭হিজরী/২০১৬খ্রিঃ মোতাবেক গঠিত রিভিউ কমিটি কর্তৃক আগামী ২০.০৪.২০১৬ খ্রিঃ, সকাল ১১.০০ টায় সচিব মহোদয়ের অফিস কক্ষে (ভবন নং-৮, কক্ষ নং- ১০১, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) শুনানী গ্রহণ করা হবে। বর্ণিত অবস্থায়, সংশ্লিষ্ট হজ এজেন্সীর স্বত্ত্বাধিকারী/যথাযথ প্রতিনিধিকে তাদের রিভিউ আবেদনের স্বপক্ষীয় প্রয়োজনীয় কাগজপত্রাদি/তথ্য/প্রমানাদিসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনলীড এজেন্সি নির্ধারণ এবং সর্বনিম্ন কোটাপূরণ বিষয়ক সমঝোতাপত্র
১৪৩৭ হিজরী/২০১৬ খ্রি. সনের পবিত্র হজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে গত ১৪.০২.২০১৬ খ্রি. তারিখে রাজকীয় সৌদি সরকারের সাথে বাংলাদেশ সরকারের দ্বি-পাক্ষিক হজচুক্তি সম্পাদিত হয় । হজচুক্তির ৩য় অনুচ্ছেদের ১৩ নং শর্তানুযায়ী কোন এজেন্সিকে সর্বনিম্ন ১৫০ (একশত পঞ্চাশ) জন হজযাত্রী প্রেরণ হবে । যে সকল হজ এজেন্সী নূন্যতম ১৫০ (একশত পঞ্চাশ) জন হজযাত্রীর প্রাক-নিবন্ধন করতে পারেনি, সে সকল এজেন্সী অন্য এজেন্সির সাথে সমঝোতার ভিত্তিতে লীড এজেন্সি নির্ধারণপূর্বক হজ যাত্রী প্রেরণ করতে পারবে । সমঝোতাপত্রটি নিম্ন থেকে ক্লিক করে দেখে নিন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৫ সনের হজে বিভিন্ন এজেন্সীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের রিভিউ শুনানি (১৯.০৪.২০১৬ খ্রিঃ)
২০১৫ সনের হজ্জে বেসরকারী ব্যবস্থাপনায় সম্পৃক্ত বিভিন্ন হজ এজেন্সীর বিরুদ্ধে সৌদি আরবের মক্কা, মদীনা ও জেদ্দায় এবং বাংলাদেশে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে সরকার কর্তৃক নিম্নবর্ণিত হজ এজেন্সীগুলোকে পৃথক পৃথক শাস্তি প্রদান করা হয়েছে। শাস্তিপ্রাপ্ত হজ এজেন্সীগুলো কর্তৃক দাখিলকৃত রিভিউ আবেদনের প্রেক্ষিতে জাতীয় হজ ও ওমরাহ নীতি-১৪৩৭হিজরী/২০১৬খ্রিঃ মোতাবেক গঠিত রিভিউ কমিটি কর্তৃক আগামী ১৯.০৪.২০১৬ খ্রিঃ, দুপুর ১২.০০ টায় সচিব মহোদয়ের অফিস কক্ষে (ভবন নং-৮, কক্ষ নং- ১০১, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) শুনানী গ্রহণ করা হবে। বর্ণিত অবস্থায়, সংশ্লিষ্ট হজ এজেন্সীর স্বত্ত্বাধিকারী/যথাযথ প্রতিনিধিকে তাদের রিভিউ আবেদনের স্বপক্ষীয় প্রয়োজনীয় কাগজপত্রাদি/তথ্য/প্রমানাদিসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনপ্রাক-নিবন্ধিত হজে গমনেচ্ছুদের তালিকা হস্তান্তর প্রসঙ্গে
বিজনেস অটোমেশন লিমিটেড গত ১২ এপ্রিল, ২০১৬ খ্রিঃ তারিখ প্রাক-নিবন্ধিত হজে গমনেচ্ছুদের বিস্তারিত মুদ্রিত কপি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় ভারপ্রাপ্ত সচিবের নিকট হস্তান্তর করেছেন । এখানে উল্লেখ্য যে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইউজারবৃন্দ, পরিচালক, হজ অফিস ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কারিগরি সদস্যবৃন্দ প্রথম দিন থেকেই হজযাত্রিদের অনলাইনের তালিকা দেখতে পারছিলেন এবং ইতিপূর্বে এই তালিকার সফটকপি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় ভারপ্রাপ্ত সচিবের নিকট হস্তান্তর করা হয়েছে । উক্ত অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, এসবি , নির্বাচন কমিশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও কারিগরি কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রাক-নিবন্ধন বাতিল করে অর্থ ফেরত প্রদানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদন প্রসঙ্গে
হজযাত্রীর প্রাক নিবন্ধন বাতিলের জন্য ব্যাংক হতে হজযাত্রী/এজেন্সী কর্তৃক রিফান্ড রিকোয়েস্টের মাধ্যমে প্রাক-নিবন্ধন বাতিলের অনুরোধের পর সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক হজযাত্রী ও এজেন্সীর মধ্যে প্রাক-নিবন্ধন বাতিলের বিষয়ে সমঝোতা হয়েছে এবং কতজন হজযাত্রীর প্রাক-নিবন্ধন বাতিলের অনুরোধ করা হয়েছে তার বিস্তারিত তথ্য (রিফান্ড রিকোয়েস্টের পেইজসহ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ই-মেইল (moragovbd@gmail.com) ঠিকানায় পাঠাতে হবে। সংশ্লিষ্ট ব্যাংক ব্যতিরেকে প্রেরিত কোন বাতিলের অনুরোধ/ই-মেইল অনুমোদন করা হবে না। প্রাক-নিবন্ধন বাতিল করে অর্থ ফেরত প্রদানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদনের বিষয়ে বিস্তারিত নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন১৫০ জনের নিম্নে প্রাক-নিবন্ধনকারী এজেন্সির হজযাত্রিদের সমন্বয় করণ
উপর্যুক্ত বিষয়ে এজেন্টগনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যে সকল এজেন্ট ১৫০ জনের নিম্নে প্রাক-নিবন্ধন করেছেন তাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ১৫/০৪/২০১৬ খ্রিঃ তারিখের মধ্যে মন্ত্রণালয়ে আবেদন করার কথা রয়েছে । এ বিষয়ে কি অগ্রগতি তা আগামীকাল ১২/০৪/২০১৬ খ্রিঃ তারিখ সকাল ১১ টার মধ্যে হজ অফিস, ঢাকায় উপস্থিত হয়ে অবগত করানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন১৫০ বা তদ্ধুর্ধ হজ্জযাত্রী প্রাক-নিবন্ধনকারী হজ্জ এজেন্সীর রেজিষ্ট্রেশনের নিমিত্ত মোনাজ্জেম সংক্রান্ত তথ্য প্রেরণ
উপর্যুক্ত বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব-সাইটে www.hajj.gov.bd এ ০৬/০৪/২০১৬ খ্রি: তারিখ প্রকাশিত তালিকায় ১৫০ বা তদ্ধুর্ধ প্রাক-নিবন্ধনকারী ২৭৯টি এজেন্সীর রেজিষ্ট্রেশনের নিমিত্ত মোনাজ্জেম তথ্য এজেন্টগণকে তাদের স্ব-স্ব এজেন্সীর প্যাডে উক্ত তথ্যাবলী নির্ভুলভাবে পূরণ করে জরুরী ভিত্তিতে ই-মেইল নম্বর- monazzem@hajj.gov.bd তে প্রেরণপূর্ব ১টি হার্ডকপি হজ্জ অফিস,ঢাকায় প্রেরণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট এজেন্সীসমূহকে নির্দেশনা প্রদানের জন্য তাঁকে অনুরোধ করা হলো ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৫ সনের হজ্জে বেসরকারী ব্যবস্থাপনায় সম্পৃক্ত বিভিন্ন হজ এজেন্সীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে শাস্তি প্রদান প্রসঙ্গে
২০১৫ সনের হজ্জে বেসরকারী ব্যবস্থাপনায় সম্পৃক্ত বিভিন্ন হজ এজেন্সীর বিরুদ্ধে সৌদি আরবের মক্কা, মদীনা ও জেদ্দায় এবং বাংলাদেশে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে সরকার কর্তৃক নিম্নবর্ণিত হজ এজেন্সীগুলোকে পৃথক পৃথক শাস্তি প্রদান করা হয়েছে । শাস্তিপ্রাপ্ত হজ এজেন্সীগুলো কর্তৃক দাখিলকৃত রিভিউ আবেদনের প্রেক্ষিতে জাতীয় হজ ও ওমরাহ নীতি-১৪৩৭হিজরী/২০১৬খ্রিঃ মোতাবেক গঠিত রিভিউ কমিটি কর্তৃক আগামী ১০.০৪.২০১৬ খ্রিঃ, সকাল ১১.০০ টায় সচিব মহোদয়ের অফিস কক্ষে (ভবন নং-৮, কক্ষ নং- ১০১, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) শুনানী গ্রহণ করা হবে । বর্ণিত অবস্থায়, সংশ্লিষ্ট হজ এজেন্সীর স্বত্ত্বাধিকারী/যথাযথ প্রতিনিধিকে তাদের রিভিউ আবেদনের স্বপক্ষীয় প্রয়োজনীয় কাগজপত্রাদি/তথ্য/প্রমানাদিসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হ’ল ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনহজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন বাতিলের পদ্ধতি
যে সকল হজে গমনেচ্ছু প্রাক-নিবন্ধিত ব্যক্তি/এজেন্সি, তার প্রাক-নিবন্ধন বাতিল চান, তারা যে ব্যাংকের যে ব্রাঞ্চের মাধ্যমে টাকা জমা করেছেন তা রিফান্ডের জন্য অনলাইন আবেদন ঐ ব্রাঞ্চের মাধ্যমেই করতে হবে । এক্ষেত্রে, ঐ ব্রাঞ্চ অনলাইনে আবেদন করলে তা সরাসরি ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের পোর্টালে জমা হবে। এরপর, শুধুমাত্র ধর্ম মন্ত্রনালয়ের ইউজার কর্তৃক অনুমোদিত হলেই প্রাক-নিবন্ধন সার্ভার হতে ঐ প্রাক-নিবন্ধন নম্বরটি “Void” বা বাতিল হবে। যদি উক্ত হজে গমনেচ্ছুর সঙ্গে মহিলা বা অপ্রাপ্তবয়স্ক থাকে, তবে অবশ্যই ঐ সকল মহিলা বা অপ্রাপ্তবয়স্কদেরও প্রাক-নিবন্ধন বাতিল করতে হবে । একবার প্রাক-নিবন্ধন বাতিল হলে তার সিরিয়াল নম্বর ফেরত আনার কোন সুযোগ নাই ।
প্রাক-নিবন্ধন বাতিল হলে, উক্ত হজে গমনেচ্ছু ব্যক্তি অন্য ব্যবস্থাপনায় নতুন করে টাকা জমা দিয়ে পুনরায় ঐ NID দিয়ে প্রাক-নিবন্ধন করতে পারবেন । তবে, এক এজেন্সির পরিবর্তে অন্য এজেন্সিতে হজযাত্রী পরিবর্তনের জন্য প্রাক-নিবন্ধন বাতিল না করে, সরকারের অনুমোদন গ্রহণ করে নিবন্ধন পর্যায়ে তা স্থানান্তর করা সম্ভব ।
রিফান্ড অনুমোদিত হজে গমনেচ্ছু ব্যক্তির অর্থ ফেরত পাওয়ার বিষয়টি ধর্ম বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে হবে ।