hms_bangla_logo

  • English
  • বাংলা

হজ এজেন্সী সংবাদ

প্রাক-নিবন্ধন বাতিল করে অর্থ ফেরত প্রদানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদন প্রসঙ্গে

এপ্রিল 12, 2016

হজযাত্রীর প্রাক নিবন্ধন বাতিলের জন্য ব্যাংক হতে ​হজযাত্রী/এজেন্সী​ কর্তৃক রিফান্ড রিকোয়েস্টের মাধ্যমে প্রাক-নিবন্ধন বাতিলের অনুরোধের পর সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক হজযাত্রী ও এজেন্সীর মধ্যে প্রাক-নিবন্ধন বাতিলের বিষয়ে সমঝোতা হয়েছে​ এবং কতজন হজযাত্রীর প্রাক-নিবন্ধন বাতিলের অনুরোধ করা হয়েছে তার বিস্তারিত তথ্য (রিফান্ড রিকোয়েস্টের পেইজসহ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ই-মেইল (moragovbd@gmail.com) ঠিকানায় পাঠাতে হবে। সংশ্লিষ্ট ব্যাংক ব্যতিরেকে প্রেরিত কোন বাতিলের অনুরোধ/ই-মেইল অনুমোদন করা হবে না। প্রাক-নিবন্ধন বাতিল করে অর্থ ফেরত প্রদানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদনের বিষয়ে বিস্তারিত নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

১৫০ জনের নিম্নে প্রাক-নিবন্ধনকারী এজেন্সির হজযাত্রিদের সমন্বয় করণ

এপ্রিল 11, 2016

উপর্যুক্ত বিষয়ে এজেন্টগনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যে সকল এজেন্ট ১৫০ জনের নিম্নে প্রাক-নিবন্ধন করেছেন তাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ১৫/০৪/২০১৬ খ্রিঃ তারিখের মধ্যে মন্ত্রণালয়ে আবেদন করার কথা রয়েছে । এ বিষয়ে কি অগ্রগতি তা আগামীকাল ১২/০৪/২০১৬ খ্রিঃ তারিখ সকাল ১১ টার মধ্যে হজ অফিস, ঢাকায় উপস্থিত হয়ে অবগত করানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

১৫০ বা তদ্ধুর্ধ হজ্জযাত্রী প্রাক-নিবন্ধনকারী হজ্জ এজেন্সীর রেজিষ্ট্রেশনের নিমিত্ত মোনাজ্জেম সংক্রান্ত তথ্য প্রেরণ

এপ্রিল 9, 2016

উপর্যুক্ত বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব-সাইটে www.hajj.gov.bd এ ০৬/০৪/২০১৬ খ্রি: তারিখ প্রকাশিত তালিকায় ১৫০ বা তদ্ধুর্ধ  প্রাক-নিবন্ধনকারী ২৭৯টি এজেন্সীর রেজিষ্ট্রেশনের নিমিত্ত মোনাজ্জেম তথ্য এজেন্টগণকে তাদের স্ব-স্ব  এজেন্সীর প্যাডে উক্ত তথ্যাবলী নির্ভুলভাবে পূরণ করে জরুরী ভিত্তিতে ই-মেইল নম্বর- monazzem@hajj.gov.bd তে প্রেরণপূর্ব ১টি হার্ডকপি হজ্জ অফিস,ঢাকায় প্রেরণ  নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট এজেন্সীসমূহকে  নির্দেশনা প্রদানের জন্য তাঁকে অনুরোধ করা  হলো ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

২০১৫ সনের হজ্জে বেসরকারী ব্যবস্থাপনায় সম্পৃক্ত বিভিন্ন হজ এজেন্সীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে শাস্তি প্রদান প্রসঙ্গে

এপ্রিল 7, 2016

২০১৫ সনের হজ্জে বেসরকারী ব্যবস্থাপনায় সম্পৃক্ত বিভিন্ন হজ এজেন্সীর বিরুদ্ধে সৌদি আরবের মক্কা, মদীনা ও জেদ্দায় এবং বাংলাদেশে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে সরকার কর্তৃক নিম্নবর্ণিত হজ এজেন্সীগুলোকে পৃথক পৃথক শাস্তি প্রদান করা হয়েছে । শাস্তিপ্রাপ্ত হজ এজেন্সীগুলো কর্তৃক দাখিলকৃত রিভিউ আবেদনের প্রেক্ষিতে জাতীয় হজ ও ওমরাহ নীতি-১৪৩৭হিজরী/২০১৬খ্রিঃ মোতাবেক গঠিত রিভিউ কমিটি কর্তৃক আগামী ১০.০৪.২০১৬ খ্রিঃ, সকাল ১১.০০ টায় সচিব মহোদয়ের অফিস কক্ষে (ভবন নং-৮, কক্ষ নং- ১০১, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) শুনানী গ্রহণ করা হবে ।  বর্ণিত অবস্থায়, সংশ্লিষ্ট হজ এজেন্সীর স্বত্ত্বাধিকারী/যথাযথ প্রতিনিধিকে তাদের রিভিউ আবেদনের স্বপক্ষীয় প্রয়োজনীয় কাগজপত্রাদি/তথ্য/প্রমানাদিসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হ’ল ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন বাতিলের পদ্ধতি

এপ্রিল 11, 2016

যে সকল হজে গমনেচ্ছু প্রাক-নিবন্ধিত ব্যক্তি/এজেন্সি, তার প্রাক-নিবন্ধন বাতিল চান, তারা যে ব্যাংকের যে ব্রাঞ্চের মাধ্যমে টাকা জমা করেছেন তা রিফান্ডের জন্য অনলাইন আবেদন  ঐ ব্রাঞ্চের মাধ্যমেই করতে হবে ।  এক্ষেত্রে, ঐ ব্রাঞ্চ অনলাইনে আবেদন করলে তা সরাসরি ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের পোর্টালে জমা হবে। এরপর, শুধুমাত্র ধর্ম মন্ত্রনালয়ের ইউজার কর্তৃক অনুমোদিত হলেই প্রাক-নিবন্ধন সার্ভার হতে ঐ প্রাক-নিবন্ধন নম্বরটি “Void” বা বাতিল হবে। যদি উক্ত হজে গমনেচ্ছুর সঙ্গে মহিলা বা অপ্রাপ্তবয়স্ক থাকে, তবে অবশ্যই ঐ সকল মহিলা বা অপ্রাপ্তবয়স্কদেরও প্রাক-নিবন্ধন বাতিল করতে হবে ।  একবার প্রাক-নিবন্ধন বাতিল হলে তার সিরিয়াল নম্বর ফেরত আনার কোন সুযোগ নাই ।

প্রাক-নিবন্ধন বাতিল হলে, উক্ত হজে গমনেচ্ছু ব্যক্তি অন্য ব্যবস্থাপনায় নতুন করে টাকা জমা দিয়ে পুনরায় ঐ NID দিয়ে  প্রাক-নিবন্ধন করতে পারবেন । তবে, এক এজেন্সির পরিবর্তে অন্য এজেন্সিতে হজযাত্রী পরিবর্তনের জন্য প্রাক-নিবন্ধন বাতিল না করে, সরকারের অনুমোদন গ্রহণ করে নিবন্ধন পর্যায়ে তা স্থানান্তর করা সম্ভব ।

রিফান্ড অনুমোদিত হজে গমনেচ্ছু ব্যক্তির অর্থ ফেরত পাওয়ার বিষয়টি ধর্ম বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে হবে ।

২৮ শে মার্চ ২০১৬ তারিখ পর্যন্ত হজ এজেন্সী ওয়ারী প্রাক্-নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা (১৪৬ জনের নিম্নে প্রাক্-নিবন্ধনকারী)

এপ্রিল 6, 2016
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

২৮ শে মার্চ ২০১৬ তারিখ পর্যন্ত হজ এজেন্সী ওয়ারী প্রাক্-নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা (১৪৬ জন ও তদূর্ধ প্রাক্-নিবন্ধনকারী)

এপ্রিল 6, 2016
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

০৫/০৪/২০১৬ খ্রিঃ তারিখ বিকাল ৫:০০টা পর্যন্ত প্রাক্-নিবন্ধন সংক্রান্ত প্রতিবেদন

এপ্রিল 5, 2016

(প্রাক্-নিবন্ধনের সময় সকাল ১০:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত)

সরকারি ব্যবস্থাপনা:

১. সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের ডাটা এট্রির সংখ্যা: ৪০২২ জন ।
২. সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজেগমনেচ্ছুর সংখ্যা: ৩৩৬৩ জন ।

বেসরকারি ব্যবস্থাপনা:

১. বেসরকারি ব্যবস্থাপনায়হজেগমনেচ্ছুর ডাটা এন্ট্রির সংখ্যা: ১৩৪,৯৮২ জন ।
২. বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধিত হজেগমনেচ্ছুর সংখ্যা: ১২৫,৮৭৪ জন

অন্যান্য তথ্য:

১. ডাটা এন্ট্রিকৃত হজে গমনেচ্ছুদের মধ্যে পুরুষ ৯২,৬৮৯ জন এবং মহিলা ৪৬,৩১৫ জন ।
২. ডাটা এন্ট্রিকৃত হজেগমনেচ্ছুর মধ্যে ১৮ বছরের নীচে ১২৬৬ জন, প্রবাসী ৯৬৮ জন, এবং ১৮ বছরের ঊর্ধেব ১৩৬,৭৭০ জন ।
(মোট: প্রাক-নিবন্ধিত সরকারি: ৩৩৬৩ + বেসরকারি: ১২৫,৮৭৪ = ১২৯,২৩৭ জন ) ।

০৬/০৪/২০১৬ খ্রিঃ তারিখ বিকাল ৫:০০টা পর্যন্ত প্রাক্-নিবন্ধন সংক্রান্ত প্রতিবেদন

এপ্রিল 6, 2016

(প্রাক্-নিবন্ধনের সময় সকাল ১০:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত)

সরকারি ব্যবস্থাপনা:

১. সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের ডাটা এট্রির সংখ্যা: ৪০৯১ জন।
২. সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজেগমনেচ্ছুর সংখ্যা: ৩৪৩৫ জন।

বেসরকারি ব্যবস্থাপনা:

১. বেসরকারি ব্যবস্থাপনায়হজেগমনেচ্ছুর ডাটা এন্ট্রির সংখ্যা: ১৩৭,১০৮ জন।
২. বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধিত হজেগমনেচ্ছুর সংখ্যা: ১২৯,০১৩ জন

 

অন্যান্য তথ্য:

১. ডাটা এন্ট্রিকৃত হজে গমনেচ্ছুদের মধ্যে পুরুষ ৯৪,১৪৪ জন এবং মহিলা ৪৭,০৫৫ জন।
২. ডাটা এন্ট্রিকৃত হজেগমনেচ্ছুর মধ্যে ১৮ বছরের নীচে ১৩২৭ জন, প্রবাসী ১০৩২ জন, এবং ১৮ বছরের ঊর্ধেব ১৩৮,৮৪০ জন।
(মোট: প্রাক-নিবন্ধিত সরকারি – ৩৪৩৫ + বেসরকারি –১২৯,০১৩= ১৩২৪৪৮ জন )।

 

প্রাক-নিবন্ধনে হজেগমনেচ্ছুদের মোবাইল নাম্বার সংযোজন সংক্রান্ত

এপ্রিল 6, 2016

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কিছু এজেন্সি ডাটা এন্ট্রির সময় হজেগমনেচ্ছুদের মোবাইল নাম্বার না দিয়ে নিজেদের মোবাইল নাম্বার দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করছেন। এতে করে হজেগমনেচ্ছুগন প্রাক-নিবন্ধনের কোন ম্যাসেজ পায়না বিধায় সকলকে হজেগমনেচ্ছুদের মোবাইল নাম্বারটি এন্ট্রি করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।

হজেগমনেচ্ছুগন ট্রাকিং নাম্বার দিয়ে ( হজেগমনেচ্ছুদের তথ্য দেখার জন্য করার জন্য এইখানে ক্লিক করে পিলগ্রিম অনুসন্ধানে ক্লিক করুন) পিলগ্রিম অনুসন্ধান থেকে নিজের তথ্য দেখে নিতে পারেন ।

উল্লেখ্য যে, ২০১৬ খ্রিঃ (১৪৩৭ হিজরি) সালে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা ৯,৫০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর সংখ্যা ৮৮,২০০ জন ।

০৪/০৪/২০১৬ খ্রিঃ তারিখ বিকাল ৫:০০টা পর্যন্ত প্রাক্-নিবন্ধন সংক্রান্ত প্রতিবেদন

এপ্রিল 4, 2016

(প্রাক্-নিবন্ধনের সময় সকাল ১০:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত)

সরকারি ব্যবস্থাপনাঃ

১. সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের ডাটা এট্রির সংখ্যা: ৩৮৯৫ জন ।
২. সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজেগমনেচ্ছুর সংখ্যা: ৩০৪৩ জন ।

বেসরকারি ব্যবস্থাপনাঃ

১. বেসরকারি ব্যবস্থাপনায়হজেগমনেচ্ছুর ডাটা এন্ট্রির সংখ্যা: ১১৮,৩৯০ জন ।
২. বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধিত হজেগমনেচ্ছুর সংখ্যা: ১০২,৬১৩ জন

অন্যান্য তথ্যঃ

১. ডাটা এন্ট্রিকৃত হজে গমনেচ্ছুদের মধ্যে পুরুষ ৮১,৮৫৬ জন এবং মহিলা ৪০,৪২৯ জন ।
২. ডাটা এন্ট্রিকৃত হজেগমনেচ্ছুর মধ্যে ১৮ বছরের নীচে ১০২৯ জন, প্রবাসী ৭৭৮ জন, এবং ১৮ বছরের ঊর্ধেব ১২০,৪৭৮ জন ।
(মোট: প্রাক-নিবন্ধিত সরকারি – ৩০৪৩ + বেসরকারি – ১০২,৬১৩ = ১০৫৬৫৬ জন )।

 

প্রাক-নিবন্ধন সার্ভার জরুরি আপগ্রেড সম্পর্কে

এপ্রিল 5, 2016

প্রাক-নিবন্ধন সার্ভার মেইন্টেনেন্স কাজের জন্য  সকাল ১১.১0 টা   থেকে ১১.২০ টা  পর্যন্ত বন্ধ থাকবে । কারিগরি কাজ শেষে সার্ভার যথারীতি চালু আছে ।