hms_bangla_logo

  • English
  • বাংলা

হজ এজেন্সী সংবাদ

মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত অনিবন্ধিত হজে গমনেচ্ছুদের নিবন্ধন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি (হালনাগাদ)

জুলাই 29, 2016

এতদ্বারা সংশ্লিষ্ট হজ এজেন্টদের জানানো যাচ্ছে যে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত (স্মারক নং: ১৬.০০.০০০০. ০০৩.৩০.০০৫.১৬-৯৭১, স্মারক নং: ১৬.০০.০০০০. ০০৩.৩০.০০৫.১৬-৯৬৬, স্মারক নং: ১৬.০০.০০০০. ০০৩.১৮.০০১.১৬-৯৯২, স্মারক নং: ১৬.০০.০০০.০০৩) যে সকল হজযাত্রী এখনো নিবন্ধিত হতে পারেননি, হজ অফিসের স্মারক নং ১৬.০৩.০০০০.০০২.০১.০২-১৬-৫৫৩ অনুযায়ী প্রাপ্ত এজেন্সির বিপরীতে সিরিয়াল নম্বরসমুহ নিবন্ধনের ভাউচার তৈরি করে নিবন্ধন করতে পারবেন এবং তাঁদের পিলগ্রিম আইডি দিতে পারবেন। আপনারা নিবন্ধন সার্ভারে ১০২২ নম্বর রিপোর্ট দেখে নিবন্ধনের প্রয়োজনীয় কার্যক্রম করবেন, এবং প্রযোজ্য ক্ষেত্রে সমন্বয়কারি এজেন্সিরা পূর্ববর্তী পদ্ধতিতে হজযাত্রী লিড এজেন্সিতে ট্রান্সফার করে ভাউচার করবেন ।

নিম্নলিখিত এজেন্সিদের অনুমোদিত তালিকা হজ অফিসের স্মারকের মাধ্যমে আইটি হেল্পডেস্কে না আসায় তা  ভাউচার তৈরির জন্য লিষ্টিং করা যায়নি:

৬৭, ৯৮, ১০৯, ১৩০, ২০৪, ২৩৫, ৩১৬, ৫৮৬, ৬২৯, ৬৩৪, ৬৫৯, ৬৮৫, ৭০৯, ৯৭০, ১০২৭, ১০৪১, ১০৯৯, ১১২৩, ১১৯৯, ১২১২, ১৩৮২, ১৩৯৭, ১৪০২, ১৪৩৫

উপরোক্ত এজেন্সিরা নিবন্ধন সম্পন্ন করার জন্য তাঁদের অনুমোদিত তালিকার বিষয়ে হজ অফিসের সাধারণ শাখায় যোগাযোগ করবেন।

বেসরকারী ব্যবস্থাপনার গাইডদের ডাটা এন্ট্রি সম্পন্ন সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি

জুলাই 29, 2016

সংশ্লিষ্ট সকল এজেন্সির সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যাহারা এখনও প্রাপ্ত গাইডদের ডাটা এন্ট্রি সম্পন্ন করতে পারেননি, তাদেরকে অতিসত্তর সরাসরি HMIS এ গাইডদের ডাটা এন্ট্রি সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে । যদি কারো সমন্বয়ের বিষয় থাকে তবে হজ অফিস, ঢাকা তে ১০৫ নং কক্ষে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে ।

মহিলা হজযাত্রীর ভাউচার, আইডি কার্ড এবং HMIS এর ইউজার ম্যানুয়াল

জুলাই 26, 2016

সকল এজেন্সির অবগতির জন্য যানানো যাচেছ যে,  মহিলা হজযাত্রীর ভাউচার তৈরি সংক্রান্ত সকল সমস্যা সমাধান হয়েছে , এ সংক্রান্ত ইউজার ম্যানুয়াল  নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন । এ ছাড়া আইডি কার্ড এবং  HMIS  এর  ইউজার ম্যানুয়াল  নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন। অনুগ্রহ করে নতুন করে নিবন্ধন করে ভাউচার তৈরি করার জন্য অনুরোধ করা হল ।

মহিলা হজযাত্রীর ভাউচার ইউজার ম্যানুয়াল

আইডি কার্ড ইউজার ম্যানুয়াল

HMIS  এর  ইউজার ম্যানুয়াল

২০১৬ খ্রিঃ সনের হজ্জ মৌসুমে সৌদি আরবে অসুস্থ বাংলাদেশী হজ্জযাত্রীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য চিকিৎসক দল গঠন(সংশোধিত)

জুলাই 31, 2016

২০১৬ খ্রিঃ/১৪৩৭ হিজরী সনের হজ্জ মৌসুমে সৌদি আরবে অসুস্থ বাংলাদেশী হজ্জযাত্রীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য নিন্মোক্ত চিকিৎসক, ফার্মাসিস্ট, নার্স/ব্রাদার ও সহায়তাকারীর সমন্বয়ে ২৯২ (দুইশত বিরানব্বই) সদস্য বিশিষ্ট হজ্জ চিকিৎসক দল-২০১৬ খ্রিঃ/১৪৩৭ হিজরী এর সদস্যগণের সৌদি আরবে প্রেরণে সরকারের সম্মতি জ্ঞাপন করা হয়েছে । হজ্জ চিকিৎসক দলের সদস্যগণ প্রথম ব্যাচের ০২/০৮/২০১৬ খ্রিঃ হতে ৪৫ (পঁয়তাল্লিশ) দিন এবং দ্বিতীয় ব্যাচ ০৩/০৯/২০১৬ খ্রিঃ হতে ৪৫ (পঁয়তাল্লিশ)  দিন সৌদি আরবে অবস্থান করবেন। বিমানের ফ্লাইট প্রাপ্তি সাপেক্ষে সৌদি আরব গমনাগমন করবেন এবং দায়িত্ব পালন শেষে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন ।

মেডিকেল টিমের সদস্যদের পূরণীয় ফরম

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

৩০৯ টি এজেন্সির HMIS এ পিলগ্রিম আইডি প্রদান বিষয়ে

জুলাই 26, 2016

ঢাকা হজ অফিস হতে প্রাপ্ত পত্রসূত্র ১৬.০৩.০০০০.০০২.০১.০২-১৬-৫৩৮ এ প্রেরিত ৩০৯ টি এজেন্সির হজযাত্রী ও গাইডের সংখ্যা HMIS এ পিলগ্রিম আইডি প্রদানের জন্য সিস্টেমে প্রদান করা হয়েছে। হজ অফিস হতে উক্ত পত্রে প্রদত্ত সংখ্যার ব্যাপারে অনুগ্রহ করে ঢাকা হজ অফিসের সাধারন শাখায় (রুম নম্বর ১০৫) যোগাযোগ করার অনুরোধ করা হলো ।

এ পর্যন্ত যে সকল এজেন্সির ঢাকা হজ অফিস হতে HMIS এ পিলগ্রিম আইডি প্রদানের জন্য অনুমতি পাওয়া গেছে গেছে, তার তালিকা:

309_agents

সৌদি আরবে হজ ব্যবস্থাপনার জন্য গমন উপলক্ষ্যে অগ্রীম দৈনিক ও ভ্রমন ভাতা প্রাপ্তির আবেদন ফরম

জুলাই 28, 2016

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত সৌদি আরবে হজ ব্যবস্থাপনার জন্য গমন উপলক্ষ্যে অগ্রীম দৈনিক ও ভ্রমন ভাতা প্রাপ্তির আবেদন ফরমটি নিম্ন থেকে ডাউনলোড করুন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

মাহরাম ও পরিবার সংকান্ত মহিলা হজযাত্রীদের নিবন্ধনের জন্য পেমেন্ট ভাউচার তৈরি সংক্রান্ত

জুলাই 24, 2016

শুধুমাত্র মাহরাম হিসেবে অনুমোদিত মহিলা হজযাত্রীর নিবন্ধন করতে পারছেন না, তাঁরা পুনরায় মহিলা হজযাত্রীর ট্র্যাকিং নম্বরটি ইম্পোর্ট করে সিঙ্গেল ভাউচারে নিবন্ধন করতে পারবেন। যদি কেউ তাঁর অনুমোদিত মহিলা হজযাত্রীকে নিবন্ধন করতে না পারেন বা অনুমোদিত অথচ লিস্টে পাচ্ছেন না, অনুগ্রহ করে prp@hajj.gov.bd এ “শুধুমাত্র অনুমোদিত মহিলাদের নিবন্ধন সমস্যা” বিষয় দিয়ে ট্রাকিং নাম্বার, সিরিয়াল নম্বর ও নাম সহ তালিকা ই-মেইল করুন। আমাদের কারিগরি সদস্যরা মন্ত্রণালয়ের অনুমোদন তালিকা যাচাইয়ান্তে শুধুমাত্র মহিলাদের আলাদাভাবে ভাউচার করার প্রয়োজনীয় কারিগরি কাজ সম্পন্ন করে আপনাদের জানিয়ে দিবে ।

HMIS সিস্টেমে বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের পিলগ্রিম আইডি প্রদান প্রসঙ্গে

জুলাই 24, 2016

বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের পিলগ্রিম আইডি প্রদানের লক্ষ্যে HMIS সিস্টেম এজেন্সিদের জন্য চালু করা হয়েছে। PRP সার্ভারেই লগইন করলে, ইউজার প্রোফাইলের আগে HMIS login পাবেন।  আপনার এজেন্সি ২০১৬ সালের জন্য হজযাত্রী প্রেরণ করার অনুমোদিত হলে, আপনি এখানে ঢুকতে পারবেন।

আপনি নিবন্ধিত হজযাত্রীর তথ্য ইম্পোর্ট বা গাইডদের ডাটা এন্ট্রি করতে পারবেন। যে সকল এজেন্সির ব্যাংক স্টেটমেন্ট / প্রয়োজনীয় তথ্যাদি হজ অফিস যাচাই করে HMIS সিস্টেমে পিলগ্রিম আইডি দেবার অনুমতি প্রদান করেছে, শুধুমাত্র তাঁরাই HMIS সিস্টেমে পিলগ্রিম আইডি প্রদান করতে পারবেন। যদি কোন কারণে আপনি দেখেন “Your agency quota exceed”, তাহলে অনুগ্রহ করে নিশ্চিত হবেন যে পরিচালক, হজ অফিস আপনার এজেন্সির অনুমোদন দিয়েছেন । এই বিষয়ে কোন কিছু জানার থাকলে  হজ অফিস, ঢাকাতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো ।

হজ ২০১৬-এ সিটি চেক-ইন এর জন্য হজযাত্রী প্রতি ৫০ মার্কিন ডলার এর সমপরিমাণ টাকা জমাকরণ প্রসঙ্গে

জুলাই 24, 2016

হজ ২০১৬-এ সিটি চেক-ইন এর জন্য হজযাত্রী প্রতি ৫০ মার্কিন ডলার এর সমপরিমাণ টাকা জমাকরণ সংক্রান্ত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পত্রখানি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

২০১৬ সনের সুষ্ঠু হজ ব্যবস্থাপনার লক্ষ্যে সৌদি আরবে হজ চিকিৎসক দলের প্রথম ব্যাচের অগ্রবর্তী দল প্রেরণ প্রসঙ্গে

জুলাই 24, 2016

সকলের সদয় অবগতির জন্য ২০১৬ সনের সুষ্ঠু হজ ব্যবস্থাপনার লক্ষ্যে সৌদি আরবে হজ  চিকিৎসক দলের প্রথম ব্যাচের অগ্রবর্তী দল সংক্রান্ত ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত পত্রখানি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

HMIS সার্ভার মেইন্টেনেন্স সংক্রান্ত বিজ্ঞপ্তি

জুলাই 21, 2016

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, HMIS সার্ভার আপগ্রেডেশনের কাজের জন্য আগামীকাল ২২.০৭.২০১৬ খ্রিঃ তারিখ সকাল ০৯.০০ টা থেকে ০৩.০০ টা  পর্যন্ত বন্ধ থাকবে । আপগ্রেডেশন শেষে সার্ভার যথারীতি চালু হবে । সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ ।

সৌদি আরবে এজেন্সীর বিপরীতে হজযাত্রী পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি

জুলাই 24, 2016

২০১৬-সালের হজ্জ কার্যক্রমে অংশগ্রহণকারী ৪৮৩টি এজেন্সীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাজকীয় সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের বরাতে কাউন্সেলর(হজ), জেদ্দা-সৌদি আরব হতে জানানো হয়েছে যে, গত ১৯/০৭/২০১৬- খ্রি: তারিখ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে প্রেরিত হজযাত্রীদের চূড়ান্ত তালিকায় কোন পরিবর্তন তথা কম বেশী করা যাবে না ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন