হজ এজেন্সী সংবাদ
জরুরী নোটিশ
এতদ্বারা সম্মানীত হজ্জ এজেন্সীর মালিক/সত্ত্বাধিকারী/ব্যবস্থাপনা পরিচালকগণকে জানানো যাচ্ছে যে, যে সকল এজেন্সী হজ্জ-২০১৫ খ্রিঃ (১৪৩৬হিঃ) সনে হজ্জে গমনেচ্ছুদের ডাটা এন্ট্রি করেছেন তাদের নিম্নোক্ত তথ্যাদি/কাগজপত্রসহ(তথ্যাদি/কাগজপত্রের বিবরণ ও সময়সূচি ডাউনলোড করে দেখুন) নিম্ন বর্ণিত সময়সূচি অনুযায়ী যুগ্ম-সচিব(হজ্জ) জনাব হাসান জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে গঠিত যাচাই কমিটির নিকট উপস্থাপনের নিমিত্ত ইসলামিক ফাউন্ডেশন, বায়তুল মোকাররমস্থ সভা কক্ষে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। উল্লেখ্য, কোন এজেন্সী তথ্যাদি/কাগজপত্রসহ নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে ব্যর্থ হলে কমিটির সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে। বিস্তারিত তথ্যাদি/কাগজপত্রের বিবরণ ও সময়সূচি ডাউনলোড করে দেখুন।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৫খ্রিঃ/১৪৩৬ হিজরী সনে সৌদি আরবে ব্যাংক এ্যাকাউন্ট খোলা সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি ।
এতদ্বারা সকল এজেন্সীরমালিক/প্রতিনিধিগনকে জানানো যাচ্ছে যে,জেদ্দাস্থ বাংলাদেশ হজ্জ অফিস থেকে কাউন্সিলর, হজ্জ, এর নির্দেশনা ও প্রেরিত তথ্য মোতাবেক সকল এজেন্সীর ব্যাংক এ্যাকাউন্ট “Banque Saudi Fransi” ব্যাংকে খোলার জন্য এতদ সঙ্গে ব্যাংকের প্রেরিত ফরম এবং প্রয়োজনীয় নির্দেশনা সংযুক্ত করা হলো । এই ফরমগুলো পূরণ করে ব্যাংক এ্যাকাউন্ট খোলার এবং আনুষাঙ্গিক কার্যাবলী দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৫ সনে হজ্জে গমণেচ্ছু বেসরকারী ব্যবস্থাপনার হজ্জযাত্রীদের ডাটা এন্ট্রি সংক্রান্ত
উপর্যুক্ত বিষয়ে অনুমোদিত সকল হজ্জ এজেন্সির স্বত্ত্বাধিকারী/ব্যবস্থাপনা পরিচালক/অংশীদার পরিচালক/চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে নিন্মরূপ সিদ্ধান্ত/কার্যক্রম গ্রহণের নির্দেশনা প্রদানের লক্ষ্যে নির্দেশক্রমে অনুরোধ করা হল । ১.স্ব-স্ব এজেন্সীর সিস্টেম থেকে ভূয়া এন্ট্রিকৃত হজ্জযাত্রীদের নাম দ্রুত ডিলেট করা । ২. ২৬/০২/২০১৫ ইং তারিখের মধ্যে ডাটা এন্ট্রিকৃত যাত্রীদের টাকা সংশ্লিস্ট ব্যাংক হিসেবে জমাদান করা । ৩. ২৬/০২/২০১৫ ইং তারিখের মধ্যে টাকা জমা না হলে যে সকল এজেন্সী হজ্জযাত্রীর বিপরীতে টাকা জমা প্রদান করবে না তাদের নাম ২৭/০২.২০১৫ তারিখে স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হবে/করে দেয়া হবে । কোন অবস্থাতেই ২৬/০২/২০১৫ রিপ্লেসমেন্ট/ভূলত্রুটি সংশোধনের সুযোগ থাকবে না । ৪. ফলস ডাটা/ ভূয়া এন্ট্রিকৃত হজ্জযাত্রীদের নাম ডিলিট না করা হলে সংশ্লিস্ট এজেন্সীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে । ৫. মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতীত রিপ্লেসমেন্ট এর অনুমোদন প্রদান করা হবে না । জমাকৃক মোয়াল্লেম ফি অফেরতযোগ্য। বিষয়টি অতীব জরুরী ও গুরুত্বপূর্ণ ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনহজ্জ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার প্রসংঙ্গে ।
সকল এজেন্সির মালিক/প্রতিনিধির অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০১৫ খ্রিঃ সনে (১৪৩৬ হিজরী) বেসরকারি ব্যবস্থাপনার হজ্জযাত্রীদের মোয়াল্লেম ফি জমা করা গত ০১/০৩/২০১৫ তারিখে শেষ হয়েছে । হজ্জযাত্রীদের মোয়াল্লেম ফি জমার পূর্নাঙ্গ তালিকা এখনও এসে পৌছায়নি । ব্যাংক থেকে পূর্নাঙ্গ তালিকা প্রাপ্তির পর বিভিন্ন কার্যাদি সম্পন্ন করার জন্য হজ্জ ম্যানেজমেন্ট সিস্টেম খুলে দেয়া হবে ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনমোনাজ্জেমের তথ্য প্রেরণ প্রসঙ্গে ।
২০১৫ সালের হজ্জ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ্জ এজেন্সির মালিক/মোনাজ্জেমদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,বাংলাদেশ হজ্জ অফিস, জেদ্দা, সৌদি আরব হতে মোনাজ্জেমদের নির্ভুল তথ্যাবলী জরুরী ভিত্তিতে সৌদি আরব প্রেরণের জন্য একটি ছক প্রেরণ করা হয়েছে । ছকটি যথাযথ ও নিভুলভাবে পূরণ করে (ছকটি hajj.gov.bd তে দেয়া আছে ) আগামী ০২/০৩/২০১৫ খ্রি: তারিখের মধ্যে আবশ্যিকভাবে হজ্জ অফিস,ঢাকার info@hajj.gov.bd তে প্রেরণের জন্য অনুরোধ করা হলো । বিষয়টি অতীব জরুরী ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৫খ্রিঃ/১৪৩৬ হিজরী সনের মোনাজ্জেমের তথ্য প্রেরণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি ।
জেদ্দাস্থ বাংলাদেশ হজ্জ অফিস থেকে প্রাপ্ত চিঠির আলোকে সকল এজেন্সীর মালিক/প্রতিনিধিগনকে জানানো যাচ্ছে যে, ২০১৫খ্রিঃ সনে হজ্জ কার্যক্রমে অংশ গ্রহনকারী হজ্জ এজেন্সীর মোনাজ্জেমের তথ্য নির্ধারিত ছকে পূরণ পূর্বক জরুরী ভিত্তিতে সৌদি আরবে প্রেরণ করতে হবে। এরই ধারাবাহিকতায় অনেক এজেন্সী তাদের মোনাজ্জেমের তথ্য প্রেরণ করেছেন। কিন্ত বেশ কিছু এজেন্সী এখনও মোনাজ্জেমের তথ্য প্রেরণ করেননি। যারা এখনও মোনাজ্জেমের তথ্য প্রেরণ করেননি (তালিকা সংযুক্ত) তাদেরকে আগামী ১৪.০৩.২০১৫ ইং তারিখের মধ্যে নির্ধারিত ছকে info@hajj.gov.bd তে মোনাজ্জেমের তথ্য প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। যারা ইতোমধ্যে মোনাজ্জেমের তথ্য প্রেরণ করেছেন তাদের তথ্য যাচায়ের জন্য দেয় হলো (স্ব-স্ব এজেন্সীর তথ্য ডাউনলোড করে দেখুন) । যাচাই পূর্বক কোন ভুল থাকলে সংশোধিত তথ্য আগামী ১৪.০৩.২০১৫ ইং তারিখের মধ্যে info@hajj.gov.bd তে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনবেসরকারী ব্যবস্থাপনার হজ্জযাত্রীদের মোয়াল্লেম ফি প্রদান প্রসংগে
বেসরকারী ব্যবস্থাপনার হজ্জযাত্রীদের মোয়াল্লেম ফি তালিকা অনুযায়ী প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো । উল্লেখ্য যে, এরুপ জমাকৃত টাকা ক্ষেত্রমতে সরকার ফেরত দিতে পারবে ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৫ খ্রিঃ (১৪৩৬ হিজরী) সনে এজেন্সী অনুযায়ী হজ্জযাত্রীদের ডাটা এন্ট্রির পরিসংখ্যান।
২০১৫ খ্রিঃ (১৪৩৬ হিজরী) সনে বেসরকারি ব্যবস্থাপনার হজ্জযাত্রীদের ডাটা এন্ট্রি সম্পন্ন হয়েছে । হজ্জযাত্রীদের ডাটা এন্ট্রির পরিসংখ্যান তারিখ এবং এজেন্সী অনুযায়ী সকলের অবগতির জন্য দেয়া হলো ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৫খ্রিঃ/(১৪৩৬ হিজরী) সনের হজ্জযাত্রীদের মোয়াল্লেম ফি সার্টিফিকেট ও ব্যাংক তালিকা জমাকরন সংক্রান্ত বিজ্ঞপ্তি।
২০১৫খ্রিঃ/১৪৩৬ হিজরী সনের বেসরকারী ব্যবস্থাপনার হজ্জযাত্রীদের ডাটা এন্ট্রি সম্পন্ন হয়েছে । সকল হজ্জ এজেন্সীর মালিক/প্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে স্ব-স্ব হজ্জ এজেন্সীর ব্যাংক তালিকা হজ্জ ম্যানেজমেন্ট সিস্টেম থেকে ডাউনলোড করার পর প্রিন্ট করে হজ্জ অফিসে আগামী ০৫/০৩/২০১৫ ইং তারিখের মধ্যে জমা প্রদান করতে হবে । এ জন্য হজ্জ ম্যানেজমেন্ট সিস্টেমে ”Pilgrim List-2015 for Bank Deposit ” নামে একটি রিপোর্ট করা হয়েছে । সৌদি কর্তৃপক্ষকে আগামী ০৫.০৩.২০১৫ ইং তারিখের মধ্যে হজ্জযাত্রীদের তথ্য সরবরাহ্ করতে হবে বিধায় ডাটা পাবলিশ করার জন্য ব্যাংকে টাকা জমা প্রদান করে ব্যাংক সার্টিফিকেট (মোয়াল্লেম ফি সার্টিফিকেট) ও হজ্জযাত্রীদের তালিকাসহ হজ্জ অফিসে জমা প্রদান করার জন্য অনুরোধ করা হলো ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৫খ্রিঃ/১৪৩৬ হিজরী সনের হজ্জযাত্রীদের ডাটা এন্ট্রির সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি।
এতদ্বারা সকল হজ্জ এজেন্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০১৫খ্রিঃ/১৪৩৬ হিজরী সনের অনলাইনে হজ্জযাত্রীদের ডাটা এন্ট্রি ২১.০১.২০১৫খ্রিঃ থেকে শুরু হয়েছে । অদ্য ১৯/০২/২০১৫ ইং তারিখ সকাল ৯.০০ ঘটিকা পর্যন্ত ৭৭৬ টি হজ্জ এজেন্সী ৭৩৪৫০ জন হজ্জযাত্রীর তথ্য ইতিমধ্যে হজ্জ ম্যানেজমেন্ট সিস্টেমে এন্ট্রি করেছেন । যে সকল হজ্জ এজেন্ট ভূলক্রমে অতিরিক্ত হজ্জযাত্রীর নাম এন্ট্রি করেছেন তাদেরকে অতিরিক্ত এন্ট্রি বাতিল করার জন্য পরিচালক,হজ্জ অফিস,ঢাকার বরাবরে আগামী ২৩/০২/২০১৫ খ্রি: তারিখের মধ্যে ই-মেইল এ (info@hajj.gov.bd) আবেদন করতে হবে । ২০১৫ সালে বেসরকারী ব্যবস্থাপনার হজ্জযাত্রীদের কোঠা ৯১,৭৫৮(একানব্বই হাজার সাতশত আটান্ন) জন । কোঠা পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে হজ্জযাত্রীদের ডাটা এন্ট্রি সম্পূর্ন করতে পারবেন । বেসরকারী ব্যবস্থাপনার হজ্জযাত্রীদের কোঠা পরিপূর্ণ হয়ে গেলে হজ্জযাত্রীদের ডাটা এন্ট্রি বন্ধ হয়ে যাবে । সরকারী ব্যবস্থাপনার হজ্জযাত্রীদের কোঠা ফাঁকা থাকলে আলোচনা সাপেক্ষ্যে বেসরকারী ব্যবস্থাপনার হজ্জযাত্রীদের ডাটা এন্ট্রির অনূমোদন প্রদান করা হবে ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনহজ্জ-২০১৪(১৪৩৫হিঃ) এ সৌদি কর্তৃপক্ষ কর্তৃক অভিযুক্ত হজ্জ এজেন্সীসমূহের তালিকা প্রকাশ।
বাংলাদেশ হজ্জ অফিস, জেদ্দা, সৌদি আরব হতে গত ২১.০২.২০১৫ খ্রিঃ তারিখে জনাব মোঃ আসাদুজ্জামান, কাউন্সেলর (হজ্জ) স্বাক্ষরিত সৌদি কর্তৃপক্ষ কর্তৃক ৬৭(সাতষট্টি)টি অভিযুক্ত হজ্জ এজেন্সীর তালিকা পাওয়া গিয়েছে (কপি সংযুক্ত)। উল্লিখিত হজ্জ এজেন্সীসমূহ ২০১৫(১৪৩৬হিঃ) সনের হজ্জ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না মর্মে কাউন্সেলর (হজ্জ) টেলিফোনে জানিয়েছেন। সৌদি কর্তৃপক্ষ কর্তৃক আনিত অভিযোগের বিস্তারিত বিবরণী সৌদি আরব থেকে প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে প্রেরণ করা হবে। এমতাবস্থায়, উল্লিখিত ৬৭(সাতষট্টি)টি হজ্জ এজেন্সীর বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হ’ল।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৫খ্রিঃ/১৪৩৬ হিজরী সনের অনুমোদিত হজ্জ এজেন্সির তালিকা (৫ম পর্যায়) প্রকাশ প্রসংগে।
২০১৫খ্রিঃ/১৪৩৬ হিঃ সনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ৫ম পর্যায়ে হজ্জচুক্তি সম্পাদনের লক্ষ্যে অনুমোদিত নিম্ন বর্ণিত ১৩ (তের) টি হজ্জ এজেন্সির তালিকা প্রকাশ করা হ’ল । তালিকায় বর্ণিত হজ্জ এজেন্সীসমূহকে ০১.০৩.২০১৫খ্রিঃ তারিখের মধ্যে পরিচালক, হজ্জ অফিস, ঢাকা এর সাথে হজ্জ সংক্রান্ত দ্বি-পাক্ষিক চুক্তি সম্পাদনের জন্য অনুরোধ করা হ’ল ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন