hms_bangla_logo

  • English
  • বাংলা

হজ এজেন্সী সংবাদ

২০ ফেব্রুয়ারি , ২০১৭খ্রি. প্রাক-নিবন্ধন সম্পর্কে হালনাগাদ তথ্য (বেসরকারি ব্যবস্থাপনা)

ফেব্রুয়ারি 20, 2017

১.     অংশগ্রহণকারি এজেন্সীর সংখ্যা : 1074
২.     এজেন্সীর ইউজারের সংখ্যা : 1074
৩.     প্রাক-নিবন্ধন শুরুর ক্রমিক নং : 140,995
৪.     ২০.০২.২০১৭ তারিখের শেষ ক্রমিক নং : 164,824
৫.     ১৯.০২.২০১৭ তারিখে প্রাক-নিবন্ধন :  5,581
৬.     ২০.০২.২০১৭ তারিখে প্রাক-নিবন্ধন : 18,249
৭.     ১৯ থেকে ২০ ফেব্রুয়ারি ২০১৭খ্রি. তারিখ পর্যন্ত  মোট ডাটা এন্ট্রি : 102,305
৮.     ১৯ থেকে ২০ ফেব্রুয়ারি ২০১৭খ্রি. তারিখ পর্যন্ত মোট প্রাক-নিবন্ধন : 23,830
৯.     বিভিন্ন ব্যাংকে পেমেন্ট অপেক্ষায় : 7,968
১০.     ২০১৬ সালে ২০১৭ সালের জন্য প্রাক-নিবন্ধিত : 37,496
১১.     ২০.০২.২০১৭ তারিখ পর্যন্ত রিফান্ডের সংখ্যা : 2,484

হজ এজেন্সী অনুযায়ী হালনাগাদকৃত তথ্য (ফেব্রুয়ারী ২০, ২০১৭ ১৭:৩০)

1111

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

১৫০ জনের প্রাক-নিবন্ধন সম্পন্নকারি হজ এজেন্সীর ইউজার আজকের জন্য ডিএকটিভ প্রসঙ্গ

ফেব্রুয়ারি 22, 2017

২০ ফেব্রূয়ারি ২০১৭ খ্রি পর্যন্ত ১৫০ জনের প্রাক-নিবন্ধন কোটা পূরণকৃত হজ এজেন্সীদের (তালিকা সংযুক্ত) অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ২২ ফেব্রূয়ারি ২০১৭ খ্রি তারিখের জন্য উক্ত হজ এজেন্সীর জন্য প্রাক-নিবন্ধন সার্ভার সাময়িকভাবে ডিএকটিভ করা হল। যদি কোন হজ এজেন্সীর কোনো জরুরি তথ্যের প্রয়োজন হয় তবে কল সেন্টারে (০৯৬০২৬৬৬৭০৭)  যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

আগামী ২৩ ফেব্রূয়ারি ২০১৭ খ্রি তারিখে চুক্তিভুক্ত সকল এজেন্সীর (যারা ১৫০ জনের প্রাক-নিবন্ধন কোটা পূরণের কারণে সাময়িকভাবে ডিএকটিভ হয়েছিল) জন্য ইউজার পুনরায় খুলে দেয়া হবে।

 

২০ ফেব্রূয়ারি ২০১৭ খ্রি পর্যন্ত ১৫০ জনের প্রাক-নিবন্ধন কোটা পূরণকৃত হজ এজেন্সীদের তালিকা

প্রাক্-নিবন্ধন সিস্টেমে লগইনের সময়সূচি-সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি

ফেব্রুয়ারি 20, 2017

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (BUET) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপকবৃন্দ কারিগরি নিরীক্ষা করে গতকাল নির্ধারিত সময় পর্যন্ত প্রাক্-নিবন্ধন সার্ভারে সংরক্ষিত সকল তথ্য সঠিক আছে মর্মে অভিমত ব্যক্ত করেন। এ পরিপ্রেক্ষিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (হজ) এর নির্দেশনায় অদ্য ২০/০২/২০১৭খ্রি. তারিখ সকাল ১০টায় প্রাক্-নিবন্ধন সার্ভার উন্মুক্ত করা হল।

এমতাবস্থায় সংশ্লিষ্ট সকল হজ এজেন্সি ও ব্যাংকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রাক্-নিবন্ধন সিস্টেমে অদ্য ২০/০২/২০১৭খ্রি. তারিখ সকাল ১০:০০টা হতে সন্ধ্যা ০৭:০০টা পর্যন্ত এজেন্সিসমূহ এবং ১০:০০টা হতে বিকেল ৫:০০টা পর্যন্ত ব্যাংকসমূহ   লগইন করতে পারবেন।
উল্লেখ্য,আগামী ২২/০২/২০১৭খ্রি. তারিখ হতে সকাল ১০:০০টা থেকে বিকেল ০৫:০০টা পর্যন্ত যথারীতি সংশ্লিষ্ট এজেন্সি ও ব্যাংকসমূহ লগইন করতে পারবেন।

ডাটা এন্ট্রির সময় একই NID নম্বর Duplicate এন্ট্রি হলে করণীয়ঃ

ফেব্রুয়ারি 20, 2017

সংশ্লিষ্ট সকল হজ এজেন্সির ইউজারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রাক্-নিবন্ধনের ডাটা এন্ট্রির সময় একই NID নম্বর Duplicate এন্ট্রি হয়ে থাকলে একাধিক এন্ট্রিকৃত হজযাত্রীর প্রোফাইল থেকে Delete অপশনে ক্লিক করে ডাটাটি মুচে নিন। Delete নিশ্চিত হলে ভাউচারে হজযাত্রী সংযোজন করুন। Duplicate ডাটা ভাউচারে এড হয়ে থাকলে শুরুতে ভাউচার থেকে Remove করে নিন, তারপর Delete করুন। Duplicate ডাটা Remove না করলে এজেন্সির জন্য বরাদ্ধকৃত কোটায় ঐ কয়জন হজযাত্রীর কম পাবেন।

Duplicate ডাটা Remove করতে ব্যার্থ হলে আমাদের কলসেন্টারে যোগাযোগ করুন।

২০ ফেব্রূয়ারি, ২০১৭ খ্রি তারিখে ব্যাংক লেনদেনের সময় ১ ঘন্টা বৃদ্ধি প্রসঙ্গ (হালনাগাদ ১৯:৩০)

ফেব্রুয়ারি 20, 2017

সংশ্লিষ্ট সকল হজ এজেন্সি ও ব্যাংকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অদ্য ২০/০২/২০১৭খ্রি. তারিখ সন্ধ্যা ০৬:০০টা হতে ০৭:০০টা পর্যন্ত অনুমোদিত ব্যাংকসমূহ প্রাক্-নিবন্ধনের ফি গ্রহণ করতে পারবে।
হাব নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় এই সিদ্ধান্ত প্রদান করেন। এজন্য, ব্যাংকসমূহকে এজেন্সীর প্রাক-নিবন্ধিতদের সংখ্যা দেখার জন্য রিপোর্ট মেনুতে ১১৩০ নম্বর রিপোর্টটির পরিবর্তে সংযুক্ত রিপোর্টটি দেখার জন্য অনুরোধ করা হল।

হজ এজেন্সী অনুযায়ী হালনাগাদকৃত তথ্য (ফেব্রুয়ারী ২০, ২০১৭ ১৯:৩০)

তবে এজেন্সির সময় ফেব্রুয়ারী ২০, ২০১৭ তারিখে সন্ধ্যা ৭:০০ পর্যন্ত বলবৎ থাকবে

বিজ্ঞপ্তি প্রকাশের সময়: ১৭:৫৩

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

কারন দর্শানোর নোটিশ (হজ এজেন্সীর জন্য)

ফেব্রুয়ারি 19, 2017

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ১৮/০২/২০১৭ খ্রিঃ তারিখের ১৬.০০.০০০০.০০৩.৩০.০০২.১৬-৩২৭ নং বিজ্ঞপ্তিতে পূর্বের প্রাক-নিবন্ধনসহ(যদি থাকে) ১৫০ জনের টাকা একত্রে গ্রহণের নির্দেশনা থাকা সত্ত্বেও অদ্য ১৯-০২-২০১৭ খ্রিঃ তারিখ নিম্নবর্নিত হজ এজেন্সীসমূহ বিভিন্ন ব্যাংকে ভাউচারের মাধ্যমে প্রাক-নিবন্ধন বাবদ আংশিক অর্থ প্রদান করেছে । অতএব কেন  আপনাকে প্রাক-নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহণ হতে বারিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না; সে সস্পর্কে আগামীকাল ২০-০২-২০১৭ খ্রিঃ  তারিখ সকাল ১০.০০ টার মধ্যে কারন ব্যাখা করতঃ ই-মেইল ঠিকানা-morahajsection@gmail.com এ প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।

এজেন্সীর তালিকা ডাউনলোড করুন

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

ব্যাংক এবং হজ এজেন্সির জন্য জরুরি বিজ্ঞপ্তি

ফেব্রুয়ারি 19, 2017

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বিজ্ঞপ্তিটি সকল ব্যাংক এবং হজ এজেন্সির অবগতির জন্য তাৎক্ষণিকভাবে প্রকাশিত হলো

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

বেসরকারি ব্যবস্থাপনার প্রাক-নিবন্ধন বেলা ১২.৩০ টায়

ফেব্রুয়ারি 19, 2017

বেসরকারি ব্যবস্থাপনার প্রাক-নিবন্ধন বেলা ১২.৩০ টায় শুরুর সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পুনঃনির্ধারণ করা হয়েছে । যারা এখনও ইউজারের জন্য সাইন-আপ করেননি তাদেরকে জরুরী ভিত্তিতে সাইন-আপ করার জন্য অনুরোধ করা হলো ।

5 1

হজ এজেন্সি অনুযায়ী ট্রান্সফার ও রিফান্ডের পরে ১৮ ই ফেব্রুয়ারী, ২০১৭ পর্যন্ত প্রাক-নিবন্ধনকারী হজে গমনেচ্ছুদের তালিকা

ফেব্রুয়ারি 18, 2017
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

কারন দর্শানোর নোটিশ ( ব্যাংকসমূহ জন্য)

ফেব্রুয়ারি 19, 2017

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ১৮/০২/২০১৭ খ্রি. তারিখের ১৬.০০.০০০০.০০৩.৩০.০০২.১৬-৩২৭ নং বিজ্ঞপ্তিতে পূর্বের প্রাক-নিবন্ধনসহ (যদি থাকে) ১৫০ জনের টাকা একত্রে গ্রহণের নির্দেশনা থাকা সত্ত্বেও অদ্য ১৯/০২/২০১৭ তারিখ নিম্নবর্ণিত ব্যাংকসমূহ বিভিন্ন হজ এজেন্সী কর্তৃক দাখিলকৃত ভাউচারে মাধ্যমে প্রাক-নিবন্ধন বাবদ আংশিক অর্থ গ্রহণ করেছে । অতএব কেন আপনাকে প্রাক-নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহণ হতে বারিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না; সে সম্পর্কে আগামীকাল ২০/০২/২০১৭ খ্রি. তারিখ সকাল ১০.০০ টার মধ্যে কারণ ব্যাখ্যা করতঃ ই-মেইল ঠিকানা- morahajsection@gmail.com এ প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 ব্যাংকসমূহের তালিকা ডাউনলোড করুন

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধন ২০১৭

ফেব্রুয়ারি 19, 2017

আজ ১৯/০২/২০১৭খ্রি. তারিখ বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধন শুরু হয়। দুপুর ১২:৩০মিনিটে শুরু হয়ে বিকেল ৫:০০টা পর্যন্ত একনাগারে ১০৭১টি এজেন্সির ১০৭১জন ইউজার প্রাক্-নিবন্ধন সার্ভারে জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য প্রামাণ্য দলিলের মাধ্যমে প্রাক্-নিবন্ধন কার্যক্রমে অংশ্রগ্রহণ করেন। প্রাক্-নিবন্ধন সার্ভার চালু করার পূর্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব, জনাব মোঃ হাফিজ উদ্দিনের নেতৃত্বে গঠিত প্রাক্-নিবন্ধন কার্যক্রম পর্যবেক্ষণ, তদারকি ও তত্বাবধান-সংক্রান্ত কমিটির প্রাক্-নিবন্ধন সার্ভার পর্যবেক্ষণ ও পরীক্ষা করেন। কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন; জনাব মোছলেহ উদ্দিন, সিনিয়র সিস্টেম এনালিস্ট, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ড.মুহাম্মদ মাসরুর আলী,অধ্যাপক, ড.মো: মোস্তফা আকবর, হাবের প্রতিনিধি,মোহাম্মদ ইসলাউদ্দিন,এম শহীদুল আলম  এছাড়াও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়র উপসচিব (হজ), সিনিয়র সহকারি সচিব (হজ),মাননীয় মন্ত্রী মহোদয়ের সহকারী একান্ত সচিব,সহকারি প্রোগ্রামারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কমিটির সদস্যবৃন্দ প্রাক্-নিবন্ধন সার্ভারের খুটিনাটি পরীক্ষা ও পর্যবেক্ষণ করেন এবং ২০১৬ সালের প্রাক্-নিবন্ধিতদের অপেক্ষমান সংখ্যা এবং সর্বশেষ ক্রমিক পত্যক্ষ করেন। কমিটি  প্রাক্-নিবন্ধন কার্যক্রমের স্বচ্ছতা সম্পর্কে সন্তোষ ব্যাক্ত করেন।

দুপুর ১২:৩০মিনিট থেকে বিকেল ০৫:০০পর্যন্ত প্রাক্-নিবন্ধনের চিত্র নিন্মরূপঃ

১। প্রাক্-নিবন্ধন শুরুর ক্রমিকঃ ১৪০৯৯৫

২। আজকের সর্বশেষ ক্রমিকঃ ১৪৬৫৭৫

৩। আজকের প্রাক্-নিবন্ধনঃ ৫৫৮১

৪। বিভিন্ন ব্যাংকে পেমেন্ট অপেক্ষায় ৯১৮

৫। আজকের খসড়া ডাটা এন্ট্রি ২১২২৬

আগামীকাল ২০/০২/২০১৭খ্রি. তারিখ সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত প্রাক্-নিবন্ধন কার্যক্রম যথারীতি চলবে।

প্রাক নিবন্ধনের ফি ব্যাংকে জমাকরণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি

ফেব্রুয়ারি 18, 2017

প্রাক-নিবন্ধনের ফি ব্যাংকে জমাকরণ সংক্রান্ত  ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত জরুরী বিজ্ঞপ্তিটি তাৎক্ষণিকভাবে সকলের অবগতির জন্য প্রদান করা হল । দেখার জন্য নিচের লিংকটি হতে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখুন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন