hms_bangla_logo

  • English
  • বাংলা

হজ এজেন্সী সংবাদ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক তালিকাভুক্ত ব্যাংকের আইটি বিশেষজ্ঞ ও অন্যান্য কর্মকর্তাদের প্রাক নিবন্ধন সম্পর্কে প্রশিক্ষণ

মার্চ 12, 2016

আজ ১২ই মার্চ, ২০১৬খ্রিঃ তারিখ হজ অফিস, ঢাকায়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক তালিকাভুক্ত ২৪টি ব্যাংকের মধ্যে উপস্থিত ২১টি ব্যাংকের  ব্যাংক কর্তৃক মনোনীত  আইটি ও অন্যান্য কর্মকর্তাদের হজযাত্রীদের প্রাক-নিবন্ধনে ব্যাংকের করণীয় সম্পর্কে সকাল ১১টা থেকে দিনব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণ  (TOT)অনুষ্ঠিত হয় । প্রাক-নিবন্ধনের কলা-কৌশল এবং প্রাসঙ্গিক বিষয়ে বিজনেস অটোমেশন লিঃ এর আইটি বিশেষজ্ঞবৃন্দ হাতে-কলমে প্রাক নিবন্ধনের খুঁটিনাটি বিষয়ে প্রশ্ন-উত্তরের মাধ্যমে প্রশিক্ষণ পরিচালনা করেন। প্রাক-নিবন্ধন ও প্রাক-নিবন্ধন  পরবর্তী নিবন্ধন পর্যায়ে হজযাত্রীদের  টাকা জমা নেওয়ার ক্ষেত্রে ব্যাংকের ভূমিকা অত্যন্ত গুরুত্বর্পূণ । প্রসঙ্গত উল্লেখ্য, ১৩ ও ১৪ মার্চ এবারের হজের জন্য মন্ত্রণালয়ের তালিকা প্রকাশ সাপেক্ষে বৈধ হজ এজেন্সির প্রতিনিধিদের প্রশিক্ষণ প্রদান করা হবে।

1 2

হজযাত্রীদের প্রাক্‌-নিবন্ধনে ব্যাংকের ভূমিকা ও করণীয় সম্পর্কে সংশ্লিষ্ট ২৪টি ব্যাংকের কর্মকর্তা / কর্মচারীদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ ( TOT) প্রদান প্রসঙ্গে

মার্চ 9, 2016

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ১২/০৩/২০১৬ খ্রিঃ তারিখ শনিবার সকাল ১১ টায় হজ অফিস, আশকোনা, ঢাকাতে হজযাত্রীদের প্রাক্‌-নিবন্ধনে ব্যাংকের ভূমিকা ও করণীয় সম্পর্কে সংশ্লিষ্ট ২৪টি ব্যাংকের কর্মকর্তা / কর্মচারীদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ ( TOT) প্রদান করা হবে। প্রশিক্ষণ গ্রহণের জন্য কর্মকর্তা / কর্মচারী মনোনয়নের জন্য ইতোমধ্যে ব্যাংককর্তৃপক্ষকে পত্র দেওয়া হয়েছে ।

হজ ২০১৬ খ্রিঃ(১৪৩৭ হিজরি) মৌসুমে ই-হজ সিস্টেম শতভাগ বাস্তবায়ন প্রসঙ্গে।

মার্চ 7, 2016

এতদ্ বিষয়ে বাংলাদেশ হজ অফিস, জেদ্দা  থেকে প্রাপ্ত পত্র খানি সংযুক্ত আকারে দেয়া হলো । বিস্তারিত নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

হজযাত্রীদের প্রাক নিবন্ধনের পদ্ধতি ও কৌশল সম্পর্কে জেলার সহকারী প্রোগ্রামারদের প্রশিক্ষণ প্রদান

মার্চ 2, 2016

আজ ০২/০৩/২০১৬ খ্রিঃ তারিখ হজ অফিস, আশকোনা, ঢাকায় হজযাত্রীদের প্রাক নিবন্ধনের পদ্ধতি ও কৌশল সম্পর্কে ৫৭ জেলার ৫৭ জন সহকারী প্রোগ্রামার কে প্রশিক্ষণ প্রদান করা হয় । প্রশিক্ষণ কর্মসূচিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মানণীয় সচিব, জনাব মোঃ আব্দুল জলিল, অতিরিক্ত সচিব, জনাব মোঃ শহীদুজ্জামান এবং পরিচালক, হজ অফিস, ডা. আবু সালেহ মোস্তফা কামাল উপস্থিত ছিলেন । সচিব মহোদয় হজে প্রাক নিবন্ধনে সহকারী প্রোগ্রামারদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন । প্রশিক্ষণ কালে প্রোগ্রামারদের প্রাক নিবন্ধনের তত্ত্বীয় এবং প্রয়োগিক বিষয়াদি উপর আলোকপাত করে এর প্রয়োগ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয়া হয়। এর আগে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ইউডিসি এবং স্পেশাল ব্রাঞ্চের কর্মকতা ও কর্মচারীদের যথাক্রমে ২৫/০২/২০১৬, ২৮/০২/২০১৬ এবং ০১/০৩/২০১৬ তারিখে প্রশিক্ষণ প্রদান করা হয় । ইউডিসি এবং সহকারী প্রোগ্রামারদের সার্বিক প্রশিক্ষণের পাশাপাশি TOT হিসেবে তাদের দায়িত্ব কর্তব্য বিষয়ে অবহিত করা হয় । সচিব মহোদয় সহযোগিতার জন্য জেলা প্রশাসকদের ধন্যবাদ জানান ।

ap_training ap_training-1

প্রাক নিবন্ধনের স্বচ্ছতা কীভাবে নিশ্চিত হবে ?

মার্চ 6, 2016

প্রাক্-নিবন্ধনের স্বচ্ছতা কীভাবে নিশ্চিত হবে?

হজ ব্যবস্থাপনা স্বচ্ছ, সুষ্ঠু ও জবাবদিহির আওতায় আনার  জন্য ২০১৬  সালের হজ ও ওমরানীতিতে হজে গমনেচ্ছুব্যক্তিদের প্রাক্-নিবন্ধনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়ছে । এছাড়াও সৌদি আরবের ই–হজ সিস্টেমের সঙ্গে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা সমন্বয়ের জন্য এ ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে । ইতোপূর্বে প্রাক –নিবন্ধন ব্যবস্থাপনা না থাকায় সরকারের কাছে হজে যেতে ইছুক ব্যক্তিদের সুনিদিষ্ট তথ্যের অভাবে হজে যাওয়ার ক্ষেত্রে মানুষের নানা প্রকার হয়রানির সম্মুখীন হতে হতো এবং হজ ব্যবস্থাপনা সম্পর্কে সন্দেহ ও অবিশ্বাসের ধুম্রজাল তৈরি হতো। এ সব বিষয়াদি বিবেচনা করে প্রাক –নিবন্ধন এবংপ্রাক-নিবন্ধন পর্যায়ে নিম্নোক্ত পদক্ষেপসমূহ গ্রহণ করা হয়েছে:

১।প্রাক্-নিবন্ধন সার্ভারে আপডেট ডাটা এন্ট্রির অবস্থাও অবস্থান প্রদর্শন করবে যা সবাই তৎক্ষণাত দেখতে এবং পর্যবেক্ষণ করতে পারবেন | এর ফলে কোন রকম গুজব সৃষ্টি করে হজ ব্যবস্থাপনায় উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিশৃংখলা সৃষ্টি করতে পারবেন না ।
২। ১৮ বছরের উপরে (প্রবাসী ও ১৮ বছরের কম বয়সী ব্যক্তি ব্যতিত)সকলব্যক্তির NID র তথ্য বাধ্যতামুলক | এ বিষয়ে নির্বাচন কমিশনের তথ্য ভান্ডারের সঙ্গে প্রাক্-নিবন্ধন সার্ভারের কারিগরি সংযোগ স্থাপন করা হয়েছে। ১৮বছরের উপরের প্রবাসীও ১৮ বছরের কম বয়সী ব্যক্তি ব্যতিত কোনব্যক্তিরনাম,পিতারনাম, মাতারনাম, সরাসরি এন্ট্রি বা সংশোধনের কোন সুযোগ নেই বিধায় কোন ভাবে কাল্পনিক নাম প্রাক –নিবন্ধন সার্ভারে এন্ট্রি করা যাবে না।
৩। প্রাক্-নিবন্ধন সার্ভারে ডাটা এন্ট্রি করলেই তাকে কোন ক্রমিক নম্বর দেয়া হবেনা । ব্যাংকে প্রাক্-নিবন্ধন জামানত নিশ্চিত না করা পর্যন্ত তার তথ্যাবলী খসড়া আকারে থাকবে।
৪। যেসকল ব্যক্তির  তথ্য জাতীয় পরিচয়পত্রের তথ্য ভান্ডার কর্তৃক যাচাই  হবে না অর্থাৎ যাদের বয়স ১৮বছরের নীচে তাদের জন্ম নিবন্ধন সনদ এবং যারা প্রবাসী বাংলাদেশী তাঁদের দ্বৈত নাগরিকত্ব সনদ/বিদেশে বসবাসের আইডি (প্রাক্-নিবন্ধন সার্ভারে এন্ট্রিকৃত) ব্যাংক কর্মকর্তা মিলিয়ে দেখবেন এবং প্রাক্‌-নিবন্ধনের জামানত গ্রহন করবেন।
৫। ব্যাংক কর্তৃপক্ষ প্রাক্-নিবন্ধনের জামানতের টাকা প্রাপ্তি প্রাক্-নিবন্ধন সার্ভারে নিশ্চিত করলেই উক্ত সময়ের খালি ক্রমিক নম্বরটি প্রাক্-নিবন্ধনকারীকে প্রদান করা হবে। প্রতিটি ক্রমিক নং ধারাবাহিকভাবে প্রদান করা হবে যাতে তারিখ ও সময় উল্লেখ থাকবে | ক্রমিক নম্বর কোথাও খালি রাখার কোন সুযোগ নেই। ব্যাংক কর্তৃপক্ষ তাৎ্ক্ষনিক ভাবে হজযাত্রীকে প্রাক্-নিবন্ধনের ক্রমিক সনদ প্রিন্ট করে হাতে দিয়ে দিবেন।
৬। প্রাক্-নিবন্ধন সার্ভারে রক্ষিত প্রতিটি তথ্যের একটি কপি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সার্ভারে সরাসরি সংরক্ষণ করা হবে। ফলে সরকারের অডিটর কিংবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যে কোন সময় প্রাক-নিবন্ধন ক্রমিক নাম্বার যাচাই করতে পারবেন। এজন্য প্রয়োজনীয় রিপোর্ট পদ্ধতি সিস্টেমে সংযোজন করা হয়েছে। উল্লেখ্য, ডিজিটাল তথ্য কোন রকম পরিবর্তন করলে তা অবশ্যই চিহ্নিত করা যাবে এবং এখানে কোন ভাবেই তা এড়ানোর সুযোগ নেই।
৭। প্রাক্-নিবন্ধন সার্ভারের তথ্যাবলি নিরীক্ষণের (Audit)জন্য সরকার একটি কমিটি গঠন করেছে যেখানে দেশের কম্পিউটার বিশেষজ্ঞরা আছেন । তাঁরা প্রাক্-নিবন্ধন সার্ভারের তথ্যবলী সময়ান্তরে যাচাইক রবেন।

হজযাত্রীদের প্রাক-নিবন্ধনের বিষয়ে A2i এর ৩২ জন উদ্যোক্তাকে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান

ফেব্রুয়ারি 28, 2016

প্রাক-নিবন্ধনের পদ্ধতি ও কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণের ধারাবাহিকতায় আজ ২৮/০২/২০১৬ তারিখ রোববার হজক্যাম্প, ঢাকাতে A2i কর্তৃক নির্বাচিত ৩২টি ইউনিয়নের ৩২ জন উদ্যোক্তাকে দিনব্যাপী Training of The Trainers (TOT) প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ কালে UDC র  ৩২ জন উদ্যোক্তা প্রাক-নিবন্ধনের খুটিনাটি বিষয়ে প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেন। তাদের এ সংক্রান্ত সফটওয়্যার এবং প্রয়োগিক দিক সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হয়। এ সকল প্রশিক্ষিত উদ্যোক্তা সংশ্লিষ্ট অন্যান্য ইউজারদের প্রশিক্ষণ প্রদান করবেন। প্রশিক্ষনের সূচনায় বিজনেস অটোমেশনের পরিচালক, জনাব শোয়েব আহমদ মাসুদ পাওয়ার পয়েন্টে প্রাক-নিবন্ধনের প্রয়োজনীয়তা এবং ধাপ সম্পর্কে বিস্তারিত ভাবে প্রদর্শন করেন।

A2i-1A2i-2

ব্যাংক কর্তৃক হজযাত্রীদের প্রাক-নিবন্ধনের টাকা গ্রহণের বিষয়টি আইটি সিস্টেমে অর্ন্তভূক্তির পদ্ধতি ও কৌশল সম্পর্কে সভা অনুষ্ঠিত।

ফেব্রুয়ারি 22, 2016

২০১৬ সনের হজে গমনেচ্ছু সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের অনলাইনে প্রাক-নিবন্ধন এবং ব্যাংক কর্তৃক হজযাত্রীদের টাকা গ্রহণের পদ্ধতি ও কৌশল সম্পর্কে এক মত বিনিময় সভা ২২-০২-২০১৬ তারিখ বেলা ১১.০০ টায় আশকোনাস্থ হজ অফিসে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, জনাব মোঃ আব্দুল জলিল। সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাবৃন্দ, পরিচালক, হজ অফিস, বিভিন্ন ব্যাংক সমূহের কর্মকর্তাবৃন্দ এবং হজ এজেন্সিস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি, মহা সচিব ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নিয়োজিত আইটি প্রতিষ্ঠানের পরিচালক, জনাব শোয়েব আহমেদ অনলাইনে প্রাক-নিবন্ধনের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে প্রাক-নিবন্ধনের কারিগরি দিকসহ খুটিনাটি বিষয়ে আলোকপাত করেন। ব্যাংকের কর্মকর্তাবৃন্দ প্রাক- নিবন্ধনের বিষয়ে বিভিন্ন অনুসন্ধানী প্রশ্ন –উত্তর পর্বে সক্রিয় অংশ গ্রহণ করেন। প্রশ্ন –উত্তরের মাধ্যমে প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সম্পর্কে স্বচ্ছ ও সুস্পষ্ট ধারণা গ্রহণ করেন। “হাব” এর সভাপতি, জনাব ইব্রাহিম বাহার ব্যাংক কর্তৃক টাকা গ্রহণে স্বচ্ছতা ও নীতি বজায় রাখার জন্য ব্যাংকসমূহের প্রতি আহবান জানান। সভায় জানানো হয় যে, ব্যাংক, হজ এজেন্সি এবং নিবন্ধনসংশ্লিষ্ট কর্মকর্তা/ব্যক্তিদের প্রশিক্ষণের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। প্রশিক্ষণের পর পরই শিঘ্রই নিবন্ধন কার্যক্রম শুরু হবে। সচিব মহোদয় হজ ব্যবস্থাপনার সংগে জড়িত সকল পক্ষকে আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সংগে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেন।

Meeting_bank

হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

ফেব্রুয়ারি 25, 2016

২০১৬ সনের হজে গমনেচ্ছু সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের অনলাইনে প্রাক-নিবন্ধন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ কার্যক্রম আজ ২৫-০২-২০১৬ তারিখ বেলা ১১.০০ টায় আশকোনাস্থ হজ অফিসে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, জনাব মোঃ আব্দুল জলিল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিজনেস অটোমেশন লিঃ এর সিইও, জনাব জাহিদুল হাসান । প্রসঙ্গক্রমে তিনি প্রাক-নিবন্ধনের পদ্ধতি ও কৌশলের উপর আলোকপাত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব, জনাব মোঃ শহিদুজ্জামান । উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাবৃন্দ, পরিচালক, হজ অফিস এবং হজ এজেন্সিস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি, মহা সচিব ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন । মাননীয় মন্ত্রী মহোদয় সকলকে আন্তরিকতার সাথে হজ ২০১৬ সালের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে করার নির্দেশ প্রদান করেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, জনাব মোঃ আব্দুল জলিল সততা, আন্তরিকতার সংগে হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন কার্যক্রম সম্পাদন করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রশিক্ষণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন ও হজ অফিসের ২০ জন সহ ৪৫ জন কর্মকর্তা ও কর্মচারী অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীদের প্রাক-নিবন্ধন সংক্রান্ত সফটওয়্যারের বিভিন্ন বিষয়াদি হাতে কলমে পরিচালনার প্রশিক্ষণ প্রদান করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। হজ এজেন্সীসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ ধাপে ধাপে প্রদান করা হবে ।

training_250216

বুয়েটের কম্পিউটার সাইন্স ও প্রকৌশল বিভাগের প্রধানের সঙ্গে বিজনেস অটোমেশন লিঃ এর প্রাক্-নিবন্ধন সফটওয়্যারের কারিগরি বিষয়াদি পরীক্ষা বিষয়ক চুক্তি স্বাক্ষর

ফেব্রুয়ারি 29, 2016

২৯/০২/২০১৬ খ্রিঃ তারিখে ২০১৬ সালের এবং পরবর্তী সময়ে হজে গমনেচ্ছু ব্যক্তিদের প্রাক্-নিবন্ধন কার্যক্রমে ব্যবহার্য সফটওয়্যারের সার্বিক সক্ষমতা এবং কারিগরি বিষয়াদি পরীক্ষার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর কম্পিউটার সাইন্স ও প্রকৌশল বিভাগের প্রধানের সঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োজিত আইটি প্রতিষ্ঠান, বিজনেস অটোমেশন লিঃ এর একটি চুক্তি স্বাক্ষরিত হয় । বুয়েটের কম্পিউটার সাইন্স ও প্রকৌশল বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটি প্রাক্-নিবন্ধন বিষয়ক সফটওয়্যারের নিরাপত্তা ব্যবস্থাসহ অন্যান্য কারিগরি দিক পরীক্ষা-নিরীক্ষা করবেন । বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পক্ষে কম্পিউটার সাইন্স ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম এবং বিজনেস অটোমেশন লিঃ এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা, জনাব  জাহিদুল হাসান ।  অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, অধ্যাপক মোস্তফা আকবর, বিজনেস অটোমেশনের পক্ষে জনাব মো: বজলুল হক বিশ্বাস ও জনাব শোয়েব আহমেদ মাসুদ ।

buet

২০১৬ সালের জন্য সরকার কর্তৃক অনূমোদিত ২য় ওমরাহ্ এজেন্সীর তালিকা প্রকাশ

জানুয়ারি 28, 2016

২০১৬ সালের জন্য সরকার কর্তৃক অনুমোদিত ২য় ওমরাহ্‌ এজেন্সীর তালিকাটি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধন, হজ ক্যাম্পে যোগাযোগ ও কলসেন্টার স্থাপন ।

ফেব্রুয়ারি 9, 2016

৮ ফেব্রুয়ারি, ২০১৬ হজ অফিস, আশকোনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের উপস্থিতিতে হজযাত্রীদের প্রাক্-নিবন্ধন সংক্রান্ত তথ্য প্রদানের জন্য হজ অফিসে কলসেন্টার স্থাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সরেজমিন পরিদর্শন হয় । সচিব মহোদয় পুরো হজ ক্যাম্প ঘুরে দেখেন । অতপর হজে গমনেচ্ছু ব্যক্তিদের তথ্য সরবরাহের বিষয়টি নিশ্চিত করার নিমিত্ত হজ ক্যাম্পে যোগাযোগ ও কলসেন্টার স্থাপনের জন্য কক্ষ নির্বাচন করা হয় । সচিব মহোদয় অবিলম্বে যোগাযোগ ও কলসেন্টার স্থাপনের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে যোগাযোগ ও কলসেন্টার চালু করার জন্য বিজনেস অটোমেশন লিঃ কে নির্দেশনা প্রদান করেন ।
hajj_ofice_visit_20160208

২০১৬ সালের হজে প্রাক্-নিবন্ধনের সঙ্গে সংশ্লিষ্ট এক্সিকিউটিভদের প্রশিক্ষণ কার্যক্রম হজ অফিস, আশকোনা, ঢাকাতে শুরু হলো ।

ফেব্রুয়ারি 13, 2016

আজ ১৩ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখ হতে প্রাক্-নিবন্ধনের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে বিজনেস অটোমেশন লিঃ স্থাপিত কলসেন্টারের এক্সিকিউটিভদের জন্য বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয় ।  পর্যায়ক্রমে প্রাক্-নিবন্ধনের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ চলবে ।  উল্লেখ্য ২৮ জানুয়ারি, ২০১৬  হতে প্রাক্-নিবন্ধনের জন্য প্রস্ততি ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে ।