হজ এজেন্সী সংবাদ
২০১৬ খ্রিঃ সনের হজ মৌসুমে ৭৫১ জন ভিসাপ্রাপ্ত হজযাত্রীর নিবন্ধনের তথ্য হজ তথ্য ভান্ডারে না পাওয়ার বিষয়ে বিভিন্ন এজেন্সীর বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে শুনানীর প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তিগণের প্রাক-নিবন্ধনের বাতিলপূর্বক হজ আর্কাইভে স্থানান্তরকরণ ।
২০১৬ খ্রিঃ সনের হজ মৌসুমে ৭৫১ জন ভিসাপ্রাপ্ত হজযাত্রীর নিবন্ধনের তথ্য হজ তথ্য ভান্ডারে না পাওয়ার বিষয়ে বিভিন্ন এজেন্সীর বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে শুনানীর প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তিগণের প্রাক-নিবন্ধনের বাতিলপূর্বক হজ আর্কাইভে স্থানান্তরকরণ সংক্রান্ত ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত পত্রখানি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৬ খ্রি. সনের হজ মৌসুমে সৌদি আরবে এবং বাংলাদেশে বিভিন্ন এজেন্সীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে শাস্তিপ্রাপ্ত এজেন্সীসমূহের রিভিউ শুনানী গ্রহণ প্রসঙ্গে
২০১৬ খ্রি. সনের হজ মৌসুমে সৌদি আরবে এবং বাংলাদেশে বিভিন্ন এজেন্সীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে শাস্তিপ্রাপ্ত এজেন্সীসমূহের রিভিউ শুনানী গ্রহণ সংক্রান্ত ধর্ম বিষয়ক মন্ত্রাণালয়ের পত্রখানি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৭ খ্রি.(১৪৩৮ হিজরি) সনের হজ প্যাকেজ
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হজ্জ শাখা হতে প্রাপ্ত হজ প্যাকেজ-২০১৭ এর বিস্তারিত নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
Download: হজ প্যাকেজ ২০১৭
হজ এজেন্সী/এজেন্সীসমূহকে (৭৫১ জন সংক্রান্ত) রিভিউ অন্তে জরিমানা/শাস্তি/অব্যাহতি প্রদান প্রসঙ্গে
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত হজ এজেন্সী/এজেন্সীসমূহকে রিভিউ অন্তে জরিমানা/শাস্তি/অব্যাহতি প্রদান সংক্রান্ত পত্রখানি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৬ খ্রি. সনের হজ মৌসুমে সৌদি আরবে এবং বাংলাদেশে বিভিন্ন এজেন্সীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে শাস্তিপ্রাপ্ত এজেন্সীসমূহের জরিমানা বাবদ ধার্যকৃত অর্থ জমাদানের সময়সীমা বৃদ্ধিকরণ প্রসঙ্গে
২০১৬ খ্রি. সনের হজ মৌসুমে সৌদি আরবে এবং বাংলাদেশে বিভিন্ন এজেন্সীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে শাস্তিপ্রাপ্ত এজেন্সীসমূহের জরিমানা বাবদ ধার্যকৃত অর্থ জমাদানের সময়সীমা বৃদ্ধিকরণ সংক্রান্ত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিস্তারিত পত্রখানি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনহজ ২০১৭ পরিপালনের নিমিত্তে সোনালী ব্যাংক লিমিটেড ও অন্যান্য ব্যাংকের মধ্যে MOU সম্পাদিত
আজ ৩০-০১-২০১৭খ্রি. তারিখ রোজ সোমবার বিকাল ৪:০০ঘটিকায়, সোনালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা এর কনফারেন্স রুমে (৩য় তলা) হজ ২০১৭ পরিপালনের নিমিত্তে সোনালী ব্যাংক লিমিটেড ও অন্যান্য ব্যাংকের মধ্যে MOU সম্পাদিত হয় । উল্লেখ্য ২০১৭ সালের হজে গমনেচ্ছুদের টাকা জমা গ্রহনের জন্য ২৫ টি ব্যাংককে সরকার অনুমতি প্রদান করে । উক্ত অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ডিএমডি জনাব সরদার নূরুল আমীন , সিএফও মিঃ সুভাষ চন্দ্র দাস, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব আবুল হাসান এবং বিজনেস অটোমেশন লিঃ পরিচালক জনাব শোয়েব আহমেদ মাসুদ সহ অন্যান্য ব্যাংকের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন ।
প্রাক নিবন্ধন সিস্টেমে ইয়াহু ই-মেইল এ্যাড্রেসধারী ব্যবহারকারীদের জ্ঞাতার্থে
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কিছু কিছু এজেন্সী এই মর্মে জানিয়েছেন যে, ইয়াহু ই-মেইল এ্যাড্রেসধারী ব্যবহারকারী প্রাক নিবন্ধন সিস্টেম থেকে মেইল পাচ্ছেন না বা মেইল পেতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন । এমতাবস্থায় বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আমরা ই-মেইল প্রোভাইডার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যথা সম্ভব দ্রুততার সাথে বিষয়টি সমাধান করার জন্য আলোচনা করি । ই-মেইল প্রোভাইডার কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কাজ করছেন এবং আশা করা যায় আগামীকালের ভিতরে সমাধান হবে ।
প্রাক-নিবন্ধন সার্ভারের ইউজার আইডি প্রসঙ্গে
সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, প্রাক-নিবন্ধন বা হজ ব্যবস্থাপনা সিস্টেমে ডাটা এন্ট্রি ও ব্যবস্থাপনা স্ব স্ব হজ এজেন্সীর দায়িত্ত্ব যা তাদের ইউজার আইডি ব্যবহার করে করতে হবে । কিছু কিছু হজ এজেন্সী ইউজার হিসেবে ই-মেইল এ্যাড্রেস বার বার পরিবর্তনের জন্য আবেদন করছেন। সুষ্ঠূভাবে হজ ব্যবস্থাপনার কাজের জন্য সবাইকে স্ব স্ব হজ এজেন্সীর স্থায়ী ই-মেইল এ্যাড্রেস (কর্মচারী / কর্মকর্তার চাকুরী পরিবর্তনের সাথে সাথে বার বার ই-মেইল পরিবর্তন করতে হয়) ব্যবহারের পরামর্শটি অনুসরণ করার অনুরোধ করা হচ্ছে । আপনারা পাসওয়ার্ড ভুলে গেলে, ইউজার পরিবর্তনের প্রয়োজন নেই, প্রাক-নিবন্ধন সার্ভারে লগইন পেজে “forget password” ব্যবহার করেই ইউজার ই-মেইল এ্যাড্রেসে নতুন পাসওয়ার্ডটি পাবেন । প্রাক নিবন্ধন বিষয়ক বিভিন্ন প্রশ্ন ও তার উত্তর দেখতে এখানে ক্লিক করুন ।
হজ এজেন্সির আবেদনের প্রেক্ষিতে নিম্নোক্ত ইউজার সমূহকে Deactivate করা প্রসঙ্গেঃ
হজ এজেন্সি সমূহের আবেদনের প্রেক্ষিতে নিম্নোক্ত ইউজার সমূহকে Deactivate করা হলো। উল্লেখিত হজ এজেন্সি সমূহকে অনুমতিপত্রসহ Sign-UP করার মাধ্যমে নতুন ইউজার সংগ্রহের জন্য অনুরোধ করা হচ্ছে। এখানে উল্লেখ্য যে, প্রাক্-নিবন্ধন সিস্টেমে একই ইমেইল একবারের বেশী ব্যবহারের সুযোগ নেই।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৭ সালের হজে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হজ এজেন্সীর মধ্যে চুক্তি সম্পাদন প্রসঙ্গে
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হজ এজেন্সীর মধ্যে চুক্তি সম্পাদনের নিমিত্ত খসড়া চুক্তিপত্রটি আংশিক সংশোধন ও অনুমোদন করতঃ এতদ সঙ্গে সংযুক্ত করা হলো । ২০১৭ সালের হজে বেসরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন শুরুর পূর্বে মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত চুক্তিপত্র অনুযায়ী ও মন্ত্রণালয় হতে বৈধ হজ এজেন্সীর সবত্তাধিকারী/ব্যবস্থাপনা পরিচালক/ব্যবস্থাপনা অংশিদার/পরিচালক/চেয়ারম্যান এর সাথে পরিচালক, হজ অফিস, বিমান বন্দর, ঢাকার মধ্যে চুক্তি সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো । উল্লেখ্য, চুক্তি সম্পাদন বিষয়ে হজ অফিসের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো ।
চুক্তিপত্রটি ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৬ সালের প্রাক নিবন্ধিত হজে গমনেচ্ছুদের স্থানান্তর কার্যক্রমের জন্য মূল সার্ভারের ইউজার ও পাসওয়ার্ড প্রদান করা প্রসঙ্গে
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় শুধুমাত্র যারা ২০১৬ সনে যারা ইউজার ছিল, শুধুমাত্র তাদের ইউজারকে সাময়িকভাবে সক্রিয় করা হবে । আপনাদের ২০১৬ সনে প্রদত্ত ইউজার ও পাসওয়ার্ড ব্যবহার করে কাজ করতে পারবেন । পাসওয়ার্ড ভুলে গেলে “forget password” এর মাধ্যমে নতুন পাসওয়ার্ড ইউজার ইমেইলে নিয়ে কাজটি করতে হবে । ২০১৬ সনের ব্যবহৃত ইউজারটি পরিবর্তন করতে হলে পরিচালক, হজ অফিস, ঢাকার লিখিত অনুমোদনে তা করা যাবে । নতুনভাবে অনুমোদিত হজ এজেন্সীরা হজ অফিস, ঢাকার সাথে চুক্তি সম্পাদন শেষে নতুন করে ইউজার তৈরী করতে হবে । যে সকল এজেন্সী ২০১৬ সালে হজ কার্যক্রমে অংশগ্রহণ করেছিলের এবং ২০১৭ সালে ইউজার আইডি (ই-মেইল) পরিবর্তনের জন্য আবেদন করেছেন, তাঁদের এই ইউজার আইডি (ই-মেইল) পরিবর্তনের জন্য পরিচালক, হজ অফিসের অনুমোদন সাপেক্ষ্যে করা হবে বিধায় কিছুটা সময় লাগবে ।
বর্তমানে সাময়িকভাবে শুধুমাত্র বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর প্রাক-নিবন্ধন বাতিল বা স্থানান্তর করা যাবে, যা পূর্বের ন্যায় একই পদ্ধতিতে করা যাবে । এ সংক্রান্ত ইউজার ম্যানুয়াল এখানে দেয়া হল (ইউজার ম্যানুয়ালটি ডাউনলোড করে দেখুন) । এছাড়াও, কল সেন্টারে যে সকল প্রশ্ন করা হচ্ছে, সকলের অবগতির জন্য প্রশ্ন ও তার উত্তর হজের ওয়েবসাইটে ন্যাভিগেশন প্যানেলে “সচরাচর প্রশ্ন উত্তর” মেনুতে দেয়া হল । উক্ত মেনুতে প্রদান করা প্রশ্ন ও উত্তরগুলি অনুগ্রহ করে সবাইকে দেখার অনুরোধ করা হল । উল্লেখ্য যে, প্রাক নিবন্ধন সার্ভার সকাল ১০ টা হইতে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকবে ।
প্রাক নিবন্ধন বিষয়ক বিভিন্ন প্রশ্ন ও তার উত্তর দেখতে এখানে ক্লিক করুন ।
২০১৬ খ্রি. সনের হজ মৌসুমে সৌদি আরবে এবং বাংলাদেশে বিভিন্ন এজেন্সীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে শাস্তি/জরিমানা/অব্যাহতি প্রদান প্রসঙ্গে
২০১৬ খ্রি. সনের হজ মৌসুমে সৌদি আরবে এবং বাংলাদেশে বিভিন্ন এজেন্সীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে শাস্তি/জরিমানা/অব্যাহতি প্রদান সংক্রান্ত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিস্তারিত পত্রখানি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন