hms_bangla_logo

  • English
  • বাংলা

হজ এজেন্সী সংবাদ

২০১৭ খ্রিঃ /১৪৩৮ হিজরী সনের অনুমোদিত হজ এজেন্সির ২য় তালিকা প্রকাশ ও প্রশিক্ষণ প্রসঙ্গে

ফেব্রুয়ারি 16, 2017

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য ২০১৭ খ্রিঃ /১৪৩৮ হিজরী সনের  ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত হজ এজেন্সির ২য় তালিকা প্রকাশ করা হয়েছে । তালিকাটি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন । শুধুমাত্র ২য় তালিকায় প্রকাশিত এজেন্সিসমূহের প্রশিক্ষণ ১৭-০২-২০১৭ খ্রিঃ এবং ১৮-০২-২০১৭ খ্রিঃ আশকোনা হজ অফিসে শিডিউল মোতাবেক অনুষ্ঠিত হবে ।  প্রশিক্ষণে অংশগ্রহন করতে রেজিস্ট্রেশন করতে হবে (এই লিঙ্কে ক্লিক করে প্রশিক্ষণ অপশন থেকে জন্য রেজিস্ট্রেশন করুন)। যে সকল এজেন্সির প্রতিনিধিগণ ইতিপূর্বে প্রশিক্ষণ গ্রহন তাদেরকে প্রশিক্ষণের জন্য রেজিস্ট্রেশন না করার জন্য অনুরোধ করা হলো । ২০১৭ সালের হজ বিষয়ক আরো তথ্য জানার জন্য এই লিঙ্কে ক্লিক করুন

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

অঙ্গীকারনামার নমুনাপত্র সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি

ফেব্রুয়ারি 14, 2017

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ১৪.০২.২০১৭ খ্রিঃ তারিখের ১৬.০০.০০০০.০০৩.১৮.০০৫.১৫ (অংশ-৪)/২৯৬ নম্বর স্মারক এবং ১৬.০০.০০০০.০০৩.২৭.০০৩.১৬-২৯৭ নম্বর স্বারকমূলে যে সকল এজেন্সীকে অঙ্গীকারনামা দাখিল করার জন্য শর্ত প্রদান করা হয়েছে সে সকল এজেন্সীর জন্য অঙ্গীকারনামার নমুনা এতদসংগে প্রেরণ করা হলো । উক্ত নমুনা মোতাবেক অঙ্গীকারনামা ৩০০/- (তিনশত) টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে প্রস্তুতপূর্বক প্রযোজ্যক্ষেত্রে জরিমানা বাবদ জমাকৃত অর্থের চালানের মূল কপির সাথে জমাদানের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

২০১৬ খ্রিঃ সনের হজ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সী/এজেন্সীসমূহকে রিভিউ অন্তে জরিমানা/শাস্তি/অব্যাহতি প্রদান

ফেব্রুয়ারি 14, 2017

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ২০১৬ খ্রিঃ সনের হজ কার্যক্রমে অংশগ্রহণকারী বাংলাদেশ এবং সৌদি আরব অংশে অভিযুক্ত হজ এজেন্সী/এজেন্সীসমূহকে রিভিউ অন্তে জরিমানা/শাস্তি/অব্যাহতি প্রদান সংক্রান্ত পত্রখানি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

প্রাক্-নিবন্ধন সিস্টেমের নতুন ভার্সন প্রশিক্ষণ সার্ভারে আপডেট প্রসঙ্গে

ফেব্রুয়ারি 14, 2017

সংশ্লিষ্ট সকল হজ এজেন্সির ইউজারসহ অন্যান্ন সকল ইউজারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০১৭ সালে হজযাত্রীদের প্রাক্-নিবন্ধন কার্যক্রমে ব্যবহৃত প্রাক্-নিবন্ধন সিস্টেম সফটওয়্যারের নতুন ভার্সন প্রশিক্ষণ সার্ভারে আপডেট করা হয়েছে । প্রশিক্ষণ সার্ভারে সকল ইউজাররা লগইন করে পরীক্ষামূলক ডাটা এন্ট্রিসহ বিভিন্ন কার্যাবলী সম্পাদন করতে পারবেন । প্রশিক্ষণ সার্ভারে কোন ধরনের সমস্যার সম্মূর্খীন হলে prp@hajj.gov.bd তে ই-মেইল করুন এবং হজ কলসেন্টারে ফোন করে আপনার মতামত দিন । উল্লেখ্য,ইতিপূর্বে Yahoo ও Hotmail এ প্রাক্-নিবন্ধন সিস্টেম হতে ই-মেইল প্রেরণে সমস্যা পরিলক্ষিত হয় । প্রাক্-নিবন্ধন সিস্টেমের নতুন ভার্সনে এই সমস্যার সমাধান করা  হয়েছে । এছাড়াও প্রাক্-নিবন্ধন সিস্টেমের প্রশিক্ষণ সার্ভারে একটি NID’র তথ্য নির্বাচন কমিশনে প্রেরণের পর অন্য আরেকটি NID’র তথ্য এন্ট্রি করতে কমপক্ষে এক (০১) মিনিট অপেক্ষা করতে হবে । এক এজেন্সি থেকে একটি NID’র তথ্য প্রদর্শিত হওয়ার পর একই NID অন্য এজেন্সি থেকে এন্ট্রি দিলে পুনরায় নির্বাচন কমিশন হতে ভেরিফাই হয়ে আসবে । এছাড়াও ইন্টারনেট ব্রাউজারের একাধিক Tab ব্যাবহার প্রাক্-নিবন্ধনের ডাটা এন্ট্রি করা যাবে না ।

২০১৬ খ্রিঃ সনের হজ মৌসুমে ৭৫১ জন ভিসাপ্রাপ্ত হজযাত্রীর নিবন্ধনের তথ্য হজ তথ্য ভান্ডারে না পাওয়ার বিষয়ে বিভিন্ন এজেন্সীর বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে শুনানীর প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তিগণের প্রাক-নিবন্ধনের বাতিলপূর্বক হজ আর্কাইভে স্থানান্তরকরণ ।

ফেব্রুয়ারি 5, 2017

২০১৬ খ্রিঃ সনের হজ মৌসুমে ৭৫১ জন ভিসাপ্রাপ্ত হজযাত্রীর নিবন্ধনের তথ্য হজ তথ্য ভান্ডারে না পাওয়ার বিষয়ে বিভিন্ন এজেন্সীর বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে শুনানীর প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তিগণের প্রাক-নিবন্ধনের বাতিলপূর্বক হজ আর্কাইভে স্থানান্তরকরণ সংক্রান্ত ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত পত্রখানি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

২০১৬ খ্রি. সনের হজ মৌসুমে সৌদি আরবে এবং বাংলাদেশে বিভিন্ন এজেন্সীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে শাস্তিপ্রাপ্ত এজেন্সীসমূহের রিভিউ শুনানী গ্রহণ প্রসঙ্গে

ফেব্রুয়ারি 8, 2017

২০১৬ খ্রি. সনের হজ মৌসুমে সৌদি আরবে এবং বাংলাদেশে বিভিন্ন এজেন্সীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে শাস্তিপ্রাপ্ত এজেন্সীসমূহের রিভিউ শুনানী গ্রহণ  সংক্রান্ত ধর্ম বিষয়ক মন্ত্রাণালয়ের পত্রখানি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

২০১৭ খ্রি.(১৪৩৮ হিজরি) সনের হজ প্যাকেজ

ফেব্রুয়ারি 13, 2017

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হজ্জ শাখা হতে প্রাপ্ত হজ প্যাকেজ-২০১৭ এর বিস্তারিত নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।

Download: হজ প্যাকেজ ২০১৭

হজ এজেন্সী/এজেন্সীসমূহকে (৭৫১ জন সংক্রান্ত) রিভিউ অন্তে জরিমানা/শাস্তি/অব্যাহতি প্রদান প্রসঙ্গে

ফেব্রুয়ারি 14, 2017

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত হজ এজেন্সী/এজেন্সীসমূহকে রিভিউ অন্তে জরিমানা/শাস্তি/অব্যাহতি প্রদান সংক্রান্ত পত্রখানি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

২০১৬ খ্রি. সনের হজ মৌসুমে সৌদি আরবে এবং বাংলাদেশে বিভিন্ন এজেন্সীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে শাস্তিপ্রাপ্ত এজেন্সীসমূহের জরিমানা বাবদ ধার্যকৃত অর্থ জমাদানের সময়সীমা বৃদ্ধিকরণ প্রসঙ্গে

ফেব্রুয়ারি 1, 2017

২০১৬ খ্রি. সনের হজ মৌসুমে সৌদি আরবে এবং বাংলাদেশে বিভিন্ন এজেন্সীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে শাস্তিপ্রাপ্ত এজেন্সীসমূহের জরিমানা বাবদ ধার্যকৃত অর্থ জমাদানের সময়সীমা বৃদ্ধিকরণ সংক্রান্ত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিস্তারিত পত্রখানি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

হজ ২০১৭ পরিপালনের নিমিত্তে সোনালী ব্যাংক লিমিটেড ও অন্যান্য ব্যাংকের মধ্যে MOU সম্পাদিত

জানুয়ারি 30, 2017

আজ ৩০-০১-২০১৭খ্রি. তারিখ রোজ সোমবার বিকাল ৪:০০ঘটিকায়, সোনালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা এর কনফারেন্স রুমে (৩য় তলা) হজ ২০১৭ পরিপালনের নিমিত্তে সোনালী ব্যাংক লিমিটেড ও অন্যান্য ব্যাংকের মধ্যে MOU সম্পাদিত হয় । উল্লেখ্য ২০১৭ সালের হজে গমনেচ্ছুদের টাকা জমা গ্রহনের জন্য ২৫ টি ব্যাংককে সরকার অনুমতি প্রদান করে । উক্ত অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ডিএমডি জনাব সরদার নূরুল আমীন , সিএফও মিঃ সুভাষ চন্দ্র দাস, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব আবুল হাসান এবং বিজনেস অটোমেশন লিঃ পরিচালক জনাব শোয়েব আহমেদ মাসুদ  সহ  অন্যান্য ব্যাংকের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন ।

1 2

প্রাক নিবন্ধন সিস্টেমে ইয়াহু ই-মেইল এ্যাড্রেসধারী ব্যবহারকারীদের জ্ঞাতার্থে

জানুয়ারি 29, 2017

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কিছু কিছু এজেন্সী এই মর্মে জানিয়েছেন যে, ইয়াহু ই-মেইল এ্যাড্রেসধারী ব্যবহারকারী প্রাক নিবন্ধন সিস্টেম থেকে মেইল  পাচ্ছেন না  বা মেইল পেতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন । এমতাবস্থায় বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে  আমরা ই-মেইল প্রোভাইডার কর্তৃপক্ষের  সঙ্গে যোগাযোগ  করে যথা সম্ভব দ্রুততার সাথে বিষয়টি সমাধান করার জন্য আলোচনা করি । ই-মেইল প্রোভাইডার কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কাজ করছেন এবং আশা করা যায় আগামীকালের ভিতরে সমাধান হবে ।

প্রাক-নিবন্ধন সার্ভারের ইউজার আইডি প্রসঙ্গে

জানুয়ারি 28, 2017

সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে,  প্রাক-নিবন্ধন বা হজ ব্যবস্থাপনা সিস্টেমে ডাটা এন্ট্রি ও ব্যবস্থাপনা স্ব স্ব হজ এজেন্সীর দায়িত্ত্ব যা তাদের ইউজার আইডি ব্যবহার করে করতে হবে । কিছু কিছু হজ এজেন্সী ইউজার হিসেবে ই-মেইল এ্যাড্রেস বার বার পরিবর্তনের জন্য আবেদন করছেন। সুষ্ঠূভাবে হজ ব্যবস্থাপনার কাজের জন্য সবাইকে স্ব স্ব হজ এজেন্সীর স্থায়ী ই-মেইল এ্যাড্রেস (কর্মচারী / কর্মকর্তার চাকুরী পরিবর্তনের সাথে সাথে বার বার ই-মেইল পরিবর্তন করতে হয়) ব্যবহারের পরামর্শটি অনুসরণ করার অনুরোধ করা হচ্ছে ।  আপনারা পাসওয়ার্ড ভুলে গেলে, ইউজার পরিবর্তনের প্রয়োজন নেই, প্রাক-নিবন্ধন সার্ভারে লগইন পেজে “forget password” ব্যবহার করেই ইউজার ই-মেইল এ্যাড্রেসে নতুন পাসওয়ার্ডটি পাবেন । প্রাক নিবন্ধন বিষয়ক বিভিন্ন প্রশ্ন ও তার উত্তর দেখতে এখানে ক্লিক করুন ।