hms_bangla_logo

  • English
  • বাংলা

হজ এজেন্সী সংবাদ

হজ এজেন্সির আবেদনের প্রেক্ষিতে নিম্নোক্ত ইউজার সমূহকে Deactivate করা প্রসঙ্গেঃ

জানুয়ারি 28, 2017

হজ এজেন্সি সমূহের আবেদনের প্রেক্ষিতে নিম্নোক্ত ইউজার সমূহকে Deactivate করা হলো। উল্লেখিত হজ এজেন্সি সমূহকে অনুমতিপত্রসহ Sign-UP করার মাধ্যমে নতুন ইউজার সংগ্রহের জন্য অনুরোধ করা হচ্ছে। এখানে উল্লেখ্য যে, প্রাক্-নিবন্ধন সিস্টেমে একই ইমেইল একবারের বেশী ব্যবহারের সুযোগ নেই।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

২০১৭ সালের হজে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হজ এজেন্সীর মধ্যে চুক্তি সম্পাদন প্রসঙ্গে

জানুয়ারি 26, 2017

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হজ এজেন্সীর মধ্যে চুক্তি সম্পাদনের নিমিত্ত খসড়া চুক্তিপত্রটি আংশিক সংশোধন ও অনুমোদন করতঃ এতদ সঙ্গে  সংযুক্ত করা হলো । ২০১৭ সালের হজে বেসরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন শুরুর পূর্বে মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত চুক্তিপত্র অনুযায়ী ও মন্ত্রণালয় হতে বৈধ হজ এজেন্সীর সবত্তাধিকারী/ব্যবস্থাপনা পরিচালক/ব্যবস্থাপনা অংশিদার/পরিচালক/চেয়ারম্যান এর সাথে পরিচালক, হজ অফিস, বিমান বন্দর, ঢাকার মধ্যে চুক্তি সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো । উল্লেখ্য, চুক্তি সম্পাদন বিষয়ে হজ অফিসের কর্মকর্তাদের সাথে  যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো ।

চুক্তিপত্রটি ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

২০১৬ সালের প্রাক নিবন্ধিত হজে গমনেচ্ছুদের স্থানান্তর কার্যক্রমের জন্য মূল সার্ভারের ইউজার ও পাসওয়ার্ড প্রদান করা প্রসঙ্গে

জানুয়ারি 28, 2017

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় শুধুমাত্র যারা ২০১৬ সনে যারা ইউজার ছিল, শুধুমাত্র তাদের ইউজারকে সাময়িকভাবে সক্রিয় করা হবে । আপনাদের ২০১৬ সনে প্রদত্ত ইউজার ও পাসওয়ার্ড ব্যবহার করে কাজ করতে পারবেন । পাসওয়ার্ড ভুলে গেলে “forget password” এর মাধ্যমে নতুন পাসওয়ার্ড ইউজার ইমেইলে নিয়ে কাজটি করতে হবে । ২০১৬ সনের ব্যবহৃত ইউজারটি পরিবর্তন করতে হলে পরিচালক, হজ অফিস, ঢাকার লিখিত অনুমোদনে তা করা যাবে । নতুনভাবে অনুমোদিত হজ এজেন্সীরা হজ অফিস, ঢাকার সাথে চুক্তি সম্পাদন শেষে নতুন করে ইউজার তৈরী করতে হবে । যে সকল এজেন্সী ২০১৬ সালে হজ কার্যক্রমে অংশগ্রহণ করেছিলের এবং ২০১৭ সালে ইউজার আইডি (ই-মেইল) পরিবর্তনের জন্য আবেদন করেছেন, তাঁদের এই ইউজার আইডি (ই-মেইল) পরিবর্তনের জন্য পরিচালক, হজ অফিসের অনুমোদন সাপেক্ষ্যে করা হবে বিধায় কিছুটা  সময় লাগবে ।

বর্তমানে সাময়িকভাবে শুধুমাত্র বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর প্রাক-নিবন্ধন বাতিল বা স্থানান্তর করা যাবে, যা পূর্বের ন্যায় একই পদ্ধতিতে করা যাবে । এ সংক্রান্ত ইউজার ম্যানুয়াল এখানে দেয়া হল (ইউজার ম্যানুয়ালটি ডাউনলোড করে দেখুন) । এছাড়াও, কল সেন্টারে যে সকল প্রশ্ন করা হচ্ছে, সকলের অবগতির জন্য প্রশ্ন ও তার উত্তর হজের ওয়েবসাইটে ন্যাভিগেশন প্যানেলে “সচরাচর প্রশ্ন উত্তর” মেনুতে দেয়া হল ।  উক্ত মেনুতে প্রদান করা প্রশ্ন ও উত্তরগুলি অনুগ্রহ করে সবাইকে দেখার অনুরোধ করা হল । উল্লেখ্য যে, প্রাক নিবন্ধন সার্ভার সকাল ১০ টা হইতে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকবে ।

প্রাক নিবন্ধন বিষয়ক বিভিন্ন প্রশ্ন ও তার উত্তর দেখতে এখানে ক্লিক করুন ।

২০১৬ খ্রি. সনের হজ মৌসুমে সৌদি আরবে এবং বাংলাদেশে বিভিন্ন এজেন্সীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে শাস্তি/জরিমানা/অব্যাহতি প্রদান প্রসঙ্গে

জানুয়ারি 26, 2017

২০১৬ খ্রি. সনের হজ মৌসুমে সৌদি আরবে এবং বাংলাদেশে বিভিন্ন এজেন্সীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে শাস্তি/জরিমানা/অব্যাহতি প্রদান সংক্রান্ত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিস্তারিত পত্রখানি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

হজ এজেন্সিদের জন্য প্রাক্-নিবন্ধনের প্রশিক্ষণ সার্ভার উন্মুক্তকরণ প্রসঙ্গে

জানুয়ারি 24, 2017

২০১৭ খ্রি. সালে হজ কার্যক্রমে অংশগ্রহণকারি সকল হজ এজেন্সির মালিক/প্রতিনিধিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যেসব হজ এজেন্সি ২০১৭ সালে হজ কার্যক্রমে অংশগ্রহণের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে অনুমোদন পেয়েছে এবং অনুমোদিত এজেন্সির পক্ষ হতে যাঁরা প্রশিক্ষণে অংশগ্রহণ করে এজেন্সির প্যাডে লিখিত অনুমতিপত্র জমা দিয়েছেন শুধুমাত্র তাঁরাই প্রশিক্ষণ সার্ভারে লগইন করতে পা্রবেন। যাঁরা প্রশিক্ষণে অংশগ্রহণ করে অনুমতিপত্র জমা করেননি তাঁরা শিঘ্রই অনুমতিপত্র জমা দিয়ে প্রশিক্ষণ সার্ভারের ইউজার সংগ্রহ করবেন । উল্লেখ্য, প্রশিক্ষণ সার্ভারে ব্যবহৃত যে কোন ধরনের তথ্য লাইভ সার্ভারে যাবে না। কারণ প্রশিক্ষণ সার্ভারের ডাটাবেইজ ও লাইভ সার্ভারের ডাটাবেইজ সম্পূর্ন ভিন্ন ।

এজেন্সীর বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে শাস্তি/জরিমানা/অব্যাহতি প্রদান প্রসঙ্গে

জানুয়ারি 26, 2017

এজেন্সীর বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে শাস্তি/জরিমানা/অব্যাহতি প্রদান সংক্রান্ত পত্রখানি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

২০১৬ সনে বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন বাতিল ও এজেন্সী পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি

জানুয়ারি 25, 2017

২০১৬ সনে বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন বাতিল ও এজেন্সী পরিবর্তন সংক্রান্ত  ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার জন্য নিম্নের লিঙ্কে ক্লিক করুন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

৯০টি হজ এজেন্সীর ৯০ জন মালিক/প্রতিনিধির হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধনের পদ্ধতি ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ

জানুয়ারি 21, 2017

আজ ২১/০১/২০১৭ তারিখ শনিবার সকাল ০৯:৩০-১২:০০-টা, দুপুর ০২:০০-৪:৩০-টা ও বিকেল ০৫:০০-০৭:৩০-টা পর্যন্ত ৩ শিফটে ৯০টি হজ এজেন্সীর ৯০ জন মালিক/প্রতিনিধি কে হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধনের পদ্ধতি ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ প্রশিক্ষণ ২২ জানুয়ারি, ২০১৭ খ্রি. তারিখ পর্যন্ত চলবে। যদি কোন এজেন্সীর মালিক/প্রতিনিধি অনিবার্য কারণে নির্ধারিত তারিখের প্রশিক্ষণে অংশ গ্রহণ করতে না পারেন, তবে তিনি পরবর্তী যেকোন স্লটে খালী আসনের বিপরীতে আবেদন করতে পারবেন।প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, বিজনেস অটোমেশন লি: এর জনাব মোঃ সিরাজুল ইসলাম ও কবীর আল্-মামুন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

WhatsApp Image 2017-01-21 at 13.47.49 DSC05051 WhatsApp Image 2017-01-21 at 18.39.10

ঢাকা হজ অফিস, চট্টগ্রাম ও সিলেট হাব অফিসে মোট ১০৮১টি হজ এজেন্সীর ১০৮১ জন মালিক/প্রতিনিধিকে হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধনের পদ্ধতি ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান

জানুয়ারি 22, 2017

আজ ২২/০১/২০১৭ তারিখ রবিবার সকাল ০৯:৩০-১২:০০-টা ও দুপুর ০২:০০-৪:৩০-টা পর্যন্ত ২ শিফটে ৫০টি হজ এজেন্সীর ৫০ জন মালিক/প্রতিনিধি সহ অদ্য ১৩/০১/২০১৭ হইতে ২২/০১/২০১৭ পর্যন্ত ঢাকা হজ অফিস, চট্টগ্রাম ও সিলেট হাব অফিসে মোট ১০৮১টি হজ এজেন্সীর ১০৮১ জন মালিক/প্রতিনিধিকে হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধনের পদ্ধতি ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, বিজনেস অটোমেশন লি: এর জনাব মোঃ সিরাজুল ইসলাম, কবীর আল্-মামুন, এনামুল হক ও মজনু মিয়া লিপু। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

DSC05069 DSC05070 WhatsApp Image 2017-01-22 at 13.19.36

আজ ১০৪টি হজ এজেন্সীর ১০৪জন মালিক/প্রতিনিধির হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধনের পদ্ধতি ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ

জানুয়ারি 17, 2017

আজ ১৭/০১/২০১৭ তারিখ মঙ্গলবার সকাল ০৯:৩০-১২:০০-টা, দুপুর ০২:০০-৪:৩০-টা ও বিকেল ০৫:০০-০৭:৩০-টা পর্যন্ত ৩ শিফটে ১০৪টি হজ এজেন্সীর ১০৪ জন মালিক/প্রতিনিধি কে হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধনের পদ্ধতি ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ ফলপ্রসু ও কার্যকর করার জন্য প্রতি শিফটে ৪০ জন করে প্রশিক্ষণার্থীর অংশ গ্রহণ নিশ্চিত করা হয়। এ প্রশিক্ষণ ২১ জানুয়ারি, ২০১৭ খ্রি. তারিখ পর্যন্ত চলবে। যদি কোন এজেন্সীর মালিক/প্রতিনিধি অনিবার্য কারণে নির্ধারিত তারিখের প্রশিক্ষণে অংশ গ্রহণ করতে না পারেন, তবে তিনি পরবর্তী যেকোন স্লটে খালী আসনের বিপরীতে আবেদন করতে পারবেন।প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, বিজনেস অটোমেশন লি: এর জনাব মোঃ সিরাজুল ইসলাম ও কবীর আল্-মামুন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

WhatsApp Image 2017-01-17 at 12.28.57  DSC04831  DSC04842

(English) ০১ (এক) বছরে ৫০০ (পাঁচশত) জনের অধিক ওমরাহযাত্রী প্রেরণ না করা প্রসঙ্গে

জানুয়ারি 19, 2017

জাতীয় হজ ও ওমরাহ নীতির ২৩.২.৩ অনুচ্ছেদ অনুযায়ী কোনো ওমরাহ এজেন্সি কোনোক্রমেই ০১ (এক) বছরে ৫০০ (পাঁচশত) জনের অধিক ওমরাহযাত্রী প্রেরণ না করে; সে বিষয়ে সকল ওমরাহ এজেন্সিকে গুরুত্ব সহকারে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

৯৪টি হজ এজেন্সীর ৯৪ জন মালিক/প্রতিনিধির হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধনের পদ্ধতি ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ

জানুয়ারি 20, 2017

আজ ২০/০১/২০১৭ তারিখ শুক্রবার সকাল ০৯:৩০-১২:০০-টা, দুপুর ০২:০০-৪:৩০-টা ও বিকেল ০৫:০০-০৭:৩০-টা পর্যন্ত ৩ শিফটে ৯৪টি হজ এজেন্সীর ৯৪ জন মালিক/প্রতিনিধি কে হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধনের পদ্ধতি ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ প্রশিক্ষণ ২২ জানুয়ারি, ২০১৭ খ্রি. তারিখ পর্যন্ত চলবে। যদি কোন এজেন্সীর মালিক/প্রতিনিধি অনিবার্য কারণে নির্ধারিত তারিখের প্রশিক্ষণে অংশ গ্রহণ করতে না পারেন, তবে তিনি পরবর্তী যেকোন স্লটে খালী আসনের বিপরীতে আবেদন করতে পারবেন।প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, বিজনেস অটোমেশন লি: এর জনাব মোঃ সিরাজুল ইসলাম ও কবীর আল্-মামুন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

DSC04968   WhatsApp Image 2017-01-20 at 16.42.58   WhatsApp Image 2017-01-20 at 19.28.43