সংবাদ ও তথ্য
প্রাক্-নিবন্ধন সার্ভারে ব্যবহারকারীদের কার্যক্রম সম্পর্কিত বিজ্ঞপ্তিঃ
এতদ্বারা সকল ব্যবহারকারীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রাক্-নিবন্ধন কার্যক্রম প্রতিদিন সকাল ৯:০০ টা থেকে বিকাল ০৫:০০ টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার এবং সরকারি ছুটির দিনে প্রাক্-নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকবে । বেসরকারি ব্যবস্থাপনার এজেন্সীদের কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ আছে । পরবর্তী কার্যক্রমের নির্দেশনা সকলকে জানানো হবে ।
জরুরি বিজ্ঞপ্তি (আপডেটের সময়ঃ দুপুর ০২:৪০ ঘটিকা)
তারিখঃ ২৯/০৩/২০১৬ সময়ঃ দুপুর ০২ ৪০ মিনিট
সরকারি এন্ট্রি ৯৪৫ জন
সরকারি প্রাক্-নিবন্ধন ৪০২ জন
বেসরকারি এন্ট্রি ১১১২৯৫ জন
বেসরকারি প্রাক্-নিবন্ধন ৮৮২০৪ জন
২০১৬ সালের জন্য সরকার কর্তৃক অনূমোদিত ৪র্থ ওমরাহ্ এজেন্সীর তালিকা প্রকাশ
২০১৬ সালের জন্য সরকার কর্তৃক অনুমোদিত ৪র্থ ওমরাহ্ এজেন্সীর তালিকাটি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনহজ ২০১৬ খ্রিঃ (১৪৩৭ হিজরি ) মৌসুমে বিভিন্ন কার্যবলী সম্পাদনের সময়সীমা প্রেরণ
হজ -২০১৬ খ্রিঃ (১৪৩৭ হিজরি ) মৌসুমে বাংলাদেশ সরকার ও রাজকীয় সৌদি সরকারের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী হজ্জের বিভিন্ন কার্যাবলী নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করার বিষয়টি সকল হজ এজেন্সী অবগতির জন্য সংযুক্ত আকারে দেয়া হল ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২৮/০৩/২০১৬ খ্রিঃ তারিখ অপরাহ্ন ১:৩৭:০৫ (বেসরকারি) ও বিকাল ৫:০০টা (সরকারি) পর্যন্ত প্রাক্-নিবন্ধন সংক্রান্ত প্রতিবেদন
১. সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের ডাটা এট্রির সংখ্যা: ৫০২ জন।
২. সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজে গমনেচ্ছুদের সংখ্যা: ১৯০ জন।
৩. বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের ডাটা এন্ট্রির সংখ্যা: ১,১১,২৯৫ জন।
৪. বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধিত হজে গমনেচ্ছুদের সংখ্যা: ৮৮,২০৪ জন সময় ১:৩৭:০৫
৫. ডাটা এন্ট্রিকৃত হজে গমনেচ্ছুদের মধ্যে পুরুষ ৭৫,১০২ জন এবং মহিলা ৩৬,৬৯৫ জন।
৬. ডাটা এন্ট্রিকৃত হজে গমনেচ্ছুদের মধ্যে ১৮ বছরের নীচে ৯৭৬ জন, প্রবাসী ৭৪০ জন, এবং ১৮ বছরের ঊর্ধেব ১,১০,০৮১ জন।
৭. এন আই ডি (NID) সার্ভার হতে সফলভাবে যাচাইকৃত হজে গমনেচ্ছুদের সংখ্যা: ১,২৯,৬০৩ জন।
(মোট: প্রাক-নিবন্ধিত সরকারি – ১৯০ + বেসরকারি – ৮৮২০৪ = ৮৮,৩৯৪ জন )।
প্রাক্- নিবন্ধন সার্ভারে ব্যবহারকারীদের লগইন সম্পর্কিত বিজ্ঞপ্তিঃ
এতদ্বারা প্রাক্-নিবন্ধন সার্ভারে হজ এজেন্সি, ডিসি অফিস, ইসলামিক ফাউডেশন ও ইউডিসি এর ব্যবহারকারীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডেটা ব্যাকআপের জন্য প্রাক্- নিবন্ধন সার্ভার আজ ২৮/০৩/২০১৬ বিকাল ০৫ঃ০০ ঘটিকা থেকে বন্ধ থাকবে। এবং ডেটা ব্যাকআপ শেষে আগামীকাল থেকে পূর্বনির্ধারিত সময়সূচী অনুযায়ী ডিসি অফিস, ইসলামিক ফাউডেশন, ইউডিসি, ব্যাংক এর ব্যবহারকারীগণ শুধুমাত্র সরকারী হজগমনেচ্ছুদের প্রাক্- নিবন্ধন কার্যক্রম করতে পারবেন।
সুষ্ঠুভাবে বেসরকারি প্রাক্-নিবন্ধন সম্পন্নে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকল হজ এজেন্সি কর্তৃপক্ষ এবং ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
প্রাক নিবন্ধন কার্যক্রমের জরুরী বিজ্ঞপ্তিঃ
এতদ্বারা সকল ব্যাংকের ব্যবহারকারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেসরকারি ব্যবস্থাপনায় কোন হজযাত্রীর আর কোন পেমেন্ট ভাউচার পেমেন্টের জন্য গ্রহণ করতে পারবেন না। শুধুমাত্র পেমেন্ট ভাউচার যা আপনার প্রাক্-নিবন্ধন সার্ভারে ২৮-০৩-২০১৬ তারিখে দুপুর ১:৩৭ মিনিটে আপনাদের রেফারেন্স নম্বরসহ এন্ট্রি করে সাবমিট করেছিলেন কিন্তু Approve করনেননি ঐ ভাউচার গুলিরই Approval নিশ্চিত করবেন। তবে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের পেমেন্ট ভাউচার গ্রহণ করে Approval চলমান থাকবে।
এমতাবস্থায় কোন ব্যাংক বেসরকারি হজযাত্রীর নতুন পেমেন্ট ভাউচার Receive করলে সংশ্লিষ্ট ব্যাংককে তার দায়-দায়িত্ব বহন করতে হবে।
ভাউচারের তালিকা যা প্রাক্-নিবন্ধন সার্ভারে ২৮-০৩-২০১৬ তারিখে দুপুর ১:৩৭ মিনিট পর্যন্ত Approval এর অপেক্ষায় আছে, তা প্রত্যেক ব্যাংকের ইমেইলে পাঠানো হবে। (আপডেট সময়ঃ সকালঃ ১১ঃ ৪৮ টা)
সরকারী ব্যবস্থাপনা হজযাত্রীদের ব্যাংকে টাকা জমা গ্রহণ ৩০ মিনিট পর থেকে শুরু হবে (আপডেট সময়ঃ সকালঃ ১০ঃ ৫০ টা)।
সার্ভারের মেইনটেনেন্স এর জন্য সরকারি ব্যবস্থাপনার প্রাক নিবন্ধন কার্যক্রম সকাল ১০:৩০ টার সময় শুরু হবে । ব্যাংক যেন সরকারী হজযাত্রীদের টাকা জমা গ্রহণ করতে পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ওয়েবসাইটে নোটিশ দেয়া হবে । বেসরকারি এজেন্সিদের লগইন সাময়িক ভাবে বন্ধ আছে ।
জরুরি বিজ্ঞপ্তি (আপডেটের সময়ঃ দুপুর ০১:৩০ ঘটিকা)
তারিখঃ ২৮/০৩/২০১৬ সময়ঃ দুপুর ০১ঃ ৩০ মিনিট
সরকারি এন্ট্রি ৩৭৬ জন
সরকারি প্রাক্-নিবন্ধন ১৮৭ জন
বেসরকারি এন্ট্রি ১১০৩৯০ জন
বেসরকারি প্রাক্-নিবন্ধন ৮৪২৩৬ জন
তারিখঃ ২৮/০৩/২০১৬ সময়ঃ দুপুর ০১ঃ ০০ মিনিট
সরকারি এন্ট্রি ৩৬১ জন
সরকারি প্রাক্-নিবন্ধন ১৭৭ জন
বেসরকারি এন্ট্রি ১০৭৫৯৩ জন
বেসরকারি প্রাক্-নিবন্ধন ৭৫,০৮০ জন
জরুরি বিজ্ঞপ্তিঃ হজযাত্রীর কোটা সংক্রান্ত
সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেসরকারি ব্যাবস্থাপনার প্রাক-নিবন্ধিত হয়েছে ৮৬৪৬৮ জন । ব্যাংক টাকা জমা নিয়েছেন ১৭৩৬ জনের। মোট ৮৮২০০ জনের টাকা ব্যাংকে পরিশোধ হওয়ায় সার্ভার বন্ধ হয়ে গেছে ।
যাদের প্রাক্-নিবন্ধন সনদ অনুমোদিত হয়েছে কিন্তু ব্যাংক থেকে সংগ্রহ করতে পারেননি, তারা প্রাক্-নিবন্ধন সার্ভার চালু হলে নিতে পারবেন। যে সকল পেমেন্ট ভাউচার ব্যাংকে In process এ আছে, সে সকল ভাউচার পরবর্তীকালে সার্ভার চালু হলে নেয়া যাবে। ব্যাংকে In Process পেমেন্ট ভাউচার সমূহ শীঘ্রই প্রকাশ করা হচ্ছে।
ব্যাংকে In Process ভাউচার এর তালিকা দেখতে এইখানে ক্লিক করুন
বেসরকারি এজেন্সিগণ তাদের রিপোর্ট মেন্যুতে গিয়ে ০১নং রিপোর্টে ব্যাংকে তাঁর In Process ভাউচার এর তালিকা দেখতে পারবেন। সকলকে In Process ভাউচার এর তালিকা রিপোর্ট মেন্যু হতে দেখার জন্য অনুরোধ করা হল।
পেমেন্ট ভাউচার জেনারেশন বিষয়ক নির্দেশনাবলীঃ
লক্ষ্য করা যাচ্ছে যে, এজেন্সীর ব্যবহারকারীগণ পেমেন্ট ভাউচার তৈরি ও প্রিন্ট করার জন্য বার বার সার্ভারে রিকোয়েস্ট পাঠানোর ফলে প্রাক্-নিবন্ধন ডাটাবেজে প্রচুর অনাকাঙ্খিত লোড পড়ছে। সুষ্ঠভাবে ও সকলের কাজের সুবিধার্থে এজেন্সিগনের ব্যবহারকারীরা নিম্নলিখিত বিষয়গুলি মেনে চললে অনাকাঙ্খিত ঘটনা এড়ানো সম্ভবঃ
১. আপনি একবার পেমেন্ট ভাউচার তৈরীর রিকোয়েস্ট সার্ভারে প্রেরন করে অনুগ্রহ করে অপেক্ষা করুন, কারন পেমেন্ট ভাউচারটি তৈরি করতে কিছুক্ষন সময় লাগে। এর মধ্য আবার রিকোয়েস্ট করলে আপনার পেমেন্ট ভাউচারটি নতুন করে তৈরির জন্য সার্ভারে রিকোয়েস্ট যাবে যা আরো বেশি সময় নেবে এবং আপনার বিলম্ব হবে।
২. ভাউচার জেনারেট করার পর এখানে একটি প্রিন্ট অপশন আসবে যা থেকে আপনি প্রিন্ট বাটনে ক্লিক করে ভাউচারটি প্রিন্ট করতে পারবেন।
৩. পেমেন্ট ভাউচার প্রিন্ট করে ব্যাংকে পাঠানোর পর কোনোভাবেই ওপেন করে রাখবেন না, কোনভাবে হজযাত্রীর তথ্য সংযোজন বা বিয়োজন করবেন না এবং নতুন ভাবে রি-জেনারেট করবেন না। এতে ঐ পেমেন্ট ভাউচারটি ব্যাংকে পেমেন্টর জন্য অনুপযুক্ত হবে এবং আপনাকে নতুন করে ভাউচার তৈরি করতে হবে।
৪. একটি ভাউচারে কোন ভাবেই ১৫ জনের বেশি হজযাত্রী সংযুক্ত করা যাবে না। মহিলা, শিশু ও প্রবাসীর ক্ষেত্রে অবশ্যই depends on করে নিবেন। Depends on করার জন্য মহিলা, শিশু ও প্রবাসীর Edit অপশনে ক্লিক করে তারা যার সাথে যাবে তাকে সিলেক্ট করে সেভ করুন। যদি depends on না করা হয় তবে তাদের ভাউচারে পাওয়া যাবে না। ভাউচারে শুধু মূল হজযাত্রীকে সংযুক্ত করা হলে তার সাথের depends on হজযাত্রী সয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে।
বিঃ দ্রঃ ভাউচারে ১৫ জন সিলেক্ট করার সময় লক্ষ্য রাখতে হবে যে একজন depend on হজযাত্রীর সাথে কতজন মহিলা, শিশু ও প্রবাসী আছে, এই হিসেব করে একটি ভাউচারে সর্বমোট ১৫ জন হজযাত্রী সিলেক্ট করে সংযুক্ত করে ভাউচার জেনারেট করুন।
জরুরি বিজ্ঞপ্তি (আপডেটের সময়ঃ সন্ধ্যা ৬:০০ ঘটিকা)
আজ সকল এজেন্সির পক্ষে একাধিকবার একই পেমেন্ট ভাউচার নেওয়ার জন্য বারবার সার্ভারে রিকোয়েস্ট করার ফলে সার্ভারে পেমেন্ট ভাউচারের পিডিএফ ডাটাবেইজে অহেতুক অনেক লোড তৈরী হয়। একইসঙ্গে প্রাক্-নিবন্ধন সার্ভারের হোম পেইজে ড্যাসবোর্ডের রিপোর্ট দেখার সিস্টেমে অনেকে বারবার রিফ্রেশ দেওয়ার জন্য সিস্টেমে ডাটাবেইজে আরো বেশি লোড তৈরি করে। সামগ্রিকভাবে, এই ডাটাবেইজে অনাকাঙ্খিত চাপের কারণে সিস্টেমে কাজ করার সমস্যা হচ্ছিল। যে কারণে সকল ব্যবহারকারীদের জন্য সিস্টেম বন্ধ করা হয়।
পরবর্তীকালে, মন্ত্রণালয়ের কারিগরি কমিটি ও বুয়েটের কম্পিউটার বিভাগের অধ্যাপকগণ ডাটাবেজ পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে প্রাক্-নিবন্ধন সার্ভারে অন্য কোন ডাটা/তথ্য কোনভাবেই দেয়া হয়নি। এছাড়াও বুয়েটের বিভিন্ন কারিগরি সুপারিশ অনুযায়ী সার্ভারে অহেতেুক লোড ব্যবস্থাপনার জন্য হোম পেজ হতে ড্যাশবোর্ড তুলে দেয়া হয়েছে (বর্তমানে ঐ ড্যাসবোর্ড এজেন্সিসহ অন্যান্য ব্যবহারকারীগণও নিজ নিজ লগইন পোর্টাল থেকে দেখতে পারবেন) ।
কারিগরি পর্যালোচনা শেষে, মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শক্রমে আগামীকাল ২৮-০৩-২০১৬ তারিখে সকাল ৯:০০টায় প্রাক্-নিবন্ধন সার্ভারে সকল এজেন্সি ও ব্যাংকের জন্য একইসঙ্গে চালু হবে।
(আপডেটের সময়ঃ বিকাল ৩:৩০ ঘটিকা)
মন্ত্রণালয়ের কারিগরি কমিটি ও বুয়েটের কারিগরি দলের সাথে প্রাক্-নিবন্ধন সার্ভার পর্যালোচনা চলছে। পর্যালোচনা শেষে প্রাক্-নিবন্ধন সার্ভার চালু হবে।
প্রাক-নিবন্ধন সার্ভারে অস্বাভাবিক ভাবে অনেক বেশি রিকোয়েষ্টের কারনে ব্যাংক সহ এজেন্সিসমূহের সকল কার্যক্রম মেন্টেনেন্সের জন্য সাময়িক ভাবে বন্ধ আছে । অতিদ্রুত প্রাক-নিবন্ধন সার্ভার চালু হবে । সার্ভার বন্ধ হওয়ার আগ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধন হয়েছে ১৩০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধন হয়েছে ৩২,৭৮৭ জন।
সিস্টেম চালু করার ৩০ মিনিট পূর্বে ওয়েবসাইটে নোটিশ দেওয়া হবে।
২৭/০৩/২০১৬ খ্রি: তারিখ দুপুর ১২:০০ টা পর্যন্ত প্রাক্-নিবন্ধন সংক্রান্ত প্রতিবেদন
২৭/০৩/২০১৬ খ্রি: তারিখ দুপুর ১২:০০ টা পর্যন্ত প্রাক্-নিবন্ধন সংক্রান্ত প্রতিবেদন।
(প্রাক্-নিবন্ধনের সময় সকাল ৯:০০ ঘটিকা হতে রাত ৮:০০ ঘটিকা পর্যন্ত)
১. সরকারি হজযাত্রীর ডাটা এট্রির সংখ্যা: ৩০৫ জন।
২. সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা: ১২৫ জন।
৩. বেসরকারি হজযাত্রীর ডাটা এন্ট্রির সংখ্যা: ৮৮,৪৪২ জন।
৪. বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা: ২৭,০৪৯ জন।
৫. ডাটা এন্ট্রিকৃত হজযাত্রীর মধ্যে পুরুষ ৬০,০৮৫ জন এবং মহিলা ২৮,৭৬২ জন।
৬. ডাটা এন্ট্রিকৃত হজযাত্রীর মধ্যে ১৮ বছরের নীচে ৮৩১ জন, প্রবাসী ৬০৯ জন এবং ১৮ বছরের ঊর্ধে ৮৭,৪০৭ জন।
৬. এন আই ডি (NID) সার্ভার হতে সফল ভাবে যাচাইকৃত হজযাত্রীর সংখ্যা: ১,২৬,০৪৩ জন।
৭. ডাটা এন্ট্রিকারি এজেন্সি সংখ্যা: ৭৫৩ টি।
(মোট: প্রাক-নিবন্ধিত সরকারি-১২৫ + বেসরকারি-২৭,০৪৯ = ২৭,১৭৪)