সংবাদ ও তথ্য
২০১৫ সালের হাজীগণের দেশে ফেরা শুরু
মহান আল্লাহর অশেষ মেহেরবাণীতে পবিত্র হজ্জব্রত পালন শেষে ২৭ সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ০৪:৪০ মিনিটে সৌদি এয়ার লাইন্সের নিয়মিত ফ্লাইট SV-804 যোগে ৩০৫ জন সম্মানিত হাজী হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন। এই সময়ে আগত হাজীগণের আত্মীয়-স্বজন উপস্থিত থেকে তাঁদেরকে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান। উল্লেখ্য যে, ফিরতি হজ ফ্লাইট ২৮ সেপ্টেম্বর, ২০১৫ থেকে শুরু হয়ে চলবে ২৮ অক্টোবর, ২০১৫ পর্যন্ত।
হজ প্রশাসনিক দল- ২০১৫ (১৪৩৬ হিঃ) এর প্রথম ব্যাচের সদস্যগণের কর্ম সমাপ্তি প্রষঙ্গেঃ
২০১৫ (১৪৩৬ হিঃ) সালের হজ মৌসুমে সৌদি আরবে হজ ব্যবস্থাপনা কাজে প্রয়োজনীয় সহায়তা দানের জন্য বাংলাদেশ থেকে আগত হজ প্রশাসনিক দল-২০১৫ (১৪৩৬ হিঃ) এর প্রথম ব্যাচের সদস্যগণকে বাংলাদেশ হজ অফিস, সৌদি আরব কার্যালয় থেকে অবমুক্ত করা হ’ল।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনবাংলাদেশ হজ অফিস, মক্কা এর সভাকক্ষে জরুরী সভা
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এর সভাপতিেত্ব ২০১৫ খ্রিঃ/১৪৩৬ হিজরী সালের অনুষ্ঠিত হজ্জ পরবর্তী সার্বিক বিষয়াদি হজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সাথে পর্যলোচনার জন্য অদ্য ২৭.০৯.২০১৫ তারিখ রোজ রবিবার রাত ১০:০০ টায় বাংলাদেশ হজ অফিস, মক্কা-আল-মোকাররমা, সৌদি আরব এর সভাকক্ষে (লিফটের S ফ্লোরে) জরুরী সভা আহ্বান করা হয়েছে।
উক্ত সভায় উপস্থিত হয়ে/উপযুক্ত প্রতিনিধি প্রেরণপূর্বক মূল্যবান পরামর্শ প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করছি।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনবিশেষ বিজ্ঞপ্তি
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এ বছর হজ্জ ২০১৫ এর বর্ধিত কোঠার সর্বমোট সংখ্যা ছিল ৫০০০। HAAB হইতে প্রাথমিক ভাবে ৫৫২৪ জনের বরাদ্ধ দেওয়া হয় । সেই তালিকা হতে এজেন্সীগুলো ৫০২৬টি পাসপোর্টের লজমেন্ট করে এবং সেখান থেকে পেমেন্ট প্রাপ্তি ও স্ক্যানকৃত শেষ পর্যন্ত ৫০০১টি পাসপোর্টের MOFA Sent করা হয়। সেই মোতাবেক ১৮-০৯-২০১৫ ইং তারিখের সন্ধ্যাকালীন সময় পযর্ন্ত তথ্য সম্ভবলিত এজেন্সী ওয়ারী MOFA কৃত হজ্জ যাত্রীর একটি তালিকা সকলের অবগতির জন্য এ্তদ সঙ্গে সংযুক্ত করা হল। এখানে উল্লেখ্য যে, সৌদি কর্তৃপক্ষ e-Haj সিস্টেমে লজমেন্ট কার্যক্রম বন্ধ করে দিয়েছে ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনমিনায় দুর্ঘটনায় বাংলাদেশি হাজীদের তখ্য জানাতে হটলাইন:
মিনায় দুর্ঘটনায় বাংলাদেশি হাজীদের তখ্য সংগ্রহের জন্য সৌদি আরবে হটলাইন খোলা হয়েছে। তথ্য জানাতে নিম্নলিখিত নম্বরে ফোন করার জন্য অনুরোধ করা যাচ্ছে:
সৌদিস্থ বাংলাশে দূতাবাস: +৯৬৬৫৩৭৩৭৫৮৫৯ এবং +৯৬৬৫০৯৩৬০০৮২; আইটি হেল্পডেস্ক (হজ): +৯৬৬৫৪০৭১৯২৬৩
ম্যাপ সংগ্রহ সংক্রান্ত বিজ্ঞপ্তিঃ
এতদ্বারা সম্মানিত হজ এজেন্সী কর্তৃপক্ষ এবং হজ গাইডগণকে মিনা এবং আরাফাতের ম্যাপ বাংলাদেশ হজ অফিসের আইটি সেল (মক্কা, মক্কা মেডিকেল এবং মদিনা) থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
হজ্জযাত্রীদের কোঠা বৃদ্ধি সংক্রান্ত সভার কার্যবিবরণী
৫০০০ হজ্জযাত্রীর কোঠা বৃদ্ধি সংক্রান্ত সভার কার্য বিবরণীটি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনআগামীকাল পবিত্র হজ্জ
আগমীকাল বুধবার, ৯ই জ্বিলহ্জ্জ, ১৪৩৬ হিজরী ( ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ খ্রিঃ) উকুফে আরাফাহ্, পবিত্র হজ্জের দিন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখ লাখ হজ্জযাত্রীগণ আগমীকাল আরাফায় অবস্থান করবেন এবং সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আরাফাহ্ ত্যাগ করে মুজদালিফায় গমনের মাধ্যমে পালন করবেন হজ্জের প্রথম এবং প্রধান ফরজ। এই দিন লাখ লাখ হজ্জযাত্রীগণের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা-শারিকা লাকা লাব্বাইক……………ধ্বনিতে মুখরিত থাকবে আরাফাহ প্রান্তর।
হজ্জ এজেন্সীদের জন্য জরুরী বিজ্ঞপ্তি
যে সকল হজ্জ এজেন্সী নতুন ৫000 কোটা পাসপোর্ট স্ক্যানিং এর কাজ করেছেন, তাদেরকে জরুরী ভিত্তিতে HMIS এ ডাটা এন্ট্রি , আইডি কার্ড এবং ল্যান্ডিং কার্ড পেতে HAAB প্রদত্ত Format(Ms-Excel এ) ঐ সব পাসপোর্ট তথ্য পূরণ পূর্বক info@hajj.gov.bd তে প্রেরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে ।
সৌদি আরবে হজ্জ চিকিৎসক দল-২০১৫ প্রেরণ প্রসঙ্গে
২০১৫ সালে হজ্জযাত্রীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ২য় পর্যায়ের ৩০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে । তালিকাটি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনসরকার কর্তৃক মনোনীত নিদিষ্ট সংখ্যক ধর্মপ্রাণ মসুলমান ২০১৫ খ্রিঃ/১৪৩৬ হিঃ সনে পবিত্র হজ্জব্রত পালনের লক্ষ্যে সৌদি আরব প্রেরণ প্রসঙ্গে।
২০১৫ খ্রিঃ/১৪৩৬ হিঃ সনে সরকার কর্তৃক মনোনীত নিদিষ্ট সংখ্যক ধর্ম প্রাণ মসুলমান পবিত্র হজ্জব্রত পালনের তালিকাটি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন‘মোবাইল মেডিক্যাল ভিজিল্যান্স কার্যক্রম’ এর আওতায় দায়িত্বপ্রাপ্ত হজ্জ চিকিৎসক দলের সদস্যগণের ডিউটি রোষ্টার।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নং-১৬.০০.০০০০.০০৩.০৬.০০৭.১৫- ১১২১ তারিখঃ ২৬.০৭.২০১৫ খ্রিঃ এর নির্দেশনামতে হজ্জযাত্রীদের জন্য চিকিৎসা সেবা কার্যক্রম সহজলভ্য করা এবং মেডিক্যাল সেন্টারে রোগীদের ভিড় কমানোর সুবিধার্থে মক্কায় পদায়িত হজ্জ চিকিৎসক দলের নিম্নোক্ত ডাক্তারগন তাদের নামের বিপরীতে লিখিত তারিখে সকাল ৮:০০ টা হতে ১১:০০ টা পর্যন্ত সময়ে ‘মোবাইল মেডিক্যাল ভিজিল্যান্স কার্যক্রম’ এর আওতায় মক্কাস্থ হজ্জযাত্রীগণের আবাসিক ভবনসমুহে পর্য়ায়ক্রমে সরেজমিনে গিয়ে অসুস্থ হজ্জযাত্রীগণকে (বাড়ী নং ও রুম নং উল্লেখপুর্বক) প্রেসক্রিপশন দেবেন। পরবর্তীকালে উক্ত প্রেসক্রিপশন প্রদর্শনপূর্বক সংশ্লিষ্ট হজ্জ গাইড/হজ্জ কর্মী/এজেন্সীর প্রতিনিধি বাংলাদেশ হজ্জ মেডিক্যাল অফিসের ডিসপেনসারী হতে ঔষধ সংগ্রহপুর্বক হজ্জ যাত্রীদের সরবরাহ করবেন।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন