২০১৫খ্রিঃ/১৪৩৬ হিজরী সনের হজ্জযাত্রীদের ডাটা এন্ট্রির সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি।
এতদ্বারা সকল হজ্জ এজেন্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০১৫খ্রিঃ/১৪৩৬ হিজরী সনের অনলাইনে হজ্জযাত্রীদের ডাটা এন্ট্রি ২১.০১.২০১৫খ্রিঃ থেকে শুরু হয়েছে । অদ্য ১৯/০২/২০১৫ ইং তারিখ সকাল ৯.০০ ঘটিকা পর্যন্ত ৭৭৬ টি হজ্জ এজেন্সী ৭৩৪৫০ জন হজ্জযাত্রীর তথ্য ইতিমধ্যে হজ্জ ম্যানেজমেন্ট সিস্টেমে এন্ট্রি করেছেন । যে সকল হজ্জ এজেন্ট ভূলক্রমে অতিরিক্ত হজ্জযাত্রীর নাম এন্ট্রি করেছেন তাদেরকে অতিরিক্ত এন্ট্রি বাতিল করার জন্য পরিচালক,হজ্জ অফিস,ঢাকার বরাবরে আগামী ২৩/০২/২০১৫ খ্রি: তারিখের মধ্যে ই-মেইল এ (info@hajj.gov.bd) আবেদন করতে হবে । ২০১৫ সালে বেসরকারী ব্যবস্থাপনার হজ্জযাত্রীদের কোঠা ৯১,৭৫৮(একানব্বই হাজার সাতশত আটান্ন) জন । কোঠা পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে হজ্জযাত্রীদের ডাটা এন্ট্রি সম্পূর্ন করতে পারবেন । বেসরকারী ব্যবস্থাপনার হজ্জযাত্রীদের কোঠা পরিপূর্ণ হয়ে গেলে হজ্জযাত্রীদের ডাটা এন্ট্রি বন্ধ হয়ে যাবে । সরকারী ব্যবস্থাপনার হজ্জযাত্রীদের কোঠা ফাঁকা থাকলে আলোচনা সাপেক্ষ্যে বেসরকারী ব্যবস্থাপনার হজ্জযাত্রীদের ডাটা এন্ট্রির অনূমোদন প্রদান করা হবে ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন