হজ্বযাত্রী সংবাদ
হজে যাওয়ার জন্য প্রথম ধাপ প্রাক্-নিবন্ধন:
সৌদি ‘ই হজ সিস্টেমের’ সঙ্গে সমন্বয়ের জন্য হজযাত্রীদের জন্য প্রাক্-নিবন্ধন পদ্ধতি চালু করা হয়েছে । নিজে অথবা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত বৈধ হজ এজেন্সির মাধ্যমে প্রাক-নিবন্ধনের প্রথম ধাপ সম্পন্ন করে পেমেন্ট ভাউচারসহ ব্যাংকে টাকা জমা দিন এবং আপনার প্রাক্-নিবন্ধন সনদ সংগ্রহ করুন । প্রতি বছরে সৌদি সরকারের সাথে চুক্তি মোতাবেক নির্ধারিত কোটা অনুযায়ী জাতীয় হজ ও ওমরাহ নীতির ধারার ভিত্তিতে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন হবে । প্রাক্-নিবন্ধন সংক্রান্ত কোন তথ্য জানার প্রয়োজন হলে ০৯৬০২৬৬৬৭০৭, ১৬১৩৬ (পরীক্ষামূলক) নম্বরে টেলিফোনে যোগাযোগ করতে পারবেন ।
প্রাক্-নিবন্ধন সংক্রান্ত তথ্য ও সহায়তার জন্য উপরের লিংকটিতে ক্লিক করুন।
প্রাক্-নিবন্ধন করতে যা লাগবে:
- জাতীয় পরিচয়পত্র, (১৮ বছরের নিচে বয়স যাদের, জাতীয় পরিচয়পত্র নেই সেক্ষেত্রে অভিভাবকের সঙ্গে জন্ম নিবন্ধন সনদ দিয়ে প্রাক নিবন্ধন করতে পারবেন) ।
- মোবাইল নম্বর (যেখানে এসএমএস পাবেন)
- সরকারি ব্যবস্থাপনার জন্য ৩০,০০০(ত্রিশ হাজার টাকা), বেসরকারি ব্যবস্থাপনার জন্য ৩০,৭৫২ (ত্রিশ হাজার সাতশত বায়ান্ন) টাকা জমা দিতে হবে ।
যেখানে প্রাক্-নিবন্ধন করা যাবে:
- ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে
- জেলা প্রশাসকের কার্যালয়
- ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়
- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত বৈধ হজ এজেন্সি
- পরিচালক, হজ অফিস, আশকোনা, ঢাকা
এর যেকোনো এক জায়গা থেকে হজযাত্রী নিজে অথবা তার প্রতিনিধি প্রাক্-নিবন্ধন করতে পারবেন ।
ধাপে ধাপে প্রাক্-নিবন্ধন:
প্রাক্-নিবন্ধনের প্রথম ধাপে জাতীয় পরিচয়পত্র তথ্য ভান্ডার থেকে (নাম, পিতার নাম, মাতার নাম, পেশা, জন্মতারিখ, স্থায়ী ঠিকানা, নারী/পুরুষ, বৈবাহিক অবস্থা) তথ্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে যাচাই হবে ।
হজযাত্রী সরকারি নাকি বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক সে সংক্রান্ত তথ্য ।
ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য ট্র্যাকিং নম্বরসংবলিত প্রিন্ট করা পেমেন্ট ভাইচারসহ সরকার নির্ধারিত ব্যাংকে (তালিকা পরে জানানো হবে) সরকারি ব্যবস্থাপনার জন্য ৩০,০০০ (ত্রিশ হাজার টাকা), বেসরকারি ব্যবস্থাপনার জন্য ৩০,৭৫২ (ত্রিশ হাজার সাতশত বায়ান্ন) টাকা জমা দিতে হবে ।
(উল্লেখ্য নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিলে পুনরায় প্রাক-নিবন্ধন করতে হবে।)
ব্যাংক টাকা পরিশোধের পর ব্যাংক থেকে হজের প্রাক্-নিবন্ধন সনদ দেওয়া হবে। (প্রাক নিবন্ধন সনদে জাতীয় পরিচয়পত্র তথ্য, প্রাক্-নিবন্ধন নম্বর, পাসপোর্টের তথ্য, ব্যাংকে টাকা জমা দেওয়া বিবরণ থাকবে) একই সঙ্গে হজযাত্রীর মোবাইল নম্বরে এসএমএস প্রেরণ করে প্রাক নিবন্ধন নিশ্চিত করা হবে ।
জাতীয় হজ নীতির আলোকে প্রাক্-নিবন্ধন নম্বর চলতি বছর হজে যাওয়ার জন্য নির্বাচিত হলে হজযাত্রীর মোবাইলে এসএমএস দেওয়া হবে ।
হজে যাওয়ার জন্য নির্বাচিত হলে হজযাত্রীর মোবাইলে এসএমএস পাওয়ার পর (নিবন্ধন কার্যক্রম শুরু হবে)। নির্ধারিত সময়ের মধ্যে হজ অফিস/ সংশ্লিষ্ট এজেন্সি প্রাক-নিবন্ধন তথ্য ভান্ডার থেকে হজ যাত্রীদের আবেদন অনলাইনে গ্রহণ করে প্যাকেজের সম্পূর্ণ টাকা পরিশোধ পরিশোধিত মর্মে হজ অফিস/ সংশ্লিষ্ট হজ এজেন্সি নিশ্চিত করলে পিলগ্রিম আইডি (PID) তৈরি হবে। সম্পূর্ন টাকা পরিশোধ করলে হজযাত্রীর মোবাইল নম্বরে এসএমএস প্রেরণ করে PID নিশ্চিত করা হবে। হজে যাওয়ার জন্য পিলগ্রিম আইডি অত্যাবশক ।
হজযাত্রীকে প্রদত্ত প্রাক পরিবর্তনযোগ্য প্রাক- নিবন্ধন নম্বর (serial) কোনভাবেই পরিবর্তনযোগ্য নয়। তাই হজে যাওয়ার প্রথম ধাপ প্রাক্-নিবন্ধন করুন ।
প্রাক্-নিবন্ধনে প্রাপ্ত তথ্যাদি পুলিশের বিশেষ শাখার মাধ্যমে যাচাই করা হবে ।
প্রাক্-নিবন্ধন বাতিল করতে চাইলে
প্রাক্-নিবন্ধন করে যদি হজে গমন না করেন তাহলে হজযাত্রীর অগ্রীম জমাকৃত জামানত থেকে সার্ভিস চার্জ ২ হাজার এবং প্রসেসিং ফি বাবদ ৩ হাজার মোট ৫ হাজার টাকা বাদ দিয়ে বাকি টাকা ফেরত পাবেন ।
১৮ বছরের নিচে বয়স যাদের
১৮ বছরের নিচে বয়স যাদের, জাতীয় পরিচয়পত্র নাই সেক্ষেত্রে অভিভাবকের সঙ্গে জন্ম নিবন্ধন সনদ দিয়ে প্রাক্-নিবন্ধন করতে পারবেন। ও পুলিশের বিশেষ শাখার মাধ্যমে যাচাই করা হবে ।
২০১৫ সালের সরকারী ব্যবস্থাপনার হজযাত্রীগণের প্রশিক্ষণ কর্মসূচী
২০১৫ সনের (১৪৩৬ হিজরী)হজ্জ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বায়তুল মোকার্ম জাতীয় মসজিদে সরকারী ব্যবস্থাপনার ঢাকা মহানগরী এবং ঢাকা, নারায়নগঞ্জ,নরসিংদী ও মানিকগঞ্জ জেলার প্যাকজ ১ ও প্যাকেজ ২ এর সম্মানিত হজযাত্রীগণের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে । উক্ত প্রশিক্ষণে গ্ণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ মোঃ মতিউর রহমান আগামী ৮ আগষ্ট, ২০১৫ সকাল ৯.০০ টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব শাহানে প্রশিক্ষণ কর্মসূচীর শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন । ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর সচিব ড. চৌধুরী মোঃ বাবুল হাসান উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন । উক্ত প্রশিক্ষণে সরকারী ব্যবস্থাপনার ঢাকা মহানগরী এবং ঢাকা, নারায়নগঞ্জ,নরসিংদী ও মানিকগঞ্জ জেলার সকল হজযাত্রীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনহজ্জ গাইড নির্বাচন কার্যক্রম প্রসঙ্গে
কেন্দ্রীয় হজ্জ গাইড নির্বাচন কমিটি এর সভাপতি জনাব হাসান জাহাঙ্গীর আলম, যুগ্ন-সচিব(হজ্জ), ধর্ম বিষয়ক মন্ত্রণালয় , এর সভাপতিত্বে আগামী ২৩.০৭.২০১৫ খ্রিঃ তারিখ, সকাল ১০.০০ টা হতে ২০১৫ (১৪৩৬ হিঃ) সালের হজ্জ গাইড নির্বাচন কার্যক্রম বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা এর সভা পক্ষে অনুষ্ঠিত হবে। উক্ত হজ্জ গাইড নির্বাচন কার্যক্রমে জেলা গাইড নির্বাচন কমিটি কর্তৃক প্রাথমিক ভাবে নির্বাচিতদের সাক্ষাৎকার এবং মন্ত্রণায়ের সরাসরি দরখাস্তকারীদের মধ্যে যাদের শুধু হজ্জযাত্রী সংগ্রহের যৌক্তিক প্রমানপত্র রয়েছে শুধু তাদের সাক্ষাৎকার গ্রহন করা হবে। এমতাবস্থায়, সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হ’ল।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৫ সনের হজ্জযাত্রীদের পুলিশ ভেরিফিকেশন প্রকাশকরন
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা হতে প্রাপ্ত (আংশিক) ২০১৫ সনের হজ্জে গমনেচ্ছু হজ্জযাত্রীদের পুলিশ ভেরিফিকেশন তালিকা প্রকাশ করা হ’ল । পরবর্তি অংশ বাংলাদেশ পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ থেকে প্রাপ্তি সাপেক্ষে প্রকাশ করা হবে ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনসরকারী ব্যবস্থাপনার ঢাকা মহানগরী ও ঢাকা জেলার হজযাত্রীদের গ্রুপ গঠন ও প্রাথমিক প্রশিক্ষণ আয়োজন প্রসঙ্গে
২০১৫ সালের সরকারী ব্যবস্থাপনার ঢাকা মহানগরী ও ঢাকা জেলার হজযাত্রীদের গ্রুপ গঠন ও প্রাথমিত প্রশিক্ষণ আগামী ১১/০৭/২০১৫ তারিখ শনিবার সকাল ০৯.৩০ ঘটিকায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমস্থ সভাকক্ষে অনুষ্ঠিত হবে। গ্রুপ গঠন ও প্রাথমিত প্রশিক্ষণে সরকারী ব্যবস্থাপনার ঢাকা মহানগরী ও ঢাকা জেলার সকল হজযাত্রীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৫খ্রিঃ/১৪৩৬হিজরী সালে হজ্জযাত্রীদের বাড়ী ভাড়া খাবার সরবরাহ ও অন্যান্য বাবদ প্রতিজন হজ্জযাত্রীর জন্য সৌঃরিঃ ৬,৮০০ হারে সৌদি আরবে স্থানান্তর প্রসংগে।
উপর্যুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, ২০১৫খ্রিঃ/১৪৩৬হিজরী সালে বেসরকারী ব্যবস্থাপনায় গমনেচ্ছু হজ্জযাত্রীদের সৌদি আরবে বাড়ীভাড়া, খাবার সরবরাহ ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্য হজ্জযাত্রী প্রতি সৌঃরিঃ ৬,৮০০.০০ (সৌঃরিঃ ছয় হাজার আটশত) অথবা সমমান বাংলাদেশী টাকা সৌদি আরবে স্থানান্তরের লক্ষ্যে সরকার অনুমতি প্রদান করেছে । এমতাবস্থায়, হজ্জযাত্রীদের নামের তালিকা ও মোয়াল্লেম ফি জমাদানের প্রমান দাখিল সাপেক্ষ্যে সংশ্লিষ্ট হজ্জ এজেন্সীর মালিক/বৈধ প্রতিনিধির মাধ্যমে যথাযথ আর্থিক বিধি-বিধান অনুসরণ করতঃ সৌদি আরবে প্রয়োজনীয় সৌদি রিয়াল অথবা সমমান বাংলাদেশী টাকা স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করা হ’ল ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনবেসরকারি ব্যবস্থাপনায় হজ্জযাত্রীদের বিমানভাড়াসহ প্যাকেজের সমুদয় টাকা আদায় প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ে বাংলাদেশের সকল হজ্জ এজেন্সীদের দৃষ্টি আকর্ষণের জন্য হাব এর সভাপতি/মহাসচিবকে জানানো যাচ্ছে যে, ২০১৫ সনের হজ্জ প্যাকেজ অনুযায়ী বেসরকারী ব্যবস্থাপনার সকল হজ্জযাত্রীদের হজ্জ প্যাকেজের অবশিষ্ট সমুদয় টাকা যথা বিমান ভাড়া, পবিত্র মক্কা ও মদিনা শরীফের বাড়ী ভাড়া, সৌদি মোয়াল্লেমের চার্জ, অতিরিক্ত তাঁবু চার্জ, খাওয়ার টাকা ইত্যাদি সকল অর্থ এজেন্সী কর্তৃক হজ্জযাত্রীদের নিকট হতে আদায় পূর্বক হজ্জযাত্রী প্রতি বিমানের সম্পূর্ণ ভাড়া আগামী ১০.০৬.২০১৫ তারিখের মধ্যে সরকারের ব্যাংক হিসাবে জমা করতে হবে । (০২) এমতাবস্থায়, প্রত্যেক এজেন্সীর হজ্জযাত্রীদের নিকট হতে স্ব-স্ব প্যাকেজের উল্লিখিত অবশিষ্ট টাকা দ্রুত আদায় করে হজ্জযাত্রী প্রতি বিমান ভাড়া ১০.০৬.২০১৫ তারিখের মধ্যে সরকারের সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হ’ল ।(০৩) সরকার এ বিষয়ে হাব, সকল হজ্জ এজেন্সী এবং বেসরকারি ব্যবস্থাপনার সকল হজ্জযাত্রীদের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করছে ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুননাম ঠিকানা সঠিক নয় হজ্জযাত্রীদের পূনরায় পুলিশ ভেরিফিকেশনে প্রেরণ প্রসঙ্গে
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, ২০১৫ সনের হজ্জযাত্রীদের পুলিশ ভেরিফিকেশনে যে সকল হজ্জযাত্রীদের নাম ঠিকানা সঠিক নয়, তাদের তথ্য পূনরায় ভেরিফিকেশন করার জন্য Excel ফরমেটে পূরণ করে (Excel ফাইলটি নিম্ন থেকে ডাউনলোড করে নিন) hajjoffice9@gmail.com ই-মেইলে আগামী ০৯-০৬-২০১৫ ইং তারিখের মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ করা হ’ল।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনহজ্জ ২০১৫ (১৪৩৬ হিঃ) সনে হজ্জ পরিচালনাকারী ৩৬টি হজ্জ এজেন্সীকে (Red) করণ প্র্রসংগে।
সূত্রঃ বাংলাদেশ হজ্জ অফিস, জেদ্দার স্মারক নং- ১৬.০০৪.০০০০.০০০.০৫.০০২.২০১৪-১২৯, তারিখ-১৮.০৫.২০১৫ইং।
উপরোক্ত বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষন করা হল। বাংলাদেশ হজ্জ অফিস, জেদ্দা, সৌদি আরব হতে প্রাপ্ত পত্রে জানানো হয়েছে যে, হজ্জ ২০১৫ (১৪৩৬ হিজরী) মৌসুমে হজ্জযাত্রী প্রেরণকারী এজেন্সীর তালিকার মধ্যে মোট ৩৬টি হজ্জ এজেন্সীর কার্যক্রম রাজকীয় সৌদি সরকারের হজ্জ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ই-হজ্জ সিষ্টেমে বন্ধ (Red) রাখা হয়েছে। সৌদি আরবস্থ হজ্জ মন্ত্রণালয় কর্তৃক ই-হজ্জ সিষ্টেমে উক্ত এজেন্সীগুলোকে কার্যকর করা না হলে উহার কোন ডাটাই এন্ট্রি করা সম্ভব হবে না এবং তারা আগামী হজ্জে অংশগ্রহণ করতে পারবেন না মর্মে জানানো হয়েছে। এমতাবস্থায়, বিষয়টি উক্ত এজেন্সীগুলোকে অবহিতকরণসহ বিকল্প হজ্জ এজেন্সীতে হজ্জযাত্রী প্রেরণের বিষয়টি বিবেচনায় নেয়ার লক্ষ্যে বর্ণিত পত্রের ছায়ালিপি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে এতদসাথে প্রেরণ করা হলো।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনবিগত শেষ ০৫(পাঁচ) বছরে হজ্জ করেছেন এমন ব্যক্তি-কে হজ্জে না পাঠানো প্রসঙ্গে ।
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, বিগত শেষ ৫ (পাঁচ) বছরে হজ্জব্রত পালন করেছেন কিন্ত এ বছর পূনরায় হজ্জ করার লক্ষ্যে আবেদন করেছেন এমন ব্যক্তিদের সৌদি সরকারের সূত্রোক্তপত্রদ্বয়ের (পত্র্গুলো ডাউনলোড করে দেখুন) নির্দেশনার পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের হজ্জে যাওয়ার সুযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায়, বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিতকরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনসৌদি হজ্জ মন্ত্রণালয় কর্তৃক আরো ০৮টি হজ্জ এজেন্সীকে ব্লককরণ প্রসংগে।
উপর্যুক্ত বিষয়ে নিম্নোক্ত ০৮ টি এজেন্সীর কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে, সৌদি আরব হতে প্রাপ্ত পত্র মতে নিম্নে বর্ণিত ০৮টি এজেন্সীকে সৌদি হজ্জ মন্ত্রণালয় কর্তৃক ব্লক করা হয়েছে । এমতাবস্থায়, এই ০৮টি এজেন্সীকে নতুন এজেন্সীতে তাদের হজ্জযাত্রী স্থানান্তর করার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে অদ্য ১৯/০৪/২০১৫খ্রিঃ তারিখ সন্ধ্যা ৭.০০ টার মধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ্জ শাখায় প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো । অন্যথায় আজকের পরে বিষয়টি নিয়ে আর কোন কাজ করার সুযোগ থাকবে না। তালিকাটি ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৫ সনে হজ্জে গমণেচ্ছু বেসরকারী ব্যবস্থাপনার হজ্জযাত্রীদের ডাটা এন্ট্রি সংক্রান্ত
উপর্যুক্ত বিষয়ে অনুমোদিত সকল হজ্জ এজেন্সির স্বত্ত্বাধিকারী/ব্যবস্থাপনা পরিচালক/অংশীদার পরিচালক/চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে নিন্মরূপ সিদ্ধান্ত/কার্যক্রম গ্রহণের নির্দেশনা প্রদানের লক্ষ্যে নির্দেশক্রমে অনুরোধ করা হল । ১.স্ব-স্ব এজেন্সীর সিস্টেম থেকে ভূয়া এন্ট্রিকৃত হজ্জযাত্রীদের নাম দ্রুত ডিলেট করা । ২. ২৬/০২/২০১৫ ইং তারিখের মধ্যে ডাটা এন্ট্রিকৃত যাত্রীদের টাকা সংশ্লিস্ট ব্যাংক হিসেবে জমাদান করা । ৩. ২৬/০২/২০১৫ ইং তারিখের মধ্যে টাকা জমা না হলে যে সকল এজেন্সী হজ্জযাত্রীর বিপরীতে টাকা জমা প্রদান করবে না তাদের নাম ২৭/০২.২০১৫ তারিখে স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হবে/করে দেয়া হবে । কোন অবস্থাতেই ২৬/০২/২০১৫ রিপ্লেসমেন্ট/ভূলত্রুটি সংশোধনের সুযোগ থাকবে না । ৪. ফলস ডাটা/ ভূয়া এন্ট্রিকৃত হজ্জযাত্রীদের নাম ডিলিট না করা হলে সংশ্লিস্ট এজেন্সীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে । ৫. মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতীত রিপ্লেসমেন্ট এর অনুমোদন প্রদান করা হবে না । জমাকৃক মোয়াল্লেম ফি অফেরতযোগ্য। বিষয়টি অতীব জরুরী ও গুরুত্বপূর্ণ ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৫ খ্রিঃ (১৪৩৬ হিজরী) সনে এজেন্সী অনুযায়ী হজ্জযাত্রীদের ডাটা এন্ট্রির পরিসংখ্যান।
২০১৫ খ্রিঃ (১৪৩৬ হিজরী) সনে বেসরকারি ব্যবস্থাপনার হজ্জযাত্রীদের ডাটা এন্ট্রি সম্পন্ন হয়েছে । হজ্জযাত্রীদের ডাটা এন্ট্রির পরিসংখ্যান তারিখ এবং এজেন্সী অনুযায়ী সকলের অবগতির জন্য দেয়া হলো ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন