হজ্বযাত্রী সংবাদ
হজে যাওয়ার জন্য প্রথম ধাপ প্রাক্-নিবন্ধন:
সৌদি ‘ই হজ সিস্টেমের’ সঙ্গে সমন্বয়ের জন্য হজযাত্রীদের জন্য প্রাক্-নিবন্ধন পদ্ধতি চালু করা হয়েছে । নিজে অথবা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত বৈধ হজ এজেন্সির মাধ্যমে প্রাক-নিবন্ধনের প্রথম ধাপ সম্পন্ন করে পেমেন্ট ভাউচারসহ ব্যাংকে টাকা জমা দিন এবং আপনার প্রাক্-নিবন্ধন সনদ সংগ্রহ করুন । প্রতি বছরে সৌদি সরকারের সাথে চুক্তি মোতাবেক নির্ধারিত কোটা অনুযায়ী জাতীয় হজ ও ওমরাহ নীতির ধারার ভিত্তিতে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন হবে । প্রাক্-নিবন্ধন সংক্রান্ত কোন তথ্য জানার প্রয়োজন হলে ০৯৬০২৬৬৬৭০৭, ১৬১৩৬ (পরীক্ষামূলক) নম্বরে টেলিফোনে যোগাযোগ করতে পারবেন ।
প্রাক্-নিবন্ধন সংক্রান্ত তথ্য ও সহায়তার জন্য উপরের লিংকটিতে ক্লিক করুন।
প্রাক্-নিবন্ধন করতে যা লাগবে:
- জাতীয় পরিচয়পত্র, (১৮ বছরের নিচে বয়স যাদের, জাতীয় পরিচয়পত্র নেই সেক্ষেত্রে অভিভাবকের সঙ্গে জন্ম নিবন্ধন সনদ দিয়ে প্রাক নিবন্ধন করতে পারবেন) ।
- মোবাইল নম্বর (যেখানে এসএমএস পাবেন)
- সরকারি ব্যবস্থাপনার জন্য ৩০,০০০(ত্রিশ হাজার টাকা), বেসরকারি ব্যবস্থাপনার জন্য ৩০,৭৫২ (ত্রিশ হাজার সাতশত বায়ান্ন) টাকা জমা দিতে হবে ।
যেখানে প্রাক্-নিবন্ধন করা যাবে:
- ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে
- জেলা প্রশাসকের কার্যালয়
- ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়
- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত বৈধ হজ এজেন্সি
- পরিচালক, হজ অফিস, আশকোনা, ঢাকা
এর যেকোনো এক জায়গা থেকে হজযাত্রী নিজে অথবা তার প্রতিনিধি প্রাক্-নিবন্ধন করতে পারবেন ।
ধাপে ধাপে প্রাক্-নিবন্ধন:
প্রাক্-নিবন্ধনের প্রথম ধাপে জাতীয় পরিচয়পত্র তথ্য ভান্ডার থেকে (নাম, পিতার নাম, মাতার নাম, পেশা, জন্মতারিখ, স্থায়ী ঠিকানা, নারী/পুরুষ, বৈবাহিক অবস্থা) তথ্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে যাচাই হবে ।
হজযাত্রী সরকারি নাকি বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক সে সংক্রান্ত তথ্য ।
ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য ট্র্যাকিং নম্বরসংবলিত প্রিন্ট করা পেমেন্ট ভাইচারসহ সরকার নির্ধারিত ব্যাংকে (তালিকা পরে জানানো হবে) সরকারি ব্যবস্থাপনার জন্য ৩০,০০০ (ত্রিশ হাজার টাকা), বেসরকারি ব্যবস্থাপনার জন্য ৩০,৭৫২ (ত্রিশ হাজার সাতশত বায়ান্ন) টাকা জমা দিতে হবে ।
(উল্লেখ্য নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিলে পুনরায় প্রাক-নিবন্ধন করতে হবে।)
ব্যাংক টাকা পরিশোধের পর ব্যাংক থেকে হজের প্রাক্-নিবন্ধন সনদ দেওয়া হবে। (প্রাক নিবন্ধন সনদে জাতীয় পরিচয়পত্র তথ্য, প্রাক্-নিবন্ধন নম্বর, পাসপোর্টের তথ্য, ব্যাংকে টাকা জমা দেওয়া বিবরণ থাকবে) একই সঙ্গে হজযাত্রীর মোবাইল নম্বরে এসএমএস প্রেরণ করে প্রাক নিবন্ধন নিশ্চিত করা হবে ।
জাতীয় হজ নীতির আলোকে প্রাক্-নিবন্ধন নম্বর চলতি বছর হজে যাওয়ার জন্য নির্বাচিত হলে হজযাত্রীর মোবাইলে এসএমএস দেওয়া হবে ।
হজে যাওয়ার জন্য নির্বাচিত হলে হজযাত্রীর মোবাইলে এসএমএস পাওয়ার পর (নিবন্ধন কার্যক্রম শুরু হবে)। নির্ধারিত সময়ের মধ্যে হজ অফিস/ সংশ্লিষ্ট এজেন্সি প্রাক-নিবন্ধন তথ্য ভান্ডার থেকে হজ যাত্রীদের আবেদন অনলাইনে গ্রহণ করে প্যাকেজের সম্পূর্ণ টাকা পরিশোধ পরিশোধিত মর্মে হজ অফিস/ সংশ্লিষ্ট হজ এজেন্সি নিশ্চিত করলে পিলগ্রিম আইডি (PID) তৈরি হবে। সম্পূর্ন টাকা পরিশোধ করলে হজযাত্রীর মোবাইল নম্বরে এসএমএস প্রেরণ করে PID নিশ্চিত করা হবে। হজে যাওয়ার জন্য পিলগ্রিম আইডি অত্যাবশক ।
হজযাত্রীকে প্রদত্ত প্রাক পরিবর্তনযোগ্য প্রাক- নিবন্ধন নম্বর (serial) কোনভাবেই পরিবর্তনযোগ্য নয়। তাই হজে যাওয়ার প্রথম ধাপ প্রাক্-নিবন্ধন করুন ।
প্রাক্-নিবন্ধনে প্রাপ্ত তথ্যাদি পুলিশের বিশেষ শাখার মাধ্যমে যাচাই করা হবে ।
প্রাক্-নিবন্ধন বাতিল করতে চাইলে
প্রাক্-নিবন্ধন করে যদি হজে গমন না করেন তাহলে হজযাত্রীর অগ্রীম জমাকৃত জামানত থেকে সার্ভিস চার্জ ২ হাজার এবং প্রসেসিং ফি বাবদ ৩ হাজার মোট ৫ হাজার টাকা বাদ দিয়ে বাকি টাকা ফেরত পাবেন ।
১৮ বছরের নিচে বয়স যাদের
১৮ বছরের নিচে বয়স যাদের, জাতীয় পরিচয়পত্র নাই সেক্ষেত্রে অভিভাবকের সঙ্গে জন্ম নিবন্ধন সনদ দিয়ে প্রাক্-নিবন্ধন করতে পারবেন। ও পুলিশের বিশেষ শাখার মাধ্যমে যাচাই করা হবে ।
২০১৬(১৪৩৭ হি.) সালের হজ কার্যক্রমের সার্বিক তদারকির জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ হজ প্রতিনিধি দল-২০১৬ সৌদি আরব এসে পৌঁছেছেন
২০১৬(১৪৩৭ হি.) সালের সৌদি আরবে বাংলাদেশের হজ ব্যাবস্থাপনার সার্বিক কার্যক্রম তদারকির জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ হজ প্রতিনিধি দল সৌদি আরবে পৌঁছেছেন । ০৫-০৯-২০১৬ খ্রি. তারিখ বাংলাদেশ বিমানের বিজি-১০৯৫ ফ্লাইট যোগে ১৪ সদস্যের একটি দল মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে দুপুর ১.২৬ টার সময় জেদ্দা কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরন করেন । এরপর জেদ্দা এয়ারপোর্টস্থ বাংলাদেশ প্লাজায় কিছু সময় অবস্থান করেন এবং হজযাত্রীদের খোজ খবর নেন । তারপর পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে জেদ্দা হজ টার্মিনাল ত্যাগ করেন ।
হজযাত্রীদের বিমান টিকেট কনফার্মকরণের জন্য জরুরী বিজ্ঞপ্তিঃ
বিমানের টিকেটিং সংক্রান্ত একটি জরুরী বিজ্ঞপ্তি
এতদ্বারা সকল হজ্ টিকেটিং এজেন্ট ও ভিসা প্রাপ্ত সম্মানিত হজ যাত্রীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ বিমানে হজযাত্রা নিশ্চিত করার লক্ষ্যে যাবতীয় টিকেটিং কার্যক্রম আগামী ২৯শে আগষ্ট, ২০১৬ বিকাল ৫ ঘটিকার মধ্যে সম্পন্ন করার জন্য বিমান মতিঝিল অফিসে জরুরিভাবে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনহজের ওয়েবসাইট(www.hajj.gov.bd) এ হজযাত্রী অনুসন্ধান করার পদ্ধতি
সকলের সদয় অবগতির জন্য হজযাত্রী অনুসন্ধান করার পদ্ধতি নিম্নে সংযুক্ত আকারে প্রদান করা হলো । হজযাত্রী অনুসন্ধান করার পদ্ধতি ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনসরকার কর্তৃক মনোনীত নির্দিষ্ট সংখ্যক ধর্মপ্রাণ মসুলমানকে ২০১৬ খ্রিঃ/১৪৩৭ হিজরি সনে পবিত্র হজব্রত পালনের লক্ষ্যে সৌদি আরব প্রেরণ প্রসঙ্গে সংশোধিত তালিকা প্রকাশ
মোয়াল্লেম ফি ফেরত প্রাপ্তির লক্ষ্যে সংশ্লিষ্ট এজেন্সীর মালিক/প্রতিনিধিদের সচিবালয়ে প্রবেশের অনুমতি প্রদানের নিমিত্ত জারীকৃত পত্র
রাষ্ট্রীয় খরচে হজ পালনকারীদের পাসপোর্ট ও বিমান টিকেট এবং চেক সংগ্রহ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তিঃ
সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের খাবার টাকা ইসলামী ব্যাংক, হাজি ক্যাম্প, আশকোনা শাখা থেকে বিতরণের সময়সূচি প্রকাশ :
সকল হজযাত্রীর ভিসা আবেদনের হালনাগাদ অবস্থাসহ হজযাত্রীর তালিকাঃ
২০১৬ সালের হজে গমনেচ্ছুদের জানানো যাচ্ছে যে, ভিসা প্রাপ্ত হজযাত্রীদের তালিকা ওয়েবসাইটে (www.hajj.gov.bd) দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট হজ এজেন্সি সমূহকে অনতিবিলম্বে বিমানের টিকিট সংগ্রহ করে হজযাত্রীদের সৌদি আরবে প্রেরণের জন্যে অনুরোধ করা হলো। বিমানের টিকিট সংগ্রহে বিলম্বের কারণে হজযাত্রী প্রেরণে জটিলতা সৃষ্টি হলে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট হজ এজেন্সিকে বহন করতে হবে।
-ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
বিমানের ফ্লাইট বুকিং সংক্রান্ত যোগাযোগের ঠিকানা
বিমানের আগামী ২২ ই আগস্ট পর্যন্ত হজ ফ্লাইটে আসন খালি আছে । হজযাত্রা নিশ্চিত করতে বিমানের মতিঝিল সেলস অফিসে দ্রুত যোগাযোগ করুন বা 01777760372, 01777715513, 01711368028 মোবাইল নম্বরে ফোন করুন । উল্লেখিত তারিখ পর্যন্ত টিকেট পেতে সমস্যা হলে ঢাকা হজ অফিসে জানাতে পারেন ।
মৃত্যু ও গুরুতর অসুস্থতার কারণে হজযাত্রী প্রতিস্থাপন সংক্রান্ত জরুরি নোটিশ
বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮০০ কোটার মধ্য থেকে অবশিষ্ট ৭৪৪ জনের নিবন্ধন প্রসংগে জরুরী বিজ্ঞপ্তি (হালনাগাদ)।
এতদ্বারা হজ এজেন্সির মালিক/ প্রতিনিধিগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি সুত্র নং-১৬.০০.০০০০.০০৩.১৮.০১১.১৬-১২৮০ অনুযায়ী প্রাক-নিবন্ধিত সিরিয়াল ৯৪৮৭৯ হতে ৯৫৭৩৫ এর মধ্যে ৭৪৪ জন হজযাত্রীর নিবন্ধনের টাকা আজ ১৬ আগস্ট, ২০১৬ রাত ৮:০০ ঘটিকা পর্যন্ত ব্যাংকে জমা দেওয়া যাবে। আপনার সুবিধার জন্য দ্রুত ব্যাংকে টাকা জমা দিন এবং নিবন্ধন নিশ্চিত করুন।
বিজ্ঞপ্তি সুত্র নং-১৬.০০.০০০০.০০৩.১৮.০১১.১৬-১২৮০
এতদ্বারা হজ এজেন্সির মালিক/ প্রতিনিধিগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি সুত্র নং-১৬.০০.০০০০.০০৩-১২৬৩ অনুযায়ী প্রাক-নিবন্ধিত সিরিয়াল ৯৪৮৭৯ হতে ৯৫৭৩৫ এর মধ্যে যেসকল হজ এজেন্সি নিবন্ধনের আবেদন করেছেন, তারা আজ বিকাল ৫:০০ ঘটিকার মধ্যে ব্যাংকে টাকা জমা দিয়ে নিবন্ধন নিশ্চিত করুন। আপনার সুবিধার জন্য দ্রুত ব্যাংকে টাকা জমা দিন।
এতদ্বারা হজ এজেন্সির মালিক/ প্রতিনিধিগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হজ এজেন্সির জরুরি কার্যে সহযোগিতার জন্য আগামীকাল সোমবারও হজ অফিস খোলা থাকবে এবং বিজ্ঞপ্তি সুত্র নং-১৬.০০.০০০০.০০৩-১২৬৩ অনুযায়ী প্রযোজ্য আবেদন গ্রহণ করা হবে। আপনার সুবিধার জন্য দ্রুত আবেদন জমা দিন।
বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮০০ কোটার মধ্য থেকে অবশিষ্ট ৭৪৪ জনের নিবন্ধন প্রসংগে জরুরী বিজ্ঞপ্তি- তারিখ-১৩/০৮/২০১৬ খ্রিঃ । (বাংলাদেশ হজ অফিস, মক্কা এর ১২/০৮/২০১৬ তারিখের ৩০৪ স্মারকের পত্রসহ)
বিজ্ঞপ্তি সুত্র নং-১৬.০০.০০০০.০০৩-১২৬৩ অনুযায়ী অবশিষ্ট সমসংখ্যক অপেক্ষমান প্রাক নিবন্ধনকৃত হজে গমনেচ্ছুগণের তালিকা
সৌদি আরবের স্মারক নং ১৬.০৪.০০০০.০০০.১৮.০০৬.২০১৫-৩০৪ অনুযায়ী হজ এজেন্সির তালিকা
সিরিয়াল ৯৩৮৭৯ থেকে ৯৫৭৩৫ এর মধ্যে যে সকল রেকর্ডস বিবেচনা করা যায় নাই তার তালিকা