hms_bangla_logo

  • English
  • বাংলা

হজ্বযাত্রী সংবাদ

 হজে যাওয়ার জন্য প্রথম ধাপ প্রাক্-নিবন্ধন:

সৌদি ‘ই হজ সিস্টেমের’ সঙ্গে সমন্বয়ের জন্য হজযাত্রীদের জন্য প্রাক্-নিবন্ধন পদ্ধতি চালু করা হয়েছে । নিজে অথবা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত বৈধ হজ এজেন্সির মাধ্যমে প্রাক-নিবন্ধনের প্রথম ধাপ সম্পন্ন করে পেমেন্ট ভাউচারসহ ব্যাংকে টাকা জমা দিন এবং আপনার  প্রাক্-নিবন্ধন সনদ সংগ্রহ করুন । প্রতি বছরে সৌদি সরকারের সাথে চুক্তি মোতাবেক নির্ধারিত কোটা অনুযায়ী জাতীয় হজ ও ওমরাহ নীতির ধারার ভিত্তিতে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন হবে । প্রাক্-নিবন্ধন সংক্রান্ত কোন তথ্য জানার প্রয়োজন হলে ০৯৬০২৬৬৬৭০৭, ১৬১৩৬ (পরীক্ষামূলক) নম্বরে টেলিফোনে যোগাযোগ করতে পারবেন ।

প্রাক্-নিবন্ধন সংক্রান্ত তথ্য ও সহায়তার জন্য উপরের লিংকটিতে ক্লিক করুন।

প্রাক্-নিবন্ধন করতে যা লাগবে:

  • জাতীয় পরিচয়পত্র, (১৮ বছরের নিচে বয়স যাদের, জাতীয় পরিচয়পত্র নেই সেক্ষেত্রে অভিভাবকের সঙ্গে  জন্ম  নিবন্ধন সনদ দিয়ে প্রাক নিবন্ধন করতে পারবেন) ।
  • মোবাইল নম্বর (যেখানে এসএমএস পাবেন)
  • সরকারি ব্যবস্থাপনার জন্য ৩০,০০০(ত্রিশ হাজার টাকা), বেসরকারি ব্যবস্থাপনার জন্য ৩০,৭৫২ (ত্রিশ হাজার সাতশত বায়ান্ন) টাকা জমা দিতে হবে ।

যেখানে প্রাক্-নিবন্ধন করা যাবে:

  • ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে
  • জেলা প্রশাসকের কার্যালয়
  • ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়
  • ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত বৈধ হজ এজেন্সি
  • পরিচালক, হজ অফিস, আশকোনা, ঢাকা

এর যেকোনো এক জায়গা থেকে  হজযাত্রী নিজে অথবা তার প্রতিনিধি প্রাক্-নিবন্ধন করতে পারবেন  ।

ধাপে ধাপে প্রাক্-নিবন্ধন:

প্রাক্-নিবন্ধনের প্রথম ধাপে জাতীয় পরিচয়পত্র তথ্য ভান্ডার থেকে (নাম, পিতার নাম, মাতার নাম,  পেশা, জন্মতারিখ, স্থায়ী ঠিকানা, নারী/পুরুষ, বৈবাহিক অবস্থা) তথ্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে যাচাই হবে ।

হজযাত্রী সরকারি নাকি বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক সে সংক্রান্ত  তথ্য ।

ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য ট্র্যাকিং নম্বরসংবলিত প্রিন্ট করা পেমেন্ট ভাইচারসহ সরকার নির্ধারিত ব্যাংকে (তালিকা পরে জানানো হবে) সরকারি ব্যবস্থাপনার জন্য ৩০,০০০ (ত্রিশ হাজার টাকা),  বেসরকারি ব্যবস্থাপনার জন্য ৩০,৭৫২ (ত্রিশ হাজার সাতশত বায়ান্ন) টাকা জমা দিতে হবে ।

(উল্লেখ্য নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিলে পুনরায় প্রাক-নিবন্ধন করতে হবে।)

ব্যাংক টাকা পরিশোধের পর ব্যাংক থেকে হজের প্রাক্-নিবন্ধন সনদ দেওয়া হবে। (প্রাক নিবন্ধন সনদে জাতীয় পরিচয়পত্র তথ্য, প্রাক্-নিবন্ধন নম্বর, পাসপোর্টের তথ্য, ব্যাংকে টাকা জমা দেওয়া বিবরণ থাকবে) একই সঙ্গে হজযাত্রীর মোবাইল নম্বরে এসএমএস প্রেরণ করে প্রাক নিবন্ধন নিশ্চিত করা হবে ।

জাতীয় হজ নীতির আলোকে প্রাক্-নিবন্ধন নম্বর চলতি বছর হজে যাওয়ার জন্য নির্বাচিত হলে হজযাত্রীর মোবাইলে এসএমএস দেওয়া হবে ।

হজে যাওয়ার জন্য নির্বাচিত হলে হজযাত্রীর মোবাইলে এসএমএস পাওয়ার পর (নিবন্ধন কার্যক্রম শুরু হবে)।  নির্ধারিত সময়ের মধ্যে হজ অফিস/ সংশ্লিষ্ট এজেন্সি প্রাক-নিবন্ধন তথ্য ভান্ডার থেকে হজ যাত্রীদের আবেদন অনলাইনে গ্রহণ করে প্যাকেজের সম্পূর্ণ টাকা পরিশোধ পরিশোধিত মর্মে হজ অফিস/ সংশ্লিষ্ট  হজ এজেন্সি নিশ্চিত করলে পিলগ্রিম আইডি (PID) তৈরি হবে। সম্পূর্ন টাকা পরিশোধ করলে হজযাত্রীর মোবাইল নম্বরে এসএমএস প্রেরণ করে PID নিশ্চিত করা হবে। হজে যাওয়ার জন্য পিলগ্রিম আইডি অত্যাবশক ।

হজযাত্রীকে প্রদত্ত প্রাক পরিবর্তনযোগ্য প্রাক- নিবন্ধন নম্বর (serial) কোনভাবেই পরিবর্তনযোগ্য নয়। তাই হজে যাওয়ার প্রথম ধাপ  প্রাক্-নিবন্ধন করুন ।

প্রাক্-নিবন্ধনে প্রাপ্ত তথ্যাদি পুলিশের বিশেষ শাখার মাধ্যমে যাচাই করা হবে ।

প্রাক্-নিবন্ধন বাতিল করতে চাইলে

প্রাক্-নিবন্ধন করে যদি হজে গমন না করেন তাহলে হজযাত্রীর অগ্রীম জমাকৃত জামানত থেকে সার্ভিস চার্জ ২ হাজার এবং প্রসেসিং ফি বাবদ ৩ হাজার  মোট ৫ হাজার টাকা বাদ দিয়ে বাকি টাকা ফেরত পাবেন ।

১৮ বছরের নিচে বয়স যাদের

১৮ বছরের নিচে বয়স যাদের, জাতীয় পরিচয়পত্র নাই সেক্ষেত্রে অভিভাবকের সঙ্গে জন্ম নিবন্ধন সনদ দিয়ে প্রাক্-নিবন্ধন করতে পারবেন। ও পুলিশের বিশেষ শাখার মাধ্যমে যাচাই করা হবে ।


হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধন, হজ ক্যাম্পে যোগাযোগ ও কলসেন্টার স্থাপন ।

ফেব্রুয়ারি 9, 2016

৮ ফেব্রুয়ারি, ২০১৬ হজ অফিস, আশকোনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের উপস্থিতিতে হজযাত্রীদের প্রাক্-নিবন্ধন সংক্রান্ত তথ্য প্রদানের জন্য হজ অফিসে কলসেন্টার স্থাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সরেজমিন পরিদর্শন হয় । সচিব মহোদয় পুরো হজ ক্যাম্প ঘুরে দেখেন । অতপর হজে গমনেচ্ছু ব্যক্তিদের তথ্য সরবরাহের বিষয়টি নিশ্চিত করার নিমিত্ত হজ ক্যাম্পে যোগাযোগ ও কলসেন্টার স্থাপনের জন্য কক্ষ নির্বাচন করা হয় । সচিব মহোদয় অবিলম্বে যোগাযোগ ও কলসেন্টার স্থাপনের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে যোগাযোগ ও কলসেন্টার চালু করার জন্য বিজনেস অটোমেশন লিঃ কে নির্দেশনা প্রদান করেন ।
hajj_ofice_visit_20160208

২০১৬ সালের হজে প্রাক্-নিবন্ধনের সঙ্গে সংশ্লিষ্ট এক্সিকিউটিভদের প্রশিক্ষণ কার্যক্রম হজ অফিস, আশকোনা, ঢাকাতে শুরু হলো ।

ফেব্রুয়ারি 13, 2016

আজ ১৩ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখ হতে প্রাক্-নিবন্ধনের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে বিজনেস অটোমেশন লিঃ স্থাপিত কলসেন্টারের এক্সিকিউটিভদের জন্য বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয় ।  পর্যায়ক্রমে প্রাক্-নিবন্ধনের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ চলবে ।  উল্লেখ্য ২৮ জানুয়ারি, ২০১৬  হতে প্রাক্-নিবন্ধনের জন্য প্রস্ততি ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে ।

প্রাক্-নিবন্ধনের জন্য প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু

ফেব্রুয়ারি 8, 2016

২০১৬ সালের প্রাক্-নিবন্ধনের জন্য প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে ।  ২৭ শে জানুয়ারি, ২০১৬, সালে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের পক্ষে বিজনেস বিজনেস অটোমেশন লিঃ কারিগরী কার্যাবলী শুরু করেছে ।  প্রয়োজনীয় অবকাঠামো ও সফটওয়্যার ধাপে ধাপে বাস্তবায়ন করার কাজ চলছে ।  সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে সমন্বয়সাপেক্ষে শীঘ্রই প্রাক্-নিবন্ধন ব্যবস্থার  উপর প্রশিক্ষণ দেয়া হবে ।  সৌদি সরকারের সাথে দ্বি-পাক্ষিক চুক্তির পর প্রাক্-নিবন্ধন ব্যবস্থার সম্ভাব্য উদ্বোধনী তারিখ জানানো হবে ।

হজ চিকিৎসক দল- ২০১৫ (১৪৩৬ হিঃ) এর প্রথম ব্যাচের সদস্যগণের কর্ম সমাপ্তি প্রষঙ্গেঃ

সেপ্টেম্বর 28, 2015

২০১৫ (১৪৩৬ হিঃ) সালের হজ  মৌসুমে সৌদি আরবে হজ ব্যবস্থাপনা কাজে প্রয়োজনীয় সহায়তা দানের জন্য বাংলাদেশ থেকে আগত হজ চিকিৎসক দল-২০১৫ (১৪৩৬ হিঃ) এর প্রথম ব্যাচের সদস্যগণকে বাংলাদেশ হজ অফিস, সৌদি আরব কার্যালয় থেকে অবমুক্ত করা হ’ল।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

আজ পবিত্র হজ

সেপ্টেম্বর 23, 2015

আজ ৯ জিলহজ্জ , ১৪৩৬ হিজরী ( ২৩ সেপ্টেম্বর, ২০১৫ ইং) বুধবার উকুফে আরাফাহ্, পবিত্র হজের দিন। বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে পবিত্র হজের উদ্দেশ্যে আগত হজযাত্রীগণ সমবেত হচ্ছেন আরাফার ময়দানে এবং পালন করছেন পবিত্র হজের প্রথম ও প্রধান ফরয। লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক………………… ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর। সারাদিন আরাফায় অবস্থান করে সূর্যাস্তের পর হতে হাজীগণ মুযদালিফার উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে রাত্রিযাপন শেষে আগামীকাল ১০ জিলহজ্জ, ১৪৩৬ হিজরী পূনরায় মিনাতে ফিরে আসবেন এবং পর্যায়ক্রমে হজের অন্যান্য কার্যাবলী সম্পন্ন করবেন।

২০১৫ সালের হাজীগণের দেশে ফেরা শুরু

সেপ্টেম্বর 28, 2015

মহান আল্লাহর অশেষ মেহেরবাণীতে পবিত্র হজ্জব্রত পালন শেষে ২৭ সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ০৪:৪০ মিনিটে সৌদি এয়ার লাইন্সের নিয়মিত ফ্লাইট SV-804 যোগে ৩০৫ জন সম্মানিত হাজী হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন। এই সময়ে আগত হাজীগণের আত্মীয়-স্বজন উপস্থিত থেকে তাঁদেরকে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান। উল্লেখ্য যে, ফিরতি হজ ফ্লাইট ২৮ সেপ্টেম্বর, ২০১৫ থেকে শুরু হয়ে চলবে ২৮ অক্টোবর, ২০১৫ পর্যন্ত।

Arrival in BD

হজ প্রশাসনিক দল- ২০১৫ (১৪৩৬ হিঃ) এর প্রথম ব্যাচের সদস্যগণের কর্ম সমাপ্তি প্রষঙ্গেঃ

সেপ্টেম্বর 28, 2015

২০১৫ (১৪৩৬ হিঃ) সালের হজ  মৌসুমে সৌদি আরবে হজ ব্যবস্থাপনা কাজে প্রয়োজনীয় সহায়তা দানের জন্য বাংলাদেশ থেকে আগত হজ প্রশাসনিক দল-২০১৫ (১৪৩৬ হিঃ) এর প্রথম ব্যাচের সদস্যগণকে বাংলাদেশ হজ অফিস, সৌদি আরব কার্যালয় থেকে অবমুক্ত করা হ’ল।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

বাংলাদেশ হজ অফিস, মক্কা এর সভাকক্ষে জরুরী সভা

সেপ্টেম্বর 27, 2015

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এর সভাপতিেত্ব ২০১৫ খ্রিঃ/১৪৩৬ হিজরী সালের অনুষ্ঠিত হজ্জ পরবর্তী সার্বিক বিষয়াদি হজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সাথে পর্যলোচনার জন্য অদ্য ২৭.০৯.২০১৫ তারিখ রোজ রবিবার রাত ১০:০০ টায় বাংলাদেশ হজ অফিস, মক্কা-আল-মোকাররমা, সৌদি আরব এর সভাকক্ষে (লিফটের S ফ্লোরে) জরুরী সভা আহ্বান করা হয়েছে।

উক্ত সভায় উপস্থিত হয়ে/উপযুক্ত প্রতিনিধি প্রেরণপূর্বক মূল্যবান পরামর্শ প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করছি।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

বিশেষ বিজ্ঞপ্তি

সেপ্টেম্বর 19, 2015

আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এ বছর হজ্জ ২০১৫ এর বর্ধিত কোঠার সর্বমোট সংখ্যা ছিল ৫০০০। HAAB হইতে প্রাথমিক ভাবে ৫৫২৪ জনের বরাদ্ধ দেওয়া হয় । সেই তালিকা হতে এজেন্সীগুলো ৫০২৬টি পাসপোর্টের লজমেন্ট করে  এবং সেখান থেকে পেমেন্ট প্রাপ্তি ও স্ক্যানকৃত শেষ পর্যন্ত ৫০০১টি পাসপোর্টের MOFA Sent করা  হয়। সেই মোতাবেক ১৮-০৯-২০১৫ ইং তারিখের সন্ধ্যাকালীন সময় পযর্ন্ত তথ্য সম্ভবলিত এজেন্সী ওয়ারী MOFA কৃত হজ্জ যাত্রীর একটি তালিকা সকলের অবগতির জন্য এ্তদ সঙ্গে সংযুক্ত করা হল। এখানে উল্লেখ্য যে, সৌদি কর্তৃপক্ষ e-Haj সিস্টেমে লজমেন্ট কার্যক্রম বন্ধ করে দিয়েছে ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

মিনায় দুর্ঘটনায় বাংলাদেশি হাজীদের তখ্য জানাতে হটলাইন:

সেপ্টেম্বর 24, 2015

মিনায়  দুর্ঘটনায় বাংলাদেশি হাজীদের তখ্য সংগ্রহের জন্য সৌদি আরবে হটলাইন খোলা হয়েছে। তথ্য জানাতে নিম্নলিখিত নম্বরে ফোন করার জন্য অনুরোধ করা যাচ্ছে:

সৌদিস্থ বাংলাশে দূতাবাস: +৯৬৬৫৩৭৩৭৫৮৫৯ এবং +৯৬৬৫০৯৩৬০০৮২; আইটি হেল্পডেস্ক (হজ): +৯৬৬৫৪০৭১৯২৬৩

ম্যাপ সংগ্রহ সংক্রান্ত বিজ্ঞপ্তিঃ

সেপ্টেম্বর 16, 2015

এতদ্বারা সম্মানিত হজ এজেন্সী কর্তৃপক্ষ এবং হজ গাইডগণকে মিনা এবং আরাফাতের ম্যাপ বাংলাদেশ হজ অফিসের আইটি সেল (মক্কা, মক্কা মেডিকেল এবং মদিনা) থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আগামীকাল পবিত্র হজ্জ

সেপ্টেম্বর 22, 2015

আগমীকাল বুধবার, ৯ই জ্বিলহ্জ্জ, ১৪৩৬ হিজরী ( ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ খ্রিঃ) উকুফে আরাফাহ্, পবিত্র হজ্জের দিন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখ লাখ হজ্জযাত্রীগণ আগমীকাল আরাফায় অবস্থান করবেন এবং সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আরাফাহ্ ত্যাগ করে মুজদালিফায় গমনের মাধ্যমে পালন করবেন হজ্জের প্রথম এবং প্রধান ফরজ। এই দিন লাখ লাখ হজ্জযাত্রীগণের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা-শারিকা লাকা লাব্বাইক……………ধ্বনিতে মুখরিত থাকবে আরাফাহ প্রান্তর।