Notices of Hajj office, Jeddah
সহায়ক দল-২০১৭ এর কর্মকর্তা/কর্মচারীদের সৌদি আরবে কর্মকাল সংক্রান্ত প্রত্যয়নপত্র
এতদ্বারা প্রত্যয়ন করা যাচ্ছে যে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গত ২৪.০৭.২০১৭ খ্রি. তারিখের ১৬.০০.০০০০.০০৩.৩৮.০০৪.১৭-১১৯১ নম্বর জি.ও মোতাবেক হজ সহায়ক দল-২০১৭ এর নিম্নবর্ণিত সদস্যগণ কাউন্সেলর (হজ), বাংলাদেশ হজ অফিস, মক্কা-আল মোকাররমায় যোগদান করেন। সহায়ক দল-২০১৭ এর কর্মকর্তা/কর্মচারীদের সৌদি আরবে কর্মকাল সংক্রান্ত প্রত্যয়নপত্র নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনজেদ্দা হজ টার্মিনালের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিতকরণ বিজ্ঞপ্তি
সংশ্লিষ্ট সকলের সগতির জন্য জানানো যাচ্ছে যে, জেদ্দা কিং আব্দুল আজিজ আর্ন্তজাতিক বিমান বন্দরের হজ টার্মিনালে এখন হজযাত্রীদের উপচেপড়া ভীড়। সারা পৃথিবী থেকে হজযাত্রী নিয়ে একের পর এক ফ্লাইট অবতরণ করছে । নির্দিষ্ট সংখ্যক ইমিগ্রেশন পয়েন্ট দিয়ে অসংখ্য হজযাত্রীর ইমিগ্রেশন করতে হচ্ছে। ফলে হজযাত্রীদের ফ্লাইট থেকে অবতরণ করার পর ইমিগ্রেশন প্রক্রিয়া শুরু করতে গড়ে ৫ ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। ইমিগ্রেশন লাইনে অপেক্ষা করতে হচ্ছে আরো এক ঘণ্টা। ইমিগ্রেশন সম্পন্ন করার পর মক্কার উদ্দেশ্যে বাসে উঠার জন্য নির্দিষ্ট প্লাজায় আরো ১-২ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। সব মিলিয়ে জেদ্দা এয়ারপোর্টে প্রায় ৬-৭ ঘণ্টা হজযাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে।
এমতাবস্থায় বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদেরকে জেদ্দা হজ টার্মিনালের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আসার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৭ খ্রি, সনে IBAN এর মাধ্যমে সৌদি আরবে অর্থ প্রেরণের জন্য হজ কার্যক্রম পরিচালনাকারী ৬৩৫টি হজ এজেন্সির নিবন্ধিত হজযাত্রীর সংখ্যাসহ এজেন্সির স্ব-স্ব ব্যাংক একাউন্টের তথ্য সরবরাহকরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি
২০১৭ খ্রি, সনে IBAN এর মাধ্যমে সৌদি আরবে অর্থ প্রেরণের জন্য হজ কার্যক্রম পরিচালনাকারী ৬৩৫টি হজ এজেন্সির নিবন্ধিত হজযাত্রীর সংখ্যাসহ এজেন্সির স্ব-স্ব ব্যাংক একাউন্টের তথ্য সরবরাহকরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিটি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনসৌদি হজ্জ মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশী S.B AGHA & Co(H.L-124) নামক হজ এজেন্সীর লাইসেন্স বাতিল প্রসঙ্গে
সৌদি হজ্জ মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশী S.B AGHA & Co(H.L-124) নামক হজ এজেন্সীর লাইসেন্স বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তিটি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন
হজ-২০১৭(১৪৩৮ হিজরি) উপলক্ষ্যে রাজকীয় সৌদি সরকারের হজ ও ওমরাহ্ মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত “হজ কার্যক্রম পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা”
হজ-২০১৭(১৪৩৮ হিজরি) উপলক্ষ্যে রাজকীয় সৌদি সরকারের হজ ও ওমরাহ্ মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত “হজ কার্যক্রম পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা” এর বিস্তারিত নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
হজ-২০১৭(১৪৩৮ হিজরি) উপলক্ষ্যে রাজকীয় সৌদি সরকারের হজ ও ওমরাহ্ মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত হাজীদের আবাসন ভাড়া সংক্রান্ত প্রজ্ঞাপন
হজ-২০১৭(১৪৩৮ হিজরি) উপলক্ষ্যে রাজকীয় সৌদি সরকারের হজ ও ওমরাহ্ মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত হাজীদের আবাসন ভাড়া সংক্রান্ত প্রজ্ঞাপনটির বিস্তারিত নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।