hms_logo

  • English
  • বাংলা

News and Info

১৯/০৪/২০১৬ খ্রিঃ তারিখ বিকাল ৫:০০টা পর্যন্ত প্রাক্-নিবন্ধন সংক্রান্ত প্রতিবেদন

April 19, 2016

(প্রাক্-নিবন্ধনের সময় সকাল ১০:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত)

সরকারি ব্যবস্থাপনা

১. সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের ডাটা এট্রির সংখ্যা: ৪,৪৫৭ জন।
২. সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজেগমনেচ্ছুর সংখ্যা: ৩,৭৬১ জন।

বেসরকারি ব্যবস্থাপনা:

১. বেসরকারি ব্যবস্থাপনায়হজেগমনেচ্ছুর ডাটা এন্ট্রির সংখ্যা: ১৩৯,১৩১ জন।
২. বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধিত হজেগমনেচ্ছুর সংখ্যা: ১৩২,৯০২ জন

 

অন্যান্য তথ্য:

১. ডাটা এন্ট্রিকৃত হজে গমনেচ্ছুদের মধ্যে পুরুষ ৯৫,৭৪৯ জন এবং মহিলা ৪৭,৮৩৯ জন।
২. ডাটা এন্ট্রিকৃত হজেগমনেচ্ছুর মধ্যে ১৮ বছরের নীচে ১৩৬৬ জন, প্রবাসী ১১০৫ জন, এবং ১৮ বছরের ঊর্ধেব ১৪১,১১৭ জন।
(মোট: প্রাক-নিবন্ধিত সরকারি -৩,৭৬১+ বেসরকারি –১৩২,৯০২= ১৩৬,৬৬৩ জন )।

হজ সংশ্লিষ্ট নীতিমালার আলোকে ১৪৩৭ হিজরি(২০১৬ খ্রিঃ) হজ মৌসুমে হজ অফিস ও হজ এজেন্সির কার্যক্রম, হজযাত্রীদের আগমন, প্রত্যাগমন, হাজী শরে যাতায়াতসহ অন্যান্য কার্যাবলীর সুনির্দিষ্ট সময়সীমা নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।

April 20, 2016
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

প্রাক-নিবন্ধন সার্ভার মেইন্টেনেন্স সংক্রান্ত বিজ্ঞপ্তিঃ

April 18, 2016

মেইন্টেনেন্স কাজ শেষ হয়েছে এবং প্রাক-নিবন্ধনের ব্যাংক সার্ভার এখন চালু আছে।

প্রাক-নিবন্ধনের ব্যাংক সার্ভার মেইন্টেনেন্স কাজের জন্য  দূপুর ০১.৩০ টা   থেকে ০২.০০ টা  পর্যন্ত বন্ধ থাকবে । মেইন্টেনেন্স  শেষে সার্ভার যথারীতি চালু হবে । সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ।

লীড এজেন্সি সমঝোতাপত্র স্বাক্ষরের তারিখ ও সময় বর্ধিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

April 17, 2016

লীড এজেন্সি সমঝোতাপত্র স্বাক্ষরের তারিখ ও সময় বর্ধিতকরণ সম্পর্কিত বিস্তারিত নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

১৮/০৪/২০১৬ খ্রিঃ তারিখ বিকাল ৫:০০টা পর্যন্ত প্রাক্-নিবন্ধন সংক্রান্ত প্রতিবেদন

April 18, 2016

(প্রাক্-নিবন্ধনের সময় সকাল ১০:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত)

সরকারি ব্যবস্থাপনা:

১. সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের ডাটা এট্রির সংখ্যা: ৪,৩৮০ জন ।

২. সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজে গমনেচ্ছুর সংখ্যা: ৩,৭১২ জন ।

বেসরকারি ব্যবস্থাপনা:

১. বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুর ডাটা এন্ট্রির সংখ্যা: ১৩৯,০৩৬ জন ।

২. বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধিত হজে গমনেচ্ছুর সংখ্যা: ১৩২,৮০৯ জন

অন্যান্য তথ্য:

১. ডাটা এন্ট্রিকৃত হজে গমনেচ্ছুদের মধ্যে পুরুষ ৯৫,৬২২ জন এবং মহিলা ৪৭,৭৯৪ জন ।

২. ডাটা এন্ট্রিকৃত হজে গমনেচ্ছুর মধ্যে ১৮ বছরের নীচে ১৩৬২ জন, প্রবাসী ১১০২ জন, এবং ১৮ বছরের ঊর্ধেব ১৪০,৯৫২ জন

(মোট: প্রাক-নিবন্ধিত সরকারি – ৩,৭১২ + বেসরকারি – ১৩২,৮০৯ = ১৩৬,৫২১ জন ) ।

২০১৫ সনের হজে বিভিন্ন এজেন্সীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের রিভিউ শুনানি (২০.০৪.২০১৬ খ্রিঃ)

April 18, 2016

২০১৫ সনের হজ্জে বেসরকারী ব্যবস্থাপনায় সম্পৃক্ত বিভিন্ন হজ এজেন্সীর বিরুদ্ধে সৌদি আরবের মক্কা, মদীনা ও জেদ্দায় এবং বাংলাদেশে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে সরকার কর্তৃক নিম্নবর্ণিত হজ এজেন্সীগুলোকে পৃথক পৃথক শাস্তি প্রদান করা হয়েছে। শাস্তিপ্রাপ্ত হজ এজেন্সীগুলো কর্তৃক দাখিলকৃত রিভিউ আবেদনের প্রেক্ষিতে জাতীয় হজ ও ওমরাহ নীতি-১৪৩৭হিজরী/২০১৬খ্রিঃ মোতাবেক গঠিত রিভিউ কমিটি কর্তৃক আগামী ২০.০৪.২০১৬ খ্রিঃ, সকাল ১১.০০ টায় সচিব মহোদয়ের অফিস কক্ষে (ভবন নং-৮, কক্ষ নং- ১০১, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) শুনানী গ্রহণ করা হবে। বর্ণিত অবস্থায়, সংশ্লিষ্ট হজ এজেন্সীর স্বত্ত্বাধিকারী/যথাযথ প্রতিনিধিকে তাদের রিভিউ আবেদনের স্বপক্ষীয় প্রয়োজনীয় কাগজপত্রাদি/তথ্য/প্রমানাদিসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

১৭/০৪/২০১৬ খ্রিঃ তারিখ বিকাল ৫:০০টা পর্যন্ত প্রাক্-নিবন্ধন সংক্রান্ত প্রতিবেদন

April 17, 2016

(প্রাক্-নিবন্ধনের সময় সকাল ১০:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত)
সরকারি ব্যবস্থাপনা:
১. সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের ডাটা এট্রির সংখ্যা: ৪৩৩৯ জন।
২. সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজে গমনেচ্ছুর সংখ্যা: ৩৬৮৭ জন।

বেসরকারি ব্যবস্থাপনা:
১. বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুর ডাটা এন্ট্রির সংখ্যা: ১৩৮,৯১১ জন।
২. বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধিত হজে গমনেচ্ছুর সংখ্যা: ১৩২,৭১২ জন

অন্যান্য তথ্য:
১. ডাটা এন্ট্রিকৃত হজে গমনেচ্ছুদের মধ্যে পুরুষ ৯৫,৫০২ জন এবং মহিলা ৪৭,৭৪৮ জন।
২. ডাটা এন্ট্রিকৃত হজে গমনেচ্ছুর মধ্যে ১৮ বছরের নীচে ১৩৬৩ জন, প্রবাসী ১০৯৮ জন, এবং ১৮ বছরের ঊর্ধেব ১৪০,৭৮৯ জন।
(মোট: প্রাক-নিবন্ধিত সরকারি – ৩৬৮৭ + বেসরকারি – ১৩২,৭১২ = ১৩৬,৩৯৯ জন )।

লীড এজেন্সি নির্ধারণ এবং সর্বনিম্ন কোটাপূরণ বিষয়ক সমঝোতাপত্র

April 16, 2016

১৪৩৭ হিজরী/২০১৬ খ্রি. সনের পবিত্র হজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে গত ১৪.০২.২০১৬ খ্রি. তারিখে রাজকীয় সৌদি সরকারের সাথে বাংলাদেশ সরকারের দ্বি-পাক্ষিক হজচুক্তি সম্পাদিত হয় । হজচুক্তির ৩য় অনুচ্ছেদের ১৩ নং শর্তানুযায়ী কোন এজেন্সিকে সর্বনিম্ন ১৫০ (একশত পঞ্চাশ) জন হজযাত্রী প্রেরণ হবে । যে সকল হজ এজেন্সী নূন্যতম ১৫০ (একশত পঞ্চাশ) জন হজযাত্রীর প্রাক-নিবন্ধন করতে পারেনি, সে সকল এজেন্সী অন্য এজেন্সির সাথে সমঝোতার ভিত্তিতে লীড এজেন্সি নির্ধারণপূর্বক হজ যাত্রী প্রেরণ করতে পারবে । সমঝোতাপত্রটি নিম্ন থেকে ক্লিক করে দেখে নিন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

২০১৫ সনের হজে বিভিন্ন এজেন্সীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের রিভিউ শুনানি (১৯.০৪.২০১৬ খ্রিঃ)

April 18, 2016

২০১৫ সনের হজ্জে বেসরকারী ব্যবস্থাপনায় সম্পৃক্ত বিভিন্ন হজ এজেন্সীর বিরুদ্ধে সৌদি আরবের মক্কা, মদীনা ও জেদ্দায় এবং বাংলাদেশে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে সরকার কর্তৃক নিম্নবর্ণিত হজ এজেন্সীগুলোকে পৃথক পৃথক শাস্তি প্রদান করা হয়েছে। শাস্তিপ্রাপ্ত হজ এজেন্সীগুলো কর্তৃক দাখিলকৃত রিভিউ আবেদনের প্রেক্ষিতে জাতীয় হজ ও ওমরাহ নীতি-১৪৩৭হিজরী/২০১৬খ্রিঃ মোতাবেক গঠিত রিভিউ কমিটি কর্তৃক আগামী ১৯.০৪.২০১৬ খ্রিঃ, দুপুর ১২.০০ টায় সচিব মহোদয়ের অফিস কক্ষে (ভবন নং-৮, কক্ষ নং- ১০১, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) শুনানী গ্রহণ করা হবে। বর্ণিত অবস্থায়, সংশ্লিষ্ট হজ এজেন্সীর স্বত্ত্বাধিকারী/যথাযথ প্রতিনিধিকে তাদের রিভিউ আবেদনের স্বপক্ষীয় প্রয়োজনীয় কাগজপত্রাদি/তথ্য/প্রমানাদিসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

১৩/০৪/২০১৬ খ্রিঃ তারিখ বিকাল ৫:০০টা পর্যন্ত প্রাক্-নিবন্ধন সংক্রান্ত প্রতিবেদন

April 13, 2016

(প্রাক্-নিবন্ধনের সময় সকাল ১০:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত)

সরকারি ব্যবস্থাপনা:

১. সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের ডাটা এট্রির সংখ্যা: ৪২৭৫ জন।

২. সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজে গমনেচ্ছুর সংখ্যা: ৩৬৫৫ জন।

বেসরকারি ব্যবস্থাপনা:

১. বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুর ডাটা এন্ট্রির সংখ্যা: ১৩৮,৭৯২ জন।

২. বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধিত হজে গমনেচ্ছুর সংখ্যা: ১৩২,৫৭৩ জন

অন্যান্য তথ্য:

১. ডাটা এন্ট্রিকৃত হজে গমনেচ্ছুদের মধ্যে পুরুষ ৯৫,৩৬৯ জন এবং মহিলা ৪৭,৬৯৮ জন।

২. ডাটা এন্ট্রিকৃত হজে গমনেচ্ছুর মধ্যে ১৮ বছরের নীচে ১৩৫৯ জন, প্রবাসী ১০৯৪ জন, এবং ১৮ বছরের ঊর্ধেব ১৪০,৬১৪ জন।

(মোট: প্রাক-নিবন্ধিত সরকারি – ৩৬৫৫ + বেসরকারি – ১৩২,৫৭৩ = ১৩৬,২২৮ জন )।

প্রাক-নিবন্ধিত হজে গমনেচ্ছুদের তালিকা হস্তান্তর প্রসঙ্গে

April 13, 2016

বিজনেস অটোমেশন লিমিটেড গত ১২ এপ্রিল, ২০১৬ খ্রিঃ তারিখ প্রাক-নিবন্ধিত হজে গমনেচ্ছুদের বিস্তারিত মুদ্রিত কপি  ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় ভারপ্রাপ্ত সচিবের নিকট হস্তান্তর করেছেন । এখানে উল্লেখ্য যে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইউজারবৃন্দ, পরিচালক, হজ অফিস ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কারিগরি সদস্যবৃন্দ প্রথম দিন থেকেই হজযাত্রিদের অনলাইনের তালিকা দেখতে পারছিলেন এবং ইতিপূর্বে এই তালিকার সফটকপি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় ভারপ্রাপ্ত সচিবের নিকট হস্তান্তর করা হয়েছে । উক্ত অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, এসবি , নির্বাচন কমিশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও কারিগরি কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

IMAG1494 IMAG1499

প্রাক-নিবন্ধন বাতিল করে অর্থ ফেরত প্রদানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদন প্রসঙ্গে

April 12, 2016

হজযাত্রীর প্রাক নিবন্ধন বাতিলের জন্য ব্যাংক হতে ​হজযাত্রী/এজেন্সী​ কর্তৃক রিফান্ড রিকোয়েস্টের মাধ্যমে প্রাক-নিবন্ধন বাতিলের অনুরোধের পর সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক হজযাত্রী ও এজেন্সীর মধ্যে প্রাক-নিবন্ধন বাতিলের বিষয়ে সমঝোতা হয়েছে​ এবং কতজন হজযাত্রীর প্রাক-নিবন্ধন বাতিলের অনুরোধ করা হয়েছে তার বিস্তারিত তথ্য (রিফান্ড রিকোয়েস্টের পেইজসহ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ই-মেইল (moragovbd@gmail.com) ঠিকানায় পাঠাতে হবে। সংশ্লিষ্ট ব্যাংক ব্যতিরেকে প্রেরিত কোন বাতিলের অনুরোধ/ই-মেইল অনুমোদন করা হবে না। প্রাক-নিবন্ধন বাতিল করে অর্থ ফেরত প্রদানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদনের বিষয়ে বিস্তারিত নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন